যেহেতু, এ শহরে কেবলই রাত হয়ে যায়..
দেখলাম অনেক ভেবে আকাশ পাতাল,
বলেছো যা; নেই কোন ভুল।
যথাযথ নেইকো কারন বলার মতন,
যাবে না কেন ছেড়ে এই ধুসর শহর?
এ শহর বড্ড বেশি কেমন যেন -
ক্লান্তি মাখায় মনের ঘরে যখন তখন।
বাজে ভীড়, গুমোট ধোঁয়ায় পথ চলা দায় -
গল্প আঁকার তুলোট মেঘের অভাব ভীষন।
সাদা মন মানুষদেরও বড্ড আকাল,
বাঁকা পথে না চললে ফের নিত্য নাকাল।
এ শহর পিছন ফেলে আলোয় দাড়াও,
আঁধারেও; আপন সুখের নেশায় হারাও।
চায়ের কাপে একলা হবার সময় এখন,
চিনি কম বলার ভুলে হাসার মতন।
পারাপারের রাস্তা পাশের যত্ত ছায়া,
ফিকে হয়ে আসবে কেবল অবাক মায়া
দেখো ঠিক বদলে যাবো হঠাত করেই,
কি আসে যায়; ডাক না দেবার কারন পেলে?
ভেজা কাক বৃষ্টি ছুঁয়ে বুকপকেটে জমুক চিঠি
ডাকঘর হারাচ্ছে রোজ রাখবে কে খোঁজ নেই শহরে।
ভালো থেকো নদীর ওপার সবুজ ছুঁয়ে,
এপারে মেঘ ছু্ঁয়ে যাক নরম রোদের সাঁঝ প্রহরে..।।
যেহেতু...
কবিতা আসুক সেহেতু
বাহ কবিতা তো চমৎকার হইছে। তোমার ঐ কথাটাও খুব মনে ধরছে - fake plants die when u forget pretending water to them..... সেভ করে রাখছি
থ্যাঙ্কুস!
নিওয়ে,
ওইটা তো আমার কথা না অরিজিনালি,
কোথাও এর ধারেকাছে একটা কিছু চোখে পড়ছিল মনে হয়।
কবিতাটি ভালো লিখেছেন
ধন্যবাদ।
হেল্লো টেস্টিং!
কি খবর বর্ণ?
খবর নাই, বোরিং জীবনযাপন।
মন্তব্য করুন