ইউজার লগইন

রিসিভরস অব স্টোলেন প্রোপার্টিঝ: তোমারও ছিল ভয়

তোমারও ছিল ভয়, রাজাকার, পাকসেনা
কিম্বা ভ্রষ্ট চরিত্র মানুষের।
বিড়ালের নতুন ছানার মত সোনালী যৌবন
মুহুর্তেই ফেলতে লুকিয়ে,
যদি ওরা আসে, এই ভয়ে ডেকে নিতে কাছে।
সন্ত্রস্ত তোমার মুখ হঠা্ত আমার দিকে
ফিরে গিয়েছিল ভয়ে,
তোমার দু'হাতে
চুলে
নখে
কচু রং শাড়ীর আচলে
সর্বত্র ভয়ের চিন্হ, ভীত শিহরণ, যদি ওরা আসে।

মানুষের প্রিয়তম বয়সের কাছে এসে
তোমার বয়স যেন থেমে গিয়েছিল ভয়ে,
তখন আমিই শুধু তোমার সাহস হয়ে
তোমার চতুর্দিকে কিছুদিন...

আহা স্বাধীনতা, যুদ্ব, ভ্রষ্ট মৃত্যুভয়
কী সুন্দর থোকা থোকা প্রিয় অভিগ্যান।
যতদিন যুদ্ব ছিল ততদিন তুমি ছিলে
আমার প্রেমিকা।

আজ তুমি মুক্ত, রুদ্র, অসীম সাহসী।
হাজার হাজার মাইল
অনায়াসে চলে যেতে পারো, ভয় নেই
শুধু ভয়
যুদ্ব নয়
ওরা নয়
আমি যদি আসি।

''ভয়''
- নির্মলেন্দু গুণ।

========
১.
অনেক অনেক দিন আগে মাসুম ভাই মেজর জলিল না জানি কাকে নিয়ে পোস্ট লিখেছিলেন... শেষে বলেছিলেন... কোন দেশ-ই (নাকি রাষ্ট্র) বিপ্লবীকে বাচতে দিতে চায়না... তখন ঐ পোস্টে কমেন্টাকারে এই কবিতা দিতে চেয়েছিলাম... আমার আলস্য আমার কয়েক বছর এগিয়ে নিল এই যা... কবিতা আমি খুব পড়েছি তা না.। কমই পড়েছি... তবে মুক্তিযুদ্ব নিয়ে এইরকম রিয়ালিস্টিক কবিতা কমই পড়েছি... নির্মলেন্দুর বাংলাদেশ বিষয়ক কবিতাগুলা কেমন জানি ট্রু পিকচার তুইলা আনে..। কি দারুণ প্রেমিক-প্রেমিকার অ্যলেগরি দিয়া যুদ্ব-পরবর্তী এই দেশের মুক্তিযোদ্বা আর বাংলাদেশের স্টোরি তুইলা আনলো...।

==========
২.
শুধু ভয়
যুদ্ব নয়
ওরা নয়
আমি যদি আসি। এই টুকু পড়লে আমার মনটা যারপরনাই বিষাদগ্রস্ত হয়া যায়... এই লাইনটা মনে হয় ইউনিভার্সল কোন ধর্মগ্রন্থ থিকা নেয়া... কথা গুলা এত ট্রু ক্যান কে জানে...

==========
৩.
ব্লগের সব নিক-ই এই কবিতা দিয়া ওপেন করতাম... এবি-তেই ব্যাতিক্রম করছিলাম... এইবেলা শোধ নিয়া রাখলাম :

==================
৪.
ঐদিন শান্ত'র সাথে দেখা... কার সাথে পরিচয় করায়ে দিতে গিয়ে বলল ইনি বাফড়া নামে ব্লগাইতেন কিন্তু আজকাল আর এই নিকে ব্লগাইতে স্বাচ্ছন্দ বোধ করেন না... আমি মনে মনে না বেশ জোরেই কইলাম ''আই ছালা...''

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

বাফড়া's picture


স্পেসিংয়ের বারোটা বাইজা গেল দেখি... দুঃখজনক Sad

আরাফাত শান্ত's picture


খাসা হয়েছে দাদা! Cool

বাফড়া's picture


ধন্যবাদ Smile

শওকত মাসুম's picture


কেমন চলে?

বাফড়া's picture


সিস্টমে ফেললে চ্যালচ্যালায়া চলে পিনিস, আপনার কেমন চলে? ডুইব্বা গিয়া ভুস?? Wink

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমত্‍কার।

গুনের কিছু কবিতা সিরিয়াস নাড়া দিয়ে যায়।

বাফড়া's picture


Smile

জ্যোতি's picture


বহুদিন পর আসলা । কেমন যায় দিনকাল ?

বাফড়া's picture


ভালোই তো যাচ্ছে এখনো Smile

১০

নরাধম's picture


আরি আমি প্রথমে মনে করছি তুমি কবিতা লিখছ, তাও এত সুন্দর কবিতা, কয়েকলাইন পড়েই অবাক হয়ে গেছি গা, কমেন্ট করতে এসে পুরা পড়লাম, কিন্তু দেখলাম আসলে গুণ সাহেবের কবিতা! Sad

তোমারে মাইনাস।

১১

বাফড়া's picture


নাহ... সাহিত্য করার ক্ষমতা নাই... আর থাকলেও কবিতা কখনোই লিখতাম না... কবি হওয়ার অনেক যন্ত্রণা...

১২

নরাধম's picture


খাসা!

১৩

টুটুল's picture


কেমন চলে?

১৪

বাফড়া's picture


পূর্বের উত্তর দ্রষ্টব্য... । সাথে প্রশ্নটাও Smile

১৫

তানবীরা's picture


বহুদিন পর আসলা । Big smile

১৬

পজিটিভ's picture


কেমতে কি, আফনেও আছেন এইখানে, ভালাই হইসে, মুকাম্বো খুশ হুয়া!! Party

১৭

বাফড়া's picture


আমি এইখানেই শুধু... মগর আমারো বিশ্বাস হয়না... মাসুম ভাই বুইলছে সে নাকি সবখানেই বাফড়ারে দেখে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বাফড়া's picture

নিজের সম্পর্কে

অবৈধ সংগম ছাড়া সুখ, আর অপরের মুখ ম্লান করে দেয়া ছাড়া কোন প্রিয় অনুভূতি নেই ...

...টাং ইন চিক ব্লগ...

থ্যাংকিউ ফর ফলোয়িং মাই স্টুপিড ব্লগ Smile.। ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই... 27.02.2011