বদলে গেছি আমি!!
সময়ের সাথে আমার সম্পর্ক বহু বছরের। সে সম্পর্কে ভাব ভালোবাসা ছিলো না কখনো। নিষ্ঠুরতাই মনে হয় বেশী পেয়েছি সময়ের কাছ থেকে।
কখনো আমি ভেবেছি সময়কে দেখে নিবো আবার কখনো সময় আমাকে দেখে নেয়ার চ্যালেঞ্জ করেছে। কখনো আমি পরাজিত হয়েছি, কখনো সময় হয়েছে। নিয়ম মতো, আমার পরাজিত হওয়ার সংখ্যাই আমার কাছে বেশী মনে হয়।
আমার চাওয়া-পাওয়াগুলো সময় কেমন উদ্ভট ভাবে যেন পূরণ করে। অন্য কারো সাথে কি তবে গুলিয়ে ফেলে আমাকে? না হলে এত আগে পরে হয় কেন সবকিছু? হাজারবার চেয়েও কত কিছু পাই না সময়ের কাছ থেকে। আবার যা কল্পনাতেও থাকে না তাই জোর করে হাতে গুঁজে দেয়।
সময়ের সাথে না বরং অসময়ের সাথেই আমার বেশী ভাব।
অনেক হিসাব-নিকাশ করে ফেললাম সময়ের। পটল তুলবো নাকি আল্লাহ জানে। সেদিন আব্বুকে বলছিলাম অনেক বছর লঞ্চে করে দাদুবাড়ি যাই না। এই বর্ষায় যেতে চাই। শুনে ভাইয়া বলল আমার ফেসবুকের পাসওয়ার্ডটা যেন বাসায় জানিয়ে রেখে তারপর যাই। কিছু হলে স্ট্যাটাস আপডেট করে দিবে।
যাওয়ার আগে দারুণ একটা গান দেই। সায়ানের গান। গানের লিঙ্কটা পেলাম না, লিরিক্সটাই শেয়ার করলাম।
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প’রে আমার,
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার
পেছনটাতে চোখ বুলাতে
ঘামছি মনে মনে
আড়চোখেতে সেই আমি’কে
দেখছি সংগোপনে
আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি!
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী।
ঈর্ষা ভরে তাকাই আমি
সেই আমি’টার দিকে
এই আমি’টা কেমন যেন
পানসে, কেমন ফিকে
আমারই তো সেই দু’টো চোখ
উচ্ছলতায় ভরা
খরায় জরায় সবুজ শুন্য
এ চোখ স্বপ্নহারা
সময় যেন স্বপ্ন মোছার
পা মাড়ানো পাপোষ
সেই আমি’টার সঙ্গে আমার
আর কি হবে আপোষ
আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো
সময় তোমার স্রোতে ভেসে
উল্টো দিকেই যাব।
আমার চোখের সামনে দিয়ে
এমন পুকুরচুরি
টের পেয়েছি এতক্ষনে
চোরের বাহাদুরী
করবো কাকে দায়ী আমি
সময় নাকি ভাগ্য
জবাব দেবেন তারা
যারা জীবন বিশেষজ্ঞ
আগামীতে অন্য কোন
আমি’র দেখা পেলে
সেই আমি’টার আমায় দেখে
চমকাবে কি পিলে?
সেই আমি’টা বলছে আমায়
মুঠো করিস হাতে,
এখনও যা সবুজ আছে
জড়ো করিস তাতে।
বদলে যাওয়াটাই স্বাভাবিক।
হুম। বুঝা যায় যে বেঁচে আছি।
দ্যাটস ভাইয়া
এতো মন খারাপের কিছু নাই, সামনে জীবন পইড়াই আছে, মন খারাপের টাইম আর উপলক্ষ্যের অভাব হইবেক না
দ্যাটস ভাইয়া হইলে ইটস মি বেঁধেছি বীণা..........................
তা'প্পু দেখেন এপু লিঙ্ক দিসে। গান শুনেন।
http://www.mediafire.com/?jndmnzzt4jt
বদলে যাও-বদলে দাও
ঠিকাসে
সময়ের সাথে আলো আধারের খেলা শুধু আপনার না, প্রতিটা মানুষের। তারপরও কিভাবে কিভাবে যেন সবকিছু হয়ে যায়
হয়ে গেছে
বদলে যাও-বদলে দাও
কি আছে জীবনে
কি আছে জীবনে
পোস্টটা একটু বেশিই ছোট হয়ে গেলো না? আরো তো অনেক কিছুই লিখতে পারতেন..
আমি তো পারি না
আপনি লিখেন পিলিজ লাগে
?????????????? !!!!!!!!!!!!!!
@লীনা, টুটুল, মীর
হুমমমম
কোথায় যেন লিখেছিলাম একবার,
”এমনই সময় আমার
হাঁটু মুড়ে নির্বাক চেয়ে থাকা “
নিয়মিত আসেন না কেন?? দেখলেন তো কোথায়, কবে, কি লিখেছেন নিজেই ভুলে যাচ্ছেন।
খুব ভালো লাগলো
এই গরমে এত কষ্ট করছেন? খান
"আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি!
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী।"
কথা সত্য, আপনের লেখায় এত মন খারাপের সুর কেন? আজকে ভাইয়া জোর করে ভাত খাওয়াইসে? বাসায় আইসা সিসিমপুর বাহিনিরে কাতুকুতু দিতে লাগাই দিবো!
আজকে সিসিমপুর বাহিনিকে নিয়ে কেএফসি যাবো। আপনে বাসায় আইসা একটা ঘুম দেন।
দেরী হইলেও পড়লাম কিন্তু।
দেরী হইলেও ধইন্যা দিলাম কিন্তু
কিরম বদলাইলা? আগে আরেকটু মোটা ছিলা? তুমার ভাতিজীর চুলের বেণী মন কাড়ছে।
না। এখন আগের চেয়ে মোটা হইসি
এক কাজ কর টাইম মেশিনে সময়ের সাথে অতীতের পথে চলে যা বদ লাইতে হবে না
তার আগে বল তুই কই থাকিস? দেখা যায় না কেন?
জানি না কই থাকি.......................
প্রথম আলো কিন্তু কপিরাইট মামলা করে দিবে
বদলাইয়া কেমন হইছেন তার একটা প্রমান দেন!!!!!!
বদলানোই মানুষের স্বভাবগত । ব্যাপারস না
হুম ব্যাপারস না
পোষ্ট খান পড়া ছিলো না আগে।সায়ানের শতকরা নব্বই শতাংশের গানই আমার প্রিয়ও লিরিক্স মুখস্থ। সায়ানের গান দিছেন তাতে খুশি দেশ জাতি মানব সমাজ
মন্তব্য করুন