স্মৃতির পহেলা বৈশাখ
ঠিক যখন নতুন বছরের নতুন সূর্য । উঁকি দিচ্ছে আকাশে, পাখিরা জেগে উঠছে, রমনার বটমূলে শুরু হচ্ছে বৈশাখবরণ। ঠিক তখন প্রকাশ হলো পহেলা বৈশাখের ই-পুস্তক "স্মৃতির পহেলা বৈশাখ"। আমরা বন্ধুর ব্লগারদের বৈশাখের স্মৃতিচারণ সংকলন।
যারা লেখা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সতর্কতার পরেও কিছু ভুল সম্ভবত থেকে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, ভুলগুলো ধরিয়ে দিন। প্রয়োজনে শুধরে নেবো।
মনোরম একটি প্রচ্ছদ করে দিয়েছেন নজরুল ইসলাম। পাশাপাশি সম্পাদনার কাজেও সহযোগিতা করেছেন। তাই একে লোকেন বোস এবং নজরুল ইসলামের যৌথ প্রয়াস বলা যায়।
যারা আগে লেখা জমা দিয়েছেন, তাদের লেখা আগে ছাপা হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লেখার ক্রম সাজানো হয়েছে।
সার্বিক সহযোগিতার জন্য টুটুলকে বিশেষ ধন্যবাদ।
সবাইকে সাদর আমন্ত্রণ ই-পুস্তকে। নববর্ষের শুভেচ্ছা। আনন্দময়, শুভ ও সুন্দর হোক আপনার জীবন।
ধন্যবাদ সবাইকে
লোকেন বোস
লো রেজুলেশনের লিঙ্ক
সাইজ ৪.৯০ মেগাবাইট
http://www.mediafire.com/file/2nznyjgywbn/1 boisakh gif.pdf
হাই রেজুলেশনের লিঙ্ক
সাইজ ৪৫.৯ মেগা
http://www.mediafire.com/file/21nt25qzfnm/Smritir Pohela Boisakh.pd
ধন্যবাদ লোকেনদা
নামিয়ে দেখলাম... পছন্দ হইছে
আপনাকে শুভ নববর্ষ
দারুণ হয়েছে।
প্রচ্ছদ সেরকম।
তবে পিডিএফের বোঝা তো বিশাল! আপনি বাংলা এসিআর কিংবা ওয়ার্ডে ফরম্যাটিঙ করে পরে পিডিএফ করলে সাইজ কমে যেতো; ছবি আকারে করলে বিশাল হয়।
ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে- লেখকদেরকে-ও।
ওসিআর হবে***
শুভ নববর্ষ;
এক ঝলকে বেশ সুন্দর লাগলো দেখতে
জীবনের প্রথম কোন জায়গায় সাইধা লেখা দিলাম...এর লেইগা ভয়ে ছিলাম। সম্পাদক যদি লেখা বাদ দিয়া দেয়...তাই রাত জাইগা অপেক্ষাতে ছিলাম কখন লোকেন বোস ই-বই আপলোড করে। সংকলন দেইখা মন ভালো হইয়া গেলো...ধন্যবাদ লোকেন বোস আর নজরুলরে এমন চমৎকার আর কষ্টসাধ্য কাজের জন্য।
সাইজ এতো বড় হইতাছে ক্যান? ইমেজ আকারে পিডিএফ করার জন্যই? কোন সফটওয়ার ইউজ করতাছেন? রাতে নামায়া পড়ে বলবো পরের কথা
সংযুক্ত ল কোথাও আসে নাই। কার যেন প্লান পান হইয়া গেছে। শাওন৩৫০৪ এর ব্লগ বগ হইয়া উড়াল দিবার লাগছে। জয়িতার ব্রহ্মপুত্র ব্রম্মপুত্র মনে হইতাছে।
এম্নিতে টাইপো অনেক কম দেখা যাচ্ছে এবার।
পড়ে ফেললাম সব লেখা। এবারের পিডিএফটা আগেরবারের চেয়ে সুখপাঠ্য হয়েছে আমার কাছে, স্মৃতিকথা বলেই হয়তো!
তানবীরা, নজরুল ইসলাম, রাফি, লীনা দিলরুবা আর মুক্ত বয়ানের লেখা ভাল লেগেছে।
বইয়ের নেগেটিভ সাইডের একটা হল লেখা অনেক কম। দায় অবশ্য আমাদেরও কম না
িসরাম ৈহেছ........। আমার েলখা েদইখা আননদ লািগচেছ...।
েলােকন দা আর নজরুল ভাইের ধন্যবাদ
ডাউনলোডাইলাম ... অলরেডী নজরুল ভাইয়ের লেখাটা পড়ে ফেললাম ... তব্দা!
সংকলনের ধারা চালু থাকুক এবিতে
নামাইলাম পড়িতেছি
সংস্লিস্ট সবাইকে শুভেচ্ছা।
আরে প্রচ্ছদ তো সুন্দর হইছে দেহি... কে করছে? তারে অস্কার দেওন উচিৎ
ভালো লাগলো লোকেনদা, বইটা দেখতে অনেক ভালো হইছে। তবে কিছু ভুল রয়ে গেছে দেখা যাচ্ছে।
আর আমারে সম্পাদনা পরিষদে রাখার কী মানে? আমি কী করলাম?
আরে! লীনা নামের একটা মেয়ের লেখাওতো আছে! লীনা ভাবছিল সেইটা ময়লার বাক্সে যাবে!
বন্ধুদের সব্বার লেখা পড়লাম। নস্টালজিক এবং সুখপাঠ্য।
ই বুক দেখে মন জুড়িয়ে গেলো। এত সুন্দর প্রচ্ছদ!!!!!!!!!নজরুল ভাইকে একটা এওয়ার্ড দেওয়া উচিত।
আর আমার নিজের একটা লেখা আছে দেখে তো খুশিতে বেগুনী হয়ে গেলাম।
দৌড়ের উপর শুধু ডিজাইনটা দেখছি - ১০০/১০০, আর আমার আমার লেখাটা দেখছি আছে
অনেক সুন্দর।
খেলুম না। আমার লেখা নাই।
আপন লেখা নাই মানে? কে বাদ্দিছে?
ফাইজলামি নাকি?
মাসুম ভাই্যের লেখা না ছাপানোয় ২০০ বছর আগের ১টা কৌতুক মনে পড়ল-
এক লোক আল্লার কাছে খুব কান্নাকাটি করছে, "আমাকে দয়া কর, একটা লটারির টিকেট জিতায়া দাও।' তখনই গায়েবী আওয়াজ, "তুমিও আমারে দয়া কর। একটা লটারির টিকেট কিনো।"
হ...মাসুম ভাইয়ের এইডাই কাহিনী
মাসুম ভাইয়ের লেখা এই সঙ্কলনে দেওয়া হয় নাই?
কেন? সমস্যা কোথায় ছিলো? যদিও সম্পাদনা পর্ষদে আমার নাম আছে।
কিন্তু তবু আমি জানতে আগ্রহী কেন মাসুম ভাইয়ের লেখা ছাপা হয় নাই
শওকত মাসুম ভাইয়ের লেখাটা সম্ভবত কোনো পিরামিডের ভেতর গুপ্ত অবস্থায় রাখা আছে, উদ্ধার করতে পারলে প্রয়োজনে নতুন সংস্করণ করবো।
হায় আল্লাহ!!!! আমি দেখি পথথম
নিলাম
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ব্যস্ততার কারণে আলাদা করে জবাব দিতে পারছি না। আশাকরি ক্ষমা করবেন।
বই টা সিরাম হইছে। তবে লেখা ওনেক কম।
অনেক দিন পর্বের লেখ,কিন্তু আজ আমি পড়লাম ভাল লাগছে চালিয়ে যান।
মন্তব্য করুন