ইউজার লগইন

একটি গান আর একটি মুভি, দুটি কথা..

#

আমার একটা অনেক পুরান অভ্যাস হল,
হঠাৎ করেই কোন একটা গানের লুপের ভেতর আটকা পড়ে যাই।

একই গান শুনে যাই দিন থেকে রাত, রাত থেকে দিন। ক্রমাগত, বলা চলে বিরামহীন!

ইদানিং, একটা গানেই আটক ছিলাম অনেক দিন। এখনও আছি, কিছু টা।

যাই হোক, অতঃপর মিফতাহ জামানের অতঃপরের খপ্পর থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে।

কাহিনী আর কিছুই না, এ নিঊ ক্রাশ ইন মাই ওয়ার্ল্ড অফ মিউজিক।

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের 'স্কুল অফ লাইফ' এর ভক্ত নয়,
এমন মানুষ বোধহয় কমই আছে।
তা, সেই মিউজিক ভিডিওটার মিউজিক কম্পোজিশন করেছিল অদিত।

সেই, অদিতের নতুন ডাবল সিডির এ্যালবাম ' অদিত ফিচারিং ফ্যাটম্যানজ ইঙ্ক' বাজারে আসতেই কিনে আনতে দেরি হয়নি। কেনা হলেও একবার শুনেই এতদিন ডুবে ছিলাম সেই অতঃপর-এ।

কাল থেকে, এই এলব্যাম এর একটা গান এক কথায় পাগল করে দিচ্ছে। মাথা অলরেডি পুরাই আওলাইয়া দিয়েছে।

অসাধারণ একটা মিউজিকাল স্কোর, খুব ম্যাচিউর ভারিক্কী গলায় সুচারু কারুকাজে ভরা একটা গান।
এমন একটা গান শুনে বন্ধুদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না, তাই এই পোস্ট।

শুন্যতা - অদিত ফিচারিং শোয়েব

আজও কেন কাঁদায়
তোমার দেয়া স্মৃতি গুলো

ভেঙ্গে দেয় মন অবেলায়

একা পড়ে থাকে

তোমার দেয়া চিঠি গুলো
শুণ্যতায়
দিন যে হারায়

সে কি জানে
ভাঙ্গা মনে
কেউ তো আসে না
খুব গোপনে

বিহনে
এই লগনে

কত যে ফাগুনে
শরত্ বিকেলে
ভিজে শ্রাবণে

তুমি তো এলে না
ফিরে এ মনে

তোমায় ছুঁয়ে ছুঁয়ে
মেঘের আঁচল
দূরে কোথাও নিয়ে যায়।।

#

আগে প্রায় প্রত্যেক দিন এক দুইটা মুভি দেখা হতই।

ভাল প্রিন্টের ভাল মুভির অভাবে আজকাল,
সপ্তাহ হয়ে মাস ঘুরে চলে যায় - একটা মুভিও দেখা হয় না।

আজ প্রায় মাস দুয়েক পর বাসার মুভি ক্লাবের সবাই মিলে কোন মুভি দেখা হল।

মারটিন স্করসিসে'র 'হুগো' ।
মৃত বাবার রেখে যাওয়া কিছু রহস্যের সমাধানে তিরিশ দশকের প্যারিসের রেলস্টেশনে বসবাস করা এক অনাথ বালকের পথ চলা আর পরিশেষে একাগ্র সাধনায় জীবনের পথ খুঁজে পাওয়ার মর্মস্পর্শী কাহিনী।

একেকজনের অভিনয়, কাহিনী, চিত্রনাট্য, অরিজিনাল স্কোর, সিনেফটোগ্রাফি-
সব মিলিয়ে, এক কথায় অসামান্য। যারে বলে, এন ইন্সট্যান্ট ক্লাসিক।

#

গানটা তো যে কোন সময় ই শুনে নিতে পারবেন, রাতে হলে ভাল।
আর মুভিটাও একটু সময় করে দেখে নিলে ঠকবেন না, এই বলে রাখলাম।

জানাবেন কিন্তু, কোনটা কেমন লাগলো।

ভাল থাকুন সবাই। অনেক ভাল।
নববর্ষের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। আনন্দম।।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


গানটা আসলেই দারুন। শুনছিলাম তিন চার দিন আগে। মুভিটা দেখি নাই. কি আর করার শুভেচ্ছা

বিষণ্ণ বাউন্ডুলে's picture


একদিন টাইম করে দেইখা ফেলেন, ঠকবেন না। Smile

লাবণী's picture


গানটা অনেক ভালো লাগলো! ধন্যবাদ।
মুভিটা দেখার ট্রাই করবো!
আপনার এই পোস্টগুলো অনেক ভালো লাগে Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

জেবীন's picture


সিনেমা গ্রুপে অনেক দিন আগেই এই সিনেমাটা নিয়ে ভালো ভালো কথা শুনেছিলাম , দেখা হয়ে উঠে নি এখনও। Stare

গানতা সুন্দর, থ্যাঙ্কস Smile
আর গানের লুপের কথা আর নাই বলি, ম্যলা কষ্টকর একটাতে আটকে গেলে। যাজ্ঞা এই নিয়ে সেই আদ্দিকালে একটা পোষ্ট দিয়েছিলাম http://www.somewhereinblog.net/blog/jabinblog/28749315

বিষণ্ণ বাউন্ডুলে's picture


THNX

আপনার লেখাটাও পড়লাম, মজা পাইলাম।

অন্যান্য জায়গার লেখা এবি তে অন্ত্যত নিজের পাতায় রাখতে পারলে ভাল হত খুব।

বিষাক্ত মানুষ's picture


গানটা ভালো। সিনেমাটাও ভাল

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হ..

তানবীরা's picture


পড়াশোনা বাদ দিয়ে পুলাপানের শুধু গান আর সিনেমা Shock

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আসলেই..ঠিক বলছেন আপু।

এম্নে চললে ক্যাম্নে কী! দুনিয়ার কিছুই দেখলাম না। কিস্যু হইবো না আমাগো দিয়া। Sad

১১

জ্যোতি's picture


সিনেমার কথা শুনেছি আগে কিন্তু দেখা হয়নি। মাঝে কিছুদিন রোজ একটা সিনেমা দেখা হতো, আবার কয়েকদিন হচ্ছে না। দেখব সিনেমাটা।
গান এখন জিপি নেটে শুনতে রাত পার হবে। পরে শুনে জানাব।

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ঠিকাছে, অপেক্ষায় থাকবো আপনার মতামতের জন্য। দেখে/শুনে জানাবেন। ভাল থাকুন, আপু।

১৩

সৈকত's picture


গানটা সত্যিই অসামান্য তবে হিউগো নিয়ে মতবিরোধ আছে। আগে বলেন এটা কোন টাইপের ছবি? এর কাহীনি কখনো রেলষ্টেশনে বাইরে বের হয়নি। অ্যাডভেঞ্চার হয় কী করে হয়? আর খুবই স্লো আর বোরিং। না এটা কিডস মুভি না মিস্ট্রি..... আর কাহীনি? .....

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এ জার্নি থ্রু ওয়ান'স মাইন্ড অর লাইফ কে কি এডভেন্চার বলা চলে না?

আর স্লো হলেই বা সমস্যা কি?ডিপ জিনিসপত্র একটু আস্তে নেওয়াই ভালো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!