অন্য কোথাও; অন্য কোনদিন, এইসব দিনরাত্রি.. [এলোমেলো কাব্যকথন!]
একটা সকাল..
বৃষ্টিস্নাত;
স্নিগ্ধ হাওয়ায়,
নীল..।
একটা দুপুর..
তীব্র রোদে;
হাজার মুখোশ,
মন পুড়ে যায়..
তেপান্তরের,
পথ পানে ধায়..
ছিন্ন কায়া
ভিন্ন ছায়ায়;
মনের মানুষ
আপন মায়ায়,
পথ খুঁজে পথ
পথেই হারায়..।
একটা বিকাল..
ছন্নছাড়া;
গানের তালে,
এক পা দু পা -
হঠাত্ বুঝি;
আনমনা মন,
একলাটি গাঙচিল..।
এক দুটা রাত,
একলা ভীষন..
চোঁখ ধোয়া সব;
আলোর ভিড়েও,
আঁধার কথন..
ক্ষুদ্র প্রাণের;
আহ্বাণে সায়,
এক ফোঁটা জল..
বিসর্জনের মুক্তবায়ে,
আলোর মিছিল..
হারার পরেও;
জয়ের ছলে,
নতুন ভোরের ডাক..।
এত ভাবেন কেমনে? আমি ইদানিং আর ভাবতে পারি না। কবিতা বেশী ভাল লাগে। ছোট একটা কবিতায় পুরা ছবিটা ফুটে উঠে! আপনের লেখায় যেইভাবে সুন্দর সময়ের কথা কইসেন তা আসলেই আমগ দরকার। যত দূরে যাই না কেন আমরা, পথ খুজে পাওয়া খুব একটা সোজা না, হারায়ে হারায়ে পেতে হয়, মজাই তো এটা, তাই না! মেহেদী হাসানের আবৃত্তির একটা অংশ, "মানুষ, তোমার মুখোশটা খুলে রাখ, আলো মাখ, ভাল থাক!" কি দরকার অত মুখোশের চিন্তার , হু কেয়ারস! কবিতা ভালা লাগছে!
চমত্কার মন্তব্য পরে সকাল শুরু,
দিনটা ভাল যাবে বলে মনে হচ্ছে।
ধন্যবাদ।
আজকাল আমিও পারি না খুব একটা। কচিত্ কদাচিত্ কিছু লাইন মাথায় এসে ঘুরে।
তখন তাদের নামালে অস্হির লাগে
তাই যা পারি লিখে ফেলি।
লিখে রাখার স্বভাবটা খুবই ভাল। আজ থেকে ২ বছর পরে যখন আবার খুলবেন এই খাতা, দেখবেন, আপনার ভাব যদি সত্যই হয়ে থাকে, তবে তার মুলসূর কোনদিন বদলাবে না, এভাবে ভিত্তিটা একই থেকে যায়!
ঠিক বলেছেন।
কমেন্ট বাগে খাইল। এই নিয়া ২য়বার কমেন্ট করলাম! লিখে রাখেন ভাল থাকেন, নিজেকে ভাল করে চিনেন। ২ বছর পর আপনার অনেক দৃষ্টিভংগি বদলে যাবে, অনেক কিছু নতুন করে দেখবেন, কিন্তু তখনও যদি এই কবিতা আপনার মনকে আন্দোলিত করে, তবে ভাববেন, আপনের লেখা টিকে যাবে আপনাকে ছাড়িয়েও! এটা আমার ব্যক্তিগত দূর্ভাবনা আর কি
ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।
অতিথির পরিচয় জানতে পারলে আরও ভালো লাগতো।
ভালো থাকুন।
কমেন্ট বাগে খাইল। এই নিয়া ২য়বার কমেন্ট করলাম! লিখে রাখেন ভাল থাকেন, নিজেকে ভাল করে চিনেন। ২ বছর পর আপনার অনেক দৃষ্টিভংগি বদলে যাবে, অনেক কিছু নতুন করে দেখবেন, কিন্তু তখনও যদি এই কবিতা আপনার মনকে আন্দোলিত করে, তবে ভাববেন, আপনের লেখা টিকে যাবে আপনাকে ছাড়িয়েও! এটা আমার ব্যক্তিগত দূর্ভাবনা আর কি
মিষটিইইইইইই
থ্যাঙ্কুস!
কি কমু।

ছোট ছোট কথায় সুন্দর ভাবের প্রকাশ! ভাল লাগলো বাউন্ডুলে
আপনার ভালোলাগাটুকু জানানোর জন্য ধন্যবাদ।
আমার কমেন্ট কই গেলো?
আমি তো দেখি ই নাই!
একটা কাব্য ছাইড়া বীর পালোওয়ান হইসে, নয়া লেখা কই?
যখন আসপে
তখন আসপে!
আপাতত আগেট্টি পড়েন!
মন্তব্য করুন