বেকারত্বের ঠেলা-সামলানো উপায়সমূহ :)
শুরুতেই কয়েকটা জিনিস ক্লীয়ার করা দরকার- আজকাল সবাই বেদম নোট লিখতাছে... দেইখা আমারো নোট লেখার ''থাকবো নাকো বদ্ব ঘরে'' টাইপ শখ জাগলো... আর সামু তে কাউরে কিছু কইলেই ''ট্যাগ করলা ক্যান'', ''ওরে খাইছে, মোরে ট্যাগ কইচ্ছে
'' কত হেনতেন; সেই হিসেবে ফেবুতে প্রেমসে ট্যাগ করা যায়... কেউ কিছুই কয়না... এই আনন্দটা নেয়ার জন্য সবাইরে ট্যাগ কইরা দিছি এই নোটে 
বাখানিয়া বাদ দিয়া মূল আলাপে আসি... দেশে আইসা দেখি চারদিকে সমস্যা... বিশেষ কইরা জব-রিলেটেড... কারো চাকরি আছে মাগার বেতন কম... কারো চাকরিই নাই... কারো আবার এমপ্লয়ারের সাথে খুটুশ-খাটুশ.. সমস্যা আর সমস্যা... এইটার একটাই সমাধান... সেল্ফ এমপ্লয়েড হওয়া বা উদ্যোগী হয়া উদ্যোক্তা হয়া যাওয়া
...
যেমন ধরেন বাংলাদেশে রিকশার প্রচলন ভয়ানক (নাহ, রিকশা চালাইতে কইতাছি না
)... ম্যাকানিকাল ইন্জিনিয়ারিং এর পুলাপান এই রিকশায় অতিরিক্ত কয়েকখান গীয়ার চাকা লাগায়া যান্ত্রিক সুবিধার ভুজং-ভাজুং দিয়া রিকশার স্পীড বাড়ানোর টেকনোলজি বাইর কইরা দেখতে পারে.. সফল হইলে প্যটেন্ট কইরা টাকা কামায়া পুরা লালে লাল 
মাদ্রাসা লাইনের ছাত্ররা বাবা শাহজালালের সিস্টম অনুসরণ কইরা আল্লাহর নাম নিয়া নদীতে টেস্ট-বেসিসে জায়নামাজ বিছায়া দেখতে পারে... যদি সফলভাবে নদী পারাপার কইরা ফেলতে পারে জায়নামাজে চইড়া, তাইলে তারা ''সিলেট টু লন্ডন'' সমুদ্রপথে ফ্লীট চালু করব... কমার্শিয়ালি... আবারো লালে লাল পয়সা কামানোর বুদ্বি দিলাম। এইখানেও ম্যাকানিকাল ইন্জিনিয়ারিং এ পুলাপানরা জায়নামাজে গীয়ার চাকা লাগায়া স্পীদ বাড়ানোর পায়তারা করা উচিত... তবে গীয়ারটা যেহেতু আধ্যাত্মিক লাইনের তাই বুয়েটের তাবলীগি ইন্জিনিয়াররা দায়িত্ব নিলেই ভালো হবে
..
আবার ধরেন মনোবিগ্যানের বেকার ছাত্রদের কথা... এরা স্টাডি কইরা মানুষের মন বোঝার একটা কোয়েশ্চেনীয়ার তৈরি করতে পারে... কোয়েশ্চেনীয়ার এর উত্তর দিবা আড় সাথে সাথে মনের ইরাদা, সাইকো-অ্যনালাইসিস ধরা পইড়া যাইবো... আরো ভালো হয় কম্পু সাইন্সের বেকার পুলাপানের সহায়তায় একটা সফটওয়্যার বানায়া ফেললে.. আমি নিশ্চিত সফটও্যয়ার টা বিশাল হিট হইব... এমপ্লয়াররা এইটা দিয়া এমপ্লয়িরে বিচার করব... শশুর-শাশুড়িরা এইটা দিয়া হবু জামাইয়ের সাইকো অ্যানালাইসিস করব... মনোবিগ্যান ও কম্পু সাইন্সের ছাত্রদের প্রতিষ্টা করা এই কোম্পানী পুরা হিট... আমি এই কোম্পানির একটা নাম সাজেস্ট করতে পারি - ''অন্তর্যামী টেকনোলজিস
''
জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়া বিকেএসপি'র বেকার ছাত্ররা পাড়ার দোকানগুলা থিকা হালকা চান্দা তুইলা চানখারপুল ফুটবল ক্লাব গঠন কইরা দেখতে পারে... আমি নিশ্চিত ভবিষ্যতের কোন একদিনে চ্যম্পিয়নস লীগে চানখারপুল বনাম লিভারপুলের খেলা আমরা দেখুম
... বিকেএসপির বেকার ফুটবলারদের আল্লাহ বাচায়া রাখুক
... খালি আইডিয়া দাতা হিসেবে আমারে ফ্রি সীঝন টিকেট দিলেই চলব 
টেলিকমিনিকেশান্সের বেকার ছাত্ররা কনসালটেন্সি ব্যাবসায় নামতে পারে... বাজারে ফোন কোম্পানীর এতসব প্যকেজের ভীড়ে কোন প্যকেজটা ক্লায়েন্টের জন্য পারফেক্ট সেইটাই হবে এই কনসালটেন্সি ব্যাবসার লক্ষ্য...
ইকোনোমিক্সের বেকাররা ''বারো হাত কাকুড়ের তেরো হাত বিচি'' নিয়া গবেষনা করতে পারে... বারো হাত কাকুড়ের এই এক্সট্রা একহাত বিচি বাজারে ইনফ্লেশান তৈরি করব কি না এইটা নিয়া একটা সফল থিসিস লেইখা ফেলতে পারলে নোবেল নিশ্চিত.. আর সাথে বাকি জীবনের জন্য আফটার-ডিনার স্পীচে অন-পেমেন্ট স্পীচ দেয়ার সুযোগ
.. ফ্রী ডিনারটা তো থাকলোই 
অ্যপ্লাইড কেমিস্ট্রি ও অ্যপ্লাইড ফিজিক্সের বেকাররা সরাসরি ধোলাইখালে পোস্টিং নেয়া উচিত... ঐখানে বইসা বইসা তারা কিভাবে বোমা বানায়া লাদেনের সাথে ফাইট দেয়া যায় তার ব্যবস্হা করব... কে না জানে আজকাল সব ''টিহা-ফইসা'' অস্ত্র ব্যাবসায় :.. আবারো লালে-লাল পয়সাহি কামাল টাইপের বুদ্বি দিলাম
আবার বাংলায় অনার্সের বেকার ছাত্ররা বিভিন্ন কোম্পানীর কাস্টমার কেয়ারে ভুং-ভাং দেয়ার জন্য যোগ দিতে পারে... ঐদিন সোহাগে চইড়া সিলেট আসতাছিলাম... সিলেটে পৌছানোর একটু আগে সোহাগের গাইড মাইক্রোফোন হাতে নিয়া শুরু করল, ''দীর্ঘ এইযাত্রা শেষে এবার বিদায়ের পালা... খনিক মিলনের পর বিদায়ের এই রীতি চিরন্তন... তবু বিদায় দিতে মন নাহি চাহে'' কত ভুং-ভাং... আমিতো টেনশানে পইড়া গেলাম যে হালায় কি এখন আবেগের চোটে এখন কাইন্দা দিব নাকি? তো বাংলার বেকাররা এইসব ভুং-ভাং দেয়ার লিগা মার্কেটিং সাইডে যোগ দিতে পারে...
যাউগ্গা মূল কথা হইলো এত কিছু ভাইবা ফেললেও বেকার চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কি করব সেইটা বাইর করতে পারি নাই... সপ্তাহদুয়েকের মাঝে বাইর করতে না পারলেচার্টার্ড অ্যকাউন্টেন্টদেরকে চাট্টি-বাট্টি গোল কইরা মগবাজার মোড়ে বইসা পড়তে হইব 





.। ফীল ফ্রী টু কমেন্ট, অলদো দ্যর ওন্ট বি আ রিপ্লাই... 27.02.2011
ফেবুতে নোট লিখছিলাম এইটা ... ব্লগ লেখা বন্ধ.. কিন্তু একটা পোস্ট লেখার জন্য হাত কিড়মিড় করতাছিল..। তাই ফেবুতে নোটাকারে প্রকাশ করছিলাম
কোনটা ছেড়ে কোনটা বলি, সবগুলাই দারুণ! অন্তর্যামী টেকনোলজিস নামটা ব্যাপক পছন্দ হইছে।
মগবাজারের মোড়ে কেন, ঐখানে শ্যাটার্ড অ্যাকাউন্টেন্টদের জন্য বিশেষ কোন ব্যবস্থা আছে নাকি?
আরে সামুতে মগবাজার মগবাজার শুনতে শুনতে আমার মাটঃায় খালি মগবাজার ই ঘুরে
... শুনছিলাম ঐখানে নাকি অন-পেমেন্ট ব্লগিংয়ের সুবিদা মিলে
... তাই আরকি চাট্টু অ্যকাউন্টেন্ট দের এই বুদ্বি কইছিলাম 
অন্তর্যামী টেকনোলোজিস নামটা আমারো পছন্দের
... প্রয়োজনীয় স্কিল থাকলে আমি নিজেই কহুইলা ফেলতাম এই নামে একটা 
নুশেরা'পু@ শ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট!!
ইচ্ছা করেই লিখছি, শংকরের একটা বইতে এই কথাটা ছিলো... বাফড়া দেখি ইগনোর করলো
গায়ে লাগছে মনে হয় ...
আমি আরো ভাবলাম আপনে ভুল কইরা শ শার্টার্ড দিয়া লিকহছেন তাড়াহুড়ায়... কিন্তু ঐদিকে যে শ্যাটার্ড লিকহা তা ''দেখা হয় নাই চক্ষু মেলিয়া''..
হিকককক.। নুশেরা আপু শ্যাটার্ড অ্যকাউন্টেন কইছে নাকি.।
.. কেয়াল ই করি নাই 
পুরা বাফড়িয় হইছে
আইজকা তাইলে বাফড়ায়া যাওয়া সার্থক হইছে বইলা দাবি করা যায় :)। কি কও?
বাফড়ায়া যায় কেমনে? বাই ডুয়িং ইটা দ্য বাফড়া ওয়ে
.। খেক খেক খেক
... এই টার্মটা জিন্টুর ব্লগে রাশেদ আর জিন্টুর সাথে বইসা গ্যাজানোর সময় বাইরাইছিল
...
কিন্তু সবাই গো হারে বাফড়ায়া (ডুয়িং ইটা দ্য বাফড়া ওয়ে) গেলে তো সমিস্যা!! ...
সমস্যা টা কোথায়??!!!! সবাই বাফড়ানো শুরু করলে আমি তো কমু ''আমার বাংগালী আজ মানুষ হয়েছে''..
মজার একটা টার্ম পাওয়া গেছে। বাফড়ীয়, বাফড়ানি, বাফড়ায়া যাওন, বাফড়াইতাছে...
আপু এইটা কি প্যাটেন্ট কইরা রাখা যায়; ভবিষ্যতে যদি বাংলা একাডেমির অভিধানে উঠে
আরে যদি ক্যান জেডা... অবশ্যই উঠবেক
প্যটেন্টের অধিকার খালি আমার ;)
http://www.somewhereinblog.net/blog/lubdhokblog/28902316
এইটার ২০ আর ২৪ নং কমেন্টে
http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28805310
এইটার ৭০ নং কমেন্টে পরথম আবিষ্ক্ৃত হইছিল
প্যাটেন্টে জব্বর কাগুর মতো সিস্টেম কইরেন। য্যান কেউ এই জাতীয় শব্দ উচ্চারণ করলে লেখলে টাইপ করলে দশ ট্যাকা কইরা দিতে হবে
হ... তয় একসাথে সবগুলা কয়া ফেললে তো থলে কহালি হয়া যাইব... আস্তে আস্তে সবই হবে
নুশেরা আপা, আস্তে আস্তে একটা একটা কইরা মাঠে নামাইতে হইব টার্ম গুলান.।
আমরা বন্ধু নিবেদিত...
অন্তর্যামী টেকনোলজিস পরিবেশিত ...
সম্পুর্ণ রঙিন...
পূর্ণ দৈর্ঘ্য... ব্লগীয় নয়া টার্ম
"বাফড়ীয়, বাফড়ানি, বাফড়ায়া যাওন, বাফড়াইতাছে..."
বিশ্বে আমরা প্রথম
মু হা হা হা.. হাসিটা মিস গেলো ক্যান..।?
দ্যাশে থাক্লে বৃহষ্পতিবার সন্ধ্যায় বইমেলায় আসেন (রিকুশ)
ইনশা...আল্লাহ.।
হায়! আমরা দেশে তাও কেউ আমাদের রিকুশ করে নাহ...
মুকুল ষ্টাইলে বলতে চাই "সব বৈদেশ ফেরতগো রে দাম দেয় রে!!"
তোমারে রিকুশ কর্তে হপে? কও কি?
রিকুশ কেম্নে করে? তোমার দুইখান পাও ধরি বইমেলায় যাইও...
নাকি, এরিয়ো জেবীন, যাবিনিরে বঁইর দর্গাত...
চানখারপুল আর লিভারপুল
... হা হা হা ... মজা পেলাম পড়ে 
থ্যংকু থ্যংকু...
বাই দ্য ওয়ে নড়বড়ে নিক নেয়ার অর্থ টা কি? বুড়া হইলে দাত নড়ার পরে পস্তাইবেন যে হুদাই ইয়াং বয়েসে এই নিক নিছিলাম
দাঁত তো পরের ব্যাপার, আমি নিজে মানুষটাই নড়বড়ে ...
বাফড়া মনে হয় ঢাকায় নয়া আইছেন, এডির অনেক গুলা টেকনিকই আমার সন্দেহ, চালু হৈয়া গেছে...রিশকার যে গতি, ডর লাগে....চানকহারপুলে জীবনেও নেওয়া যাইবোনা ফুটবল টীম, ওরা সাফে সোনা জিত্তাল্ছে....এইরকম আরো কত কি....
যে জ্যাম, স্পিড বাড়াইলেও রিকশার সেই স্পিড তোলার অবস্থা মনে হয় না আছে
রিকশার কারনে যেইসব জ্যাম থাকে রাস্তায় ঐগুলা মিটব আশা করা যায়...। কার গুলান তো আটকায়া যায় কম সপীডের রিকশার কারণে... অবশ্য এইটার উত্তর ইকোনোমিক্স আর আরবান সাইন্স বা বুয়েটের পাকনা রা দিতে পারব
কও কি!!! আমি আরো ভাবছিলাম যে এই লাইনে কনসালটেন্সি বিঝনেসে নামুম
..
পুলাপানরে টেন্টের ভিতরে নিয়া এইসব আকাইম্মা বুদ্বি দিয়া কন কইরা ছাল তুইলা ফেলুম..। এই হইলাম আমি কনছালটেন্ট
..
কিছু না কইরা কেম্নে কি করা যায় সেইডা তো কইলেন না
এই ব্যাপারে আমার স্ট্রটেঝি হইল বাপের কাছে যাওয়া.. বাপেরে ভুং ভাং দিয়া টাকা খসানো... যেমন আমার বাপেরে বুঝাইলাম যে জব খুজতে ঢাকা যামু..। বাপতো খুশি.. এই খুশীতএ আমরা দুইজন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করলাম যে সে আমারে ফাইন্যান্স করব জব পাওয়া পর্যন্ত
.... এখনো পর্যন্ত তারে অন্ধকারে রাকহা গেছে.. যেই দিন টের পাইব যে গায়ে বাতাস লাগাইতাছি সেইদিন মাথার উপর থেকে পিতার ছায়া সইরা যাইব
...
তকহন ধরুম আম্মারে
... তবে আম্মারে দুইমাসের বেশী ধোকা দেয়া উচিত হইব না বইলাই মনে করি
... মায়ের জাতি বইলা কথা...
এই স্ট্রাটেঝি পছন্দ না হইলে তুমার লিগা টেইলর-মেইড স্ট্রাটেঝি বাইর করতে অইব ... জানায়ো.।
পছন্দ হয় নাইক্কা। বাপের হোটেলেই আছি। টাইম শ্যাষ হইলে বাইর্কইরা দিব :-s
তাইলে বড়লোক বাপের একমাত্র মেয়ে টাইপ কাউরে খুইজা বাইর কইরা ''শাদী মানালে'' ইয়া....
এইটা পছন্দ না হইলে জানায়ো.. বাংলাদেশ সরকারের প্ল্যানিং কমিশনে খবর দিমুনে তুমার ফুটুরি প্ল্যান বানানোর লিগা
অন্তরযামী টেকনলজিস থাকলে খবর আছে। সব ব্যারাছ্যাড়া লাইগ্যা যাবো।
HO... aapne to pura dhora... bashay jaane office'a kaaj korte korte praan oshtaghot.... office'a jaane maasum bou er daapot'a ekdom naai.... aamrai khaali jaani je aapne muloto blogging niya aasen
.... ontorjaami technologies aapner vaat maarbo 
আপনার সমস্যা কি আপনি মাসুম্ভাই আপনার মন তো টলটলে পানির ন্যায় স্বচ্ছ হওয়ার কথা
বেকারদের নিয়ে ঠাট্টা করায় মাইনাচ।
আরে খাইছে..
... উপকার করতে গিয়া দেকি ধরা কাইলাম... এই কারনে কয় বাংগালীর ''উবগার'' করতে নাই
... আপনেরে ফিরা মাইনাস... 
এতোসব ব্যবসার বুদ্ধি দিলেন যে তার হিসাব রাখার জন্য "শ্যাটার্ড অ্যকাউন্টেন" লাগপে না!!!! তারা তাইলে বেকার থাকপে ক্যামনে?
হাসতে হাসতে গড়াগড়ি
আরে সত্য কইছেন তো... আমি কনসালটেন্সি ব্যাবসায় নামলে আপনেরে পার্টনার রাখুম ''তানি পার্টনার''
.. আপনের মাথায়ো পচুর আইডিয়াঝ আছে দেখা যায়
....
ফাটাফাটি পোস্ট। প্রথমটার নাম কি হবে?
থ্যংকু থ্যংকু...
... কিসের পরথম টা??
পোষ্টটা প্রিয়তে নেবার উপায় কি? অনেকগুলো সিরিয়াস পয়েন্ট আছে। পেলাস++++
আয় হায়.. কে কইছে বাংগালি গুণের কদর করতে জানেনা
.. দিলমে কহুশীকা সুবাতাস বওয়ায়া দিলা... দোয়া করি নীড় যেন খুইজা পাইতে পার
...
প্রিয়তে নেয়ার সিস্টেম টেস্ট চলতেছে... ইরোর মিনিমাইজেশন প্রায় শেষ ... চলে আসপে ২/১ দিনের মধেই
টুটিল ভাই ব্লক করার অপশন আসপে না
সেইটা চাও ক্যান, কারে ব্লক করবা?
আপাতত টুটুল আর রন রে (আর কে কে মডুরাম/সীতা/লক্ষন/বিভীষণ পদে আছে তাতো এখনো জানি না জানা মাত্র ব্লক লিস্টিতে নাম ঢুকে যাবে)
ব্লক করা ভালো না ... ফচা
এমনে হাস্লে দাঁত খুইলা পরে যাবে
জয়িতারে পাইছে সবতে.....খালি দাঁত নিয়া ....ক্যাচল
দাত থাকতে দাতের ব্যাভার করতাছে আরকি
মানুষের মন বোঝানোর মতোন সফটওয়্যার যেই কম্পু বানাইতে পারবো , তারে আর জীবনে বেকার থাকতে হইবো না। আর যে বেকার থাকবো , সে ওইটা পারবো না দেইখাই বেকার থাকবো ...
কেমন আছেন ? অনেকদিন দেখা-সাক্ষাত নাই।
পুলাপানরে একটু আশার আলো দেখাইতাছিলাম... এর মাঝে আইসা পাকনামি আলাপ শুরু করলা... অ্যংরি স্মাইলি টা আইতাছে না ক্যান
... শুকরিয়া করো যে ব্লকের অপশান দেয় নাই
..
আছি ভালোই
বাফড়াইয় পোস্টে বাফড়ামির নিদর্শন দেইখা বাফড়ান্বিত!!

চরম হইছে, চরম!!

১ সপ্তাহ কিন্তু নাই হইয়া গেল। পোস্টের আপডেট আইলো না!!
থ্যংকিউ... পোস্টের আপডেট কেমনে দিমু... কমেন্ট লিখতে গেলে দশদিক ঘুরায়া আইনা একটা উইন্ডো খুলে... এর মাঝে নেটের স্পীড নয় তো যেন গাড়িয়াল ভাইয়ের নৌকা... আস্তে আস্তে সাইট লোড হয়
বেকারত্বের অনেক কস্ট
হ... আপনেরা তো তবু একটা জবে আচেণ, পোস্ট টা ও কারাপ না- সোয়ামী; স্যালারিড জব না হোক, অন্তত বেনিফিট প্যাকেজ তো আচে
। আমার তো এইদিক দিয়াও মাত খাইলাম 
পুরা বাফড়িয় হইছে।আজ রাতে কেম্নে ঘুমামু আল্লাহ মালুম।
থ্যংকিউ ...
.. আপনে দেখি লাইন ধইরা সব পোস্টে হানা দিতাছেন
... নজু ভাই এক পোস্টে এটাক শুরু করছিল ... মামা খালা নিয়া পোস্টে কতখন পর পর আইসা কমেন্ট করে
... মজা হইছিল ঐবার 
রাতে ঘুমানোর আগে হাসলে ঘুম ভালো হয় ... নো টেনশান
মন্তব্য করুন