বইয়ের রাজ্যে
অনেকদিন পর পোস্ট লিখতে বসলাম... সিলেট আসছি গতকাল... উদ্দেশ্য আমার পিতাজীরে খানিক দৌড়ের উপরে রাখা... আমি পড়াশোনা শেষ কইরা যেইদিন থিকা টো-টো কোম্পানীর সিইও হিসেবে জয়েন করলাম তারপর থিকাই আব্বাজানে আমারে দেখলেই দৌড়ে উইঠা যায়...
...
ঐদিন আমারে ফোন কইরা কইল ''তুমি ঢাকায় কি কর?'' আমার উত্তর শুইনা কয় তুমি যা করতাছ তাতে আমার উপর ''তাপ বিকিরণ'' হইতাছে; আমার কাছে অহনো প্লেনের টিকেটের ভাড়া আছে, তুমি ভিসা জোগাড় কইরা লন্ডন যাওগা; ঐখানে গিয়া তুমি গোল্লায় গেলেও তুমার ''তাপ বিকিরণ'' এর আচ আমার উপর আসব না
..
তো এই হইল কেচ্ছা.. বাপেরে খানিক দৌড়ের উপর রাখার লিগা সিলেট চইলা আসলাম.। অহন কড়া জর্দা দিয়া এলাচি লং সহকারে পান চিবায়া চিবায়া ব্লগাইতাছি
.. মাগার পয়েন্ট হইল কি নিয়া পোস্টাই...
অনেক আগে প্র আলোতে শুক্রবারে একটা জিনিস ছাপা হইতো বই বিষয়ক..। একেকদিন একেকজনরে ফিচার করত.। কোনদিন আলী যাকের তো কোনদিন সারা যাকের... তাদেরে জিগাইত তাদের পড়া পয়লা বইয়ের নাম.। কিংবা লুকায়ে পড়া বইয়ের নাম... ঐ সিরিঝটা দেইখা আমি নিজেই নিজের উত্তরগুলা লিখছিলাম... এইটা ২০০৩ এর দিকের ঘটনা... আইজকা বাসায় আইসা আমার পুরান গাট্টি বুচকার ভিতরে এই কাগজের টুকরা টা খুইজা পাইলাম যেইখানে আমাি নিজেই নিজের সাক্ষাতকার নিছলাম... তুইলা দিলাম ঐ টুকরা টা...
===
প্রথম পড়েছি - টেক্সটবুক বোর্ডের নির্বাচিত প্রথমশ্রেণীর ছাত্রদের জন্য ''আমার বই - ১''
লুকিয়ে পড়েছি - ক্লাস সেভেনে থাকাকালীন আব্বার সংগ্রহ থেকে পাকিস্তান আমলের ''মাসুদ রানা'' সিরিজ, এবং পরবর্তীতে আবুল হাসনাতের ''যৌনবিগ্যান''
হতে চেয়েছিলাম - হাইস্কুলে পড়ার সময় তিন গোয়েন্দার কিশোর পাশা। পরে হিমু, মিসির আলী এবং জেইমস বন্ড হতে চেয়েছি। ''চাচা কাহিনীর'' আড্ডার একজন নব্য সভ্যও হতে চেয়েছিলাম।
পড়ে গায়ে কাটা দিয়েছিল- এখনো তেমনটি হয়নি।
পড়ে কেদেছিলাম - বই পড়ে কখনো কাদিনি তবে হ্যারি পটারের সাইরিয়াস ব্ল্যাকের মৃত্যুতে ব্যাঠিত হয়েছি। কষ্ট পেয়েছি মুজতবা আলীর ছোটগল্প ''মণি'', ও ''শবনম'' পড়ে।
বারবার পড়েছি - সন্জীবচনদ্র চট্টোপাধ্যায়ের পালামৌ, জীবনানন্দের কবিতার বই রূপসী বাংলা, মুজতবা আলীর লেখাগুলো, আর কাহলিল জিবরানের দ্য প্রফেট
পড়ার জন্য খুজছি- ইংরেজীতে ডক্টর জিভাগো
শেষ পড়েছি- মাসুদ রানার বই
এখন পড়ছি - কোরআন শরীফের অর্থের ইংরেজী অনুবাদ
আবার পড়ার ইচ্ছে - জীবনানন্দের কবিতাগুলো, সৈয়দ মুজতবা আলীর সব লেখা
নিজের টাকায় প্রথম কেনা বই - ক্লাস টেনে থাকতে ধনন্জয় স্যারের মুখে সুকান্তের ছাড়পত্র
কবিতাটি শুনে এতই মুগ্ধ হয়েছিলাম যে পরেরদিন বিকালে বইটি কিনেছিলাম বিশটাকা দিয়ে
মানুষকে পড়তে বলি- আগে বললেও এখন আর বলিনা.। এখন শুধু কাছের মানুষদের ভালোলাগা বইগুলো পড়তে দেই। কাউকে কখনো কবিতা সাজেস্ট করিনা... ওটা নিজে আবিষ্কার করার জিনিস
নির্বাসনে গেলে - প্রিয় সব বইই নেব বরং কোন লাইব্রেরীর সাথে বই পাঠানোর চুক্তিই করে যাব
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - না বুঝে হাইস্কুলের টেক্সটবই বিক্রি করে দিয়েছি, কিছু অভেলায় হারিয়ে ফেলেছি, এখন টের পাই...
এখনো পড়া হয়ে উঠেনি - আমার অনার্স কোর্সের ৯৫ ভাগ বইই পড়িনি...
বই পড়ার ব্যাপারে - মানুষ ছাপার অক্ষরকে অন্ধের মত বিশ্বাস করে... তাই বইয়ের খারাপ প্রভাব থেকে সতর্ক থাকা উচিত
====
ঐ কাগজের টুকরায় যেইভাবে লিখছিলাম সেইভাবেই রাখলাম.। ভাষায় কোন চেন্জ আর আনলাম না.।
আজকাল আর বই পড়িনা.। বইপড়ার অভ্যাস বাদ দিছি অনেক আগেই... এইখানে লেখা অনেক কথাই আজকাল আর আমার জন্য সত্যি না.। তবু ভালো লাগে পুরান ডায়েরি বা হেথায় হোথায় ছড়ানো টুকরা-টাকরা কাগজগুলা খুজে পেলে..
===
আপনাদের জন্য প্রশ্ন গুলা তুইলা দিলাম আলাদা কইরা... কমেন্টে বা পোস্টাকারে লিখতে পারেন আপনের কাহানি.. মজা হইব 
প্রথম পড়েছি -
লুকিয়ে পড়েছি -
হতে চেয়েছিলাম -
পড়ে গায়ে কাটা দিয়েছিল-
পড়ে কেদেছিলাম -
বারবার পড়েছি -
পড়ার জন্য খুজছি-
শেষ পড়েছি-
এখন পড়ছি -
আবার পড়ার ইচ্ছে -
নিজের টাকায় প্রথম কেনা বই -
মানুষকে পড়তে বলি-
নির্বাসনে গেলে -
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি -
এখনো পড়া হয়ে উঠেনি -
বই পড়ার ব্যাপারে -
রখস-এ-বিসমিল





প্রথম পড়েছি - শিশু। প্রগতি প্রকাশনী থেকে প্রকাশিত লিও তলস্তয়ের শিশুতোষ গল্পের সংকলন...
লুকিয়ে পড়েছি - সাগর সঙ্গম-১, ২। মাসুদ রানা, ক্লাস সেভেন/সিক্সে।
হতে চেয়েছিলাম -মালাকাইটের ঝাঁপির নিপিড়িত ভুমিদাস, কিশোর পাশা, কুয়াশা, সাতকাহনের দীপা, কালবেলা-ত্রয়ীর অনিমেষ, হেনরী রাইডারের শী এর হোরেস হলি, আ্যলান কোয়াটারমেইন...
পড়ে গায়ে কাটা দিয়েছিল- মনে পড়ে না
পড়ে কেদেছিলাম - পুরা কখনৈ কান্দিনাই। চোখ ভিজা উঠছিলো অগ্নিপুরুষ পৈড়া, সাগরতীরে বৈলা এক্টা বৈ পাইছিলাম ছুটুকালে, এডিও প্রগতির বৈ। সেইটা পৈড়া...
বারবার পড়েছি - যেই বৈ পড়ি, সেডিই বার্বার পড়ি...
পড়ার জন্য খুজছি- আসিমভের ফাউন্ডেশন, পুরা সিরিজ...
শেষ পড়েছি- দ্য পিপল অফ দ্য মিস্ট, হেনরি রাইডারের
এখন পড়ছি - মাধুকরী [[রিভাইস]]
আবার পড়ার ইচ্ছে - ফাউন্ডেশন
নিজের টাকায় প্রথম কেনা বই - ছুটি [[ তিন গোয়েন্দা]]
মানুষকে পড়তে বলি- বলিনা...
নির্বাসনে গেলে - কাগজে লেখা বৈ নৈলে লাইব্রেরীর সাথে চুক্তি [[ মিল্লা গেছে]]
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - হারানো ঠিক না, আমার শিশুবেলার অনেক বৈ উইয়ে খাইয়া ফেল্ছে...
এখনো পড়া হয়ে উঠেনি - অনেক বৈ...
বই পড়ার ব্যাপারে - {জ্ঞানী কতা???} বৈ পড়া শুরু কর্লে শ্যাষ না কৈরা উঠা উচিত না...
দারুণ বিষয়, বাফড়াকে ধইন্যা:)
প্রথম পড়েছি - প্রথম পড়া বই এর নাম মনে নেই
লুকিয়ে পড়েছি - সমরেশ বসুর, প্রজাপতি, বিবর সহ বড়দের বইগুলো
হতে চেয়েছিলাম - সাতকাহনের দীপাবলী চরিত্রটা খুব টেনেছিল, তখন ছোট ছিলাম এবং দীপার মত হতে চেয়েছিলাম এখন চাইনা। এখন হতে চাই আরেকটি লীনা।
পড়ে গায়ে কাটা দিয়েছিল- ক'মাস আগে পড়া শাহাদুজ্জামানের, ক্রাচের কর্ণেল।
পড়ে কেদেছিলাম - সেলিনা হোসেনের 'লারা'
বারবার পড়েছি - বারবার সাধারণত রেফারেন্স বই পড়ি আর পড়ি কবিতার বই, সেক্ষেত্রে, কামাল চৌধুরীর কবিতার কথা বলা যায়
পড়ার জন্য খুজছি- মার্কেজের আত্মজীবনী
শেষ পড়েছি- খুশবন্ত সিং এর উপন্যাস- বারিয়্যাল অ্যাট সী
এখন পড়ছি - তপন রায় চৌধুরীর আত্মজীবনী- বাঙালনামা, খুশবন্ত সিং এর দিল্লী, নেরুদার আত্মজীবনীগ্রন্থ -অনুস্মৃতি
আবার পড়ার ইচ্ছে - শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল
নিজের টাকায় প্রথম কেনা বই - মনে নেই
মানুষকে পড়তে বলি- আত্মজীবনীমূলক বই
নির্বাসনে গেলে - আমার বাবার বুক শেলফগুলো চুরি করে নিয়ে যাব
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - অসংখ্য বই। আমি কাউকে বই দিলে তা ফেরত নিতে পারিনা, লজ্জা লাগে চাইতে। কেউ দয়া করে ফেরত দিলে পাওয়া হয়, নয়তো মিসড।
এখনো পড়া হয়ে উঠেনি - পৃথিবীর শ্রেষ্ঠ আত্মজীবনীমূলক বইগুলো সব পড়ে ফেলার তীব্র আগ্রহ রয়েছে
বই পড়ার ব্যাপারে - ভীষণ আগ্রহী। বইকে ভালবাসি প্রেমিকের মত।
প্রথম পড়েছি - মহাকাশে মহাজাত্রা(ছবিওয়ালা একটা বই)
লুকিয়ে পড়েছি - দিল্লিকা লাড্ডু(তারাশঙ্করের ছোটো গল্পের সমগ্র একটা)
হতে চেয়েছিলাম - কিশোর পাশা, অতি অবশ্যই শার্লোক হোমস(আমার আবার অনেক বই পৈড়া, ঐ বৈয়ে নতুন কোনো ক্যারেক্টার হৈতে মন্চাওয়ার অভ্যাসও আছিলো
)
পড়ে গায়ে কাটা দিয়েছিল- আলেক্স হেলির দ্যা রুটস'র বাংলা শেকড়ের সন্ধানে পৈড়া, মানুষের অসভ্যতার কথা জাইনা, একই কারনে জীন পি স্যসনের প্রিন্সেস পৈড়া।
পড়ে কেদেছিলাম - কান্দিনাই, তয় বেশি খারাপ লাগছিলো ভেরা পানোভার "পিতা ও পুত্র" পৈড়া(মনে হয় বিশ্ব সাহিত্য অনুবাদ)
বারবার পড়েছি -শেকড়ের সন্ধানে(দ্যা রুটস), ইস্পাত(হাউ দ্যা স্টীল ওয়াজ টেম্পাররড), শার্লক হোমস রচনা সমগ্র সহ সব পছন্দের বই...
পড়ার জন্য খুজছি-মহাভারত আর রামায়নের সহজ কোনো সংস্করন
শেষ পড়েছি-রাধা-কৃষ্ঞ(সুনীল গঙ্গোপাধ্যায়)
এখন পড়ছি -তিন গোয়েন্দার কয়টা এ্যনটিক পাইছি
আবার পড়ার ইচ্ছে -ইশ্পাত আর গার্সিয়া মার্কেজের একটা ছোটো গল্পের সংকলন ছিলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের
নিজের টাকায় প্রথম কেনা বই -তিন গোয়েন্দা(মনে হয় ভল্যিউম ১)
মানুষকে পড়তে বলি-যেইটা পৈড়া ভালো লাগে, সাথে সাথে কয়জনরে বলি, আর ছোটো বোনরে হাতে ধরাইয়া দেই
নির্বাসনে গেলে -বই, আর ইন্টারনেট
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি -ওয়ার এন্ড পীস(প্রথম বই, যেইডা আমার নিজের পড়ার আগেই মারিং হয়), ইস্পাত
এখনো পড়া হয়ে উঠেনি -ইয়াল্লা!! এডির কি শেষ আছে????
বই পড়ার ব্যাপারে - বই না পড়া বা কম পড়া কেউ আমারা চাইতে বেশি জানলে বুঝে অবাক হই..জানলো ক্যাম্নে?
হাসতে হাসতে গড়াগড়ি, পুরাই বাফড়ীয় হয়েছে।
আমি ইন্টারভিউতে অংশগ্রহন করতে পারলাম না কারন আমার স্মরণ শক্তি বলতে কিছু নেই
ন্যাকা ন্যাকা জিনিস দিয়ে পেপারগুলা ভরে রাখে। মাঝে মাঝে চটকাইতে ইচ্ছে করে
গদ্য রসালো হয়েছে
আপনার কৈশোর রঙ্গিন ছিল।
প্রথম পড়েছি - স্কেচ করার কলাকৌশল নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্ই (নাম মনে নাই), সৈয়দ ইকবালের কুশল ও মৃত্যুবুড়ো
লুকিয়ে পড়েছি - বাপ বাসায় থাকলে পাঠ্যপু্স্তক ছাড়া সবই লুকায় পড়তে হ্ইছে
হতে চেয়েছিলাম - হাকলবেরি ফিন
পড়ে গায়ে কাটা দিয়েছিল- এডগার অ্যালান পো-র কালো বিড়াল
পড়ে কেদেছিলাম - (অনেকবার...)
বারবার পড়েছি - সংবিধান, ফৌজদারি কার্যবিধি, বাংলাদেশ দণ্ডবিধি, ডিকশনারি
পড়ার জন্য খুজছি- কিছু খুঁজি না, হাতে পাইলে সময় মিললে পড়ি
শেষ পড়েছি- শিশুর নাম কী রাখবেন- ইকবাল মাহমুদ
এখন পড়ছি - শঙ্খ ঘোষের অন্ধের স্পর্শের মতো
আবার পড়ার ইচ্ছে - সৈয়দ মুজতবা আলী, নবনীতা দেবসেন
নিজের টাকায় প্রথম কেনা বই - সত্যজিতের ফেলুদা সিরিজের কোনোটা
মানুষকে পড়তে বলি- শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা (যাদের দরকার আছে তাদেরকেই শুধু বলি)
নির্বাসনে গেলে - অতো ওজন টানে কে! ল্যাপটপ আর নেট কানেকশনই কাফি।
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - ভুলে গেছি
এখনো পড়া হয়ে উঠেনি - অনেক অনেক অনেক
বই পড়ার ব্যাপারে - বাফড়ার সাথে একমত না
সাইরিয়াস ব্ল্যাকের মৃত্যূতে কষ্ট পেয়েছিলাম আমিও। অ্যালবাস ডাম্বলডোরের মৃত্যূতেও।
বস্ লিস্ট আরেকদিন দিমুনে
প্রথম পড়েছি - সবাই মনে হয় প্রথমে স্বরলিপিই পড়েছে, অ-আ-ক-খ
এমনিতে গল্পের বইয়ের মধ্যে রূপকথার এক বই, নাম মনে নাই। পড়ছি, পড়ে শেষ করার পর ঐটার কাগজও খাইছি।
লুকিয়ে পড়েছি - পড়ার সময়ে টেবিলের ডালার নিচে যেকোনো গল্পের বই লুকিয়ে পড়তাম, তিন গোয়েন্দাই বেশি।
হতে চেয়েছিলাম - টম সয়্যার, হাকলবেরি ফিন, তিন গোয়েন্দার কোনো একজন, হাকারবিন, শান্তা পরিবারের কেউ...আরো অনেক, হিসাব নাই। কম বয়সে অনেক কিছু হতে চাইতাম। এখন কিছু একটা হতে পারলেই বাঁচি।
পড়ে গায়ে কাটা দিয়েছিল- মনে নাই।
পড়ে কেঁদেছিলাম - কোনোকালে বই পড়ে কেঁদেছি মনে পড়ে না, তবে বই না পড়া হেতু কেঁদেছি বহুত(পরীক্ষাপরবর্তী পিটুনিতে)।
বারবার পড়েছি - গল্প-গুচ্ছ-রবীন্দ্রনাথ; অপেক্ষা,এইসব দিনরাত্রি..-হুমায়ূন আহমেদ; কিশোর উপন্যাসসমগ্র-জাফর ইকবাল...আরো অনেক...
পড়ার জন্য খুজছি- সাধারণত সামনে যা পাই কিনি আর পড়ি, কোনো টার্গেট নিয়ে কিনি না বা খুঁজি না। নাটকের এক বই দেখতে নিউমার্কেট গেছিলাম, সামনে পেয়ে মাহমুদুল হকের বই কিনতে চাইছিলাম তখন, সবগুলো পাই নাই। না পাওয়াগুলো আবার যেয়ে কিনতে হবে, যেতে আলসি লাগতাছে। এটারে কি পড়ার জন্য খোঁজা বলা যায়?
শেষ পড়েছি- খেলাঘর-মাহমুদুল হক
এখন পড়ছি - জীবন আমার বোন-মাহমুদুল হক
আবার পড়ার ইচ্ছে - আপাতত নতুন কিছু পড়ার ইচ্ছা...
নিজের টাকায় প্রথম কেনা বই - জহির রায়হান গল্পসমগ্র(পুরোপুরি নিজের পয়সায়) আর হাতখরচ বাঁচায়া কেনা প্রথম বই তিন গোয়েন্দা ভল্যুম-৭।
মানুষকে পড়তে বলি- বলি না
নির্বাসনে গেলে - আমার সব বই, একটা আরামদায়ক রকিং চেয়ার, আরামদায়ক বিছানা, ল্যাপটপ আর অবশ্যই নেট কানেকশন
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - জাফর ইকবালের কিশোর উপন্যাসসমগ্র(পুরনোটা)
এখনো পড়া হয়ে উঠেনি - এইটা একটা ফাও কোশ্চেন, কেউই উত্তর দিতে পারবে না। কতো কি পড়ার আছে বাকি...
বই পড়ার ব্যাপারে - কিছু বলার নাই।
প্রশ্ন পড়ে আর সবার প্রশ্নের উত্তর পড়ে যাও দুই একটা মনে আসছিলো তাও ভুলে গেছি।তবে পোষ্ট পড়ে দারুণ মজা পাইলাম। কমেন্ট পড়ে ভালো লাগলো।
প্রথম পড়েছি - মনে নেই
লুকিয়ে পড়েছি - ললিটা নামক কোন একটা সম্ভবত
হতে চেয়েছিলাম - শ্রীকান্তের অপু
পড়ে গায়ে কাটা দিয়েছিল- যাযাবরের দৃষ্টিপাত অসাধারণ লেখনীর জন্য
পড়ে কেঁদেছিলাম - থ্রি কমরেড
বারবার পড়েছি - পবিত্র কোরআন
পড়ার জন্য খুঁজছি- যাযাবরের সমগ্র
শেষ পড়েছি- আহমাদ মোস্তফা কামালেরে / ঘরভরতি মানুষ অথবা নৈ:শব্দ্য
এখন পড়ছি - আফসানা কিশোয়ার - করোটিতে মৃত্যু
আবার পড়ার ইচ্ছে - অনেক বই
নিজের টাকায় প্রথম কেনা বই - শ্রীকান্ত
মানুষকে পড়তে বলি- সব ধরনের বই
নির্বাসনে গেলে - তাহলে বলবো কোন লাইব্রেরীতে নির্বাসন দিতে
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - অনেক বই
এখনো পড়া হয়ে উঠেনি - রবীন্দ্র সমগ্র
বই পড়ার ব্যাপারে - বলবো যারা বই এর মধ্যে ডুবে যায় একটা এক ধরনের নেশা আমার মা আমাকে সব সময় বলে এটা ত্যাগ করা উচিত।
প্রথম পড়েছি - আদর্শ লিপি
লুকিয়ে পড়েছি - আসল আরব্য রজনী
হতে চেয়েছিলাম - কালপুরুষ এর অর্ক
পড়ে গায়ে কাটা দিয়েছিল- দেবী , হুমায়ুন আহমেদ
পড়ে কেদেছিলাম - কালপুরুষ,মা - ম্যাক্সিম গোর্কি
বারবার পড়েছি - পার্থিব, গল্পগুচ্ছ - রবীন্দ্রনাথ।
পড়ার জন্য খুজছি-
শেষ পড়েছি-
এখন পড়ছি -
আবার পড়ার ইচ্ছে -
নিজের টাকায় প্রথম কেনা বই - মনে হয় বঙ্কিম রচনাবলী
মানুষকে পড়তে বলি-
নির্বাসনে গেলে -
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - ন হন্যতে
এখনো পড়া হয়ে উঠেনি -
বই পড়ার ব্যাপারে -
প্রথম পড়েছি -ঠাকুরমার ঝুলি টাইপ কিছু একটা হবে।
লুকিয়ে পড়েছি -মাসুদ রানার একটা বই। নামটা সম্ভবত প্রতিদ্বন্দ্বি এবং খেলা রাম খেলে যা
হতে চেয়েছিলাম -আলাদিন
পড়ে গায়ে কাটা দিয়েছিল-সত্যজিত রায়ের একটা ছোটগল্প। নামটা ভুলে গেছি।
পড়ে কেদেছিলাম -আই লাভ ইউ ম্যান
বারবার পড়েছি -কবি, দৃষ্টিপাত ও পুত্র পিতাকে (চানক্য সেনের)
পড়ার জন্য খুজছি-চোখেন সামনে নতুন যে বইটা পড়ে সেটাইকেই তো খুঁজি
শেষ পড়েছি-লে. ক. সাফায়েত জামিলের বইটা
এখন পড়ছি -এখন দেশ বিভাগের উপর সমীর সেনের উপন্যাসটা হাতে নিয়েছি।
আবার পড়ার ইচ্ছে -পুতুল নাচের ইতিকথা ও অন্যান্য মানিক।
নিজের টাকায় প্রথম কেনা বই -বৃত্তির টাকা পেয়ে পুরাটা দিয়েই বই কিনেছিলাম।
মানুষকে পড়তে বলি-দৃষ্টিপাত
নির্বাসনে গেলে -কম্পিউটারে বই পড়তে ভাল লাগে না। তাই বইই নিয়ে যাবো।
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি -কাল দেখলাম শাহরিয়ার কবিরের কিশোর সমগ্রের প্রথম পার্টটা নাই। কে নিলো রে???
এখনো পড়া হয়ে উঠেনি -পুরো রবীন্দ্রনাথ
বই পড়ার ব্যাপারে - হাতের কাছে যা পান তাই পড়বেন। না পড়লে কেমনে বুঝবেন কোনটা ভাল আর কোনটা খারাপ। (হুমায়ুন আহমেদ এই তালিকায় পড়ে না।)
আমি এসব প্রশ্নের জবাব দিতারুম না
প্রথম পড়েছি - নার্সারী রাইমস
লুকিয়ে পড়েছি - বাসার তিনগোয়েন্দা আর স্কুলে চটি
হতে চেয়েছিলাম - হাতেম তাঈ
পড়ে গায়ে কাটা দিয়েছিল- বিছা। একবার আতাফল গাছ থিকা গায়ের উপর পৈরা কাটা লাগাইয়া দিছিলো
পড়ে কেদেছিলাম - এক বন্ধুর ধাক্কায় পৈড়া যাইয়া কাঞ্ছিলাম
বারবার পড়েছি - মেমসাহেব পর্ছি। ভালো লাগার জন্য না। যতবারই শুরু কর্তাম কয়েক পৃষ্ঠা পৈড়া শ্যাষ কর্তে পার্তাম না। তাই বার্বার শুরু কর্তাম।
পড়ার জন্য খুজছি- অনেক অনেক চটি
শেষ পড়েছি- মাসুদ রানার এক বৈয়ের কয়েক পৃষ্ঠা। নাম মনে নাই
এখন পড়ছি - বৈ না পৈড়া বৌয়ের মন পর্তে চেষ্টা করি
আবার পড়ার ইচ্ছে - মেমসাহেব, যদি কোনোভাবে শ্যাষ কর্তে পার্তাম
নিজের টাকায় প্রথম কেনা বই - এস.এস.সি-র ভূগোল গাইড
মানুষকে পড়তে বলি- বৈ পড়ার উপদেশ কাউরেই দেই না। তবে বৈ ধার দেয়ার ব্যাপারে নিষেধ করি। কোনো এক গূনীজন কৈছিলো, "বৈ আর বৌ কাউরে ধার দিতে হয় না। তাইলে দুইটা আর অক্ষত অবস্থায় ফিরা আসে না।" (যেই কৈয়া থাকুক শালায় এক্ষান মাল আছিলো)
নির্বাসনে গেলে - অন্তত বৈ আর বৌ কিছুই নিমুনা। দুইটাই বোরিং
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - মেমসাহেব বৈটা। শ্যাষ করার অনেক ইচ্ছা ছিলো
এখনো পড়া হয়ে উঠেনি - অনেক চটিই এখনো পড়া হয় নাই
বই পড়ার ব্যাপারে - নিজে একদমই উদাসীন
খাইসে!
এম্নে লিস্ট কইরা কওয়াটা বিয়াপক হার্ড । তবে একেকজনের অভিজ্ঞতা একেক রকম!
কত বই পড়া বাকি
প্রথম পড়েছি - অ অ ই ঈ.......
লুকিয়ে পড়েছি - অবশ্যই বড়দের বই
খুব সম্ভবত Lady Chatterley's Lover
হতে চেয়েছিলাম - কিছু হতে চাইনি
পড়ে গায়ে কাটা দিয়েছিল- ভয় পাই না
পড়ে কেদেছিলাম - কাঁদার মতো পরিস্থিতি হয় না আমার, তবে মেম সাহেব পড়ার পর মন খারাপ হয়েছিলো।
বারবার পড়েছি - মেম সাহেব, বাকিগুলার নাম মনে নাই।
পড়ার জন্য খুজছি- তেমন কিছু নাই। সবকিছুই হাতের নাগালে তবে সময় পাই না, ইচ্ছেও হয় না পড়তে।
শেষ পড়েছি- মনে নাই
এখন পড়ছি - এখন কিছু পড়ছি না
আবার পড়ার ইচ্ছে - তেমন কোনো বই নাই
নিজের টাকায় প্রথম কেনা বই - নাম মনে নাই
মানুষকে পড়তে বলি- যা কিছু পড়া যায় তার সব কিছুই; বউ এর দেয়া বাজারের ফর্দ থেকে শুরু করে পিয়ার রিভিউড সায়ান্টেফিক জার্নাল
নির্বাসনে গেলে - সেটা নির্ভর করে কোথায় নির্বাসন দেয়া হচ্ছে তার উপর। বনবাসে পাঠালে সারভাইভাল গাইড আর সৌদিতে পাঠালে " আরবি শিখুন নূরানী পদ্ধতিতে" এরকম কিছু সাজেস্ট করবো নিজের জন্য।
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - কস্ট পাওয়ার মতো তেমন কিছু ঘটে নাই। তবে ২০০+ সেবা প্রকাশনীর পেপার ব্যাক সের দরে বিক্রি করে দেয়ায় মেজাজ সেই রকম গরম হয়েছিলো।
এখনো পড়া হয়ে উঠেনি - এরকম বই হাজার হাজার। পৃথিবীতে এতো এতো বইয়ের মাঝে এতো অল্প পড়া হয়েছে যে 'এখনো পড়া হয়ে উঠেনি' প্রশ্নটাকেই হাস্যকর লাগে যেখানে বই পড়ার গন্ডিটাকেই ছোট্ট করে ফেলা হয়।
বই পড়ার ব্যাপারে - বাছ বিচার নাই। সব কিছুই পড়ি। অহেতক নাক উঁচানি ভাব মারার দরকার নাই।
প্রথম পড়েছি - খাট থেকে (মা বলেছিলেন...)
লুকিয়ে পড়েছি - খাটের নিচে
হতে চেয়েছিলাম - আর্মি অফিসার (বাকীরা ব্লাডি সিভিলিয়ান...)
পড়ে গায়ে কাটা দিয়েছিল- ড্রাকুলা সিরিজের কোনো একটা বই
পড়ে কেদেছিলাম - অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট
বারবার পড়েছি - কাঁচ ভাঙ্গা রাতের গল্প (সৈয়দ মঞ্জুরুল ইসলাম)
পড়ার জন্য খুজছি- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সমগ্র কিশোর সাহিত্য
শেষ পড়েছি- শমন শেকল ডানা (হাসান মোর্শেদ)
এখন পড়ছি - জোছনা ও জননীর গল্প (হু.আহমেদ)
আবার পড়ার ইচ্ছে - হাত কাটা রবিন (মু.জাফর ইকবাল)
নিজের টাকায় প্রথম কেনা বই - পাশের কামরা (মাসুদ রানা)
মানুষকে পড়তে বলি- বলিনা...
নির্বাসনে গেলে - অনেক লক্ষ শলাকা সিগারেট, ম্যাচ, গান শোনার সরঞ্জামাদি আর খাদ্য...
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - কাঁচ ভাঙ্গা রাতের গল্প (সৈয়দ মঞ্জুরুল ইসলাম)
এখনো পড়া হয়ে উঠেনি - লক্ষ লক্ষ বই
বই পড়ার ব্যাপারে - অনেক অলস আমি। সময় পাই না। এটা ঠিক না...
প্রথম পড়েছি - এই স্মৃতিশক্তি যদি থাকতো, তাহলে জীবনে বহুত বড় কিছু হইতে পারতাম!
লুকিয়ে পড়েছি - সেবার বই গুলা টেক্সট বইয়ের মাঝে রেখে লুকিয়ে পড়তাম।
হতে চেয়েছিলাম - বকলম পাশা (কিশোর পাশা হইতে চাই নাই), শার্লক হোমস্, হেকেল বেরি ফিন।
পড়ে গায়ে কাটা দিয়েছিল - ব্রাম স্টোকের কাউন্ট ড্রাকুলা (ক্লাস সিক্স/সেভেন এ থাকতে পড়ছি, তিন রাত ঘুমাইতে পারি নাই)
পড়ে কেদেছিলাম - আমি খুব দুর্বল মনের মানুষ, অনেক বই পড়েই চোখের কোন বেয়ে পানি গড়িয়ে পড়ে।
বারবার পড়েছি - পাঠ্যবই, তারপরও মুখস্ত হয় নাই।
পড়ার জন্য খুজছি - পেপিলন (৩ খন্ডের পুরোটা)
শেষ পড়েছি - মনে নাই।
এখন পড়ছি - ব্লগ
আবার পড়ার ইচ্ছে - নকশী কাঁথার মাঠ - জসিম উদ্দিন
নিজের টাকায় প্রথম কেনা বই - কম্পিউটার বিজ্ঞান (এস এস সি'র পর নানীর থেকে পাওয়া টাকায়)। নিজের উপার্জিত টাকায় নিজের জন্য বই কিনেছি বলে মনে পড়ছে না।
মানুষকে পড়তে বলি- বলি না, যদি কেউ জিজ্ঞেস করে তো বলব - হাতের কাছে যা পাও...
নির্বাসনে গেলে - নিয়ে যাব How to Be Your Won Best Friend
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - বই কিনলে তো হারাইবো!! সেবা ছাড়া তেমন বই কেনা হয় নাই। তবে কষ্ট পেয়েছিলাম টাকার জন্য ২০০+ সেবার বই মাত্র ১৮২ টাকায় নিজেই বিক্রি করে দেয়ার পর।
এখনো পড়া হয়ে উঠেনি - পবিত্র কোরান
বই পড়ার ব্যাপারে - আহা বেশি বেশি পড়া এবং তা মনে রাখার ক্ষমতা যদি খোদা দিত!
রখস-এ-বিসমিল - এই বইটা পড়ি নাই
প্রথম পড়েছি - অ-তে অজগর ঐ আসছে তেড়ে (সম্ভবতঃ)
লুকিয়ে পড়েছি - স্কুলে মাসুদরানা নিয়ে গেলে তো লুকিয়েই পড়তে হয়
হতে চেয়েছিলাম - রবিনসন ক্রুসো (এখনো হতে চাই)
পড়ে গায়ে কাটা দিয়েছিল- পঞ্চভুতের কাহিনী
পড়ে কেঁদেছিলাম - একাত্তরের দিনগুলি
বারবার পড়েছি - সেবা প্রকাশিত জেরোমের ত্রিরত্নের নৌবিহার
পড়ার জন্য খুঁজছি- খুঁজি না কোন বই,
শেষ পড়েছি- নবীনচন্দ্রসেনের চট্টগ্রাম স্মৃতি
এখন পড়ছি - ব্লগ
আবার পড়ার ইচ্ছে - বিভুতিভূষন সমগ্র
নিজের টাকায় প্রথম কেনা বই - তানিয়া
মানুষকে পড়তে বলি- চেখভ, রবীন্দ্রনাথ, মার্কটোয়েন, মুজতবা আলী
নির্বাসনে গেলে - জীবনানন্দ সমগ্র, মুজতবা আলী সমগ্র
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - জীবনের শেষ নেই, দ্বিজেন শর্মা (সম্ভবতঃ)
এখনো পড়া হয়ে উঠেনি - মানিক বন্দোপধ্যায় সমগ্র
বই পড়ার ব্যাপারে - আউট বই বেশী পড়ো, ক্লাসের বই কম পড়ো
পড়েছি - Rupkothar Galpo
লুকিয়ে পড়েছি - Doshshu Bonhur
হতে চেয়েছিলাম - Dipaboli (Shatkahon)
পড়ে গায়ে কাটা দিয়েছিল- Drakula
পড়ে কেদেছিলাম - Pother Pachali
বারবার পড়েছি - Pother Pachali
পড়ার জন্য খুজছি- Pair Of Blue Eyes (Thomas Hardy)
শেষ পড়েছি- Dicky Mob (Sheba Onubad)
এখন পড়ছি - Tarashangkor Bondhopaddhayer Galpo Shamogro
আবার পড়ার ইচ্ছে - Anisul Huq'r MAA
নিজের টাকায় প্রথম কেনা বই - Teen Goyenda
মানুষকে পড়তে বলি- Anisul Huq'r MAA
নির্বাসনে গেলে - J-kono Hashir Boi
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - Allah maaf Korun, kakhono harayni
এখনো পড়া হয়ে উঠেনি - Onek Valo Boi
বই পড়ার ব্যাপারে - Ja porte valo lage, tai porun
তাই নাকী আপুমনি
তুমি কী ভুলে গিয়েছো তোমার দু-দুটো বই আমার বুক শেলফে জ্বলজ্বল করে জ্বলছে? ওগুলো কী আর ফেরত নেবেনা 
`k haay hridoy khure bedona jagate ...' Keu jodi boi porte nia BOOK SHELF'a shajia rakhen ebong ta aami shachokkhe dekhe feli, tobe ki ta haria gechhe bolte pari? ( boi ferot cheye bipod barabo naki, tomar kato-kato boi j amar bashar aanache-kanache aachhe ta ekmatro MAMUDE ELAHI janen!)
আমি সাহাদাত উদরাজী, নিম্মের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিচ্ছিঃ
প্রথম পড়েছি - অ, আ, ক, খ,
লুকিয়ে পড়েছি - লাইলী মজনু
হতে চেয়েছিলাম - অনেক টাকার মালিক!
পড়ে গায়ে কাটা দিয়েছিল - এখনো এমন বই পাই নাই
পড়ে কেদেছিলাম - মীর মোশারেফ হোসেনের 'বিষাদ সিন্দু'
বারবার পড়েছি - নানাবিধ যৌন উত্তেজক ছটি বই
পড়ার জন্য খুজছি - শকুন্তলা
শেষ পড়েছি - মনে করতে পারছি না, ২ বছরের মধ্যে কোন বই পড়া হয় নাই।
এখন পড়ছি - বাংলা একাডেমী'র 'বাংলা-ইংলিশ ডিকশনারি', আমার অনেক শব্দ জানতে হবে।
আবার পড়ার ইচ্ছে - লাইলী মজনু
নিজের টাকায় প্রথম কেনা বই - দুঃখিত, মনে করতে পারছি না।
মানুষকে পড়তে বলি - মানুষকে বলি না, আমার ওয়াইফকে বলি (তা হলে যদি চুপ থাকে!)
নির্বাসনে গেলে - কম্পিউটার, অনলিমিটেড নেট লাইন ও কারিনা কাইফ!
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - নানা দেশবিদেশ করার কারনে অনেক বই হারিয়েছি, সবই কষ্ট!
এখনো পড়া হয়ে উঠেনি - ইমদাদুল হক মিলনের আত্মজীবনি! (বইটি আশা করি লেখক শেষ করবেন)
বই পড়ার ব্যাপারে - বই পড়লে জ্ঞান বাড়ে! কিন্তু বেচে থাকার জন্য টাকা লাগে। টাকাই আগে!
(উত্তর দিয়ে নিজকে কেমন 'স্টার স্টার' লাগছে! ইস যদি বিখ্যাত হতে পারতাম!)
দুঃখিত, একটা পয়েন্ট টাইপিং মিসটেক হয়েছে! দুইজনের নাম এক নাম বুঝাছে!
'নির্বাসনে গেলে - কম্পিউটার, অনলিমিটেড নেট লাইন ও কারিনা কাইফ!'
পুরো লাইন টা হবে -
'নির্বাসনে গেলে - কম্পিউটার, অনলিমিটেড নেট লাইন, কারিনা কাপুর ও ক্যাথরিনা কাইফ!'
আবার ভুল, বকলম ভাইয়ের উত্তর পড়তে গিয়ে দেখলাম একটা উত্তর দেই নাই! হা হা
রখস-এ-বিসমিল - তওবা তওবা, আর করবো না কিলবিল!
প্রথম পড়েছি - কোনো ছড়ার বই হবে, আউট বইয়ের মধ্যে সাধারণ জ্ঞানের একটা চটি বইয়ের কথা মনে পড়ছে (২য় শ্রেণীতে থাকাকালীন)

লুকিয়ে পড়েছি - অনেক বই, বিশেষ করে খেলারাম খেলে যা'র কথা মনে পড়ছে, কারন আম্মা এটা পড়তে নিষেধ করেছিলেন (৬ষ্ঠ শ্রেণীতে)।
হতে চেয়েছিলাম - আশুতোষ মুখোপাধ্যায়ের বই সোনালী বিহঙ্গ (?) এর চরিত্র ধ্রুব এর কথা - I want to be a simple, honorable man. কিশোরবেলায় খুব অনুপ্রাণিত করেছিলো।
পড়ে গায়ে কাটা দিয়েছিল- অ্যামিটিভিলের আতংক, অশুভ সংকেত সিরিজ, হুমায়ুন আহমেদের নিশিথিনী (এটা পড়ে কেন ভয় পেয়েছিলাম পরে বুঝতে পারিনি)
পড়ে কেদেছিলাম - ল্যাক্রিমাল গ্রন্থির সমস্যার কারনে অনেক বই-ই চোখের কোণে জল জমিয়ে দিয়েছিলো, এ মূহুর্তে রুটস আর অগ্নিপুরুষ এর কথা মনে পড়ছে।
বারবার পড়েছি - সেই সময়, গল্পগুচ্ছ, নিউজপ্রিন্টে ছাপা ভারতীয় লেখকদের (বিমল মিত্র, নীহাররঞ্জন, ফাল্গুনী, আশুতোষ, নিমাই গং) পাইরেটেড বই, সেবা প্রকাশনী ও হুমায়ুন আহমেদ এর অনেক বই (চাহিদা ও সরবরাহের মাঝে বিরাট পার্থক্য থাকার কারনে)।
পড়ার জন্য খুজছি- এ মূহুর্তে খুজছি সামহয়্যারইন থেকে মুছে ফেলা আরিফ জেবতিক আর বাফড়ার ব্লগ (ব্যাকআপ খুজছি, কারো হদিস জানা থাকলে আওয়াজ দেবেন প্লিজ)।
শেষ পড়েছি- সচলায়তনে সিরাতের ব্লগ, ছাপার হরফে শেষ পড়েছি আসিমভের দ্য কেভস অব স্টিল (সাদেকুল আহসানকৃত অনুবাদ)
এখন পড়ছি - সচলায়তনে আরিফ জেবতিকের ব্লগ (প্রথম থেকে শুরু করেছি)
আবার পড়ার ইচ্ছে - বিভুতিভূষণ, মানিক, তারাশংকর...........।
নিজের টাকায় প্রথম কেনা বই - সেবা প্রকাশনীর কোন বই হবে।
মানুষকে পড়তে বলি- যা আপনার ভাল লাগে। তবে গল্পগুচ্ছকে একটা ট্রাই দিলে খারাপ হবে না মনে হয়।
নির্বাসনে গেলে - ল্যাপটপ আর আনলিমিটেড ইন্টারনেট কানেকশন।
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি - যা কিনেছি তার প্রায় সবই হারিয়েছি। তবে বিভুতিভূষণের উপন্যাসসমগ্রটা হারানোতে কষ্ট পেয়েছি, কারন এটা ভার্সিটির হলে বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে কিনেছিলাম।
এখনো পড়া হয়ে উঠেনি - অনেক কিছুই। কুর'আন আর রবীন্দ্রনাথের উপন্যাস (শেষের কবিতা আর গোরা বাদে) এর কথা বলবো বিশেষভাবে।
বই পড়ার ব্যাপারে - হিমুর পাগলামি, মাসুদ রানার অ্যাডভেঞ্চার বা সাইন্স ফিকশন যেটা পড়তে আপনার ভালো লাগে সেটাই পড়ুন। তবুও বই পড়ুন।
প্রথম পড়েছি -মনে নাই...
লুকিয়ে পড়েছি - কোন এক ম্যাগাজিনের "নিষিদধ সম্পরকের" উপর এক্টা আরটিকল
হতে চেয়েছিলাম অনেক কিছু...হইছিও...একসাথে...ঠিক করতে পারি না এরমাঝে আমি কোনটা...
পড়ে গায়ে কাটা দিয়েছিল-অনেক
পড়ে কেদেছিলাম - শরম লাগছে...কিন্তু অনেক বই পড়েই কেঁদেছি...
বারবার পড়েছি -পুরা বই আবার পড়ি না...কিছু অংশ পড়ি...যেমন...পুতুল নাচের ইতিকথার শেষ প্যারা...ইম্মরটালিটির শেষ প্যারা...বেলাভিড এর শেষ চ্যাপ্টার...
পড়ার জন্য খুজছি-১, কলনিয়াল হারেম-মালেক আল্লুলা
-২, মাইগ্রাসিওনেস-গ্লরিয়া গারভিতস
কারো টাকা থাকলে দয়া করে কিন্না দেন...গরিবের উপকার হয়।
শেষ পড়েছি-ফ্রেনচ পয়েট্রি-ইয়েল আন্থলজি
এখন পড়ছি -অন ফটোগ্রাফি-সুসান সন্তাগ
আবার পড়ার ইচ্ছে -ঠিক নাই...
নিজের টাকায় প্রথম কেনা বই -মনে নাই
মানুষকে পড়তে বলি-একেক জনকে একেকটা
নির্বাসনে গেলে - যেকোন (হাফ কবিতা+ হাফ ফিলসফি+ হাফ সাইএন্স=) ধরমগ্রন্থ
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি -কাফনে মোড়া অশ্রুবিন্দু...হুমায়ুন আজাদ এর সিগ্নেচার ছিল।
বই পড়ার ব্যাপা্টা...বই পড়া ছাইড়া দেন...আর বইগুলো আমারে দিয়া দেন...
প্রথম পড়েছি -মনে নাই...
লুকিয়ে পড়েছি - কোন এক ম্যাগাজিনের "নিষিদধ সম্পরকের" উপর এক্টা আরটিকল
হতে চেয়েছিলাম অনেক কিছু...হইছিও...একসাথে...ঠিক করতে পারি না এরমাঝে আমি কোনটা...
পড়ে গায়ে কাটা দিয়েছিল-অনেক
পড়ে কেদেছিলাম - শরম লাগছে...কিন্তু অনেক বই পড়েই কেঁদেছি...
বারবার পড়েছি -পুরা বই আবার পড়ি না...কিছু অংশ পড়ি...যেমন...পুতুল নাচের ইতিকথার শেষ প্যারা...ইম্মরটালিটির শেষ প্যারা...বেলাভিড এর শেষ চ্যাপ্টার...
পড়ার জন্য খুজছি-১, কলনিয়াল হারেম-মালেক আল্লুলা
-২, মাইগ্রাসিওনেস-গ্লরিয়া গারভিতস
কারো টাকা থাকলে দয়া করে কিন্না দেন...গরিবের উপকার হয়।
শেষ পড়েছি-ফ্রেনচ পয়েট্রি-ইয়েল আন্থলজি
এখন পড়ছি -অন ফটোগ্রাফি-সুসান সন্তাগ
আবার পড়ার ইচ্ছে -ঠিক নাই...
নিজের টাকায় প্রথম কেনা বই -মনে নাই
মানুষকে পড়তে বলি-একেক জনকে একেকটা
নির্বাসনে গেলে - যেকোন (হাফ কবিতা+ হাফ ফিলসফি+ হাফ সাইএন্স=) ধরমগ্রন্থ
হারিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছি -কাফনে মোড়া অশ্রুবিন্দু...হুমায়ুন আজাদ এর সিগ্নেচার ছিল।
বই পড়ার ব্যাপা্টা...বই পড়া ছাইড়া দেন...আর বইগুলো আমারে দিয়া দেন...
মন্তব্য করুন