ইউজার লগইন

গ্রহান্তরী বৃষ্টি..(আধুনিকাব্য!)

সারারাত বৃষ্টি ঝরে গেল,
অঝোরে..

তমসাচ্ছন্ন নগরীর
অন্ধকারে,
মৃত্যুর ছায়া..

সময়ের নির্মমতায়,
বিমর্ষ প্রহর..

শেষরাতের ঘুমন্ত প্রহরী,
বরই গাছের পাতায় জল-
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয়;
রুপোলি ঝিলিক..

স্তব্ধ সময়ের সাক্ষী;
বাতাসের গায়ে ভাসে,
কর্পূরের গন্ধ ভরা জল..

অসময় সময়ে;
সমুদ্দুরের অশ্রু ছুঁযে,
মেঘ হয়ে নামে..

বৃষ্টি,
গ্রহান্তরের চিরচেনা অচেনা আগন্তুক..।।

[ভাল লাগলে জানাবেন,
না লাগলে আরও বেশি করে..

ভাল থাকুন সবাই,
অনেক ভাল..সবসময়।।]

**আর কি লেখবো বুঝতে পারছিনা,৫০ টা শব্দ যে এত বেশি জানা ছিলনা!

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

রশীদা আফরোজ's picture


বৃষ্টির দিনে বৃষ্টির লেখা বেশ লাগে।
ভালো থাকুন।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনি ও.. Smile

রশীদা আফরোজ's picture


বৃষ্টির দিনে বৃষ্টির লেখা বেশ লাগে।
ভালো থাকুন।

শাহরিন রহমান's picture


বেশ লাগলো।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ.. Smile

সাঈদ's picture


ভালই

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

মীর's picture


বৃষ্টি,
গ্রহান্তরের চিরচেনা অচেনা আগন্তুক

বাহ্। চমৎকার!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনেক ধন্যবাদ,মীর ভাই। Laughing out loud

১০

একজন মায়াবতী's picture


যেভাবে ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত হয়, সেইভাবে কারো ভালো লাগুক আর নাই লাগুক আপনি লিখে যান। Laughing out loud

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সুন্দর অনুপ্রেরনাময় মন্তব্যে..
ধইন্যা পাতা

১২

তানবীরা's picture


ভাই, কবিতা লেখা কি ধরমিয় দিক থেকে জায়েজ? বিশেষ করে রমজানে?

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


তানবীরা'পু,
ছোট্ট দুইটা লাইনে বিশাল একটা প্রশ্নে ফেলে দিয়েছেন!

প্রথম প্রশ্নে পরে আসছি,
২য় প্রশ্নের জবাবে বলব-
যা জায়েজ তা সবসময়-ই জায়েজ,যা নাজায়েজ তা সবসময়-ই নাজায়েজ।

এখন প্রথম প্রশ্নে আসি..

জানি,কাজটা ধর্মীয় মতে ঠিক নয়।
আমার জানামতে,কোরান ও হাদিস সরাসরি এ বিষয়ে কিছু বলেনি,অর্থাৎ নিরুৎসাহিত করা হলেও সরাসরি নিষেধ করা হয়নি।
আর আমার লেখায় কখনই ইসলামের পরিপন্থি কিছু আসেনা।আমি কখনই এমন কিছু লিকছি না যা ইসলামের কোনরূপ বিরোধিতা করে।
বরং আমার বেশির ভাগ কবিতায় ফুটে উঠে আল্লাহ'র নানান ক্রিয়েশন বিষয়ে মুগ্ধতা।

বড় ধরনের গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছি,
ইন-শা-আল্লাহ ছোটখাটো গুনাহ গুলো পরম করুনাময় আল্লাহ ক্ষমা করে দিবেন।

আর,এটা তো জানেন-ই
Inna mal 'amaa lu binniyat
"Actions are based upon intentions"

আল্লাহ নিশ্চয়ই সুবিচারক,
আমার অন্তর যদি পরিস্কার থাকে তা আল্লাহ'র চাইতে বেশি আর কে বুঝবে?!

১৪

তানবীরা's picture


সুম্মা আমিন Smile

১৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৬

শামান সাত্ত্বিক's picture


ভালো লেগেছে। লিখে চলুন। শুভ কামনা।

১৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ.. Smile

১৮

প্রিয়'s picture


বৃষ্টির একটা আলাদা আভিজাত্য আছে যা অন্য কোন ঋতুর নাই।

১৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একদম ঠিক বলেছেন..

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!