আবোল তাবোল - ১৮
মনে হইতাছে কয়েক হাজার বছর পর কিছু লিখতে বসছি। কিছু লিখার নাই যদিও, লেখালেখি ভুইলা গেছি কতদিন হইছে তাও ভুইলা গেছি। তাও, একটা কিছু লিখতে ইচ্ছে করতাছে তাই রাতদুপুরে গান শুনতে শুনতে হঠাৎ টাইপ করতে বসা। সকালে উইঠা মন চাইলে ডিলিট দিয়া দিলাম, কি আছে!
গত বছরের শেষের দিকে একবার ঠিক করছিলাম নিয়মিত আসমু আবার এখানে, কিসের কি! আজকে আইসা অবশ্য বেশ ভালো লাগতাছে। মীর ভাই এখনও আছে, দেখে একটু সাহস পাই পাই করতাছে। শান্ত ভাই এর লেখা নাই প্রথম পাতায়, ব্যাপারটা হজম করতে কষ্ট হইতাছে। শারমিন আপু নিয়মিত লিখতেছে, চমৎকার।
নিজেরে আজকাল মাঝে মাঝেই রোবট রোবট লাগে, 'অফিসিয়াল' লাইফে না ঢুইকাই! খাই, দাই, ঘুমাই। মুভি দেখি, গান শুনি। মাঝে মাঝে বন্ধুদের সাথে ঘুড়াঘুড়িটা না থাকলে মনে হয় আমার থাকা না থাকার কোন গুরুত্বই থাকতো না নিজের কাছেই।
সেই ১৯৯৪ সাল থিকা পড়াশোনা করতেছি, এখনও মাস্টার্সই শেষ করতে পারলাম না। কোন মানে হয়! বয়স বিশ পার হইয়া গেলেই আসলে পড়াশোনার পাট চুকাইয়া ইনকামের ধান্দায় মন দেওয়া উচিত, অলরেডি ৭ বছর লেইট। লাইফে টাকাপয়সার গুরুত্ব এত বেশি ক্যান ভাবতে খারাপ লাগে, লাইফ জিনিসটারেই সস্তা বানাইয়া দেয় কত্ত সহজে! আগে আমার ইনটুইশন বেশ ভালো কাজ করত, অনেক সময়ই যা মনে হইত তাই হয়ে যাইতো। আমার সবসময় মনে হইত তিরিশ পার হয়ার আগেই আমার গল্প শেষ হইয়া যাইবো, আর দুই তিন বছরের দুঃখবিলাস বাকি আছে সেই হিসাবে! একদিন ঘুমের মধ্যে টুপ কইরা মইরা গেলে খারাপ হইত না, আসলেই।
আজকালকার নতুন মুভি বা গানের মধ্যে অসাধারণ কিছু পাইনা সহজে, ডুইবা যাওয়ার মত। ইদানিংকালে খুব খুব ভালো লাগা মুভিই হাতেগোনা, তাও আবার নতুন পুরান মিলাইয়া।
কলকাতার 'বেলাশেষে' সবাই দেখা উচিৎ, অন্তত দুইবার। 'রাজকাহিনী 'ও ভাল্লাগছে, ভারতভাগ নিয়া একদমই অপরিচিত দৃষ্টিভঙ্গির সাহসী সিনেমা। একটা হিন্দি মুভি দেখলাম, 'মাসান'। গুড ওয়ান ইন অ্যা লং টাইম।
ডিজনির 'ইন্সাইড আউট' বলতে গেলে 'আপ' এর মতন ভাল্লাগছে। 'মিনিয়ন্স' ব্যাপক মজার লাগছে, 'দ্য গুড ডায়নসর'ও বেশ সুন্দর। গত শতাব্দীর একটা সিনেমা দেখলাম, 'হোপ ফ্লোটস'। মীর ভাইয়ের কিছু লেখার অসাধারন, বুকের ভিতর চুরমার কইরা দেয় তাও ভালো লাগে। 'ডালাস বায়ারস ক্লাব' দেখলাম, খারাপ সবচে ভালো ইয়ুজ কেম্নে করতে হয় দেখাইয়া দিছে! 'ফাদারস এন্ড ডটারস', বাপ মেয়ের সম্পর্ক নিয়ে অনেক দিনের ভেতর দেখা সেরা মুভি। আর 'মিস ইউ অলরেডি', ফ্রেন্ডশিপ নিয়া বানানো। 'মিস্টার হোমস' দেখলাম, বুড়া হোমসের স্মৃতিচারণের আইডিয়াটাই দারুন। নিরো আর হ্যাদওয়ের 'দ্য ইন্টার্ন' মনে হয় গত দুই তিন বছরের একমাত্র নন ফালতু ভালো কমেডি! 'লাভ, রোজি' ইজ গুড, নিয়ারলি এজ গুড এজ 'এবাউট টাইম'। 'হোয়েন এ ম্যান লাভস এ ওয়োমেন' দেখলাম, মেগ রায়ানের মত কিউট এত অসাধারণ অভিনেত্রি নেক্সট কবে আর দেখমু বইলা মনে হয় না। আরেকটা মুভি আছে একটু বেশিই খোলামেলা, 'পারফেক্ট সেন্স'। লাইফের জন্য থ্যাঙ্কফুল হইতে চাইলে ওয়ান অফ দ্য বেস্টেস্ট মুভি - মাস্ট ওয়াচ ফর অল।
মুভি নিয়া আর কিছু বলতে ইচ্ছা করতেছে না। আরেকটা মন খারাপ করা কমেডি ',মাই গার্ল' দেইখা রাতটাই শেষ, পিসিতে রিপিট মোডে 'ব্লু নাইট' প্লেলিস্ট ছাইড়া বইসা আছি। সমানে চলতাছে - লেডি এন্টাবুলামের 'নিড ইউ নাউ', প্রিসিলা এনের 'ফাইন্ড মাই ওয়ে ব্যাক হোম', নিউ ফাউন্ড ল্যান্ডের 'রুফটপস', ইন্ডিয়ান রক ব্যান্ড অগ্নির 'আহাতে', আদিত ফিচারিং শোয়েব - 'শূন্যতা', মিফতাহ'র 'অতঃপর', টেইলর সুইফটের 'লাস্ট কিস' আর মারিয়া মেনার 'ইট মাস্ট হ্যাভ বিন লাভ'। ব্যাস, পুরাই নেশা নেশা অবস্থা।
অনেক হইছে, এখন ঘুম যাওয়া দরকার। এইসব ফালতু হাবিজাবি লেখা কেউ পুরাটা পড়ে শেষ করতে পারে কি না ভাইবা একটু কৌতহল হইতাছে! দেখা যাক!
আমরা বন্ধু দীর্ঘজীবী হোক, যেভাবেই হোক। মঙ্গল হোক সকলের।
অনেক হইছে, এখন ঘুম যাওয়া দরকার। এইসব ফালতু হাবিজাবি লেখা কেউ পুরাটা পড়ে শেষ করতে পারে কি না ভাইবা একটু কৌতহল হইতাছে! দেখা যাক!.........................
ses porjonto porotai porci
লেখা পুরাটাই পড়ছি। মনে হয় না এত ভাল লেখা কেউ পুরাটা শেষ না করে উঠতে পারবে। মীর নামের একটা স্টুপিডের প্রচুর প্রশংসা দেইখা ভাবলাম, যাই পইড়া দেখি ব্যাটার লেখা। প্রচুর হতাশ হইলাম। সিনেমা যেগুলার নাম বলছো, সবগুলা আমার পছন্দের। ভাবতেছিলাম তোমার সাথে পছন্দের যেহেতু এত মিল, তাহলে ওই ব্যাটার লেখাও নিশ্চই পছন্দ হইবো, কিন্তু বিধি বাম! হয় নাই। বিরাট একটা স্টুপিড। ওই লোকের লেখা পড়ে সময় নষ্ট করার কোনো মানে দেখি না।
যাই হোক, এখন একটু দৌড়ের উপর আছি। তাই বেশি কথা বলতে পারলাম না। আমার লাস্ট কয়েক বছরের মধ্যে দেখা সেরা এনিমে হইলো, দি লিটল প্রিন্স। দেইখা বইলো কেমন লাগছে। তোমারে এক সপ্তাহ সময় দেয়া হইলো। ভাল থাইকো।
একবার কই জানি পড়ছিলাম, কোন ছেলে যদি কোন মেয়ের কাছে 'স্টুপিড' ডাক শুনে থাকে, তার চাইতে বড় আর কমপ্লিমেন্ট হইতেই পারে না!
'দ্য লিটল প্রিন্স' বই পড়ে ভালো লাগছিল অনেক। এনিমে পেয়ে জমাইয় রাখছি, কোন বিষ্টি দিনের জন্য!
ওরে বাব্বা, এত মুভি? জীবনের অর্ধেক তো মনে হয় মুভি দেইখাই শেষ করে দিলেন। সবগুলোর মধ্যে একটাও দেখি নাই। সময় পাই, অবশ্যই দেখব।
এখন তো তাও মুভি দেখা কইমা গেছে অনেক, আগে গড়ে প্রতিদিন দুইটা দেখতাম। আজকাল নতুন ভালো মুভি দুষ্প্রাপ্য হইয়া গেছে।
মন্তব্য করুন