এক্স - ওয়ান ফোর থ্রি!
আজ থেকে বহুদিন পর,
কোন অপরিচিত রাস্তায়।
যদি দেখা হয়ে যায়,
আবার?
আমাদের না,
তোমার; আর আমার?
চিনতে পারবে কি?
নাকি বেখেয়ালে
চলে যাবে,
রাস্তার অন্য পার?
হয়তো গাড়ির জানলা বন্ধই থাকবে,
ওপাশে তুমি;
সাথে হয়তো যথাযথ পরিবার।
আমি, নিশ্চয়ই হাটাপথে আনমনা;
অথবা এলোচুলে রিকশায়।
চোখে, চোখ পড়ে গেলে? তখন?
সানগ্লাসের নিচে চোখ দেখা যায় না।
কিংবা, সে চোখে প্রান থাকে না। জানি।
তবুও..
আমার হয়তো সাহসেই কুলোবে না
হাত তুলে ডাকার!
আর তুমি,
রেডিওতে ভলিউম হয়তো বাড়িয়ে নেবে
কয়েক দাগ।
স্মৃতি জিনিসটা আস্ত একটা রাসকেল,
বড় বেশি চেচামেচি করে মাঝে মাঝে।
আবার, কে জানে?
হয়তো তোমাদের মতন সভ্য হয়ে যাবো ততদিনে।
হাসিমুখেই অদলবদল হবে সম্ভাষন,
চোখে হাসি নাই বা থাকুক ; কি আসে যায়।
কথা হবে বেশ, আসলে কিছুক্ষন।
কে কোথায়, কি করা হয় আজকাল?
'ও' কোথায় আছে, এইসব আর কি!
তৃতীয় পুরুষে কথা বলাটাই শ্রেয়,
বিব্রতকর অযাচিত ঝামেলার ঝুঁকিটা কমে আসে।
তুমি করে ডাকলে আদৌ কি ফিরে তাকাবে?
নাকি আপনাতেই আপনি-আপনি কথকতায়,
নতুন করে হবে পরিচয়?
নাকি তুমি, তখনও থাকবে তোমারই।
খুঁজে তো পেয়েই যাওয়ার কথা ততদিনে, নিজেকে।
সত্যি সত্যি চেনাজানা কি হবে আর?
যদি মিলে যায় সময় সুযোগ আবার?
আমাকে দিয়ে বোধহয় ঠিক হবে না!
চোখ জিনিসটা মনে মনে বড্ড কাঁচা,
অভিনয়টা কব্জা করতে পারে না কোন কিছুতেই;
কি জানি কি বলে বসে না বলা কথায়!
আজ তবে আসি, মঙ্গল হোক সবার।
ভালো থেকো তুমি, ভালোবাসা নিও-
দেখায়, না দেখায় - যতবার, ততবার।।
damn
কমেন্ট সেইইইইই হইছে! :v
:love:দারুণ প্রেম বিরহের কবিতা লিখেছেন।
ধন্যবাদ।
মন্তব্য করুন