ভালোবেসে, অযথা-ই.. [এলোমেলো কাব্যকথন!]
# # #
তোমাকে কিছুই বলার সাধ্য নেই আমার।
ভালোবাসি -
এই এতটুকুন একটা শব্দ,
একবার জেনে গেলে;
কিছুই বলার থাকে না আর..
# # #
সব কথা বলতে নেই,
সব কিছু বুঝতে নেই।
পাছে -
ভুলগুলো ভালোবাসা হয়ে যায়,
ফুল হয়ে অসময়; ফের ঝরে যায়।
যথাযথ অবহেলায়,
অযথা ভালোবেসে; ভালোবাসায়..
# # #
ভালোবাসি,
সোদা গন্ধ রাত।
আর মনের কোণে,
অকারন
ক্ষনে ক্ষন -
অধরা; তোমার হাত..।
# # #
সারারাত,
নিকষ কালো অন্ধকার।
আলতো পরশে;
মৌনমুখর -
এলোমেলো কথকতা,
নিঝুমপুরের গান।
ভরে থাক,
তোমার প্রান।
ভোরের স্নিগ্ধ আলোয়,
অনাদিকাল -
মায়াভরা;
তোমার চোখ।
অধরা গালের টোল,
মৃদু হাসি।
দুর বহুদুর,
তবু-ও;
ভালোবাসাবাসি।
আমার হোক..
# # #
তখন,
আমার চোখে
তোমার ছবি;
এলোমেলো -
যখন,
বৃষ্টি এলো..
# # #
সে আমার নয়,
এ হতে পারে না।
সে আমার নয়,
এ হবার ছিল না।
সে আমার নয়;
সে অন্য কারো'র!
সে আমার ভুল বোঝা দিন,
আলোকরাঙ্গা;
ভালোবাসার মৌনপ্রহর -
সুপ্রিয়তমা,
ভুল স্বপ্ন আমার..।
# # #
অথচ
তোমার
দু'চোখে
এখনও
নীল..
# # #
'..এভাবেই,
বড় বেশি দেরি হয়ে যাবে একদিন -
হয়তো;
দেখাই হবে না আর,
এক মহাকাল।
ভালোবাসায় কিংবা না ভাসায়..
# # #
সবকিছুই হয়তো ভুলে যাই,
তোমায় ভুলে যাওয়ার কথাও
বুঝি তাই -
মনের ভুলে আর মনে থাকে না..।
# # #
যত কিছুই হোক না হোক -
সমর্পন বিনে
ভালোবাসা আসে না,
হাসে না; ভালোবাসে না।
কিছুই যায় না আসে যদি -
আমার থাকা না থাকায়,
ভালোবাসাটুকুই অন্তত থাকুক..।।
[ জগতের সকল 'আমি', 'তুমি' আর 'আমরা' দের জন্য ভালোবাসা। আনন্দম! ]
" জগতের সকল আমি তুমি সে ও আমরা' দের জন্য ভালবাসা !"
না, 'সে' প্রায় সর্বদাই ঝামেলা সৃষ্টি করে!
একগাদা ভালবাসা
হ!
সরাসরি বলতে না পারলে এসেমেস পাঠাইয়া দেও
ভালা বুদ্ধি!
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
বেটার লেট দেন নেভার।
সো, আপনাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
মন্তব্য করুন