শূন্য
খুব একা লাগে, শূন্যতায় ভরে যায় পৃথিবী
আমি ছুটে চলি আমার প্রার্থিত গন্তব্য ফেলে
জীবনের রাস্তায় কত গলি পথ, কত বাঁক পেরিয়ে
আমি বুঝতে পারি না কিভাবে বিবর্ণ হয়ে যায় জীবন ।
হয়তোবা প্রতিটি গলি আর বাঁকের বর্ননা করতে পারি,
পারি হৃদয়ে হীম শীতল স্রোতের অনুভূতি নিতে
সংজ্ঞাহীন একটা কিছু বেরিয়ে আসতে চায় ভেতর থেকে,
সামনে উপস্থিত প্রশ্ন বোধক চিহ্নটা সরাতে পারি না,
পরাজিত মানুষের কোন শক্তি থাকে না,
আমি আজ তাই, শূন্যে দাঁড়িয়ে থাকা তথা কথিত কেউ ।
অশ্রুহীন দু চোখে ক্লান্তির আঁধার নেমে আসে
মস্তিষ্কের তপ্ত চিন্তাগুলো বাড়িয়ে চলে শূন্যতা,
হৃদয়ের দু কূল ছাপানো হীম শীতল স্রোতে আমি ভেসে যাই।
আর কোমল কন্ঠের কবিতা শান্তি বিলাতে আসবেনা,
দেখা হবেনা এলোকেশী প্রতিমার মুখোবিম্ব
অর্জিত কোন প্রলম্বিত যন্ত্রনায় ডুবে যাবো আমি,
প্রত্যাবর্তনের পূর্বে বার বার ফিরে দেখার সাধে বিভোর থেকে।
জীবনে এতো পথ চলে আবার আমি শূন্যে দাঁড়িয়ে,
একা হয়ে যাওয়া দলছুট হাঁসের মতো পানিতে বৃত্ত রচনা
আবার বৃত্ত, আবার শূন্য------------
ভালো লেগেছে
ধন্যবাদ ।
কবিতা ভালো লাগলো।
নতুন পোষ্ট দিলেন বলেও ভালো লাগলো।
আমারও ভালো লাগলো । আসলেই ব্লগটা ভালো উদরাজী আর আপনি থাকতে বলেছিলেন । হয়ত সবাই আপনাদের মতোই চেয়েছিল আমি থাকি কিন্তু মুখ ফুটে হয়তো বলেননি । যা হোক আপনাদের মতো বন্ধুদের ছেড়ে যেতে ইচ্ছে হলো না । ধন্যবাদ
আপনার লেখায় হাত চালিয়ে এটিকে গদ্য করে দিলাম, পড়তে ভালো লাগলো এরপরই
খুব একা লাগে, শূন্যতায় ভরে যায় পৃথিবী আমি ছুটে চলি আমার প্রার্থিত গন্তব্য ফেলে জীবনের রাস্তায়- কত গলি পথ, কত বাঁক পেরিয়ে আমি বুঝতে পারি না কিভাবে বিবর্ণ হয়ে যায় জীবন । হয়তোবা প্রতিটি গলি আর বাঁকের বর্ননা করতে পারি, পারি হৃদয়ে হীম শীতল স্রোতের অনুভূতি নিতে সংজ্ঞাহীন একটা কিছু বেরিয়ে আসতে চায় ভেতর থেকে, সামনে উপস্থিত প্রশ্ন বোধক চিহ্নটা সরাতে পারি না, পরাজিত মানুষের কোন শক্তি থাকে না, আমি আজ তাই, শূন্যে দাঁড়িয়ে থাকা তথাকথিত কেউ । অশ্রুহীন দু'চোখে ক্লান্তির আঁধার নেমে আসে মস্তিষ্কের তপ্ত চিন্তাগুলো বাড়িয়ে চলে শূন্যতা, হৃদয়ের দু কূল ছাপানো হীম শীতল স্রোতে আমি ভেসে যাই। আর কোমল কন্ঠের কবিতা শান্তি বিলাতে আসবেনা, দেখা হবেনা এলোকেশী প্রতিমার মুখোবিম্ব অর্জিত কোন প্রলম্বিত যন্ত্রনায় ডুবে যাবো আমি, প্রত্যাবর্তনের পূর্বে বার বার ফিরে দেখার সাধে বিভোর থেকে।
জীবনে এতো পথ চলে আবার আমি শূন্যে দাঁড়িয়ে, একা হয়ে যাওয়া দলছুট হাঁসের মতো পানিতে বৃত্ত রচনা আবার বৃত্ত, আবার শূন্য------------
হা হা হা হা হা-------------
ওহ ! এটাতো এভাবেই ভালো লাগছে----- ধন্যবাদ
ভাল লাগলো। খুশি হলাম।
আপনার আর জয়িতার অনুরোধে থেকে গেলাম। আপনাদের এই স্পিরিটটা অসাধারণ । ভালো হোক মন্দ হোক, নতুনকে বন্ধু ভেবে তাকে আরও সময় দিয়ে থাকতে বলাটা খুবি ভালো লেগেছে আমার, সাথে টুটুল ভাইকেও ধন্যবাদ দি্ব----------------
আরে আপনি দেখি আবার ফেরত আসছেন দাদা!!!!!!!!
এবার কিন্তু আর যাই যাই করতে পারবেন না।
শুভেচ্ছা অবিরত।
কোলকেতার ভাষা ইউজ করেচেন দেকচি দাদা । ধন্যবাদ
যেতে পারলেননা তো ! বলেছিলাম না, 'আমরা বন্ধু'র সবাই বন্ধু, বন্ধুত্বকে স্থায়ী ও সুন্দর করবার জন্যই সবাই লেখা পড়ে ও সমালোচনা করে । আছেন এবং থাকবেন, নিয়মিত নতুন নতুন পোস্ট দিয়ে সকলকে আনন্দ দেবেন প্রত্যাশা আমার । কবিতা ভাল হয়েছে - বেদনার সুরে ভারাক্রান্ত কেন?
বারো রকম ব্লগারের মেলায় আপনার প্রয়োজনও অপরিহার্য।
একটা কৌতুহল, আপনার প্রোফাইল পিকচারে ট্যাংকের ছবি কেন?
আপনি কবিতা শুনতে ভালোবাসেন কিন্তু ট্যাংকের ছবি লাগিয়ে রেখেছেন, মেলাতে পারলাম না।
আমার অফিসে ঢুকবার আগে অনেক চেকিং শেষ করতে হয় । যারা চেক করে তাদের হাতে এম১৬এ ১ স্নাইপার রাইফেল থাকে । অসম্ভব শৈল্পিক ক্ষমতা আছে এই রাইফেলের অনেকটা কবিতার মতোই । ট্যাঙ্কের ছবিটা এমনি দেয়া ।
বড়ই দুঃখবোধের কবিতা। ভালোই লাগলো।
আশা করি মাঝে মাঝে কবিতা উপহার দিবেন।
মার লেখার হাত তেমন নাই । চেষ্টা করতে পারি বড় জোর।
ধন্যবাদ
মন্তব্য করুন