*শর্ত প্রযোজ্য.. [এলোমেলো কাব্যকথন!]
তুমি ছুঁয়ে দিলেই,
বৃষ্টি।
নাতিশীতোষ্ণ শিহরনে,
এলোমেলো মনে;
রাস্তা ভুল।
আলো আধারির মিশেলে,
নীল নির্জনে;
অজানা সুখের ঘ্রান।
তুমি ছুঁয়ে দিলেই -
রোদ্দুর মনে মেখে,
শেষ বিকেলের আলোয়;
ছায়াময় পথচলা।
মেঘ মেঘ সন্ধ্যার,
হঠাৎ নীরবতা -
আর নিনির্মেষ চুমুকের;
আধ্-কাপ চা-ই থাকুক সাক্ষি।
অগোছালো এলোচুলই,
ভালো মানায়;
আঙুলের ফাঁকে।
ঘোরলাগা জোছনায়,
দিন আর রাত কি?
ভুল ভালোবাসায়,
তুমি ছুঁয়ে দিলেই;
মিলে যাবে অপার্থিব হাহাকার।
অবাক দ্বীর্ঘশ্বাসে,
আলতো হাসিতে;
বুক ভরে দিবে মহাকাল।
বেখেয়ালে,
শুধু একবার;
তুমি ছুঁয়ে দিলেই..।। *
#অযথাই
অনেকদিন পর লিখলেন, ভালো লাগলো!
আমার হাবিজাবি সব কবিতায় নিয়মিত উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুপ্রিয় শান্ত ভাই।।
দারুন হয়েছে ------- আরো বড় করা যেতে পারতো
এই কটা লাইনের সাথে যাবে এরকম আর কিছু মাথায় আসেনি লেখার সময়।
অনেক দিনের পর তানবীরাপুর মন্তব্য পেয়ে ভালো লাগলো অনেক।
প্রথম লাইনটা পড়ে তাহসানের গান মনে পড়ল - তুমি ছুঁয়ে দিলে এই মন, আমি উড়ব আজীবন
গান ভাল্লাগে নাই। অবশ্য, তাহসানের গলা শুনলেই বিরক্ত লাগে কেন জানি!
মন্তব্য করুন