ইউজার লগইন

ভিঝ্যুয়াল ডিকশনারী - ৩ ..... এন্ড হ্যাপি বার্থ ডে টু মাই ডিয়ার সৈয়দ মুজতবা আলী...

simulacrum - সিমুলাক্রাম দেইখা আক্রাম খানের কথা মাথায় আসলে কেরফা আছে... নাহ... আকরাম খান রে নিয়া কিছু না... একবার এক ম্যাচে দেখি বাংলাদেশের পক্ষে মাখন (MAKhan) নামের এক প্লেয়ার খেলতাছে... কিরে বাংলাদেশ টীমে মাখন টাইপ প্লেয়ার খেলে... খবরই পাইলাম না... পরে দেখি এইটা মোহাম্মদ আতাহার আলী খান... শার্ট ভাজ খায়া M A Khan মাখন হয়া গেছে... পরে আতাহার আলী ভাজ খুলাতে আনন্দ দেখলাম... কি কইতে কি কই... মানুষ যখন কি দেখতে কি দেখে তখনই সিমুলাক্রাম দেখা হয়... ধরেন আকাশে মেঘ ভাইসা যাইতাছে... মেঘের টুকরা দেইখা হঠা্ত মনে হইল আরে এইটাতো আমগো বিলাইয়ের মুখের লাহান লাগে... এইটাই হইল সিমুলাক্রাম... ইন প্লুরাল সিমুলাক্রা... আহেন ভিঝ্যুাল পার্টে আসি... তার আগে হেনতেন করি...

দোস্ত এন্টোনিও ঘাউডি তার স্টুডেন্ট দের কাজ দিছিল আশপাশ থেকে বিভিন্ন ফর্ম (!!) খুইজা আনতে.. ভাই আছে ভাবে... মাঝে মাঝে পুলাপানদের নিয়া মাঠের মধে্য ক্লাস করে , মাঝে মাঝে গাছের ছায়ায়... এইটা নাকি প্রতিবেশের সাথে মিইল্ল্যা পড়াশুনা... যাউগ্গা পুলাপানদের কাজ দিছিলো আশপাশ থিকা ফর্ম খুইজা আনার... পুলাপানরা লয়া আইলো নীচের তেলেসমাতি...

338.JPG
দোস্ত গাছের টুকরাটা দেহায়া কইল এইটা মুরগির রানের মত লাগেনারে? মানলাম...

347.JPG
ঘাউডি এইটা দেহায়া কয় মনোয় না একটা কুত্তা লাফ মাইরা বেড়া পারাইতাছে... আইচ্ছা তাও মানলাম...

341.JPG
ঘাউডির কথা মতে এইটা একটা স্লিম এন সেক্সি ব্যালেরিনা... আাবার জিগায়... মানছি তো Smile

এরপর ঘাউডি নচ্ছার টা যা করল তা একদম মাইনা নেয়ার মত না... সে কয় মানুষ কি দেখতে কি দেখে... পুরাটাই আসলে পাওয়ার অব ইমাজিনাশান... আইচ্ছা এইটারে যদি আমি বলি সাধনারত (সাধারনত পইড়েন না আবার) গৌতম বুদ্ব তুই কি না করতে পারবি??!!!

343.JPG

শালার ব্যাটা ... কাঠের বানানো পেন হোল্ডার মাগের সামনে নেবানল পাউডারের শিশি রাইখা কয় গৌতম বুদ্ব!!!

আপনাদের মেমোরি রিফ্রেশ করার লিগা গৌতম বুদ্বের একটা পিক দিলাম... তার মাথার উপরে তখন গার্ডিয়ান কোবরা ফনা প্যাচ মাইরা পাহারা দিতাছে... (এইটারে আবার সিমুলাক্রা ভাইবেননা Smile )

335.JPG

আজকের কুইঝ...
342.JPG
এইডা কেডা?

রখস - এ - বিসমিল

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সেরাম পুস্ট!

নেবানল বুদ্ধ জরজিয়াস!

কুইজের উত্তর তো মনুষ্য লেজ মনে হচ্ছে!

আপনের পোষ্টগুলা সিরিয়াস মজারু হয়। আরেকটু ঘন ঘন পোষ্টাইলে ভাল হইতো। ভাল থাকেন।

বাফড়া's picture


মনুষ্য লেজ??!!! হুড়ররররর... Sad

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কোন জলদস্যুর স্কাল ও হৈতারে!

জোনাকি's picture


একটা মানুষ হা কইরা মাথা থাবরাইতাছে Big smile

রায়েহাত শুভ's picture


তোমার কুইজের এঞ্ছার-

১। স্ক্রীম মুভিতে যেই মাস্ক ইউজ করা হইছে সেইটার অন্য কালার ভার্সন
২। পাত্থরের টুক্রার উপ্রে ভাল্লুক খাড়ায়া রইছে
৩। ভয় পাইয়া চিল্লাইতেছে এরম এক্টা সাইড ফেস

রন's picture


আমার ইমাজিনেশন পাওয়ার নাইক্কা তাই আন্সার দিতারলাম না! তবে পোস্ট ব্যাপক মজার হইসে! Big smile এমন দাত বাইর কইরা পড়লাম পোস্ট!

বাফড়া's picture


শুভ'র পাথরে বইসা থাকা ভাল্লুকটা খারাপ হয় নাই Smile...

ঐটা বুইড়া বয়েসের দাড়িওলা রবীন্দ্রনাথ Smile... জিনিসটা একটা পাথরের টুকরা...

অনিমেষ রহমান's picture


নিচেরডা তো কারো খুলি মুনে হইতাছে।

বাফড়া's picture


রেজাল্ট পাবলিশ হইছে... অনিমেষ ফেইল পার্টি Smile

১০

মেসবাহ য়াযাদ's picture


আরে, এইটা কি আমগো সিলেট প্রবাসী 'বাফড়া' নাকী ?
আহ, কতদিন পরে তোমারে মানে তোমার লেখা দেখলাম।
সেরাম লেখা...

১১

বাফড়া's picture


হ... এইটা আমিই... Smile

১২

জেবীন's picture


ওষুধের ডিব্বাটাকে নেইম ট্যাগ এর উপরের পার্টটুকু দেখলে তুমি বলার পর কিছুটা বুদ্ধ'র মতোন ধন্দ লাগে! ব্যালেরিনা মানলাম, কিন্তু বাকি গুলা বেহুদাই! আর তোমার রবীনাংকেল ওমন চিক্কুর দেয়া স্টাইলে আছেন কেন?

শিরোনামে যা দিছো, মূল লেখায় তার নামগন্ধও নাই!! এইটা আশা করি নাই! একখানে মুজতবা আলীর জন্মদিন নিয়ে এক পোষ্টে নানান কথার মাঝে "শবনম" নিয়ে কথা উঠতেই সবাই বললেন যে, লেখকের আর সবা লেখার সাথে মোটেই মিল নেই এর, আর মোষ্ট বোরিং টাইপ বিরহের গল্প!! বইটার লিঙ্ক যোগাড় করছি, পড়ে বলবো, কিন্তু তুমি কি বলবা এই বই নিয়ে শুনাও তো।

১৩

বাফড়া's picture


ঘাউডি বলছিলো ন্যাচারালি অকারিং কোন ফর্ম খুইজা আনতে... কেউ আনছে পাথরের টুকরা (রবিনানংকেরল, মুরগীর রান), কে্উ আনছে গাছের শুকায়া যাওয়া বাকল (কুকুর)... খালি ব্যালেরিনা টা কেটে বানানো...

কেউ তুমার কল্লা কাইটা হাতে নিয়া বসলে তুমিও চিক্কুর দিতা...

মুজতবা আলীরে নিয়া বেশী লিখিনাই কারন নোবডি নামে একজন একবার সামুতে মুজতবা রে নিয়া লিখছিল... কমেন্টাইছিলাম যে এইরম রসকষহীন লেখা মুজতবা পড়লে আত্মহত্যা করত। আমি নিজে ঐ পাপ করতে চাইনাই বিধায় পোস্টে কিছু লিখিনাই মজতু মিয়া রে নিয়া।

মোস্ট বোরিং টাইপ কথাটা পইড়া রাগ উইথা গেল... হাতে তলোয়ার থাকলে কারো ক্ল্লা কাটতাম...

বিদেশ-বিভুয়ে বাংগালী পুত্রের আফগান তরূণীর মন জয় করে নিয়ে আসার গল্প... ভাবতেই তো একটা সার্জ অব ভিক্ট্রি ফীল করি... মনোয় জানি ট্রিনিডাড এর কোন মাইয়ারে পটায়া নিয়া আসি, কিংবা কোন ব্রিট রোজ রে দেখায়া দেই বাংগালী তরূণ কি জিনিস... তুমার কেমন লাগবে কে জানে(তায় আবার কম্পুতে পড়বা) আমারে কেউ যদি জিগায় বাংলা লেখা একটাই পড়বে সারাজীবনে... বলব জীবনানন্দের কোন কবিতা পড়তে, নাইলে মুজতবার শবনম/দেশে বিদেশে..। এইরম স্মার্ট পাবলিক কম দেখছি আমি..

১৪

জেবীন's picture


বইপড়ুয়া গ্রুপে যাও গিয়া ফাইটটা দিয়া আসো। দেখুম নে Big smile

আর ওই নামানি পর্যন্তই আছে বইটা, কম্পুতে বই পড়তে ভাল্লাগে নাহ। আরে বই হাতে নিয়া আয়েশ কইরা পড়মু, মন চাইলে আবার ২/১ পাতা উল্টাইয়া পড়ে এলাম ভাবটা আরো বাড়ানির লাগিয়া, এই না হইলো বইয়ের মজা। বেহুদা মনিটর কি দিতে পারে, সেই পাতার পর পাতা বইয়ের আদর!! Cool

যাজ্ঞা, এই বই না আমার গিফট পাওনের কথা সেই বাবা আদমের আমল থেকে জেনে আসতেছি, আজো পাইলাম নাহ কিন্তুক! Stare

১৫

আরাফাত শান্ত's picture


মারহাবা!

১৬

বাফড়া's picture


আলমগীরের মত মারহাবা মারলা... কামে তো ফকির আলমগীর Smile

১৭

মীর's picture


জোনাকির সঙ্গে একমত, একটা মানুষ হা কইরা মাথা থাবরাইতাছে Big smile

যাক্, বস্ আপনি এত কম ব্লগিং করেন কেন? মিসাই প্রচুর।

১৮

বাফড়া's picture


মিস করা ভালু... Smile... ফ্যামিলিয়ারিটি ব্রীডস কনটেম্পট Smile

১৯

টুটুল's picture


তুমিও দেখি ফটুকগ্রাফার হইয়া যাইতাছো দিন দিন Smile

২০

বাফড়া's picture


ফটুগ্রাফার হয়া যাইতাছি দিন দিন মানে???!!!!! ব্যাটা, ছোটবেলা থিকা মনাপিক্সেল ক্যামেরায় ছবি তুইলা আসতাছি... তোরা তো সেইদিনের Smile Smile

২১

তানবীরা's picture


এইটা হ্যারি Wink Big smile

২২

বাফড়া's picture


আরে তাইতো... এইডাতো হ্যারি Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বাফড়া's picture

নিজের সম্পর্কে

অবৈধ সংগম ছাড়া সুখ, আর অপরের মুখ ম্লান করে দেয়া ছাড়া কোন প্রিয় অনুভূতি নেই ...

...টাং ইন চিক ব্লগ...

থ্যাংকিউ ফর ফলোয়িং মাই স্টুপিড ব্লগ Smile.। ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই... 27.02.2011