চিঠি
মেঘবালিকা,
কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো! এখনও কি মনে পড়ে আমায়?
তুমি নেই তাতে কি,
আমার কাছে এখনো বেঁচে থাকার মানে হল প্রতিটি মুহুর্ত তোমার স্মৃতির কাছেই ফিরে আসা..
কখনো তোমায় ভেবে,
কখনো অন্য কারো চোখের নিরন্তর ছায়াপথে ভেসে আসা ভালবাসায়।
মনে পড়ে,
কত্ত স্বপ্ন ছিল তোমার আমার?
কিছুতেই কিছু হল না..
কি সব দিন যে ছিল তখন।
মনে হত,
প্রত্যেকটা দিন ভোরের প্রথম আলো ছড়াতো
তোমায় দেখবো বলে।
প্রখর রৌদ্র দিনের শেষে
মেঘ করে যেত
বৃষ্টিকণা যত তোমায় ছুঁয়ে যাবে বলে।
খুব ভাল লাগতো গোধূলির আলো,
সে তো তোমার চোঁখের পাতায় জল মুছে দিত বলেই।
তুমি যে কখনো এভাবে চলে যেতে পারবে, কেই বা ভেবেছিল বল?
কিছু করার ছিল না সেদিন, কেবলি নিজের ছায়ার মত আঁধার ভাগ্য কে দোষ দেওয়া ছাড়া।
জানো, ওইদিন সমূদ্রস্নানে গিয়েছিলাম। খুব বেশিক্ষণ একা থাকতে পারিনি,
বারেবার মনে পড়ে যাচ্ছিল-
কথা ছিল আঙ্গুলের ফাঁকে থাকবে তুমি..
পৃথিবী বদলে চলেছে প্রতি নিয়ত,
তবুও হৃদয় জুড়ে কোমল আদরে কেবলি তোমার ছাঁয়া।
জানো, এখন আর আমি আগের মত একা নই।
অনাবিল ভালবাসায় কেউ একজন এখন আকাশ দেখে আমার চোখে!
তুমি তো সবই জানো, দোয়া করো আমাদের জন্য।
আজ এখানেই রাখছি।
ভাল থেকো তুমি, ভালবাসা নিও।
- ইতি তোমার আমি..
[লেখাটা আমার। চিঠি টা অন্য কারো, লেখা হয়ে উঠেনি। অনুভূতি টা ধার করা, আমার খুব কাছের কোন একজনা'র! ]
চিঠি পড়লাম। চোখ চোঁখ হয়ে গিয়েছে।
এই অংশটুকু দারুণ লাগল। পরে কে পড়ে করে দেন। বেশিক্ষন কে বেশিক্ষণ।
ঠিক করে দিলাম।
অনেক অনেক ধন্যবাদ।
পড়লাম
পড়ার জন্য ধন্যবাদ।
মিস্টি লাগলো...
জেনে ভাল লাগলো..
দারুণ।
ধন্যবাদ..
বাউন্ডুলের লেখা তো আমার সবসময়ই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম হয় নি।
এই মন্তব্য টা সত্যিকার অর্থে মন ভাল করে দিল।
মীর ভাই কী না আমার লেখা ভাল বলছেন! অকল্পনীয়!
আমি মুফাইলে,
তাই ইমো দেখতে পাচ্ছি না!
বাউন্ডুলে কি এখনো বিষণ্ণ? বাউন্ডুলের লেখা আমারো ভালো লাগে
বাউন্ডুলে চিরকালই বিষণ্ণ!
মন্তব্যে ধনেপাতা, আপু..
মেঘবালিকা ও মেঘবালিকা
কতো স্বপ্ন কথা ছিল তোমার সাথে
নামটা ওখান থেকেই এসেছে,
বেশ কদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছে গান টা..
n0stalgic
Eto beshi vabish kn?
কি জানি! আপনাতেই!
ভালো লাগলো।
ধন্যবাদ।
মন্তব্য করুন