ইউজার লগইন

খেলা দেখুন বিশ্বকাপে, ঝড় তুলুন চায়ের কাপে! ১০

স্লোভাকিয়া বনাম প্যারাগুয়ে

গতোদিন স্লোভাকিয়ার খেলায় যতোটা না হতাশ হয়েছিলাম তার চাইতে নিউজিল্যান্ডের কৌশল ভালো লেগেছে বেশি। পাল্টা আক্রমণকে যখন দুটো দল'ই কৌশল হিসেবে নেয়। তখন যে দলটি শ্রেয়তর তারা বিপদে পড়ে বেশি, এবারের বিশ্বকাপ দেখতে দেখতে এই উপলব্ধিটা প্রকট হোলো আমার। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের খেলার এই দুটি দলই একই কৌশলে খেলে। তবে গতোদিন ইতালির সাথে প্রতিদ্বন্দ্বিতায় প্যারাগুয়ের প্রেস করে খেলা দ্রুতগতির ফুটবল বেশ ভালো লেগেছে। খানিকটা শরীরি ফুটবল হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু তার সাথে যখন স্কিলের একটা সমন্বয় ঘটে তখন সেটা বেশ কার্যকরী হয়। গতোদিন কাউন্টার এ্যাটাকে এগিয়ে গেছে প্যারাগুয়ে, কেবল বড় আসরে খেলার মেজাজে হয়তো খানিকটা পিছিয়ে থাকাতে ড্রতেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। দ্বিতীয়ার্ধে ইতালি খেলায় ফিরে এসে গোল শোধ করে। গতোখেলার উল্লেখযোগ্য বিষয় হোলো দুটো গোলই করেছে দু'দলের ডিফেন্ডাররা। তাতেই বোঝা যায় কাউন্টার এ্যাটাকের সময় প্যারাগুয়ে দলও পুরো দল নিয়েই উঠে আসে বিপক্ষের সীমানায়। সে তুলনায় স্লোভাকিয়ার খেলা খানিকটা শ্লথ গতির। তারা এখনো ৪-৪-২ পদ্ধতিতেই তাদের মাঠের পরিকল্পনা সাজায়। কোচ নির্ভর করছেন এখনো সেই তুলনামূলক বর্ষীয়ানদের উপরেই। গোলটিও করেছে জাতীয় দলের পক্ষে ৭১টি ম্যাচ খেলা ভিটেক। শাল্ক'এর জেন্ড্রিসেককে কোচ দ্বিতীয়ার্ধে নামিয়েছেন যখন তখন ম্যাচে নিউজিল্যান্ডের বড় শরীরের ডিফেন্ডাররা আধিপত্য তৈরী করে ফেলেছে। প্যারুগুয়ের মধ্যমাঠ বেশ শক্তিশালি এবং বল পজেশনের গুরুত্বটা বেশ ভালো মতোই বুঝে। স্লোভাকিয়ার মধ্যমাঠে অনেক খেলোয়াড়ের আনাগোনা থাকলেও একটু বেশিমাত্রায় ডিফেন্সিভ হয়ে পড়ার প্রবণতা আছে।

খুব স্বাভাবিক ভাবেই আমার বাজী প্যারাগুয়েতে। তবে স্লোভাকিয়া যদি তাদের মেজাজ ফিরিয়ে এনে আজকের খেলায় খানিকটা আক্রমণাত্মক হয় তাহলে যেকোনো কিছু ঘটতে পারে খেলায়।

ইতালি বনাম নিউজিল্যান্ড

বুড়োদের দল ইতালির কোচ মনে হয় আরো বুড়ো। গতো খেলাতে নাটালেকে তাও দ্বিতীয়ার্ধের শেষভাগে নামিয়েছেন, পিরলোকে বসিয়ে রেখেছেন সাইবেঞ্চে। খেলায় চোখে পড়ার মতোন খেলেছে তিরিশের কম বয়সী ডি রসি আর পেপে। আমি এই বুড়ো খেলোয়াড়দের পক্ষেই ছিলাম সেসময়ে। কিন্তু খেলা শেষে নিজের উপলব্ধিটাই পাল্টে গেলো। যে উচ্চতায় খেলা হচ্ছে সেখানে আসলেই তারুণ্যের প্রয়োজন। যারা দম ধরে রেখে বেশী সময় ধরে দৌড়ে খেলতে পারে তাদেরই দলে আসা দরকার। নিউজিল্যান্ডকে নিয়ে বলার কিছু নেই। তাদের হারাবার কিছু নেই, কিন্তু জয় করবার জন্য আছে সারা বিশ্ব। আগের খেলার পারফরম্যান্স ধরে রাখতে পারলে ইতালির দ্বিতীয় রাউন্ড স্বপ্ন ধূলিস্মাত করে দেয়ার ক্ষমতা মনে হয় তাদের আছে।

আজকের খেলাতেও ড্র হতে পারে কিন্তু বাজী ধরার বেলায় আমি চাইবো ইতালি জিতে যাক।

ব্রাজিল বনাম আইভরী কোস্ট

ব্যক্তিগত ভাবে আমি চাই আইভরী কোস্ট বহুদূর যাক। আফ্রিকা থেকে যে কয়টি দল ভবিষ্যতের হুমকী বলে বিবেচিত হয়। আইভরী কোস্ট তাদের মধ্যে অন্যতম। তাদের খেলায় শক্তি আর সৌন্দর্য্যের সমন্বয় আছে, আছে গতি। তাদের আছে দিদিয়ের দ্রগবা। মেসি কিংবা রোনালদো যখন বিশ্ব কাঁপাচ্ছে আমি তখন দ্রগবা'র খেলায়ও বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা দেখি। গতোখেলায় তার স্বল্পকালীন উপস্থিতিতেই দলের চেহারাটা অনেক পাল্টে গিয়েছিলো। ব্রাজিল সমর্থকেরা নিশ্চিত এতোক্ষণে আমার মুন্ডুপাত শুরু করেছেন। ব্রাজিল আর আইভরী কোস্টের মতোন খেলায় আমি আইভরী কোস্ট নিয়েই লিখে চলেছি! এতো ধৃষ্টতা! তবে ব্রাজিল সম্পর্কে আমার মতামত খেলা পরবর্তী বিশ্লেষণে লিখেছি। আমার মনে হয়েছে কাকা'র যথাযথ ব্যবহার হচ্ছে না ব্রাজিল দলে। তাকে দায়িত্ব না দিয়ে ছেড়ে দেয়া হয়েছে যেকোনো খেলার। আর কাকা'ও যেনো সেই স্বাধীনতার অপব্যবহার শুরু করেছেন। ব্রাজিল দলকে নির্ভাবনায় রাখতে কাকা'কে খেলতে হবে মধ্যমাঠ ধরে। যেখান থেকে তিনি বাড়িয়ে দেবেন মন ভোলানো সব থ্রু, তার ব্যর্থতায় রবিনিয়ো যেটা করতে বাধ্য হয়েছেন গতো খেলায়। রবিনিয়োকে বরং স্বাধীনতা দিতে হবে অনেক, যার সুযোগে বিশ্ব দেখবে অভাবনীয় কিছু ড্রিবল। হয়তো অবিস্মরণীয় কিছু গোল।

মধ্যমাঠে জিলবার্তোকে দেখে কিংবা তার খেলা দেখেও মনে হয় ব্রাজিল দলে এর জায়গা কিভাবে হোলো! দুঙ্গা তার নিজের জায়গাটিতে কিনা পছন্দ করলেন এমন একজনকে! এতো শক্তিশালি সৃজনশীল ডিফেন্স থাকতে আবার কেনো এমন একটা পজিশনের অপচয় করছেন দুঙ্গা সেটা আসলেই আমার বোধগম্য নয়।

খেলায় প্রতিদ্বন্দ্বীতা হলেও ব্রাজিলই হয়তো জিতে যাবে। সাধে তো আর তারা এক নাম্বার দল হিসেবে পরিগণিত হয়না!

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


এত চমৎকার বিশ্লেষন রেখে কি সব পোস্ট পাব্লিক লাফাইতেছে

তানবীরা's picture


Wink Big smile

শওকত মাসুম's picture


আবারও চমৎকার। দারুণ বিশ্লেষণ।

অপূর্ব সোহাগ's picture


চ্রম

শওকত মাসুম's picture


ইতালি আর নিউজিল্যান্ডের টেস্ট মাত্র শেষ হইলো। বোরিং ড্র। Stare
আজকের দিনের প্রথম আপসেট। দ্বিতীয়টার অপেক্ষায় আছি।

আপন_আধার's picture


হ ..... দ্বিতীয় আপ সেটের অপেক্ষায় আছি

নজরুল ইসলাম's picture


যারা যারা আপসেটের অপেক্ষায় থেকে আপসেট হয়েছেন, তাদের প্রতি সমবেদনা রইলো Wink

হাসান রায়হান's picture


সুপার্ব! শত ভাগ মিলে গেছে।
দুঙ্গার সাথে বেকেনবাওয়ারের পুরা মিল বোধ হয় এবার হয়েই যাবে।

সাঈদ's picture


কালকে আইভরি কোস্ট খেলতে নামে নাই, নামছিল ফাউল করতে ।

নজরুল ভাইয়ের সাথে একমত - যারা আপসেটের অপেক্ষায় থেকে আপসেট হয়েছেন , তাদের জন্য সমবেদনা।

১০

জ্বিনের বাদশা's picture


কালকে কিন্তু জিলবার্তো আর ফিলিপ মেলোর খেলাই পারফেক্ট হইছে ... জেনুইন ভোলান্টে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিশ্লেষক's picture

নিজের সম্পর্কে

যে কোন ধরনের বিশ্লেষণ... আলোচনা... সমালোচনার আশা রাখি

আপাতত ফুটবল বিশ্বকার ২০১০ নিয়ে আছি