পরীদের শহর থেকে... (১)
শহরটার পুরো নাম এতটাই বড় যে গিনেস রেকর্ডে এটা যেকোনো জায়গার সবচেয়ে দীর্ঘতম নামের অধিকারী, মোট ২১টি শব্দ নিয়ে এর পুরো নাম। সংক্ষেপে শহরটার নাম “ক্রুং থেপ মাহা নাখন” যার মানে “পরীদের শহর”। আর আমরা শহরটাকে চিনি ব্যাংকক নামে। এখানে আসছি অফিসের কাজে।
ব্যাংককে বাংলাদেশীরা এত বেশী আসে যে এই শহর সম্বন্ধে নতুন কিছু জানানোর চেষ্টা রীতিমত ধৃষ্টতা। তাই শুধু কয়টা ছবি...
~
বৈদেশ যাইতে মঞ্চায়। কতদিন বৈদেশ যাইনা
(
ছবিগুলান ফাটাফাটি হৈছে
পয়লাই ঠ্যাং দেখায় দিলেন

ঠ্যাং ই তো বডি টাইনা নিয়া যায়..তাই তাগোরে এট্টু পানি খিলাইলাম
~
ভাল লাগলো
শাকিব খানের মতো প্রডিউসারের টাকায় যাইতে মন চায় ব্যাংকক!
প্রডিউসার পেলে সাথে আমারেও নিয়ে যেয়েন
~
ব্যাংককের সী বিচের ছবি না দিয়ে সুইমিংপুলের ছবি দেয়ার হেতু কী?
সী বিচে গরম খুব বেশী
তাই দেই নাই
~
ফিরবেন কবে?
শুক্কুরবার বস
~
ফটুক ভালা হইছে
ছবি এত কম কেন? ভ্রমণের একটা পুরো গল্পও দেন নাই।
গল্প অতি অল্প, ছবিও স্বল্প
~
পরীদের দেশের কথা বলে বেটাচ্ছেলের ঠ্যাং দেখাইলেন যে বড়ো!
নাকি পরি দেখার পর চিৎ হইয়া পড়ে গেছিলেন সেইটা বুঝাইলেন!
আকাশের ছবিগুলা বেশি পছন্দ হইছে!
আর খালি ছবি দিয়ে ফাকিঁবাজি পোষ্ট দেবার কোনই মানে নাই, সাথে কিছু গল্প দেন জলদি! 
আপনি কি মেচ্ছেলের ঠ্যাং দেখতে চাইছিলেন নাকি?
~
জেবীন'পু ঠ্যাং সহ পরী দেখতে চাইসিলেন বলে মনে হয়!
মটর বাইকের সাথে পুরা দুকানের আইডিয়াটা মারাত্মক
এদের ফুটপাথের অস্থায়ী দোকান এমনকি আম-আনারস কেটে ফেরি করার ট্রলিও বেশ গোছানো...
~
আগামী মাসে অফিসের কাজে থাইল্যান্ড যাবার কথা। গেলে নিশ্চয়ই সুন্দর সুন্দর জায়গাগুলি দেখতে পারব। অবশ্য অফিসের কাজ শেষ করে সময় করতে পারলে তবেই দেখব।
ঘুরে এসে লেখা ছাড়েন
~
কি কি খেয়েছেন বস, তার বিস্তাতির বিবরণ চাই। হানিমুনকালে গেছিলাম, এখনো খাওয়ার স্বাদ মুখে লেগে আছে আর পাতাইয়া বীচ
মন্তব্য করুন