আরেক খান গবিতা - একসেস দিয়া দেখরে পাগলা...
সাহিত্যিক ধুন্দুর-মুন্দুর যদি করতারতামরে, ময়না,
তাইলে তো ধাচানো ল্যংগুয়েজে, অনেক ক্যাওয়াজের লাইন লিইখ্যা বেড়াইতাম,
পরতে পরতে থাকতো তুমার ক্ল্যাসিক ক্যারিশমার বাখানিয়া...
আহা.. তুমার সেই ইশটাইল, সেই গরিমার প্রকাশ।
আর প্রতি রাইত্রে উছলেজিত চউক্ষে তুমার কানের কাছে আমার সুকুমার কোবতের ফিসফাস।
প্রেম যদি আমার প্রতিগ্যা হইতোরে যাদু,
টাইম-স্পেস কন্টিনামের বারোটা বাজায়া, তুমার রিদয়ে কেল্লা গাড়তাম,
আর কেল্লার নিচে খড়ায়া রোমিওর লাহান বিয়ান থিকা হাইন্জা তুমার প্রশংসার নহর ছুটায়া দিতাম; তুমার প্রাণের প্রয়োজনে আস্ত রিপাবলিকরেই কিবা সিটিএন দেখাইতাম।
সংগীতে পারদর্শী হইলেরে পুতলা,
তানসেন রে ভুমচক্করে ফেলায়া বিশবার জন্ম নিতাম, সুরের বিলাসে ফুটতো তুমার
''ক্লাসি বেইব'' ভাবচক্কেরের উপযুক্ত উপমা, তুমি বেশী পিক আপ নিলে বেটোভেন রেও
হয়তো ছাড়তাম না রে , মোতসার্ট রে নিয়া টান দিতাম যখন তখন।
আমি লাহুরীর মত মিস্ত্রি হইলে,
দেখতা গলিতে গলিতে তাজমহলের খেলা...ইধার তো উধার...
একেকটা যেনবা তুমার স্বর্গীয় হাসির একেক পার্থিব বয়ান।
আর নয়তো সিনানের পাহাড়ে আবাধে হাজারে মনদির তুমার তরুণ প্রাণের আবাস।
যাই করতাম , বেইব, শাহী স্টাইলেই করতাম...
এই পাগলা বিচ্ছু রিদয় হইত ইশকের আলটিমেট আস্তানার নাম,
চাইরদিকে শতেক জাটকা হয়ত আমারই দেবানা, মাগার কেমনে কি 'কঝ, বেইব,
তুমার ঐ কদাচ হানা প্রেমবানে আমার সকলই আটকা ।
কিন্তু, ময়না, এই পিন্জিরায় কোন শিল্পীর আবাস বা কোন শিল্পের ছোয়া নাই...
কিন্তু একবার ডার্লিং সারভারে একসেস দিয়া দেখ, একেক জিবি হার্ট বিটে একেকটা ইমো'র ফ্লো যেনবা
পাহাড় থেকে বহতা নদী... তারপর দেখ কেমনে তানসেনের মিউজিকরে দশহাত পিছে ফালাই,
আর কই যায় রোমিওর প্যাশন, 'কঝ হ্যাতে প্লেটোনিক, মুই রিয়েল
======
মূল কোবতে আংরেজীতে লিখা... কবি আমাদের চির পরিচিত নারু... শোনা যায় কোন এক ব্রিটিশ রোজ এর প্রেম এ পইড়া তিনি এইটা লিখছেন... যাউগ্গা , কবির ভাষ্য কবিই দিবেন... আমি নাদান খালি আমার নাদানির স্বাক্ষর রাইখা গেলাম আরকি .
কিছু কিছু শব্দ বুঝি নাইক্কা।
তবুও ঝাকা নাকা।
থ্যংকু থ্যংকু
.। মাগার কোন শব্দ বুঝেন নাই?
হাসতে হাসতে হেচকি উঠে গেলো। নারুর এই অবস্থা! পিএইডি কইরা ডিলিট খাওয়ানোর আগে একি কবতে লিখলো নারু! নাকি এটা বাফুরই ষড়যন্ত্র!!!
নারুর ''কমছিন'' রিদয় নিয়া হাসাহাসি জাতি মানবে না
প্লাস!
আইচ্ছা
মাস্টারপিস! কি কমু, আমি নিজেই জানতাম না আমার সোজাসাপ্টা কোবতই এত কিছু লুকিয়ে আছে! বাফড়া, ফাটায়ে দিয়েছে গুরু, পারফেক্তো!
না হে... তুমার টায় কিছু প্রেম লুকানো ছিল.. আমার এইটা একটু সড়ক-ছাপ..
....
. ..। যাউগ্গা... যার যা ইশটাইল
তোমার গবিতা এত চমৎকার হইছে এখন আসলটা দিলে লোকে আমাকে মাইর লাগাবে!
ভক্করচক্কর বাদ দাও... পোস্টেমূল কবিতা এড কইরা দেই? নাকি কও?
চাচাতো ভাই আবারও ফাটাইছো।

দেখলা চাচাতো ভাই কার কি ফাটলো? বিরাট আফসুস।
আরি সাবাশ !!! করছোস কি রে পাগলা !!!

) ...।
হাহাহাহাহাহাহাহ
দূর্দান্ত
... নারু আর বাফুরে ১ টেরাবাইট ধইন্যা 
এইসব হেথায় হোথায় ১ টেরা ধইন্যা না দিয়া জিপির ১জিবি ধইন্যা দিলেও তো কাজে লাগাইতে পারতাম
জি জি জি'র যুগে জিপি ক্যান?
কোবতে দিছি, তোমারটারে ডেজার্ট বানাইছি, আমারটা এপিটাইজার আর জেব্রিল আসলে সেটারে অন্ট্রে বানাইলাম! ডেজার্ট খাইয়া সুখের ঢেকুর তুলব সবাই!
শুধু তিন কোরস মেন্যু নাকি?
আপনের কোপাল খারাপ.. মাঝের কোর্স জেবীন গাপ কইরা দিছে
..
বুকত জড়ায় ধইরতাম ভাই
এ
এ ভরা ।
ইমুন একখান কবিতা পইড়া
মন দিল খোশ হ্যায়
যেনু
আপনার আস্ফালনের সাথে সাথে আশা-গুলাও বৃথা যাইবো দেখতাছি... নেটে নেটে তো আর বুকে জড়ায়া ধরা যায়না ভাইটি
ওয়ে ম্যান... পুরাই ফাটায়লান্তিস অনুবাদ ঝাড়ছো...
থ্যংকু থায়ংকু
ইয়া মাবুদ!!
খাইসে.. এক থেলায় ফাইভ ইশটার

ইষ্ট-ওয়েষ্ট'রে গুল্লি মারো কেষ্ট!
তুমার গবিতাই বেষ্টও!
ডেসার্ট বেশি বেশি দারুন হৈছে! আমি তোমারটা না পইড়া লেখার পর পাল্টাইছি, "পরতে পরতে" পার্টটা প্রায়ই এসে গেছিলো!
।।,,পরতে পরতে,, পাট টা আইসা গেছল কথাটার মানে।বুঝলাম না.
..
আরে, অই লাইনের শুরুতে আমিও পরতে পরতে দিয়া শুরু করছিলাম!
মনে একটা প্রশ্ন আইলো।
তুমি গবিতার শিরোনাম ''পাগলী'' না দিয়ে ''পাগলা'' দিলা কেন?
মন্তব্য করুন