মুক্তি [পরীক্ষামূলক পরমানু গল্প প্রয়াস!]
টানা ২২ দিন গিয়েও খালি মনেই ফেরত্ এসেছি,
আজ তেইশ দিন পর স্মিতার সাথে কথা হল।
কোমায় ছিল ও।
জ্ঞান ফিরেছে আজ ভোর রাতে।
সারাদিনে সময় করতে পারে নি,
একটু আগে ফোন করেছিল আর সবাই কে লুকিয়ে,
ওরা নাকি মামলা করতে চাইছে।
চায়ের দোকানে দাড়িয়ে ছিলাম রাতের শেষ কাপ চা খাব বলে,
তখনি ওর ফোন।
প্রায় সোয়া তিন মিনিট কথা হল। বলল, কাল পড়শু নাগাদ রেজিস্ট্রি ডাকে ডির্ভোস লেটার পাঠিয়ে দিবে - সাইন করে দিতে।
সাড়ে আট বছরের চেনা জানা,
তিন বছরের সংসার।
একটা এক্সিডেন্ট, কিছু নিরবতা -
ব্যাস্, তাতেই সব শেষ।
দোষ আমারই ছিল।
হঠাত্ করেই ঝোঁকের মাথায় ওকে নিয়ে লং ড্রাইভ। ফেরার পথে ভয়ংকর তীব্র কুয়াশা। হঠাত্ দৌড়ে গাড়ির সামনে এসে পড়া এক টোকাই মেয়ে কে বাঁচাতে গিয়েই গাড়ি উঠে গিয়েছিল রোড ডিভাইডারে,
আমার সবকিছুই আবার দুইভাগ করে দিয়ে গেল একটা মাত্র রাত।
তারপরই সেই ভয়ংকর অসহ্য ২৩ দিন।
নাহ, যা হয় ভালর জন্যই হয় হয়তো। অবশ্য এই রাতটার মাঝে ভাল কি থাকতে পারে তা আর এই জীবনে জানা হবে বলে মনে হচ্ছে না।
রাত অনেক হয়ে এসেছে,
বাতি নিভিয়ে দেওয়া দরকার।
ঘুম কিংবা মুক্তি,
একটা কিছু আসুক।।
শুভ কামনা।
চলুক আরো।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
ভাল হচ্ছে, চলুক...
ধন্যবাদ।
পরীক্ষায় পাশ
শুভ কামনা
নতুন লেখা কই??!

হঠাত্ করেই ঝোঁকের মাথায় ওকে নিয়ে লং ড্রাইভ। ফেরার পথে ভয়ংকর তীব্র কুয়াশা। হঠাত্ দৌড়ে গাড়ির সামনে এসে পড়া এক টোকাই মেয়ে কে বাঁচাতে গিয়েই গাড়ি উঠে গিয়েছিল রোড ডিভাইডারে,
আমার সবকিছুই আবার দুইভাগ করে দিয়ে গেল একটা মাত্র রাত।
তারপরই সেই ভয়ংকর অসহ্য ২৩ দিন।
নাহ, যা হয় ভালর জন্যই হয় হয়তো। অবশ্য এই রাতটার মাঝে ভাল কি থাকতে পারে তা আর এই জীবনে জানা হবে বলে মনে হচ্ছে না।
এই অংশটুকু না থাকলেও গল্পে কোনো ক্ষতিবৃদ্ধি হতো না...
এই অংশ টুকু আমার কাছেও কিছুটা আরোপিত মনে হয়েছে
কিন্তু এই ব্যাখ্যাটা না দিলে গল্পটা একটু বেশি অযৌক্তিক মনে হতো না?
আপনার মন্তব্য অনেক অনেক বেশি ভাল লাগছে।
এবি'র সবচাইতে বড় সমস্যা মনে হয় 'গঠনমূলক সমালোচনা' না করার প্রবনতা।
কোন লেখা ভাল না লাগলে প্রায় সবাই কেবল এড়িয়ে যায়।
আর নয়তো এবি'র এক্টিভিটি আরও অনেক বেশি হত।
নাহ্...
অন্তত আমার মনেহয় অযৌক্তিক হ'তোনা। কারণ সেখানে পাঠকের অনেক কিছুই ভেবে নেবার অবকাশ থাকতো। এইটাতো আর উপন্যাস না, যে একটা এন্ডিং বা সব কিছুর জট খুলে দিতেই হবে...
তা ঠিক বলছেন ।
এখানে সব পড়ালেখা করে পাশ দেয়া লুকেরা লিখাপড়া করে, এখানে সমালোচনার কিছু নাই

গুড জব!
থ্যাঙ্কুস!
শুধু ইমোচিত্রিকা দিয়ে কি হপে?!
সুন্দর ।।
লেখার স্টাইল টা এত ভাল লাগল । পরতে খুব আরামদায়ক ।
মন্তব্য করুন