মুসা ইব্রাহীমকে রাষ্ট্রীয় পদকে সম্মানিত করা হোক
ক্রিকেট বিশ্বকাপে সুযোগ পেলেই আমরা পুরো জাতি আনন্দে মেতে উঠি। আমাদের জুটেছে একটামাত্র নোবেল প্রাইজ। তাই নিয়ে আমাদের আনন্দের সীমা নেই। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে।
কিন্তু আজ আমাদের এক গর্বিত সন্তান পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় উড়িয়েছেন জাতির পতাকা। মুসা ইব্রাহীমের প্রতি শ্রদ্ধা।
যতদূর খবর পেয়েছি, মুসার এই প্রচেষ্ঠা এবং উদ্যোগ সম্পূর্নই নিজ ব্যবস্থাপনায়। সরকার এখানে কোনো ভূমিকা পালন করেননি।
সরকার এই খবর এখনো পেয়েছেন কি না আমি জানি না। কিন্তু সরকারের উচিত মুসা ইব্রাহীমকে রাষ্ট্রীয় কোনো পদকে ভূষিত করা।
নজরুল ইসলামের দাবীর প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, মুসা ইব্রাহীমকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করা হোক।





প্রবলভাবে সহমত
সহমত প্রকাশ করছি।
সহমত প্রকাশ করছি
সহমত।
প্রবলভাবে সহমত
প্রবলভাবে সহমত
এই সপ্তাহের দু'টো খবরে প্রাণটা জুড়িয়ে গেল- মুসার এভারেস্ট জয় আর বাংলাদেশের প্রতিশ্রুতিশীল চিকিৎসক সাবরিনা নাসরিন হক ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনা থেকে দৈবক্রমে রক্ষা পেয়েছেন।
মুসার খবরে উল্লাস প্রকাশ করার পাশাপাশি আসুন সাবরিনার দ্রুত আরোগ্য কামনা করি। আর হ্যাঁ, পোস্টের বক্তব্যের সাথে প্রবলভাবে সহমত।
১০০% সহমত।
বাংলাদেশের মত শারীরিক ভাবে কম বলিষ্ঠ লোকের দেশের একজন এভারেস্টের চূড়ায় উঠেছে এইটা অনেক আনন্দ ও গর্বের বিষয় অবশ্যই। কিন্তু এইটা নিয়া বাড়াবাড়ি রকমের হাস্যকর কাজ যেন আমরা না করে ফেলি। হাজারে হাজারে মানুষ এখন এভারেষ্টে উঠছে। ১৩ বছরের বাচ্ছা থেকে শুরু করে ছিয়াত্তর বছরের নানাও এখন সেখানে উঠছে।
রায়হান ভাই, আপনার এই কথায় দ্বিমত জানাইলাম
আমাদের ইউনুস সাহেব নোবেল পেলে সারা দেশ তা নিয়া গর্ব করে, কিন্তু আমেরিকায় যান পথে ঘাটে নোবেল লরিয়েট পাবেন, তাদের কেউ চেনেও না।
তাই বলে আমরা রবীন্দ্রনাথকে ভুলে যাবো?
আমেরিকা প্যারিসে যান, অস্কারের ছড়াছড়ি... তাই বলে আমরা সত্যজিত রায়কে পাত্তা দিবো না?
ক্রিকেট বিশ্বকাপে চান্স পেলেই আমরা মনে করি বিশাল কিছু একটা হয়ে গেছে, কিন্তু সারাবিশ্বে ক্রিকেট খেলার কথা কেউ জানেই না।
বিশ্বের অনেকের কাছেই এখন অনেক কিছু সহজলভ্য, কিন্তু তবু আমাদের প্রথম এভারেস্ট বিজয়ীকে সম্মান জানাবো না আমরা?
অনেকেই হয়তো পারে, কিন্তু আমাদের ১৫ কোটির মধ্যে আর কেউ তো পারে নাই। তাই না?
হাসান ভাইয়ের মন্তব্যটাও ভাবার মতো।
মুসা'র উদ্যোগ ব্যাক্তিগত হলেও এর পেছনে প্রথমআলো এবং আরোও অনেকের সাহায্য সহযোগিতা ছিল। এই সহযোগিতার হাতগুলোকে অভিনন্দন। আর সব কিছুতে সরকার এগিয়ে আসবে এইটা আশা করাও ঠিক নয়। বাংলাদেশ একটা গরীব দেশ, গরীব সরকারের সব কিছুতে এগিয়ে আসা সম্ভব হয়না। এজন্য কর্পোরেট হাউজগুলোর অনেককিছু করার থাকে। এক্ষেত্রে আমরা এমন উদাহরণই দেখলাম। এখন সরকারের উচিত হবে মুসা'কে জাতীয়ভাবে সম্মানিত করা।
খবরটা সত্যি হলে অভিনন্দন জানাই মুসাকে!
কিন্তু ব্লগার রাহার এই পোস্টে বিভিন্ন বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে দেখলাম!
মুসার এভারেস্ট জয় আজ সবগুলো খবরের কাগজের প্রধান খবর অথচ ব্লগে কোনো কোনো কুচক্রী মহল এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভাবটা এমন যে, সবগুলো পত্রিকার সংবাদ ভুল আর সজল খালেদ সঠিক।
সজল খালেদ খেতে পারেন নাই তাতে আঙুর ফল টক হয়ে যায় না
সবার শুভ বুদ্ধি হোক
সচলায়তন দেখলাম গামছা বেঁধে নামছে। ব্যানার তুইলা আবার নামায়। ওই দিকে সামহোয়ারইনব্লগেও দেখলাম রাহার টাউট দোস্ত সজলের লেখা ব্ক্তব্য পোস্ট করছে। বাংলাদেশের সব পত্রিকার সংবাদ মিথ্যা আর সজলের সংবাদ সত্য।
আসলে তাগো সমস্যাটা কী?
ফাইজলামির একটা সীমা থাকা উচিত।
আমাদের পতাকা এখন এভারেস্টের চুড়ায়।ভাবতেই ভালো লাগছে।হৃদয়ের গহীন থেকে শুভ কামনা রইল মুসা ইব্রাহিমের প্রতি।তিনি সত্যই রাষ্ট্রীয় সম্মানের যোগ্য। কঠিন রকমের সহমত।
ছবি দেখলে বিশ্বাস করমু।
http://beta.thehindu.com/news/international/article436908.ece
http://ptinews.com/news/665597_Bangladeshi-scribe-conquers-Mt--Everest
http://www.mid-day.com/sports/2010/may/240510-First-Bangladeshi-to-scale-Everest.htm
আবারো অভিনন্দন মুসা কে
সবাইকে ধন্যবাদ
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন মুসাকে। আশাকরি রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে।
মন্তব্য করুন