ঝরাপাতা দিন, অস্থিরতার পঙ্ক্তিমালা.. [এলোমেলো কাব্যকথন!]
.....................................................................................................।
......................................................................................................
.........................................................................................................
.......................................................................................................।
.....................................................................................................।
......................................................................................................
.........................................................................................................
.......................................................................................................।
আধো আধো বুলি,
আর;
এক পা দু পা চলার দিন -
না ফুরোলেই বেশ ভালো ছিল।
সত্যিই,
হয়তো ভালোই ছিল..!
জানা হতো না যদিও -
আধখোলা জানলায়,
একেকটা রাত।
চোখের পাতায়,
আঁধারেও;
খেলা করে যায় -
ঝিকিমিকি রোদ্দুর।
ছোট্ট চায়ের কাপ,
আলতো ক'রে চুমুতে;
ঝরে পড়ে আদুরে ভালোবাসা।
দিবাস্বপ্নের ঘুমঘোরে,
চোখ মেললেই;
গ্রহান্তরী জোছনা।
কি ই বা যায় আসে তাতে..?
দেখা অদেখার ভিড়ে,
মুহূর্তের কালোত্তীর্ণ পরশে।
অযথাই;
বেঁচে থাকে,
ভুলগুলো - ভালোবাসাগুলো।
কিছুই যায় আসে না
কোন কিছুতেই -
কি ভয়ংকর অনিশ্চিত পথ,
দিব্যি কেটে যায়;
নিশ্চিন্ত অস্থিরতায়!
যখন -
দিনের শেষে এসে,
একলা অন্ধকারে।
কেবল,
আমার আমিই;
আমার ভালো থাকা ।।
.....................................................................................................।
......................................................................................................
.........................................................................................................
.......................................................................................................।
.....................................................................................................।
......................................................................................................
.........................................................................................................
.......................................................................................................।
এগুলো চরম বিরক্তকর
আপনার বিরক্তি উদ্রেক করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
কিন্তু এই বিরক্তিকর কাজটা না করলে পুরোটা লেখাই প্রথম পাতায় এসে তার বিশাল একটা জায়গা দখল করে রাখে।
এবির একজন পাঠক ও লেখক
কোন হিসেবেই ব্যাপারটা আমার ভালো লাগে না। আবারও, দুঃখিত।
আসলেই এভাবে লেখা পোস্ট হলে ভালো লাগে না। লেখক কেন কাজটি করেছেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবি কর্তৃপক্ষ আশাকরি এই সমস্যাটির সমাধান করবেন। কবিতা পোস্ট করলে পুরো পাতা যে দখল হয়ে যায় সেই বিড়ম্বনা থেকে কবিকূলকে রক্ষা করবেন দয়াকরে।
কবিতা পড়তে ভালো লেগেছে।
উপরে ডট বাদ দিলে পড়তে ভালো লাগে!
জানি ভাই। কারনটাও তো উপরে বললাম।
আমার আর কি করার আছে বলেন?!
ডটেড কবিতা, তাও কেউ পছন্দ করলো না
ইয়া মাবুদ!
মাসুম ভাই, আপ্নে পারেন!!
....................................................................................................।
......................................................................................................
.........................................................................................................
.......................................................................................................।
.....................................................................................................।
......................................................................................................
.........................................................................................................
......................................................................................................
এবির প্রথম পাতায় ডানদিকে দুটো গুরুত্ত্বপূর্ন হেড আছে ,
১। সাম্প্রতিক মন্তব্য
২।সপ্তাহের সেরা আলোচিত
আরেকটি যোগ করা যেতে পারে
৩। সপ্তাহের সকল লেখা ( লেখকের নামসহ)
এতে পাঠককূল পছন্দের লেখকের লেখা প্রথম পাতা না উল্টিয়ে সরাসরি লেখায় যেতে পারবে।
সুবিধা হল, আলসেমীর জন্য পাতা না উল্টিয়ে, প্রথম পাতা দেখেই অনেকের এবি থেকে সরে আসেন ( অন্তত আমি)। এতে ভালো লেখাগুলো পড়া থেকে আড়ালে চলে যায়।এ সমস্যার সরাসরি সমাধান হবে।
অন্যটি হল, লেখকের লেখার শিরোনাম ও লেখকের নাম পুরো সপ্তাহ জুড়েই প্রথম পাতায় থাকবে। এটাও লেখকের জন্য কম প্রাপ্তি নয়।
প্রস্তাবগুলো ভালো
কিন্তু এই পোস্টের সাথে যোগসূত্রটা বুঝলাম না!
কবিতা ভাল লেগেছে বাউন্ডুলে
নিয়মিত আমার পোস্টে এসে
আমার যত হাবিজাবি লেখায়
উত্সাহ দিয়ে যাওয়ায়
অনেক অনেক ধন্যবাদ।
বিরাট আলোচনা
হ..
মন্তব্য করুন