আজকে না হয় কাল..[এলোমেলো কাব্যকথন!]
আজকে না হয় কাল;
হৃদয় তোমার যাবোই ছুঁয়ে,
বদলিয়ে হাল চাল।
চলতি পথের হাজার ভুলে;
পথ হারিয়ে গুমরে মরে,
শান্তি সুখের চাওয়া।
তোমার কথার গভীর সুরে;
বদলাবে দিন,
কেটেই যাবে -
দুঃস্বপ্নের হাওয়া।
যেদিন আমার 'আমি' হবার;
পূর্ণ হবে কাজ -
বলবো চলার এইতো শুরু,
হোক তা জীবনসাঁঝ।
পথের শেষে আমায় যদি;
না-ই রাখে কেউ মনে -
অশ্রু হয়েই থাকবো না হয়,
তোমার চোখের কোণে।
হয়তো কোন একলা ক্ষণে;
হয়তো হাওয়ার সনে -
যতই তুমি করবে 'না না',
রইব তোমার মনে।
আজকে না হয় কাল;
হৃদয় তোমার ছোঁবই ছোঁব,
বদলে চলার চাল।
হৃদয় ছুঁইতে পার্লে জানাইও
আইচ্ছা!
টুটুল ভাই, ভাল আছেন তো? ছানাপোনা?
নতুন লেখা দেন না একটা।
ভাল লাগলো এলোমেলো কাব্যকথন
শুভকামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন। অনেক ভাল। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।
ভাল লাগলো এলোমেলো কাব্যকথন
শুভকামনা রইলো।
বেশ লেগেছে!
যেদিন আমার 'আমি' হবার;
পূর্ণ হবে কাজ -
বলবো চলার এইতো শুরু,
হোক তা জীবনসাঁঝ।'
ছন্দ মিলানো কঠিন কাজ।

মন্তব্য করুন