একটা মুভি, দুইটা গানের কথা..
#
ড্রিউ ব্যারিমোর আমার বেশ প্রিয় একজন নাইকা। এমন গালটুস একটা মেয়ে, কার না ভাল লাগে!
তার 'ফিফটি ফার্স্ট ডেট' আমার দেখা সবচাইতে প্রিয় মুভিগুলার একটা। ২০০৭ এর 'মিউজিক এন্ড লিরিক' ও অনেক ভাল্লাগছিল।
এই কয়েকদিন আগে একটা নতুন মুভির পোস্টারে তার ছবি দেইখা নিয়া আসছিলাম।
দেখলাম আর মুগ্ধ হইলাম।
মুভির নাম 'বিগ মিরাকল'।
সত্যি কাহিনী নিয়া বানানো যে কোন মুভি সাধারণত অসাধারণ হয়, এইটাও তার ব্যাতিক্রম না।
মুভির কাহিনী ১৯৮৮ সালের। আলাস্কার এক জায়গায় বরফের নীচে আটকা পড়া তিন তিমি মাছ কে উদ্ধার করার কাহিনী। প্রথমে এক স্থানীয় টিভি রিপোর্টার আর গ্রিনপিসের এক কর্মীর ক্ষুদ্র প্রয়াস কিছু রাজনৈতিক কারনে এক পর্যায়ে আমেরিকার রাষ্ট্র পর্যায়ের একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তিমি উদ্ধারে অনেক চেষ্টা বিফল হবার পর এক পর্যায়ে অনেক হিসাব নিকাশের পর তৎকালীন সময়ের আমেরিকা-রাশিয়া বিভেদ ভুলে রাশিয়ার সাহায্য চাওয়া হয়।
শেষ দৃশ্যে রাশিয়ার বরফ ভাঙ্গা জাহাজের সাহায্যে যখন তিমিগুলোকে খোলা সাগরে যাওয়ার পথ করে দেওয়া হয়। ওই মুহূর্তের ভাল লাগাটা বলে বোঝানোর মত নয়।
যে কাঊকে সাথে নিয়ে দেখার মত একটা মুভি।
হাতে পেলে একটু সময় করে দেখে নিতে পারেন, ঠকবেন না।
#
কলকাতার বাংলা মুভি দেখা হয় না অনেকদিন হয়ে গেছে। কিন্তু গত কয়েক বছরের মধ্যে ওঁদের মুভির গানের কোয়ালিটি এতটাই ভাল হয়ে গেছে যে, আজকাল বলতে গেলে ওঁদের কোন মুভির গান শুনতে দেরি হয় না খুব একটা।
অনুপম রায় কে এখন সবাই চেনে।
ওর মিউজিক আর লিরিকের নতুন একটা মুভি হল, 'হেমলক সোসাইটি' ।
এই মুভিরই দুইটা গান গত কয়েকদিনে মোটামুটি পাগল করে দিছে!
একটা রুপঙ্করের গাওয়া, 'আমার মতে তোর মতন কেউ নেই'।
গানের কথাগুলো এরকম -
কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে' হলুদ খাম ....
আমার মতে তোর মতন কেউ নেই !তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় , তারও বেশি ধরা পড়ে যায় |তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে' হলুদ খাম ....
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ নেই !
আরেকটা হল শিলাজিৎ এর গাওয়া 'জল ফড়িং' ।
এইটার কথাগুলো এমন -
তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস -
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদীন তোর প্রদীপ ভরা জ্বিনে -
কেন বুঝতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে?ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে।
তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশান,
একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন।তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি।
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ।আমাকে খুঁজে দে জল ফড়িং।
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে ঘুরোর কল সব মিথ্যে আহামরি।
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর অদ্ভুত এ অহংকার।তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি।
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ।আমাকে খুঁজে দে জল ফড়িং।
গানগুলোর কথা যতটা সুন্দর তারচাইতে শুনতে হাজারগুন ভাল লাগে চমৎকার মিউজিক এর জন্য।
অনুপম আসলেই অনুপম!
#
অনেক দিন কিছু লেখা হয় নি। বেশ কিছু থিমের যন্ত্রণায় অস্থির লাগতেছিল।
তারই কিছু শেয়ার করে ফেললাম। বাকি গুলো ও সামনে আসবে - ইন শা আল্লাহ্।
মুভি দেখেন, গান শুনেন। ভাল লাগলে, একটু আওয়াজ দিয়েন!
ভাল থাকেন সবাই। অনেক ভাল, সব সময়।
আর কি জানি বলার ছিল, ভুইলা গেছি।
আর কিছু মাথায় আসতেছে না!
সকাল হইয়া যাইতাছে, ঘুমান দরকার। যাই..গুন্নাইট!!
"তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !"
বাহ! এই গানটা শুনতে শুনতে অফিসে এলাম একটু আগে।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার মতে তোর মতন কেউ নেই ! গানটা সত্যিই চমতকার !
জল ফড়িং গানটা শোনা হয়নি।
শুনে ফেলেন,
ভালই লাগবে বোধহয়।
হেমলক সোসাইটীর গান গত মাসে ব্যাপক ভাবে শুনছি!
আমার এখনও চলছে।
গানগুলা এখনই নামাইতেছি। ছবিটা দেখারও ব্যাপক আগ্রহ আছে।
বিগ মিরাকলটা এখনি নামানো শুরু করলাম! সত্য ঘটনা নিয়ে যেকোন ছবির জন্য আমার আগ্রহটা অলওয়েজ বেশি!
আমারও।
এই একটা সেক্টরে এখনও পর্যন্ত কোন বাজে মুভি চোখে পড়েনাই!
সিনেমা নামাতে দিয়েছি।
গানগুলো আগেই শুনেছি।
''জানি দেখা হবে'' সিনেমাটার অনলাইন লিংক আছে কারো কাছে?
এখানে চেষ্টা করে দেখতে পারেন।
জল ফড়িং অ-নে-ক জোস লাগে

বিষণ্ণ ভাই, আপনার এই পোস্টগুলা অনেক অনেক অনেক ভালো লাগে।
দিতে থাকেন। আমি থাকি না থাকি...ঘুরে ফিরে দেখে যাবো
অনেক অনেক ধন্যবাদ, লাবণী'পু!
কিন্তু তুমি থাকবা না কেন?
এইসব করলে খবর আছে! হুহ্!
ব্যারিমোর সম্পর্কে আমি একটা কথাই সবসময় বলি, মর্ণিং শো'জ দ্য ডে প্রবাদটার সবচাইতে স্বার্থক উদাহরণ হইলো সে। ইটি'র সেই ছোট্ট পিচকি মেয়েটারে দেইখা আজকের ব্যারিমোররে চিনতে মোটেও কষ্ট হয় না- এইটাই হচ্ছে তার সবচাইতে বড় বৈশিষ্ট্য।
ডুপ্লেক্স'টা (২০০৩) দেখসেন? ওইটাও দারুণ! আর একটা অফ-ট্র্যাকের সিনেমা আছে। ব্যারিমোর অবশ্য সেন্ট্রাল ক্যারেক্টার না। তবে সিনেমা হিসাবে দেখার জন্য চমৎকার। কনফেশনস অফ আ ডেঞ্জারাস মাইন্ড (২০০২), পেনি'র ক্যারেক্টারটা খুবই টাচি। দেখতে পারেন চাইলে।
ডুপ্লেক্স দেখছি,
অন্যটা দেখিনাই।
পাইলে দেইখা ফেলুম।
এ্যমেরিকা কিছু ফিচার ফিলম বানায়, সত্যি ঘটনার ওপর। টিভিতে দেখায়। অসাধারণ। সাগরে মানুষ ঝড়ে হারিয়ে গেছে তারপর ৪৫ দিন পর ফিরেছে, জংগলে হারিয়ে গেছে, পশু পাখিদের সাথে লড়াই করে ফিরেছে। আমার খুব পছনদের সিরিয়াল এটা
নাম কি সিরিজ/সিরিয়ালটার?
সব লেখা পড়লাম। আপনি ভাল মানের কবি
মন্তব্য করুন