এপিটাফ.. [এলোমেলো কাব্যকথন!]
নিস্তব্ধতার নিঃস্ব দিনলিপি,
যখন নৈঃশব্দের গান গায়।
চেনা সুসময়ও,
তখন অচেনা অসময় মনে হয়;
নিমেষেই।
নেহাতই অসতর্কতায়,
তখন দেখেছি -
পাজরের অন্ধকার কারাগারে,
নেই বিন্দুমাত্র সূর্যের দিন।
খুঁজে না খুঁজে;
পেয়েছি কেবলই,
গাঢ় মহা অকালের লাল।
অনিচ্ছার ফাঁকা আওয়াজ,
যখন কুড়ে কুড়ে খায় -
ফাঁপা বুলির আস্তাকুড়ে;
ধ্বসে পড়ে আশার ইমারত।
তখন শুনেছি,
অমরত্বের আত্মপ্রলয়ে;
নিহত ভালোবাসার স্পন্দন।
তেপান্তরের মাঠ জুড়ে,
বৃষ্টিবিদায়।
অন্ধ আলোয়,
নিরব স্নানে হারায়;
নিয়ন ঝিকিমিকি রাত।
মর্মরের আদর আচ্ছাদনে;
ঢাকা থাক,
অন্তঃদৃষ্টির পরশপাথর -
মেঘলা মনের ডাক।
সুপ্রিয় শব্দপুঞ্জগুলো;
নিরর্থক
নিহত হবার পর,
নিরবতা বুক চেপে ধরে যখন -
তখন জেনেছি,
কিছুই বলার থাকে না আর।
ভালো লাগলো মন খারাপ বাড়লো!
বাহ!
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
নিস্তব্ধতার নিঃস্ব দিনলিপি,
যখন নৈঃশব্দের গান গায়।
চেনা সুসময়ও,
তখন অচেনা অসময় মনে হয়;
নিমেষেই
@ অতুলনীয়।
ধন্যবাদ আমার ব্লগে আসা, পড়া ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
সুন্দর হয়েছে
ধন্যবাদ, দেবুদা।
অনেকদিন কিছু লিখছেন না।
ভালো আছেন তো?
সুন্দর হয়েছে
ধইন্যা।
মন্তব্য করুন