কিচ্ছু বলার নেই.. :'(
অনেক গুলি চিন্তা -ভাবনা -স্মৃতি মাথায় ঘুরছে। অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, পারছিনা কিছুতেই।
কিছু কিছু সময় আসে,
মনে হয় বুকের ভেতর সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একটা টু শব্দ করতেও ইচ্ছে হয় না।
হঠাত্ হঠাত্ একেকটা ঢোক গিলতে বড় বেশি ভয় করে,
কিছুতেই কারও চোখে চোখ রাখা যায় না।
আজ আমার কোথাও যাওয়ার নেই,
কিচ্ছু বলার নেই..
বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ আর নেই..
শ্রদ্ধা, দোয়া এবং ভালোবাসা..
সৃষ্টিকর্তা তার আত্মা কে শান্তি দান করুন।
.. :'(
শ্রদ্ধাঞ্জলি।
বুকটা খাঁ খাঁ করছে...
ভাল থাকুন হুমায়ুন !
শ্রদ্ধাঞ্জলি
মন্তব্য করুন