ইউজার লগইন

আবারও বিশ্বকাপ, আবারও বিশ্লেষক

ক্রিকেটের শৈত্য প্রবাহে কাঁপছে বাংলাদেশ। আবহাওয়াবিদদের প্রেডিকশান অনুযায়ী আরো ২/৩ দিন চলবে হিমেল হাওয়ার তান্ডব, কিন্তু বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অস্থিরতা কবে কাটবে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। গতো ফুটবল বিশ্বকাপের সময় যতোটা উদ্বেগ উৎকণ্ঠা ছিলো এবার পারদরেখা তার চাইতে অনেক উপরেই থাকবে সেটা নিঃসংশয়ে বলে দেয়া যায়। নিজের দেশে বিশ্বকাপ বলে কথা। তার উপর গতো বেশ ক'মাস ধরে দেশের ক্রিকেটে বইছে জয়ের সুবাতাস। টিম বাংলাদেশের শুরুটা গতো বছর খুব ভালো না হলেও ধীরে ধীরে যে উন্নতির গ্রাফটা উপরে উঠেছে সেটা তাদের গতো বেশ কয়েকটা সিরিজের ফলাফলে নজর বুলালেই বোঝা যাবে। বাংলাদেশ দল ক্রিকেট বিশ্বকাপ জিতে নেবে এমন স্বপ্ন না দেখলেও তারা আশাব্যঞ্জক ক্রিকেট খেলে দেশ বিদেশের ক্রিকেট দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে এমনটা ভাবতে খুব একটা সাহসের প্রয়োজন হয় না।

২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপের মাসে আমি স্পর্ধিত বেশ কিছু পোস্ট নিয়ে আপনাদের সাথে মতবিনিময় করেছিলাম। সেসব পোস্টের অনেক বক্তব্যই পরবর্তীতে ফালতু বলে প্রমাণিত হয়েছে। আবার কিছু বিবেচনা পাঠকদের মনে ভালোই চিন্তার উদ্রেক করেছিলো বলে মনে হয়েছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১১ শুরু হতে এখনো দেড় মাস বাকী। আশা রাখি এসময়টাতে আমরা বিশ্বকাপের দলগুলোর সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারবো।

আশা করি আমার সম্ভাব্যতা যাচাইয়ের বিশ্লেষণ আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেনা। আজকে এ পর্যন্তই। খুব শীঘ্রই হয়তো বিশ্লেষণের গাড়ি চলতে শুরু করবে। আবারো কথা হবে শীতার্ত হৃদয়ে উষ্ণতার পরশ বুলিয়ে।

আস্তা লা ভিস্তা!

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


ওহ্। দারুণ দারুণ। বিশ্বকাপের মজাটাই বাড়িয়ে দিলেন দাদা। থ্যংকু, ওয়েলকাম।

তানবীরা's picture


এবারের পল কোথায়? পতাকা কামড়াবে কে?

লিজা's picture


আমাদের দেশেও দেখবেন কেউ একজন কচ্ছপ বা ইদুর বা টিয়া পাখি বা ময়না পাখি বা বা কিছু একটা নিয়া হাজির হয়ে যাবে। ভারতও ব্যাবস্থা করবে । চিন্তার কিছু নাই ।

তানবীরা's picture


লিজা আর কেউ বসার আগে চলো আমরা অজগর নিয়া বসে পড়ি ঃ)

উলটচন্ডাল's picture


চলুক।
বিশ্লেষণে, ধারাভাষ্যে জমে উঠুক ব্লগ।

রাসেল আশরাফ's picture


চলুক বিশ্লেষকের বিশ্লেষণ।

সাথে ছিলাম সাথে আছি।

অফটপিকঃ প্রো-পিকটা বদলে ফেলুন দাদা।

মুকুল's picture


চলুক বিশ্লেষণ।

লীনা দিলরুবা's picture


দারুণ দারুণ........

হাসান রায়হান's picture


জমবে ভালো।

১০

সাঈদ's picture


চলুক বিশ্লেষণ।

১১

সাহাদাত উদরাজী's picture


আছি সাথে, চলুক।
এবারো আশাকরি 'জ্বীনের বাদশা' ভাই আমাদের টিম নামাতে বলবেন!
যথারীতি প্রথম হয়ে শেষ ম্যাচে হেরে যাব! পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে। তবে এবার আর আমি শ্বশুরবাড়ীর নামে টীম নামাবো না (বলা যায় না মতি গতি কি হয়)!

১২

নাজমুল হুদা's picture


শুভ হোক পথচলা । ক্রিকেটপ্রেমীদের জন্য যথার্থ আয়োজন । আর 'আমরা বন্ধু'র বন্ধুদের পেচ্ছাপেচ্ছির অবাধ সুযোগ ।

১৩

লীনা দিলরুবা's picture


জ্বিনের বাদশা ভাই ছাড়া প্রতিযোগিতা আয়োজনের মহান কর্ম কে করবে?! জ্বিন ভাই অ্যাম্পায়ার হয়ে পেচ্ছাপেচ্ছির অশেষ নেকি হাসিল করুন Party

১৪

নুশেরা's picture


বিষ্লুভাই/আপা কিরামাছেন? খেলাধূলা ছাড়া আপ্নেরে দেখাই যায় না Laughing out loud

১৫

নাজ's picture


খেলা দেখতে যাইতাম চাই, কিন্তু.......... Sad

১৬

ঈশান মাহমুদ's picture


খেলা দেখতে যাইতাম চাই, কিন্তু..........টিকেট পাই নাই।টিফি তেই দেকবাম।

১৭

আসিফ's picture


ক্রিকেট? উকে, নো পবলেম, আইতাছি। Laughing out loud

বাংলাদেশ দল নিয়া বেশি আশা করা যাবে না। শেষে আবার আয়ারল্যান্ড এর কাছে হারবে।

১৮

শওকত মাসুম's picture


বিনা টিকেটে গ্যালারিতে বসলাম Smile

১৯

মীর's picture


এখন জ্বিনের বাদশা খালি তার এ্যরেঞ্জমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা দিলে হয়। কয়েককেজি মুড়ি-চানাচুর জোগাড় কৈরা গ্যলারিতে বইসা পড়ুম।

২০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এইবার গ্রুপিং পঁচা হইছে (নিশ্চয়, এতে বিরোধী দলের সড়জন্ত্র আছে Puzzled ) )

দলের বিচারে আমার মতে সেমিফাইনালে যাওয়ার মত দল হলো ভারত, ইংল্যান্ড, সাঃআফ্রিকা আর বাংলাদেশ । দূঃখের বিষয়, এই সব গুলা দল এক সাথে গ্রুপ বি তে পড়েছে Laughing out loud

~

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিশ্লেষক's picture

নিজের সম্পর্কে

যে কোন ধরনের বিশ্লেষণ... আলোচনা... সমালোচনার আশা রাখি

আপাতত ফুটবল বিশ্বকার ২০১০ নিয়ে আছি