জম্মদিনে..[-আবোল তাবোল!]
তেইশ!তেইশ হয়ে গেল?!
ভাবা যায়?এইতো মাত্র কয়েকদিন আগেই দেখতাম(আয়নায় আর কী!)
ছোট্ট নিরীহ শান্তশিষ্ট লেজবিশিষ্ট একজন!
ইস্কুল যায়,চুপচাপ বসে ক্লাস করে।বাদাম খায়,জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে।
বাসায় ফিরেই স্বমূর্তি!বাকি সারা দিন বাসার সবাইকে জালিয়েই দিন কেটে যায়।(এখনো!)
সেই পুঁচকার কী না বয়ষ এখন তেইশ!
বাপরে..!কত্ত বড় হইয়া গেছি!
অবশ্য লাভ নাই কোন।ছোট ছেলে তো,সারাজীবন ছোটই থাকতে হইব!
কী আর করা..
সারা দিন রাত দৌড়াদৌড়ি;চা কফি,পড়াশোনায় ফাঁকিবাজি আর দুষ্টামি!
এভাবেই চইলবে,
এই আমার কপাল!
বাহ,কত্ত বড় বড় কথা ভাবতে শিখে গেছি।কী দারুন নিদারুন অবস্হা!
মাঝে মাঝে একটু খারাপ-ই লাগে,
আমার সাথের পোলাপাইন সব পড়াশোনা প্রায় শেষ,দুইদিন পর চাকরিতে ঢুইকা যাইব।আর আমার সামনে এখনো অকুল দরিয়া অগাধ সমুদ্দুর ইত্যাদি ইত্যাদি..!
তার উপর যা একখান শহরে থাকি,
কোনদিন জানি ঠুস্ করে মরে যাই ভয়-ই করে।
ধুর্,কী প্লাম আর কী প্লাম না..এত চিন্তা কইরা লাভ নাই,লাইফে যা হয় সব ভালোর জন্যই হয়..।
এইবার তো রোযা শুরু হয়ে গেছে,পার্টি দেবার আগেই।তাই গিফ্ট টিফ্ট ও খুব একটা পাবো বলে মনে হয়না..!
তবে,এইবারের জম্মদিনে বেষ্ট গিফ্ট টা অলরেডি পেয়ে গেছি!
তাও আবার নিজের কাছেই!
মাঝে মাঝে নিজের মনেই খুব টাফ কোন টার্গেট সেট করে তা ঠিক ভাবে করতে পারলে অদ্ভুত একটা ভালোলাগায় মন ভরে যায়।অন্নেক দিন পর এমন একটা কিছু করা হলো।
ঈদের পরপর-ই ডিগ্রি সেকেন্ড ইয়ার ফাইনাল।
তাই,প্রতিবার-ই রামাদানে দুই একবার কোরান শরীফ খতম দিলে-ও এইবার তা করা হবেনা বলেই ভাবছিলাম।
ফার্স্ট রামাদানে মসজিদে ফযর পড়ে এসে মনে হল একদম না পড়ার চাইতে বরং তাড়াতাড়ি পড়ে ফেলতে পারলে ভাল।
আরবী পড়ার স্পিড তো ভালই,
ভাবলাম একটা ট্রাই করেই দেখা যাক!
প্রথম রোযার সারাদিনে ৭ পারা,এরপরে আর কিছু চিন্তাই করতে হয়নি।এই কয়দিন পড়াশোনা বন্ধ ছিল,রোযার দিনে বাসায় কাজ তো থাকেই না খুব একটা।সময়ের অভাব হয়নি।
অর্থসহ কোরান শরীফ পড়তে ভালই লাগে,বেশ শান্তি শান্তি অনুভূতি টের পাওয়া যায়!
আমার সবচাইতে ভাল লাগে;
সুর ইয়াসীন,সুরা আর রহমান,সুরা ইখলাস আর সুরা কদর।
আজ শেষ পারা পড়া শেষ হল,
অসম্ভব ভাল হয়ে আছে মন।
৫ দিন লাগছে,
খাটুনিও ভালই গেছে!
তাতে কী?
নিজের জম্মদিনে নিজেকে এমন একটা কিছু দিতে পারলাম,
এই বা কম কী?!
সব কথার শেষ কথা-
here i am,
18 till i die!
(this time its +5 though!)
আনন্দম!
bcz,
lyf eez b'utiful!
শুভ জন্মদিন ।
এরকম আরো ২৩ * ২ টা বসন্ত আসুক।
অনেক অনেক ধন্যবাদ,সাঈদ ভাই..
কোরআন শরীফের মতোন একটা গাইড বই মাইনা চইলা আপনি কেমনে বিষন্ন বাউণ্ডুলে হ'ন?
শুভ জন্মদিন...
খুব ভাল বলছেন।
আসলে -
বাউন্ডুলের মত ঘুরতে ভাল্লাগে,
তা হয়না বলেই বিষণ্ণ..
শুভ জন্মদিন..........।

ধন্যবাদ..
শুভ জন্মদিন ভাই। অনেক অনেক শুভকামনা থাকলো।
আপনার পোস্ট পড়ে কিঞ্চিত ভয় পেলাম, আমার তো পচিশ ও পেরিয়ে গেছে। আপনি ইহা বললে আমার কি বলা উচিত
আয় হায় ভাই,
কবর দিনে ডাকে ৫ বার।প্রত্যেকদিন!
ধন্যবাদ।
শুভ জন্মদিন..
দিনেতো কম সে কম পাঁচ পারা কোরান পড়া উচিত। মরনই হলো আসল সত্যি, জীবন কয়দিনের বলেন ভাই?
নিজেকে নিজে জন্মদিনে অভূতপূর্ব অমূল্য উপহার দিছেন আপনি। আপনার ওপর শ্রদ্ধা বেড়ে গেলো।
শুভ জন্মদিন
অনেক অনেক ধন্যবাদ,তানবীরা'পু..
কিন্তু সরাসরি কারো সামনে তার এতটা প্রসংসা করা ঠিক নয়,
সকল প্রসংসা আল্লাহ'র..।তার ইচ্ছে ছাড়া আমাদের কিছুই করার সাধ্য নেই।
ভাল থাকুন,অনেক ভাল..সবসময়।।
এই আগস্টে আমিও ২৩ হয়ে যাবো, তাই আগ্রহ নিয়ে পড়লাম। ৫ দিনে কোরান পড়া হয়ে গেল?!!! মাশা আল্লাহ!! শুভকামনা
ধন্যবাদ।
বাহ! আপনার কত'তে?
সিংহ/সিংহী হবার মজাই আলাদা!
আরে ধুর্!!বড় হইয়া কোন মজা নাই!
ইন্টারে থাকতে একবার বড় বড় ভাব ধরার টেরাই মারছিলাম,পুরাই পানসা অবস্হা।
তারপর থিকা আর এই দূর্বুদ্ধিরে মাথার আশেপাশে আসতে দেইনা!
ছোট আছি।সবাইরে ইচ্ছেমতন জ্বালান যায়,যখন তখন যে কোন আবদার করা যায়।
এই তো বেশ ভাল আছি।আর কী লাগে জেবনে?!
শুভ জন্মদিন।
ধন্যবাদ।
তেইশ কোন ব্যাপারই না। দেখবেন তেহাত্তর বছর বয়সেও এরকম পোস্ট দিতেসেন। এই শুভকামনাই রইল।

ইনসাল্লাহ!
অনেক অনেক ধন্যবাদ,প্রিয় 'প্রিয়' আপু!
ভাল থাকুন।অনেক ভাল।সবসময়।
মন্তব্য করুন