মাজেজা
==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== === === ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ===== ===== ===== ===== মাঝরাতে শোনা গেল বৃদ্ব মা তার ছেলের সাথে ঝগড়া করছেন তারস্বরে। শোনা গেল ছেলে তার বৃদ্ব মায়ের সাথে ঝগড়া করছে তারস্বরে। পাশ দিয়ে যাওয়ার সময় ঝগড়া শুনে বিরক্ত এক গলিচারী জোরেজোরে বলল যেনবা নিজেকে শোনাচ্ছে ''মার, নটির পুলারে, মাইরা ফেল"
প্যারা শেষ। বহুতদিন ধইরা ভাবতাছি ব্লগে সাহিত্য প্র্যাকটিস করুম
.. করা হয়না, করা হয়না.। আইজকা কইরা ফেললাম। সাহিত্য টা ক্লাস হইছে নাকি থার্ড ক্লাস হইছে ফিডব্যাক দিতে ভুলবেননা
ফিডব্যাক বলায় মনে পড়ল- এত কষ্ট কইরা সাহিত্য রচনা কইরা তারপরে দেখি, ট্যাগ হিসেবে উপন্যাস, কবিতা সবকিছু দেয়া যায়, মাগার অনেক খুইজাও ''সাহিত্য'' ট্যাগ টা পাইলাম না!!!! মনে খুবই ব্যাথা পাইলাম। সাহিত্য ট্যাগ টা ট্যাগলিস্টে যোগ করার জন্য মডুর/ডেভুর কাছে আবেদন জানাইলাম
....
এইচান্সে কয়া ফেলি ছোটগল্প ট্যাগটা কই? ব্লগে বেশীরভাগই ব্লগারতো ছোটগল্প লিখে (সাইজ-বিচারে কইলাম
) বইলাই আমার ধারণা
জরুরী ট্যাগস=== >
#অনুবাদ ট্যাগটাও তো মিসিং ।
#বিবিধ নামক ট্যাগটাও দেয় নাই (এইডা কাকনের জন্য একটা সারপ্রাইজ গিফট হইতারে
)
#প্রবন্ধ ট্যাগটা নাই।
#ব্লগে ব্লগে ব্লগারদের নাগরিক সাংবাদিকতা (কে জানে কি জিনিস!!!) নিয়া কত চিল্লাপাল্লা দেখলাম অথচ নাগরিক সাংবাদিকতা ট্যাগটা নাই...
সাইড ট্যাগ (না থাকলেও চলে আরকি)===>
#আলোচনা ট্যাগ আছে, কিন্তু সমালোচনা ট্যাগ নাই!!!!!
#কবিতা ট্যাগ আছে, কিন্তু কোবতে'র ট্যাগ পেলুম না
যে ট্যাগ না থাকলেই হচ্ছে না===>
# ১৮+ ট্যাগটাও দেখতে পাইলাম না ।
ব্লগানি থিকা রেস্ট নিলাম কয়দিন... তার আগে আগে একটা কবিতা... এত সুন্দর কবিতা মনে হয় খুব কম লিখা হইছে... যতটুকু দিলাম ততটুকুই পড়া ...
It little profits that an idle king,
By this still hearth, among these barren crags,
Match'd with an aged wife, I mete and dole
Unequal laws unto a savage race,
That hoard, and sleep, and feed, and know not me.
I cannot rest from travel: I will drink
Life to the lees: All times I have enjoy'd
Greatly, have suffer'd greatly, both with those
That loved me, and alone, on shore, and when
Thro' scudding drifts the rainy Hyades
Vext the dim sea: I am become a name;
For always roaming with a hungry heart...
... ... ... ...
... ... ...
এই পোস্টের ট্যাগ - বিবিধ 
রখস - এ - বিসমিল





.। ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই... 27.02.2011
ঢাকায় আইছ নাকি? টাকা পয়সা রেডি রাইখো খুব তাড়াতাড়ি লাগব। রুগীর অবস্থা খারাপ অপারেশন করতে হইব।
ধুরো!
বাফড়ার লেখা সদাসর্বদা বাফড়ীয়। ট্যাগে কী আসে যায়...
বাফড়ীয় ট্যাগও দেয়া উচিত। যাতে কেউ চাইলে এই ধরনের লেখা চর্চার ট্রাই মার্তে পারে
সহমত।
কিন্তু বাফড়া শব্দটার অন্য একটা মানে থাকলেও থাকতে পারে (কই জানি দেখছি, নিশ্চিত না)।
তখন বাফড়া ট্যাগ লাগাইলে ক্যারাবেরা লাইগা যাইতে পারে।

ব্লগানি থেকে রেস্ট কেনো? তোমার লেখা মিস করি তো। পাঠককে বন্চিত করা ঠিক না। গুণাহ হবে। কবিরা গুণাহ।
I am become a name
এইটা আবার কেমন ইনরাজি ?
কোবতে বাংলায় বুঝায়া দেন মিয়াভাই
সহমত.. মডুরে ডাকেন... হেরে কন, এইগুলান যোগ করতে।
আর, "বাফড়া" ট্যাগ দেওয়ন বিষয়ে আলোচনা দর্কার!!!
ও, আজাইরা কথায়ই সময় নষ্ট। আসল কথাই বলা হইল না। গল্পের ফিডব্যাক।

দুই লাইন গল্পে ১টা গালি, ২টা মারামারি!! পুরাটা হইলে না জানি কি হইত!!!
দুই লাইন গল্পে ১টা গালি, ২টা মারামারি!! পুরাটা হইলে না জানি কি হইত!!
বাফড়া "ভাই" কিরাম আছেন ?
এইবোলোগ দেখি মেলা "ট্যাগ মিসিং" বোলোগ। আফসুস
ট্যাগ জিনিষটা অনেকই আছে, আরো অনেক যোগ করা যায়, চাইলে ট্যাগীংই বাদ দেওন যায়-------
কিন্তু বিষয়ভিত্তিক টেমপ্লেট থাকলে ভালা হৈতো, ইমো'র মতন----
যেমন,.
মন্তব্য করুন