ইউজার লগইন

স্মৃতির পহেলা বৈশাখ

cover_0.gif
ঠিক যখন নতুন বছরের নতুন সূর্য । উঁকি দিচ্ছে আকাশে, পাখিরা জেগে উঠছে, রমনার বটমূলে শুরু হচ্ছে বৈশাখবরণ। ঠিক তখন প্রকাশ হলো পহেলা বৈশাখের ই-পুস্তক "স্মৃতির পহেলা বৈশাখ"। আমরা বন্ধুর ব্লগারদের বৈশাখের স্মৃতিচারণ সংকলন।
যারা লেখা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সতর্কতার পরেও কিছু ভুল সম্ভবত থেকে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, ভুলগুলো ধরিয়ে দিন। প্রয়োজনে শুধরে নেবো।

মনোরম একটি প্রচ্ছদ করে দিয়েছেন নজরুল ইসলাম। পাশাপাশি সম্পাদনার কাজেও সহযোগিতা করেছেন। তাই একে লোকেন বোস এবং নজরুল ইসলামের যৌথ প্রয়াস বলা যায়।

যারা আগে লেখা জমা দিয়েছেন, তাদের লেখা আগে ছাপা হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লেখার ক্রম সাজানো হয়েছে।

সার্বিক সহযোগিতার জন্য টুটুলকে বিশেষ ধন্যবাদ।

সবাইকে সাদর আমন্ত্রণ ই-পুস্তকে। নববর্ষের শুভেচ্ছা। আনন্দময়, শুভ ও সুন্দর হোক আপনার জীবন।

ধন্যবাদ সবাইকে

লোকেন বোস

লো রেজুলেশনের লিঙ্ক
সাইজ ৪.৯০ মেগাবাইট
http://www.mediafire.com/file/2nznyjgywbn/1 boisakh gif.pdf

হাই রেজুলেশনের লিঙ্ক
সাইজ ৪৫.৯ মেগা
http://www.mediafire.com/file/21nt25qzfnm/Smritir Pohela Boisakh.pd

পোস্টটি ৭১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


ধন্যবাদ লোকেনদা
নামিয়ে দেখলাম... পছন্দ হইছে Smile
আপনাকে শুভ নববর্ষ Smile

আশরাফ মাহমুদ's picture


দারুণ হয়েছে।
প্রচ্ছদ সেরকম।
তবে পিডিএফের বোঝা তো বিশাল! আপনি বাংলা এসিআর কিংবা ওয়ার্ডে ফরম্যাটিঙ করে পরে পিডিএফ করলে সাইজ কমে যেতো; ছবি আকারে করলে বিশাল হয়।

ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে- লেখকদেরকে-ও।

আশরাফ মাহমুদ's picture


ওসিআর হবে***

কাঁকন's picture


শুভ নববর্ষ;

এক ঝলকে বেশ সুন্দর লাগলো দেখতে

ভাস্কর's picture


জীবনের প্রথম কোন জায়গায় সাইধা লেখা দিলাম...এর লেইগা ভয়ে ছিলাম। সম্পাদক যদি লেখা বাদ দিয়া দেয়...তাই রাত জাইগা অপেক্ষাতে ছিলাম কখন লোকেন বোস ই-বই আপলোড করে। সংকলন দেইখা মন ভালো হইয়া গেলো...ধন্যবাদ লোকেন বোস আর নজরুলরে এমন চমৎকার আর কষ্টসাধ্য কাজের জন্য।

ভাঙ্গা পেন্সিল's picture


সাইজ এতো বড় হইতাছে ক্যান? Puzzled ইমেজ আকারে পিডিএফ করার জন্যই? কোন সফটওয়ার ইউজ করতাছেন? রাতে নামায়া পড়ে বলবো পরের কথা

ভাঙ্গা পেন্সিল's picture


সংযুক্ত ল কোথাও আসে নাই। কার যেন প্লান পান হইয়া গেছে। শাওন৩৫০৪ এর ব্লগ বগ হইয়া উড়াল দিবার লাগছে। জয়িতার ব্রহ্মপুত্র ব্রম্মপুত্র মনে হইতাছে।

এম্নিতে টাইপো অনেক কম দেখা যাচ্ছে এবার।

ভাঙ্গা পেন্সিল's picture


পড়ে ফেললাম সব লেখা। এবারের পিডিএফটা আগেরবারের চেয়ে সুখপাঠ্য হয়েছে আমার কাছে, স্মৃতিকথা বলেই হয়তো!

তানবীরা, নজরুল ইসলাম, রাফি, লীনা দিলরুবা আর মুক্ত বয়ানের লেখা ভাল লেগেছে।

বইয়ের নেগেটিভ সাইডের একটা হল লেখা অনেক কম। দায় অবশ্য আমাদেরও কম না Puzzled

রাফি's picture


িসরাম ৈহেছ........। আমার েলখা েদইখা আননদ লািগচেছ...।

েলােকন দা আর নজরুল ভাইের ধন্যবাদ

১০

জ্বিনের বাদশা's picture


ডাউনলোডাইলাম ... অলরেডী নজরুল ভাইয়ের লেখাটা পড়ে ফেললাম ... তব্দা!

সংকলনের ধারা চালু থাকুক এবিতে

১১

সোহেল কাজী's picture


নামাইলাম Smile পড়িতেছি
সংস্লিস্ট সবাইকে শুভেচ্ছা।

১২

নজরুল ইসলাম's picture


আরে প্রচ্ছদ তো সুন্দর হইছে দেহি... কে করছে? তারে অস্কার দেওন উচিৎ Wink

ভালো লাগলো লোকেনদা, বইটা দেখতে অনেক ভালো হইছে। তবে কিছু ভুল রয়ে গেছে দেখা যাচ্ছে।

আর আমারে সম্পাদনা পরিষদে রাখার কী মানে? আমি কী করলাম?

১৩

লীনা দিলরুবা's picture


আরে! লীনা নামের একটা মেয়ের লেখাওতো আছে! লীনা ভাবছিল সেইটা ময়লার বাক্সে যাবে!

বন্ধুদের সব্বার লেখা পড়লাম। নস্টালজিক এবং সুখপাঠ্য।

১৪

জ্যোতি's picture


ই বুক দেখে মন জুড়িয়ে গেলো। এত সুন্দর প্রচ্ছদ‍!!!!!!!!!নজরুল ভাইকে একটা এওয়ার্ড দেওয়া উচিত।
আর আমার নিজের একটা লেখা আছে দেখে তো খুশিতে বেগুনী হয়ে গেলাম।

১৫

~স্বপ্নজয়~'s picture


দৌড়ের উপর শুধু ডিজাইনটা দেখছি - ১০০/১০০, আর আমার আমার লেখাটা দেখছি আছে Embarassed

১৬

অদিতি's picture


অনেক সুন্দর।

১৭

শওকত মাসুম's picture


খেলুম না। আমার লেখা নাই।

১৮

নজরুল ইসলাম's picture


আপন লেখা নাই মানে? কে বাদ্দিছে?
ফাইজলামি নাকি?

১৯

রোবোট's picture


মাসুম ভাই্যের লেখা না ছাপানোয় ২০০ বছর আগের ১টা কৌতুক মনে পড়ল-
এক লোক আল্লার কাছে খুব কান্নাকাটি করছে, "আমাকে দয়া কর, একটা লটারির টিকেট জিতায়া দাও।' তখনই গায়েবী আওয়াজ, "তুমিও আমারে দয়া কর। একটা লটারির টিকেট কিনো।"

২০

ভাঙ্গা পেন্সিল's picture


হ...মাসুম ভাইয়ের এইডাই কাহিনী Rolling On The Floor

২১

কাঁকন's picture


২২

নজরুল ইসলাম's picture


মাসুম ভাইয়ের লেখা এই সঙ্কলনে দেওয়া হয় নাই?
কেন? সমস্যা কোথায় ছিলো? যদিও সম্পাদনা পর্ষদে আমার নাম আছে।
কিন্তু তবু আমি জানতে আগ্রহী কেন মাসুম ভাইয়ের লেখা ছাপা হয় নাই

২৩

লোকেন বোস's picture


শওকত মাসুম ভাইয়ের লেখাটা সম্ভবত কোনো পিরামিডের ভেতর গুপ্ত অবস্থায় রাখা আছে, উদ্ধার করতে পারলে প্রয়োজনে নতুন সংস্করণ করবো।

২৪

তানবীরা's picture


হায় আল্লাহ!!!! আমি দেখি পথথম

২৫

সুপ্তি's picture


নিলাম Smile

২৬

লোকেন বোস's picture


সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ব্যস্ততার কারণে আলাদা করে জবাব দিতে পারছি না। আশাকরি ক্ষমা করবেন।

২৭

নীড় _হারা_পাখি's picture


বই টা সিরাম হইছে। তবে লেখা ওনেক কম।

২৮

অসান্ত সাগর's picture


অনেক দিন পর্বের লেখ,কিন্তু আজ আমি পড়লাম ভাল লাগছে চালিয়ে যান।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

সাম্প্রতিক মন্তব্য