ওয়ান্স ইন এ ব্লু মুন, চন্দ্রাহত এই আমি..[এলোমেলো কাব্যকথন!]
চাঁদের আলোয় পড়ছে ছায়া;
সন্ধ্যা রাতের পথে,
স্বপ্নেরা সব আসছে ভেসে;
কল্পলোকের রথে।
স্বচ্ছ আকাশ;
স্নিগ্ধ বাতাস,
আকাশ ভরা তারা -
আজকে চাঁদের ঝলসানো রূপ,
মুগ্ধ বসুন্ধরা।
ফুরফুরে এই হাওয়ায়;
মনে,
শান্তি করে রাজ -
আমার যত ভালোবাসা,
তোমায় দিলাম আজ।
i'm moonstruck!!
# # #
চাঁদের আলোর ছায়ায়..
সন্ধ্যারাতের অবাক ছাদে,
চন্দ্রাহত পথ হেটে যায়..
অন্ধকারে আলোর তোড়ে,
হৃদমাঝারে ঘোর লাগে তায়..
মন ভেসে যায় মায়ায়.. ♥
[ once in a blue moon,listening to the silence..it seems,time stands still..umm,lyf eez b'utiful..♥
]
নীল চাদের মতো সুন্দর হোক জীবন!
চমৎকার উইশ!
আচ্ছা, শান্ত ভাই,
পোস্টের পুরোটা অংশ প্রথম পাতায় ন দেখাতে হলে কি করা যায় আইডিয়া দেন তো। প্রিভিউ তে অনেক কমই দেখায়, কিন্তু পোস্ট দিলে পুরোটা একসাথে প্রথম পাতায় দেখায়।
কি জানি ভাই আমি তো জানি না। যদিও জানা উচিত ছিলো। রন ভাইরে জিগান। আমি আল্লাহর নামে পোষ্ট লেইখা দেই প্রিভিউ যতটুকু খুশী আসুক!
রন ভাই আপনে কই?
মুশকিল আসান কইরা দেন।
আমার পছন্দের বিষয় হলো কবিতা।
সুন্দর হইছে।
থ্যান্ক্যু!
আমার পছন্দের বিষয় হইল ঢাউস সাইজের উপন্যাস আর ছোটগল্প!
নেন, আপনাকে একটা ব্লু-মুনের ছবি দিলাম (বল্টু ক্যাম দিয়ে তুলেছি বলে খুব বেশি ভালো হয় নাই)
ভালো থাকেন ভাইয়া। সবসময়
আর বল্টু! আমি তো মুফাইলে ফটুক তু ইলাই খুশ! নীল চান ভালু পাই! থ্যান্ক্যুস!
আমার এক্টা বল্টু ক্যাম নাই। মনে বহুত দু:খ আমার।বনবাস যামুগা।
কুনখানে যাইবেন?!
কার লগে?!
আমিও একটা নীল চাঁদ দিলাম
এত্ত চাঁদ দিয়া আমি কি করুম?!
moonstruck নামে একটা ভাল সিনেমাও আছে
দেখিনাই। নিকোলাস কেজরে দেখলে ডর লাগে!
লন, আরেকটা দিলাম !
কাহিনি কি?! সবাই খালি নীল চান দিতাছে! হালি কত এখন?!
মনে হয় এইটার দাম সবচাইতে কম... এর জন্য বেবাক্তে দিতাছে
হইতারে!
মন ভাল করা লেখা
সুন্দর লাগলো...
অদ্ভুত এক পূর্ণিমা দেখলাম।কত কি মিস করেছি! কত কি মনে পড়েছে, মন চেয়েছে! চাঁদটা দেখে মনে হলো কোন ক্যামেরাই কি পারবে এই পুর্নিমার আলো, মায়াটা ধরতে? মনে হয় না।
তোমার লেখা ভালু পাই।
আমিও আপনের লেখা অনেক ভালু পাই!
নীল চাদের মতো সুন্দর হোক জীবন!
এই পোস্টে আইসা দেখি খালি চাদের ছড়াছড়ি।
এত্ত লেট! তুমারে মাইনাস!
ও প্রিয় প্রিয় আপু,
এখন এত কম আসো ক্যান?
মন্তব্য করুন