কথা ছিল, আঙ্গুলের ফাঁকে থাকবে; তুমি..
# # # #
কিছু কথা নয় অজানাই থাক।
কি ই বা যায় আসে?
ভুলে পথ,
যদি;
শঙ্খনীল শব্দগুলো -
বৃষ্টি হয়ে ঝরে
বুকের ভেতর?
হিম হিম হিম কুয়াশায়,
যদি;
মিলে যায় এক সমুদ্র আমার?
সব্বার বুকে জমাট ঘুমের মতন,
অগোছালো স্মৃতির স্বপন ছুঁয়ে;
হারানো ডায়েরির মত নির্বাক?
# # # #
বুঝি, দেখেছিলেম তোমায় কিছু দিন; নীলে।
এলো চুলে ফিরে চাওয়া,
মৃদু হাসি ;
অবাক মায়ায় ভরা সাগর ছোঁয়ায় -
হৃদি মাঝে, নীলাকাশ; গেল মিলে।।
# # # #
মাঝে মাঝে; শুধু ইচ্ছে জাগে মনে।
কেবলই ইচ্ছে জাগে,
মাঝে মাঝে।
কথার কথায় না হাসিয়ে,
কথায় কথায়; কথকতায় -
তোমার বাদলা দিনের মেঘলা চোখে,
চকিত খুশি; লুকিয়ে ফেলার -
কারন হতে, ইচ্ছে জাগে; মনে।।
# # # #
তোমার না থাকার মাঝেই আছি আমি,
আমার পাশে থেকেও
তোমার তুমিতেই হারিয়ে খুঁজেছো যতটা;
এই আমাকেই - অনাদিকাল..
..অযথাই।।
# # # #
খোদার রহম,
তুমি অন্তত আমায় ভালোবাসো না।
প্রতিদিন, মৃত্যুস্বাদ নিতে হতো তোমার।
ভাবনাতেও, সহ্য করার মতন নয় তা।
ভালোই হবে বরং,
তুমি যদি ভালো থাকো অন্য কারোর ভালো রাখায়।
আমি? সময়ে সবই নাকি সয়ে আসে।
তাই হবে হয়তো, না হলেই বা কি আসে যায়?
নয়, কুরবানই হতে থাকুক জান -
প্রতিদিনকার বাঁচায়, মরায়; তবুও ভালোবাসায়।।
# # # #
শান্ত শীতল বিকেলসাঁঝের
আদুরে হাওয়াই থাকুক অপেক্ষায়,
অগোছালো ভালোবাসায় ছুঁয়ে যাওয়ায়।
ভরদুপুরের
ছোট্ট ঘরের বারান্দাতে
খামখেয়ালি মেঘের ছোয়াচ,
চায়ের কাপের ধোয়ায়
একে রেখে গেছে
ক্যালিগ্রাফি; সূর্যাস্তের নিমন্ত্রন।
আজ নয় তোমায় না-ই পেলাম
জলজ কথকতায়,
বসত গেড়েছে তোমার ছায়া সে-ই
কবে থেকেই;
অকারন পথচলার ভেজা
মনের আঙ্গিনায়। অযথাই।।
মন্তব্য করুন