ইউজার লগইন

ওয়ান্স ইন এ ব্লু মুন, চন্দ্রাহত এই আমি..[এলোমেলো কাব্যকথন!]

চাঁদের আলোয় পড়ছে ছায়া;
সন্ধ্যা রাতের পথে,
স্বপ্নেরা সব আসছে ভেসে;
কল্পলোকের রথে।

স্বচ্ছ আকাশ;
স্নিগ্ধ বাতাস,
আকাশ ভরা তারা -
আজকে চাঁদের ঝলসানো রূপ,
মুগ্ধ বসুন্ধরা।

ফুরফুরে এই হাওয়ায়;
মনে,
শান্তি করে রাজ -
আমার যত ভালোবাসা,
তোমায় দিলাম আজ।

blue moon

i'm moonstruck!!

# # #

চাঁদের আলোর ছায়ায়..

সন্ধ্যারাতের অবাক ছাদে,
চন্দ্রাহত পথ হেটে যায়..

অন্ধকারে আলোর তোড়ে,
হৃদমাঝারে ঘোর লাগে তায়..

মন ভেসে যায় মায়ায়.. ♥

neel chaand

[ once in a blue moon,listening to the silence..it seems,time stands still..umm,lyf eez b'utiful..♥ Day Dreaming Angel ]

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


নীল চাদের মতো সুন্দর হোক জীবন!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চমৎকার উইশ!

THNX

আচ্ছা, শান্ত ভাই,
পোস্টের পুরোটা অংশ প্রথম পাতায় ন দেখাতে হলে কি করা যায় আইডিয়া দেন তো। প্রিভিউ তে অনেক কমই দেখায়, কিন্তু পোস্ট দিলে পুরোটা একসাথে প্রথম পাতায় দেখায়। Puzzled

আরাফাত শান্ত's picture


কি জানি ভাই আমি তো জানি না। যদিও জানা উচিত ছিলো। রন ভাইরে জিগান। আমি আল্লাহর নামে পোষ্ট লেইখা দেই প্রিভিউ যতটুকু খুশী আসুক!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

রন ভাই আপনে কই?
মুশকিল আসান কইরা দেন।

অনিমেষ রহমান's picture


আমার পছন্দের বিষয় হলো কবিতা।
সুন্দর হইছে।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্ক্যু!

আমার পছন্দের বিষয় হইল ঢাউস সাইজের উপন্যাস আর ছোটগল্প! Tongue

মীর's picture


নেন, আপনাকে একটা ব্লু-মুনের ছবি দিলাম (বল্টু ক্যাম দিয়ে তুলেছি বলে খুব বেশি ভালো হয় নাই)

blue moon 31-08-12.jpg

ভালো থাকেন ভাইয়া। সবসময় Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আর বল্টু! আমি তো মুফাইলে ফটুক তু ইলাই খুশ! নীল চান ভালু পাই! থ্যান্ক্যুস!

জ্যোতি's picture


আমার এক্টা বল্টু ক্যাম নাই। মনে বহুত দু:খ আমার।বনবাস যামুগা।

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কুনখানে যাইবেন?!
কার লগে?! Tongue

১১

টুটুল's picture


আমিও একটা নীল চাঁদ দিলাম

Blue Moon

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এত্ত চাঁদ দিয়া আমি কি করুম?! Stare

১৩

শওকত মাসুম's picture


moonstruck নামে একটা ভাল সিনেমাও আছে Smile

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দেখিনাই। নিকোলাস কেজরে দেখলে ডর লাগে! Sad

১৫

নিভৃত স্বপ্নচারী's picture


tomas-kim-blue-moon.jpg
লন, আরেকটা দিলাম !

১৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কাহিনি কি?! সবাই খালি নীল চান দিতাছে! হালি কত এখন?! Tongue

১৭

টুটুল's picture


মনে হয় এইটার দাম সবচাইতে কম... এর জন্য বেবাক্তে দিতাছে Wink

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


হইতারে! Tongue

১৯

রন's picture


মন ভাল করা লেখা Smile

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

২১

রায়েহাত শুভ's picture


সুন্দর লাগলো...

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

২৩

জ্যোতি's picture


অদ্ভুত এক পূর্ণিমা দেখলাম।কত কি মিস করেছি! কত কি মনে পড়েছে, মন চেয়েছে! চাঁদটা দেখে মনে হলো কোন ক্যামেরাই কি পারবে এই পুর্নিমার আলো, মায়াটা ধরতে? মনে হয় না।
তোমার লেখা ভালু পাই।

২৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


চাঁদটা দেখে মনে হলো কোন ক্যামেরাই কি পারবে এই পুর্নিমার আলো, মায়াটা ধরতে? মনে হয় না।

টিপ সই

আমিও আপনের লেখা অনেক ভালু পাই! Smile

২৫

তানবীরা's picture


নীল চাদের মতো সুন্দর হোক জীবন!

২৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধইন্যা পাতা

২৭

প্রিয়'s picture


এই পোস্টে আইসা দেখি খালি চাদের ছড়াছড়ি। Big smile

২৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এত্ত লেট! তুমারে মাইনাস!

ও প্রিয় প্রিয় আপু,
এখন এত কম আসো ক্যান? Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!