ইউজার লগইন

বদলে গেছি আমি!!

সময়ের সাথে আমার সম্পর্ক বহু বছরের। সে সম্পর্কে ভাব ভালোবাসা ছিলো না কখনো। নিষ্ঠুরতাই মনে হয় বেশী পেয়েছি সময়ের কাছ থেকে।

কখনো আমি ভেবেছি সময়কে দেখে নিবো আবার কখনো সময় আমাকে দেখে নেয়ার চ্যালেঞ্জ করেছে। কখনো আমি পরাজিত হয়েছি, কখনো সময় হয়েছে। নিয়ম মতো, আমার পরাজিত হওয়ার সংখ্যাই আমার কাছে বেশী মনে হয়।

আমার চাওয়া-পাওয়াগুলো সময় কেমন উদ্ভট ভাবে যেন পূরণ করে। অন্য কারো সাথে কি তবে গুলিয়ে ফেলে আমাকে? না হলে এত আগে পরে হয় কেন সবকিছু? হাজারবার চেয়েও কত কিছু পাই না সময়ের কাছ থেকে। আবার যা কল্পনাতেও থাকে না তাই জোর করে হাতে গুঁজে দেয়।

সময়ের সাথে না বরং অসময়ের সাথেই আমার বেশী ভাব।

অনেক হিসাব-নিকাশ করে ফেললাম সময়ের। পটল তুলবো নাকি আল্লাহ জানে। সেদিন আব্বুকে বলছিলাম অনেক বছর লঞ্চে করে দাদুবাড়ি যাই না। এই বর্ষায় যেতে চাই। শুনে ভাইয়া বলল আমার ফেসবুকের পাসওয়ার্ডটা যেন বাসায় জানিয়ে রেখে তারপর যাই। কিছু হলে স্ট্যাটাস আপডেট করে দিবে।

যাওয়ার আগে দারুণ একটা গান দেই। সায়ানের গান। গানের লিঙ্কটা পেলাম না, লিরিক্সটাই শেয়ার করলাম।

হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প’রে আমার,
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার

পেছনটাতে চোখ বুলাতে
ঘামছি মনে মনে
আড়চোখেতে সেই আমি’কে
দেখছি সংগোপনে

আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি!
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী।

ঈর্ষা ভরে তাকাই আমি
সেই আমি’টার দিকে
এই আমি’টা কেমন যেন
পানসে, কেমন ফিকে

আমারই তো সেই দু’টো চোখ
উচ্ছলতায় ভরা
খরায় জরায় সবুজ শুন্য
এ চোখ স্বপ্নহারা

সময় যেন স্বপ্ন মোছার
পা মাড়ানো পাপোষ
সেই আমি’টার সঙ্গে আমার
আর কি হবে আপোষ

আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো
সময় তোমার স্রোতে ভেসে
উল্টো দিকেই যাব।

আমার চোখের সামনে দিয়ে
এমন পুকুরচুরি
টের পেয়েছি এতক্ষনে
চোরের বাহাদুরী

করবো কাকে দায়ী আমি
সময় নাকি ভাগ্য
জবাব দেবেন তারা
যারা জীবন বিশেষজ্ঞ

আগামীতে অন্য কোন
আমি’র দেখা পেলে
সেই আমি’টার আমায় দেখে
চমকাবে কি পিলে?

সেই আমি’টা বলছে আমায়
মুঠো করিস হাতে,
এখনও যা সবুজ আছে
জড়ো করিস তাতে।

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

মাহবুব সুমন's picture


বদলে যাওয়াটাই স্বাভাবিক।

একজন মায়াবতী's picture


হুম। বুঝা যায় যে বেঁচে আছি। Big smile

তানবীরা's picture


শুনে ভাইয়া বলল আমার ফেসবুকের পাসওয়ার্ডটা যেন বাসায় জানিয়ে রেখে তারপর যাই। কিছু হলে স্ট্যাটাস আপডেট করে দিবে।

দ্যাটস ভাইয়া Puzzled

এতো মন খারাপের কিছু নাই, সামনে জীবন পইড়াই আছে, মন খারাপের টাইম আর উপলক্ষ্যের অভাব হইবেক না Smile

একজন মায়াবতী's picture


দ্যাটস ভাইয়া হইলে ইটস মি Wink বেঁধেছি বীণা..........................
তা'প্পু দেখেন এপু লিঙ্ক দিসে। গান শুনেন। Big smile

একলব্যের পুনর্জন্ম's picture


http://www.mediafire.com/?jndmnzzt4jt

একজন মায়াবতী's picture


Big Hug THNX

লীনা দিলরুবা's picture


বদলে যাও-বদলে দাও Big smile

একজন মায়াবতী's picture


ঠিকাসে Big smile

ফিরোজ শাহরিয়ার's picture


সময়ের সাথে আলো আধারের খেলা শুধু আপনার না, প্রতিটা মানুষের। তারপরও কিভাবে কিভাবে যেন সবকিছু হয়ে যায়

১০

একজন মায়াবতী's picture


হয়ে গেছে Cool

১১

টুটুল's picture


বদলে যাও-বদলে দাও Big smile

কি আছে জীবনে Smile

১২

একজন মায়াবতী's picture


কি আছে জীবনে

১৩

মীর's picture


পোস্টটা একটু বেশিই ছোট হয়ে গেলো না? আরো তো অনেক কিছুই লিখতে পারতেন.. Smile

১৪

একজন মায়াবতী's picture


আমি তো পারি না Sad
আপনি লিখেন পিলিজ লাগে Smile

১৫

মেসবাহ য়াযাদ's picture


?????????????? !!!!!!!!!!!!!!
@লীনা, টুটুল, মীর

১৬

একজন মায়াবতী's picture


Angel

১৭

কামরুল হাসান রাজন's picture


হুমমমম

১৮

একজন মায়াবতী's picture


Smile

১৯

মিতুল's picture


কোথায় যেন লিখেছিলাম একবার,
”এমনই সময় আমার
হাঁটু মুড়ে নির্বাক চেয়ে থাকা “

২০

একজন মায়াবতী's picture


নিয়মিত আসেন না কেন?? দেখলেন তো কোথায়, কবে, কি লিখেছেন নিজেই ভুলে যাচ্ছেন।

ভাগন্তিস

২১

নিশ্চুপ প্রকৃতি's picture


খুব ভালো লাগলো Smile

২২

একজন মায়াবতী's picture


এই গরমে এত কষ্ট করছেন? কোক খান

২৩

সুমি হোসেন's picture


"আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি!
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী।"
কথা সত্য, আপনের লেখায় এত মন খারাপের সুর কেন? আজকে ভাইয়া জোর করে ভাত খাওয়াইসে? বাসায় আইসা সিসিমপুর বাহিনিরে কাতুকুতু দিতে লাগাই দিবো!

২৪

একজন মায়াবতী's picture


আজকে সিসিমপুর বাহিনিকে নিয়ে কেএফসি যাবো। আপনে বাসায় আইসা একটা ঘুম দেন। Party

২৫

শওকত মাসুম's picture


দেরী হইলেও পড়লাম কিন্তু।

২৬

একজন মায়াবতী's picture


দেরী হইলেও ধইন্যা দিলাম কিন্তু Smile

২৭

জ্যোতি's picture


কিরম বদলাইলা? আগে আরেকটু মোটা ছিলা? তুমার ভাতিজীর চুলের বেণী মন কাড়ছে।

২৮

একজন মায়াবতী's picture


না। এখন আগের চেয়ে মোটা হইসি Big smile

২৯

মেঘের দেশে's picture


এক কাজ কর টাইম মেশিনে সময়ের সাথে অতীতের পথে চলে যা বদ লাইতে হবে না Big smile Big smile Big smile Big smile

৩০

একজন মায়াবতী's picture


তার আগে বল তুই কই থাকিস? দেখা যায় না কেন? Crazy

৩১

মেঘের দেশে's picture


জানি না কই থাকি.......................

৩২

বিষাক্ত মানুষ's picture


প্রথম আলো কিন্তু কপিরাইট মামলা করে দিবে Cool

৩৩

একজন মায়াবতী's picture


ভাগন্তিস

৩৪

রাসেল আশরাফ's picture


বদলাইয়া কেমন হইছেন তার একটা প্রমান দেন!!!!!! Wink Wink

৩৫

একজন মায়াবতী's picture


Fishing

৩৬

সাঈদ's picture


বদলানোই মানুষের স্বভাবগত । ব্যাপারস না

৩৭

একজন মায়াবতী's picture


হুম ব্যাপারস না Big smile

৩৮

আরাফাত শান্ত's picture


পোষ্ট খান পড়া ছিলো না আগে।সায়ানের শতকরা নব্বই শতাংশের গানই আমার প্রিয়ও লিরিক্স মুখস্থ। সায়ানের গান দিছেন তাতে খুশি দেশ জাতি মানব সমাজ Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একজন মায়াবতী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।