ভিঝ্যুয়াল ডিকশনারি- ১ (স্ট্রিক্টলী ১৮+)
ভাবলাম একখান ভিঝ্যুয়াল ডিকশনারি সিরিঝ চালু করি। যেই ভাবা সেই কাজ 
চলেন তাইলে শুরু করি 

চিত্র-১ - মেনিফেস্ট সারপেন্ট
মেনিফেস্ট সারপেন্ট (manifest serpent)-
মেনিফেস্ট সারপেন্ট বলতে গিয়া বুঝায় যেমন ধরেন ''ক্লীয়ার এন্ড প্রেঝেন্ট ডেন্জার'' টাইপের বিপদরে। ধরেন আমি ক্ষতিকর ব্যাক্তি এইটা যদি আমার হাবভাবে কাজে কর্মে ক্লীয়ার ফুইটা উঠে তবে আমারে বলে মেনিফেস্ট সারপেন্ট। চিত্র ১'এ অনেকটা মেনিফেস্ট সারপেন্টের মত আচরণ করতঃ সরাসরি'ই কারো প্রতি অনুভূতি জানিয়ে দেয়া হচ্ছে

চিত্র-২ - সারপেন্ট ইন দ্য গ্রাস
সারপেন্ট ইন দ্য গ্রাস (serpent in the grass)-
আনসাসপেক্টেড, লুক্কায়িত বিপদগুলারে বলে সারপেন্ট/স্নেইক ইন দ্য গ্রাস। যেমন ধরেন আমি বিপদজনক ব্যাক্তি, কিন্তু তা যদি আমারে দেইখা মোটেও আচ না করা যায় তবে আমি হইলাম সারপেন্ট ইন দ্য গ্রাস। চিত্র ২'এ অনেকটা সারপেন্ট ইন দ্য গ্রাস এর মত আচরণ করতঃ আপনার ব্যাপারে ''ঐ একই অনুভূতি'' আনসাসপেক্টেড ওয়ে'তে প্রকাশ করা হচ্ছে, যা কেউ টেরও পাবে না ইফ হি ডাঝন্ট নো হাউ টু রীড বিট্যুইন দ্য লাইনস
...
সূত্রঃ বাফড়া'ঝ ব্যাডভান্সড পিকশনারি
রখস-এ-বিসমিল





কনসেপ্ট ভালো লেগেছে।
থ্যংস

খাইছে! প্রথমটা অশ্লীল লাগতেছে!
প্রথমটা মনে হয় ইট্টু বেশীই মেনিফেস্ট কইরা ফেলছে বিধায় অশ্লীল লাগতাছে... খেক খেক খেক.. কিন্তু পয়লাটা টা যে অশ্লীল লাগতাছে এইটার মানে দুই নং সারপেন্ট ইন দ্য গ্রাস যে কি মারাত্মক জিনিস তা বুঝতাছ?

কবি নীরব ক্যা?
কনসেপ্ট ভালো লাগছে। কোরিলেশন অভ আইডিয়াস কোশেন্ট-- এমন কিছু পরিমাপের ব্যবস্থা থাকলে বাফড়ার স্কোর ফাটাফাটি হতো।
সিরিজ হবে দেখছি। মামা-খালাদের নিয়ে বহু পুরানা বকেয়া পোস্টটাও দিয়েন।
মামা খালা নিয়া পোস্ট ঐটাই তো শেষ... পিতৃৃরিন মাতৃরিন শোধ করা হয়া গেছে ঐ দুই পোস্টেই :)। আজকাল আর পোস্ট ফোস্ট দিতে ভাল্লাগেনা..। পোস্টে কমেন্টের রিপ্লাই দেয়ার চান্স পাই না , আর দিলেও দেই ২০ দিন পরে.. এইরকম কইরা ব্লগিংয়ের আমেজ নষ্ট হয়া যাইতাছে
..
সারপেন্ট ইন দ্য গ্রাস.........মারাত্মক
সারপেন্ট ইন দ্য গ্রাস .।
এই সব ভুঝুং ভাঝুং পোষ্ট লেইখা বুঝ দিয়া পাড় পাইতে চান? মানা হবে না। নুশেরাপুর মত আমারও দাবী মামা খালাদের নিয়ে বকেয়া পোষ্ট জলদী ছাড়েন।
ফিউচারে রাজনীতিতে নামার প্ল্যান আছে.। তাই ভুজংভাজুং প্যাকটিস কইরা লইতাছি
চ্রম। আপনার ডিকশনারি থেকে এমন জিনিস আরো চাই। আর পুরানকি সিরিজগুলো কি ভুলে গেলেন বস্?
থ্যংস.।
.। পৌরাণিক কাহানী লয়া তো কাকানা'র সিরিঝ ছিল
.। আমি পৌরাণিক কাহানী লয়া জুইত করতাম পারিনা 
রখস-এ-বিসমিল!
রখস-এ-বিসমিল!-এর অর্থ কিরে ভাই ?
@ হুদা ভাই- উদরাজি রে জিগাইছেন না ?
সে উত্তর দিব.। কেক খেক খেক
উত্তর পেলেই আমি খুশী । কার কাছ থেকে পেলাম সেটা বিবেচ্য নয় ।

চুপচাপ ছবি দেখলাম এবং লেখা পড়লাম
কনসেপ্ট ভালো লেগেছে।
থ্যংকিউ

এবার যাই পরের টা পড়ি।
কনসেপ্টটা রকস
থ্যংকিউ মাসুম ভাই
...
অনেকদিন পর আবার পড়ে বুঝলাম, প্রথমবার আমি কনসেপ্টটায় ক্লিয়ার ছিলাম না।
মন্তব্য করুন