?????
সভ্যতা যেখানে প্রতি নিয়ত সংজ্ঞা পাল্টায়
আমি সে সময়ের একটা বন্ধুর পথে হেঁটে চলেছি ।
বস্তু আর মানুষের প্রশ্নে যেখানে বস্তু এগিয়ে
এমন এক পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি নির্লিপ্ত হয়ে,
পাশ্চাত্য প্রকাশ্যে যখন শোষন করছে প্রাচ্যকে---
তখন পাশ্চাত্য পূজারী দাস হয়ে বেঁচে আছি আমি,
নারীর প্রেম যেখানে খন্ডিত আর পুরুষের মরিচিকা
সেখানে আমি মিথ্যা সুখের রঙধনূ এঁকে বেঁচে আছি।
একটা নদী অথবা একটা জীবন অথবা একটা স্বপ্ন,
সব গুলোই যখন অস্তিত্ব হারিয়ে ধূসর হয়ে বেঁচে থাকে---
সে রকম এক অসহায় সময়ের গণিতের খাতা খুলে বেঁচে আছি ।
সমৃদ্ধি যখন কাম্য, স্বপ্ন যখন অসীম
বিপ্লব যখন অনিবার্য, সংগ্রাম যখন মুক্তির হাতিয়ার
তখন একচোখা আর দু-মুখোর জীবনে বেঁচে আছি,
বেঁচে আছি বৃক্ষ পত্রের লুকানো কীটের মতো হয়ে।
স্বপ্নাশ্রয়ী সংগ্রামকে নয়, বহমান নদীকে নয়, প্রশান্তির কবিতাকে নয়,
কিশোরীর গভীর চোখকে নয়, রাজ পথের মিছিলকেও নয়,
মানুষ তবে কাকে ভালবাসে ??
শিরোনামকি পাঁচটা প্রশ্নবোধক? কবিতা ভালো হৈসে। তয় প্রচু্র টাইপো আছে।
এর চেয়ে বললে ভাল হত ''মরে আছি''। এভাবে বেঁচে থাকাকে মরে থাকা বললেই সঠিক বলা হয় ।
কবিতার অর্থ খুঁজতে যাওয়ার মতোন অহেতুক কাজটা আমি করতে যাই না। এই লেখাটা যেহেতু কবিতার গ্রাফিক ফরম্যাটে লিখা তাই এর কোনো অর্থ করনের আগ্রহ আমার ছিলো না। তবে একগাদা স্টেইটমেন্ট ছড়ানো লেখাটার শরীরটারে নিয়া তেমন কোনো অনুভূতি তৈরী হইলো না। কেমন জানি রাক্ষস মনে হইলো তারে। যারে দেইখা কেবল ভয় পাইতে হয়...ভালোবাসতে খুব একটা ইচ্ছা করে না।
কবি প্রশ্ন করলে উত্তর দিবে কে ?

কবি প্রশ্ন করলে উত্তর দিবে কে ?
আসলে ভালবাসতে হবে তো ঐ গুলোকেই কিন্তু মানুষ তা পারছে না.--------
নয়? হয়। মানুষ উপরের সব কিছুকে ভালোবাসে
আর কবি যদি সেই মানুষটিই হন তবে- জয় গোস্বামীর কথা ধার করে বলি,
ভাল মন্তব্য । ধন্যবাদ
স্বাগতম এবিতে
মন্তব্য করুন