ঘাউডি'ঝ ড্যাড (ট্যাকনিক্যাল 18+)
অভ্যাস টা খারাপ হয়া গেছে অনেকদিন হয়... যা কইলে আমার আর হাসি আটকায়না সেইটাই কয়া ফেলি... ঐ দিন বন্ধুস্স্হানীয় আজ্জুরি বচ্চন কইতাছিল তার এক উপজাতি বন্ধুর কথা ... তাদের উপজাতি বন্ধুদের লোকসংখ্যা নাকি এখন মাত্র দুই-আড়াইহাজার... আর পায় কে... আমি উইঠাই কইলাম '' খাইছে!! এদেরে তো বিপন্ন প্রাণীর তালিকাভূক্ত করতে হয়, বস"... এই কয়া আমি নিজেই হাসতে হাসতে গড়াগড়ি ...
কোরবাণীর আগেরদিন সিলেটে গিয়া উপস্হিত... প্ল্যান হইল দোস্ত অ্যান্টোনিও ঘাউডিরে টাইম-ও দিমু .. সে দূর্গা পূজা নিয়া বেশ বিজি ছিল কি না তাই.. ঘাউডি আবার নয়া গাড়ি কিনছে.. দুইজন বাইরাইলাম... কথায় কথায় ঘাউডি জিগাইলো "দশমীর দিন আইলেই পারতি; এখন আইসা কি লাভ?" আর পায় কে... উইঠাই কইলাম, '' আসছি কারণ দিন দুই আগে তোরা দুর্গা মায়েরে বিসর্জন দিলি, আগামীকাল আমি তোগো বাপেরে বিসর্জন দিমু'' ... কয়াই গাড়ীর ভিতরে গড়াগড়ি..। ... ঘাউডি ভালো পুলা... আমার এই ইনসেনসিটিভ জোক টারে স্বাভাবিক ভাবে নিয়াই গাড়ী চালানোতে মন দিল... এর মাঝে আবার রাস্তার ধারের এক গরুর হাটে জ্যামে আটকা... আটকায় থাকতে থাকতে এক বিশেষ জিনিস ঘাউডির নজরে এল... মামায় জিগাইলো '' তোরা মনে হয় খালি ছেলে গরুই কোরবাণী দিস?" আর পায় কে... উইঠাই কইলাম '''তোরে কইছিনা তোগো বাপেরে বিসর্জন দিই'' ... আরেক রাউন্ড গড়াগড়ি... ... ঘাউডি চিরকালের ভালো পুলা...
''Thou lovest: but never knew love's sad satiety.''
আমার এক আত্মীয় আমার সাথে কথা বলাই বাদ দিয়া দিল (ইসলাম) ধর্ম নিয়া খান কয়েক জোক করার দায়ে... এর মাঝে আমি আবার নামাজ কালামের ধারে কাছেও নাই... আর পায় কে.. তাদেরে কে বুঝাইবো ধর্মপালন কত টাফ একটা জিনিস... আল্লাহ মিয়া মানুষরে কাম-ক্রোধ-ঘৃণা-লোভ সব দিয়া পাঠায়া কইল যাও আমার ইবাদত কর!!!! এইডা কি কইলেন বস?? শুনছিলাম মানুষ বানানোর খবর পায়া ফেরেশতা রা জমায়েত হইল এই ফরিয়াদ লয়া যে এগোরে ক্যান বানাইতাছেন? তিনি কইলেন আমার ইবাদত করার জন্য। ফেরেশতারা কইল এইটা তো আমরা অলরেডী করতাছি। তিনি কইলেন এইবার যাগোরে বানাইছি তাগোরে পেট বইলা একটা জিনিস এড কইরা দিছি... তোমগো পেটের চিন্তা নাই তাই ইবাদত করার কথা কইলেই ডন্ডবইড় শুরু কর... নতুন ভারসনের পেট আছে... এই পেটের ধান্দায় চক্কর দিয়াও যারা আমার বন্দেগী করব ধইরা নিমু হেরা আসলেই চীঝ... নজরুল কি সাধ কইসে খেলিছ এ বিশ্ব লয়ে হে বিরাট শিশু... মানুষরে লোভ-লালসা ইত্যাকার মানবীয় গুণাবলী দিয়া তারপরে নামাজ পড়া, সংযম ইত্যাদি আশা করাটারে আমার কাছে আসলেই শিশুসুলভ আচরণ মনে হয়... ভাবতাছি বয়স আরো বাড়ুক... বুড়া হইলে পরে তার এই শিশুসুলভ গেইমে পার্টিসিপেট করুম... তার আগ পর্যন্ত মানুষের প্রেমেই থাকি যেইটার একটা স্যাচুরেশান পয়েন্ট আছে, হোক না ব্যাপারটা স্যাড... অধরা খোদার প্রেম বুইড়া বয়েসের ইটার্নিটি-লালায়িত মনের জন্যই তুইলা রাখলাম... তার আগ পর্যন্ত লেটস সোয়াশবাকল... তার মাঝে আবার খবর পাইলাম আমি নাকি রুমান্টিক এন কৌতুহলী... আর পায় কে...
রখস - এ - বিসমি
একটি সফল বাফড়া গোত্রীয় পোষ্ট। কনগ্রেটস বস!
রুমান্টিক এন্ড কৌতূহলী বিশ্বাস কর্ছো?
বাই দ্য ওয়ে, কুন গাছের্থিকা পড়ছো জানি?
কুন গাছ থাইক্যা পড়ছে, সেইটা ম্যাটার করে না। এই বয়সে সব ভাল কথা বিশ্বাস লাগে
বিসর্জন দিয়া ঝুরা খাইছ?
ঠিকঠাক
আর আপনের চেহারাও তো ভালো
আমাদের দেশের অধিকাংশ মানুষই তো মনে মনে আপনার লাইনে আছে। খোদার কাম শেষ বেইলে
হা হা ব্যালেন্সড
------------------------
আমি গেলাম সিলেট, আর তুমি মিয়া জুড়িতে... এইটা কিছু হৈলো
তয় লেখা বরাবরের মত হৈছে
আর কত বয়স হইলে নিজেরে বুইড়া কইবা চাচাতো ভাই??
রখস - এ - বিসমিল
কে যে কি ভাষা্য কথা বলল কিছুই বুঝলাম না, বুঝলাম খালি বুড়া হই গেছি।
ফাটানি পোস্ট, কিন্তুক বাপেরে বিসর্জন দেওনের জোকটা বেশি ইনসেনসিটিভ হয়া গেছেগা ভ্রাত! সে মনে মনে কি কষ্ট পাইছে কে জানে। but maybe love, friendship and war should be with reckless abandon! শেষে তো লুমান্টিক কথার ফিসফিসানি শুনলাম, কাহিনী কিতা? ঝাইরা কাশ, বা প্রেম কর!
কয়েক জাগায় একটু বেশি হইয়া গেছে,
আর নাইলে সেরাম হইছে।
মন্তব্য করুন