আমার সিসিমপুর (৫)
১.
বিরতি আমার জন্য ভালো না। দীর্ঘ তিনমাস পর নেটের লাইন পেয়ে ব্লগ, ফেসবুকে বসে মনে হয় যেন এখানে আমি ছিলামই না। এমন না যে এ কয়দিন একেবারেই নেট এক্সেস ছিল না, সময়েরও অভাব ছিল। দিন গুলো কাটসে যেন সুনামীর গতিতে। এর মধ্যে কত কাহিনি যে করল আমার সিসিমপুর বাহিনী!!!
২.
এই বাহিনীর সবচেয়ে ছোটটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে 'শ্রেয়'। আমাকে আশেপাশে দেখলেই হলো। দু হাত তুলে, আ আ আ করে চিৎকার করবে কোলে আসার জন্য। আমি ডাকি ওরে 'রাজা বেটা'। আমার ধারে কাছে আর কাউকে আসতে দেখলে সে অভিমানী চোখ করে তাকাবে। দ্রুত হামাগুড়ি দিয়ে কাছে এসে তাকে টেনে সরাবে। আর নাহলে কান্না শুরু করবে। আমি তাই ভাবি মেঘলা এসে যখন দেখবে এই কান্ড তখন মেঘলার অবস্থা কি হবে!!
যাই হোক, রাজাবেটার কথায় আসি। আমার রাজাকে কেউ বললেই হলো, 'ময়না শোও, শুয়ে থাকো ময়না শোও' ব্যাস ওমনে সে ধপ করে শুয়ে পড়বে। কই পড়তিসে কোনো খবর নাই। হোক সেটা বিছানায়, বালিশে বা ফ্লোরে।
নিজের খেলনা দিয়ে রাজা খুব একটা খেলেনা। তার প্রিয় খেলার জায়গা হলো আমার কম্পিউটার টেবিল। মাউসটাকে সে গাড়ি চালানোর মতো করে চালাবে। আমি গান চালিয়ে দিবো সে নিজের ইচ্ছে মতো সাউন্ড বাড়াবে, কমাবে আর নাচবে। আর ওর সামনে কম্পিউটার অন আছে কিন্তু ওকে বসতে দেয়া হলো না তাহলে আর রক্ষা নাই। আমার পিসিতে বসা কমে যাওয়ার এইটা আরেকটা কারণ।
৩.
সিসিমপুর বাহিনীর পালের গোদা মানে মেঘলা আসবে কয়েকদিন পর। ময়না পাখিটা খেতে খুবই পছন্দ করে। ওর সাথে ফোনে কথা হওয়া মানেই খাওয়ার কথা বলা। যদি ওর মন ভালো থাকে তো ও আমাকে লিস্ট বলতে থাকবে বাংলাদেশে এসে কি কি খেতে চায়। আর যদি কোনো কারণে মন খারাপ থাকে, তখন আমি বলতে শুরু করি সে আসলে তারে কি কি খাওয়াবো। ব্যস হয়ে যায় তার মন ভালো। অবশ্য আমার নিজেরই খুব ভালো লাগে ওর উচ্ছ্বাস শুনতে।
সেদিন আমার জন্মদিনে উইশ করতে ফোন করে যখন শুনলো ওকে ছাড়াই কেক কাটসে ওর তোম্মা, মনটা যেন খারাপ হয়ে গেল।
জিজ্ঞাসা করল, কেক !!! কি কেক ছিল তোম্মা?
আমি বললাম চকলেট কেক।
মেঘলাঃ চকলেট কেক আমারো খুব পছন্দ।
আমি বললাম জানি। তাই তো তুমি আসলে আমরা আবার কেক কাটবো।
মেঘলাঃ সেইম কেকটাই কাটতে হবে তোম্মা। ওকে??
আমি বললাম ওকে। একটা না দুইটা না প্রতিদিন কেক কাটবো।
মেঘলাঃ বেশী কেক খেলে তো আবার আমি ফ্যাট হয়ে যাবো তোম্মা! সেটা তো তখন গুড হবে না। তাই না?
৪.
সেদিন আরভিনদের বাসায় যেতেই আরভিন আমাকে ধরল, তোম্মা তুমি আম্মুকে বলে দাও আমাকে আরো রূপার জামা কিনে দিতে।
আমি তো হা। বলে কি ছেলে!!! রূপার জামা মানে??
আরভিনঃ হ্যা, তুমি যে আমাকে রূপার জামাটা কিনে দিলে না? সেটা পড়তে আমার খুব ভালো লেগেছে। আম্মু, না হয় তুমি আমাকে আরো রূপার জামা কিনে দিও।
আপু অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল কি কিনে দিসিস তুই??!!
আমিও বললাম কোনটা তোমার রূপার জামা নিয়ে আসো তো দেখি।
তারপর সে নিয়ে আসলো একটা স্যান্ডো গেঞ্জি, আমিই কিনে দিসিলাম ওকে। যার এক কোণায় RUPA লেখা।
আপনি বদলান নাই।
হায় হায় বদলাবো কেন!!
আপনাদের সবার দোয়ায় যেমন আছি অনেক ভালো আছি
এমনই থাকেন। হাসিখুশি, ফানলাভিং...
এত্ত মজা করতে পারেন খুব মজা পেলাম সব সময় এমনই থাকুন।
মজা তো আমি করি না আপু, পিচ্চি গুলা করে। আমি তো শুধু বয়ান করলাম
আপনার সিসিম্পুর বাহিনী খুব্বই সুইট। ওদেরকে নিয়ে সব কয়টা লেখা পড়তেই ভাল লাগে।
আপনি ওদের কথা সব সময় পড়েন তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কু আপু
ছবি দেওয়া উচিৎ ছিলো। এই লেখার সাথে।
=========================
কার ছবি দিবো বুড়াটার না গুড়াটার
পারিবারিক ব্যাপার। গুষটির বাইরে যেতে পারে নাই
এই ভাবে গুষ্টির খোঁটা দিলেন?
কি করবে বলেন ওর মা এত মজার মজার রান্না করে যে না খেয়ে পারে না
মায়ে রান্না পারে? সেই বছর তিনেক আগে সন্দেশ বানায়ছিলো সেইটা এখনো চালায়তেছে কুমিরের বাচ্চা দেখানোর মতো করে। আর ভাগ্নীতো এখন ডিম ভাজা শিখে গেছে।
মায়ে পারে না তো মামায় পারে এখন মামী পারবে। একজন পারলেই হইলো।
সিসিমপুরের বাচ্চাগুলা সব ভালো আছে তো?
সবাই ভালো আছে আপু। শুধু আমার রাজাবেটা ভালো থাকে না। খালি অসুস্থ হয়
আমারও একটা রুপার জামা আছে
তোমার সিসিমপুর রক্স। তোমার লেখাও জোশ। নিয়মিত থাইকো।
তোমাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা আপু। মনে মনে আগেই দিয়েছিলাম, পেয়েছ কিনা জানিনা।
শুভেচ্ছা পেয়েছি আপু। আপনাকে অনেক অনেক ধইন্যা আর অন্য কিছু না কিন্তু এইটা কাঁচা আমের শরবত
ম্যালাদিন পর সিসিমপুর পাইলাম। মনটা ভালো হইয়া গেলো।
থ্যাঙ্কু থ্যাঙ্কু
পিচ্চিগুলোর সাথে থাকলে দুনিয়ার সব কষ্ট ভুলে যাওয়া লাগে।
দারুন।
ঠিকই বলছেন। কোনদিক দিয়ে যে সময় যায় বোঝা যায় না। ধন্যবাদ পড়ার জন্য
খুব সুন্দর।
মন ভালো করা লেখা।
ভালো থেকো সিসিমপুর বাহিনীদের নিয়ে
খুব সুন্দর।
মন ভালো করা লেখা।
ভালো থাকবেন সিসিমপুর বাহিনীদের নিয়ে
পোস্ট তো দেন না। শুধুই কমেন্ট করেন। তাও যদি অন্যেরটা কপি করেন কেমনে হবে!!!
মেসবাহ ভাইয়ের কমেন্ট কপি করার অপরাধে আপনি মেসবাহ ভাইকে ট্যাক্স দিতে হবে
কত্তদিন পর তোমার লেখা পড়লাম, মন ভাল হইয়া গেছে!
সিসিম্পুর খুব খুব ভালূ পাই।
মায়াবতী আপু,
দয়া কইরা আর ডুব দিও না! প্লি ইইইইই্জ..!
জলে ডুবি ডুবি বলে ডুব দিলাম সই গো মরণ ভয়ে ডুবি নাই আমি
তাইলে, এই নাও ডুবি ডুবিগান শোন।
গানের জন্য ধইন্যা
রূপার জামা
জ্বী আপু। আরো কয়টা রূপার জামা কিনে দিয়েন ওরে
সিসিমপুর বাহিনী তো সেরাম----!!!
এই প্রথম আপনার সিসিমপুর পড়লাম। দারুণ লাগলো...অন্য গুলো পড়ার সাধ জাগলো...
ধন্যবাদ আপু
মন্তব্য করুন