প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে..
আজ আমার মন ভাল নেই..।
কারন আর কিছুই না। আজ আমার একটা বন্ধুর খুব মন খারাপ, একটু বেশিই খারাপ।
ক'দিন হল এফবি থেকে একটু ছুটি নিয়েছি,
আর নয়তো এখন আমার স্ট্যাটাস জুড়ে থাকতো সানী জুবায়ের।
আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেইনদী মরে যায় শুকোলেই
এমন তো কোনো কথা নেই
আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায়
তৃষিত নদীর বুক
তেমন শ্রাবণ হয়ে তুমি আজ ভরে যাও না
আজ আমার মন ভালো নেইআলো নেভে দিন ফুরোলেই
এমন তো কোনো কথা নেই
জোনাকি প্রদীপ হয়ে জ্বেলে দিয়ে যায়
তিমির রাতের মুখ
তেমন প্রদীপ হয়ে তুমি আজ জ্বলে যাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
কাছের বা দুরের প্রিয় কোন মানুষের মন খারাপ জানতে পারলে,
কেন জানি কিছুতেই আর মন ভাল রাখা যায় না।
বছর কয়েক আগে ভোডাফোনের একটা টিভি কমার্শিয়াল দেখা যেত খুব। কথাগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে ডাউনলোড করে মোবাইলে রেখে দিয়েছিলাম, এখনও আছে।
কথাগুলো অনেকটা এরকম-
the little things you do for me..and nobody else make me feel good.. the little things you do for me..making me smile and no one else could! that's why i like to sit next to you, and hear your mad stories, i know they're not true..and i like that we share a secret or two..together..
এখনও মাঝে মাঝেই শুনি, মন ভাল হয়ে যায়।
মনে হয়, এটাই মনে হয় বন্ধুত্ব।
খুব ইচ্ছা করছে, বন্ধুটাকে একটা ফোন দেই। কিছু কথা বলি, এটা সেটা একটা কিছু বলি।
চাই কি একটা গান -ই শুনিয়ে দেই।
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই
তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো
একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু…… মন হলো না আপন ।।বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
বন্ধু তুমি অমন করে যেও না আর একা
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জল এ ভাসি
বুক ভাসানোর সুখে
বন্ধু তোমার বন্ধু আমি
বন্ধু মোরা ক’ জন
তবুও বন্ধু….. ভাসিনাকো
আঁকিনাকো স্বপন ।।
তাও পারছিনা, তাই ভাল লাগছে না কিছুই।
রাওলিং এর জাদুর দুনিয়ার হ্যারি পটারের মত জাদুর ছড়ি আমারও যদি থাকতো,
এক নিমিষে 'ছু মন্তর ছু' বলে উড়িয়ে দিতাম সবার মনের আকাশ যত কালো করে আসা মন খারাপের মেঘ।
ইশ! কি দারুন-ই না হত তখন, কি ভালই না লাগতো!
আমার মাঝে মাঝে মনে হয়,
সৃষ্টিকর্তা আমাদের সকলের মাঝেই এক টুকরো ম্যাজিক দিয়ে দিয়েছেন।
আর তা হল
প্রিয় মানুষগুলোর যখন মন খারাপ থাকে
এক আধটু ভালবাসায়
তাদের মন ভাল করে দেওয়ার ক্ষমতা।
আজকাল কেন যেন মনে হয়,
আমার বরাদ্দে থাকা এই ম্যাজিকটুকু কেমন যেন ফিকে হয়ে ফুরিয়ে আসছে!
আগে, যে কারও মন ভাল হয়ে যেত আমার সাথে একটু কথা বললেই।
আর এখন,
কারও মন খারাপ শুনলে আমার নিজেরই আরও মন খারাপ হয়ে যায়!কি আজব!
ছোট থাকতে লাইফটা অনেক সহজ সরল ছিল,
কখনো কখনো কোন কারনে অভিমানে একটু আধটু মন খারাপ হত বটে-
কিন্তু অকারনে হুট করেই মন খারাপ হয়ে যাওয়ার বালাইটা ছিলই না!
মন খারাপ হলে কিছুই ভাল লাগবেনা এটাই স্বাভাবিক।
আমারও ভাল লাগেনা।
এমনিতে কোন কারনে মন খারাপ হলে, কোন ব্যাপার না। সময়ে সেরে যায়।
কিন্তু যখন কোন কারন ছাড়াই মন খারাপ হয়ে যায় আর স্মৃতির শহর থেকে সব মন খারাপের কস্তগুলো এসে জাপটে ধরে বসে, তখন সত্যি সত্যি মেজাজ খারাপ হয়ে যায়।
সমস্যাই যেখানে নাই, সেখানে সমাধান আসবে কীসে?!
আগে দেখা যেত এরকম সময়গুলোতে একা একা ঘুরে বেড়াতাম সাইকেলে, অথবা একেকটা বিকেল হেটে হেটে কেটে যেত রেললাইনে।
আজকালকার নাগরিক জীবনে এভাবে হারিয়ে যাওয়ারও সুযোগ পাওয়া যায় না কোন।
তাই বুঝি অর্ণবের সাথে গেয়ে উঠা-
হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরিকোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেইনিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেনও ডাক আসে
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন যদি কোনোদিন যদি কোনোদিন যদি কোনোদিন
কখনো আবার বন্ধ ঘরে ফুল ভলিওমে অথবা গভীর রাতের অন্ধকারে,
কানে চাপা হেডফোনে ফিরে আসে চন্দ্রবিন্দু -
আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যা নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্পো বলো কাকেআমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মত ভালো আমি একলাটি পথ হাটিআমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
রাস্তা পার হবে সাবধানে
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলোরাখো শরীর হাতে যদি আর জল মুখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারি
ছোটবেলা থেকেই আমি দুষ্টের শিরোমণি।
বাসায় বড়রা বলে, আমার মাথায় নাকি সবসময়ই একটা না একটা দুষ্টুমি খেলা করে!
আমার মুখে সবসময় বত্রিশ দন্ত বিকশিত একখান হাসি ঝুলে থাকে,
বাসার সবার মেমরিতে এই বিষয়টা অটোসেভ হয়ে আছে!
আমার আম্মুর সাথে আমার সাথে সম্পর্ক কখনই খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল বা আছে বলে মনে হয় না।
আমি সারাদিন আম্মুকে নানাভাবে জ্বালানোর তালে থাকি আর ব্যাপারটা একটু বেশি বেশি হলে ঝাড়ি খেয়ে ঠাণ্ডা হয়ে যাই। এ-ই চলে আর কি!
তাই মন খারাপ হলেও কাউকে তা বুঝতে দিতে ভাল লাগে না আমার, কি লাভ আর কারও মন খারাপ করে দিয়ে?!
তবুও মাঝে মাঝে যখন মন খুব বেশি খারাপ হয়ে থাকে, একটু নিজের ভেতর থাকতে চেষ্টা করি।
দুষ্টামি বন, একটু চুপচাপ এই আর কি!
কিসের কি, আম্মু ঠিকই বুঝে যায়!
একটু পর পর ঘ্যান ঘ্যান, কি হইছে? কি হইছে? কি হইছে?!
উফ! কিছু বলা হয় না। তবুও আম্মুর উতকন্ঠা থামাইতে হইলেও দুঃখবিলাসরে টাটা দিতে হয়!
আর আছে আমার ভাইয়া! শুধুই আমার, বায়া!
এই দুনিয়াতে আমার সবচাইতে প্রিয় মানুষ। ও ওর মত হয়ে না থাকলে জীবনেও আমার এই আমার আমি হওয়া সম্ভবপর হইত না!
অরে অবশ্য কখনই কিছু বলতে হয় না। আমার কিছু হইলে, আপনাতেই বুইঝা যায়।
কিছুই না টাইপের একটা কিছু বললেই হইলো, তাতেই আমার মন ভাল হইয়া যায়!
মন খারাপের দিনে আমার কথা ভেবে আর কারও চোখে জমা মেঘ,
বৃষ্টিশেষে আমার জন্য উপহার – একটুকরো রুপোলী রোদ্দুর। এ কি কিছুই না!
আমার কোন কথায় কিংবা ছোট্ট কোন কাজে যদি কারও মন খারাপের ক্ষণ একটু হলেও কমে আসে,
সেই অপার্থিব আনন্দের সত্যিই কি কোন তুলনা হয় নাকি!
কারও চোখে মৃদু একটু হাসি, হঠাৎ ফিরে তাকানোয় নিখাদ ভালবাসা।
দিনভর গান, রাতভর আড্ডা।
তীব্র খরার দিনে এক টুকরো মেঘ,
বিকেলের উদাসী হাওয়ায় বৃষ্টিভেজার স্বপ্নপ্রহর।
কনে দেখা আলোয় প্রিয় কারও সাথে চুপচাপ বসে থাকা একটা সন্ধ্যা।
এইসব ছোট ছোট মুহূর্ত নিয়েই তো আমাদের বেঁচে থাকা।
একটু এভাবে ভেবে দেখলেই হয়, তাহলেই মন ভাল হয়ে যাবে।
তখন
সহসাই বন্ধ জানালায় করা নেড়ে যাবে কেউ।
মনের ঘরের বাতাসে ভেসে বেড়াবে চন্দ্রবিন্দুর গান -
ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
আর মনের কোণের বাইরে যাবার করিডোরটায় ভাল লাগার কোন একটা ছায়া এসে মন ছুঁয়ে যাবে।
হাওয়ায় হাওয়ায় প্রানে এসে ঠেকবে চেনা অচেনা প্রিয় সুর,
হাত ধরেছি হাঁটছি পথে
কড়া দুপুর জোছনা রোদে
ভিজে বিকেল চুল উড়ে যায়
মন ভিজে যায় দূর্বা ঘাসেশান্ত নীরব রাতের কোণে
বিজলী হাসি চিলকি মারে
তাল যমুনার বান কেটেছে
দুয়ার ধরে ভাসছি হাতে
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
ভাসছি হাতে তোমার হাত খুঁজেছি
সেই সে দুপুর সেই সে রাতেভাসছি আহা খুঁজছি আহা
ভাবছি আহা ভাসছি আহা
খুঁজছি আহা ভাবছি আহা
ভাবনা বিলাস ভাবনা সুখেনাকের ফুলে কানের দুলে দোদুল দোলে
তাল হারাবার নিঠুর তালে
এই মহাকালে
আনমনেই গুনগুন করে গেয়ে উঠতে হবে মনের অজান্তেই।
ভাল থাকুক সকল হৃদয়। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।
নির্ঘুম রাতের পর আপনার পোস্টের গানগুলো শুনলাম। লেখা আর গান, মন ছুয়ে গেলো......ধন্যবাদ, অসংখ্য।
সবগুলো গানই আমার খুব প্রিয়।
জেনে ভাল লাগলো, প্রিয় প্রিয় আপু।
সবগুলো গানই আমার খুব প্রিয়।
আপু,
তোমার সব কমেন্ট দুইবার আসে কেন?!
তোমার গানের পোস্ট গুলা অসাধারণ হয়। কিন্তু এত কম দাও বলে তোমারে মাইনাস
হ, আপনেরে মাইনাস
নো প্রবলেমো!
মাইনাসে মাইনাসে প্লাস!
এমনিতেই মানুষজন আমার লেখা পড়ে কম, কমেন্টও হাতেগোনা।
বেশি বেশি দিলে দেখা যাইব, বিরক্ত হইয়া সবাই একেবারেই পড়া বন্ধ করে দিছে!
এতো সুখী মানুষ কিভাবে থাকে? বই গান কবিতা সিনেমা চা খাওয়া আর নামাজ
লাইফের অনেক কিছুই হয়তো এখনও দেখার বাকি।
তবে, একেবারেই যে কিছু দেখিনি তাও কিন্তু নয়।
অন্ধকার, আমার ও চেনা।
না পাওয়া, হতাশা আমাকেও কুড়ে কুড়ে খেতে জানে।
বিষণ্ণতা তো আমার বহু পুরাতন সখা।
দুমড়ে মুচড়ে দিতে জানে হাজারো মুহূর্ত।
এজন্যই হয়তো,
যা কিছু ভাল তাই কোমল স্পর্শে সজোরে জাপটে ধরে আগলে রাখি।
পথ চলার এখনও অনেক বাকি, কিছু তো পাথেয় লাগবেই!
হ্যাপিনেস ইজ জাস্ট এ স্টেট অফ মাইন্ড।
এতো সুখী মানুষ কিভাবে থাকে?
পাগলের সুখ মনে মনে!!
সব কটা গানই খুব প্রিয়!
মন ভালো হয়ে যাক!
এক বন্ধুর খুব মন খারাপ, ছোট বন্ধু, আমার থেকেও ১৪ বছরের ছোট, তাঁর মন কি করে ভাল করা যায় তাই ভাবছিলাম, সার্চ দিলাম, গুগল আমাকে এখানে নিয়ে এলো, এডমিন এর অনুমতি ছাড়াই এখান থেকে কয়টা লাইন মেসেজ করে দিলাম, এত রাতে হয়ত পড়বেই না, কাল যখন পড়বে ততখনে হয়ত মন ই র খারাপ থাকবে না.। কিন্তু তাঁর মন খারাপ এটা ভেবে আমার যে মন আনমনা ছিল সেতা কেন যেন এখন র নেই। ধন্যবাদ.।.।.।
অনেক অনেক অনেক ভালো লাগলো আপনার কথাগুলো পড়ে।
অসংখ্য ধন্যবাদ, খুব খুব খুব ভালো থাকুন!
অসম্ভব অসম্ভব ভালো লাগলো।
আল্লাহ আপনাকে সব সময় এমন হাসি খুশি এবং সুখি রাখুন এই প্রার্থনাই করি।
চমত্কার শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অতিথির নাম জানতে আরও ভালো লাগতো।
ভালো থাকুন, অনেক ভালো -
প্রতিটি দিন; প্রতিটি ক্ষন।
hrt touching song....
হুম..
আমার ক্ষেত্রে একেবারেই ভিন্ন।মন খারাপের কথা কাউকে জানাতে চাই না কারন তাতে কারোর মন খারাপ হবে না।তারা অনেক ভাগ্যবান যাদের আশেপাশে এমন মানুষ আছে!
আসলেই।
মন্তব্য করুন