ইউজার লগইন

আবার একুশে

কালকে থেকে প্রচন্ড মেজাজ খারাপ ছিল যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে। বন্ধুরা সবাই এক হয়েছে, একই দাবীতে দেখে ভালো লাগছে। কিন্তু আমি যেতে পারছি না। অসুস্থ হয়ে বারো দিন টানা বিছানায় পড়ে থাকা আমার ভাই সন্ধ্যায় যখন বলল - ‘যাবি? রেডি হ এখনই’ তখন মনে হলো - ভাইয়ের মতো ভাই। এরকম ভাই তখনো ছিলো, এখনো আছে। তাই আজকে আমরা এখনো বেঁচে আছি। তখনি আর যাওয়া হলো না তবে ঠিক হলো কাল, কাল ঠিক পৌঁছে যাবো শাহাবাগ।

পরশুও যাবো। যেতেই হবে। কারণ আমার ভাইয়ের মতোই আর একজনও আছে যার অবদান আমার জীবনে অনেক। আমার বাজি। তার জন্য পরশু আমার গন্তব্য হবে শাহাবাগ থেকে বইমেলা।

সেদিন দুপুরে ফেসবুকে বাজির বইয়ের কভারপেজ দেখে আধা ঘুমে থাকা আম্মুকে ডেকে দেখালাম, বললাম। আম্মু আমার উত্তেজনা দেখে নির্লিপ্ত ভাবে বলল, গতবারওতো ছিল। আমি আরো জোরে ডেকে বললাম, গতবার তো ছিল কিন্তু এবারে আস্ত একটা বই।

হ্যাঁ, এবারে আস্ত একটা বই। আর তাই আমার উত্তেজনাটা একটু বেশীই। আমার নাচ, গান, পড়া-লেখা, লক্ষ্ণী হওয়া, বান্দর হওয়া সব কিছুরই শুরু তার কাছ থেকেই কিনা। তাই আমি একটু বেশীই উত্তেজিত।

তাই বন্ধুরা, আমার পক্ষ থেকে আপনাদের সবার দাওয়াত থাকলো। আসছে ৮ই ফেব্রুয়ারী তানবীরা আপুর বই মেলায় আসার সম্ভ্যাব্য দিন। এদিন থেকে আমার বাজির বই পাওয়া যাবে একুশের বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টলে। দিন-তারিখের যেকোনো পরিবর্তন আমি এই পোস্টে আপডেট করে যাবো। সবাই এই উপলক্ষ্যে একসাথে হয়ে একটু আড্ডা দেয়া যাবে। বইটাও একটু নাড়াচাড়া করা যাবে। এবি ভর্তি এতো ফটুরে, এই স্মরণীয় মুহূর্তের কিছু সুন্দর ছবিও তারা তুলতে পারেন। বাজি নিজের প্রথম বইয়ের উদ্বোধনে থাকতে পারবে নাতো কি হয়েছে, আমরা সবাই মিলে তার জন্যে কিছুটা সুন্দর মুহূর্ত ধরে রাখতে পারি। এতে তার মনের দুঃখ কিছুটা হলেও কমবে। অফিসিয়াল মোড়ক উন্মোচন টাইপ না হলেও, এই বইটিকে ঘিরে একটু আনন্দ উচ্ছ্বাসতো আমরা করতেই পারি। আর এবি তো বাজির সেকেন্ড হোম, তাই এবির বন্ধুদের ছাড়া এই আনন্দ অসম্পূর্ণ থাকে। বিস্তাতির জানতে কিংবা যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুকেও ম্যাসেজ দিতে পারেন।

আমি মেলায় উপস্থিত থাকবো তিনটা থেকে। আশা করছি দেখা হবে সবার সাথে।
603021_10151403615844269_866512536_n_0.jpg

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইয়েয়েয়ে..এসে পড়ব ইন শা আল্লাহ! Laughing out loud

একজন মায়াবতী's picture


Welcome

সুমি হোসেন's picture


আমিও যাবো Smile
বাজি "এখানে থেমো না ......" Love

একজন মায়াবতী's picture


আইসেন আপ্নাকে চা খাওয়াবো Tongue

আরাফাত শান্ত's picture


ভেরী গুড~ Smile

একজন মায়াবতী's picture


দেখা হবে কালকে Smile

উচ্ছল's picture


Smile

একজন মায়াবতী's picture


চলে আসবেন কালকে Smile

লীনা দিলরুবা's picture


বোন-এর মতো বোন পাইছে তানবীরা Smile

১০

একজন মায়াবতী's picture


আপ্নাকেও তো পাইছি আমি আপু। চলে আসবেন কালকে, অনেক আড্ডা দিবো Laughing out loud

১১

তানবীরা's picture


সো সুইট Big smile

১২

একজন মায়াবতী's picture


নৃত্য

১৩

জ্যোতি's picture


শুভকামনা অনেক প্রিয় তাতাপুর প্রথম বইয়ের জন্য। আর তাতাপুকে অভিনন্দন। তোমাকে ধইন্যাপাতা।
দুপুরে হয়ত যেতে পারব না। সন্ধ্যায় যদি শাহবাগ যেতে পারি তাহলে বইমেলা যাব Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একজন মায়াবতী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে বলার মতো এখনো কিছু হতে পারি নাই। কখনো হলে আপডেট করবো।