প্রার্থনা..
ও আল্লাহ!
তোমার সৃষ্টি সুবিশাল পৃথিবীতে
মাত্র ১৭ কোটি মানুষের ছোট্ট একটা দেশ, আমার প্রানপ্রিয় বাংলাদেশ।
সারা বছর জুড়ে একটা না একটা ঝামেলা লেগেই থাকে,তুমি তো জানোই!
আজ অনেক দিনের পর, এই ছোট্ট দেশটার মানুষ গুলা তোমার কাছে হাত তুলবে। তুমি না চাইলে, কিছুই তো হবে না। আর তুমি সাথে থাকলে, কে আছে আজ এই ছোট্ট দেশের বিশাল বিশাল হৃদয়ে মানুষ গুলার মন ভেঙ্গে দিবে?!
তোমার তো ঠিকই জানা, কিসে আজ এই ছোট্ট দেশের সবকটা মানুষ এক হয়ে হেসে উঠবে।
ও সর্বশক্তিমান,
২৫ হাজার ধুকধুক করা বুকের সাথে ১৭ কোটি মানুষের করজোড়ে প্রার্থনা।
সবুজের বুকে লাল পতাকা বুকে ধরা
১১ টা বাঘের বাচ্চার সাথে থাইকো তুমি,ঘাসের গালিচায় এক ফোঁটা অশ্রু যেন না ঝরে আজ।তুমি ওদের মান রাইখো, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সকল বাঙ্গালির এই ভালবাসার দাম রাইখো।
তুমি ই সর্বশক্তিমান।
তাই তোমার কাছেই আজ এই প্রার্থনা।
আল্লায় আর যাই করুক খেলায় কোনো সাহায্য করে না।
আপনার দেখি আজকাল সব জায়গায় একটা ত্যাড়া কথা বলার স্বভাব হয়ে যাচ্ছে ব্রাদার !
এ রকম পরিস্থিতিতেই নিজেকে সর্বশক্তিমান কারো কাছে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে। জানি প্রার্থনায় কিছু হবে না, কিন্তু তবুও...
টসটা গুরুত্বপূর্ণ খিয়াল কৈরা... পরের ইনিংসে বোলারদের তেমন কিছু করার থাকে না
টসে যাই হোক, তামিম যদি ৫০+ করে এবং পাকিস্তানের প্রথম দুটো উইকেট যদি তাড়তাড়ি পড়ে যায় তাহলে আমার মনে হয় বস আমরা দারুণ কিছু করতে পারবো।
ইনশাল্লাহ জয় আমাদেরই

প্রথম প্রার্থণা সফল। টসে জিতছি
আমার মনে হৈতাছে ৫০ রানের মধ্যে ৩ উইকেট ফালাইবো

দোয়াগো, ভাই বোইনেরা
আমেদর প্রার্থনা কবুল করো... আমিন...
অলরেডি ১ উইকেট নাই...
৬ ওভার, ২২ রান, ২ উইকেট.... হুররে
জিতব ইনশাল্লাহ।

স্টেডিয়াম থেকে বাসায় ফিরলাম একটু আগে।
মাত্র ২ রান!
কিছু বলার নাই।
খুব কাছের কেউ মারা গেলে যতটা কষ্ট লাগে তারচেয়ে একটু বেশিই হয়তো লাগছে..আর যারা আজ স্টেডিয়ামে ছিল তাদের একজনের ও চোখ শুকনো ছিল বলে মনে হয় না..
তবুও
হেরেছি?
আমার তো মনে হচ্ছেনা..
সবার তো একটাই কথা,
আমাদের ক্রিকেটে নতুন এক যুগের সূচনা হিসেবেই মনে থাকবে এই এশিয়া কাপ..তবে তাই হোক।
জয়তু টাইগারস্!
উইদ টাইগারস্, টিল আই ডাই..
উইদ টাইগারস্, টিল দা ডে আই ডাই..
মন্তব্য করুন