ইউজার লগইন

এবি ফ্যান্টাসী লীগ: ২য় টুর্ণামেন্ট (এন্ট্রি আজ রাত আটটা (বাংলাদেশ সময়) পর্যন্ত)

Procchod.jpg

এরই মধ্যে সতেরোজন দল জমা দিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি করে জমা দিয়ে দিন, জিতে নিন শিরোপা, সাথে বিশাল সম্মান। কাজ সামান্য, প্রি কোয়ার্টারে জিতবে এমন আটটা দলের নাম দিয়ে দিন, জেতার সম্ভাবনার সবচেয়ে কম থেকে বেশী ক্রমে। তারপর বসে বসে পয়েন্ট গুনুন। Wink
এন্ট্রি চলবে আজ উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ শুরু হবার আগ পর্যন্ত।

দুনিয়ার খেলাবাজ, এক হও!!!

এই পর্বের নিয়ম:
১) প্রি কোয়ার্টারে আটটা দল জিতে পরের রাউন্ডে যাবে। আপনার লিস্টে আটটা দলের নাম সম্ভাব্য বিজয়ীদের ক্রমানুসারে দেবেন, দল জিতলে ক্রম অনুযায়ী নাম্বার পাবেন (১ম টুর্ণামেন্টের মতোই ক্রমটা দেবেন বিজয়ীর সম্ভাবনা কম থেকে বেশীর ক্রমে)।

২) আবার দল হারলে উপরের একই নিয়মে পয়েন্ট মাইনাস হবে। (ইন্ডির প্রস্তাবনায় যোগ করা হলো)

৩) প্রথম টুর্ণামেন্টে ড্র হলে অর্ধেক পয়েন্ট আসতো, এবার যেহেতু ড্র নাই, তাই টাইব্রেকারে জিতলেও পুরা পয়েন্টই পাবেন।

৪) তবে কোনরকমে ড্র কইরা টাইব্রেকারে জেতা আর ৪-০ গোলে জেতার একটা পার্থক্য আছে, সেজন্য, এবারের টুর্ণামেন্টে আপনার দল জিতলে সেই দল খেলায় (অতিরিক্ত সময়ও কাউন্ট হবে) যত গোলের ব্যবধানে জিতবে তত পয়েন্ট বোনাস হিসেবে যোগ হবে আপনার জন্য। তবে টাইব্রেকারের ব্যবধান গণনা করা হবেনা, মানে, বোনাস পয়েন্ট যোগ হবেনা। তবে দল হারলে গোল ব্যবধান মাইনাস হবেনা (হারু পাট্টিরে বেশী কষ্ট না দিই Wink)

৫) আপনার লিস্টে যে দলটাকে সবচেয়ে বেশী জয়ের সম্ভাবনায় চিহ্নিত করবেন (মানে ৮ নং ক্রমের দল), তার বেলা গোল ব্যাবধানের ডাবল পয়েন্ট যোগ হবে (ওয়াইল্ড কার্ড টাইপের আর কি!)

নিয়ম আর বাড়াইলামনা, ঝামেলা লাগতে পারে।

যাউকগা, সো,

খেলাবাজ ভাই ও বোনেরা, নেমে পড়ুন দল নিয়ে, জমে উঠুক বিশ্বকাপ!!

এরই মধ্যে সতেরোজন দল জমা দিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি করে জমা দিয়ে দিন, জিতে নিন শিরোপা, সাথে বিশাল সম্মান। কাজ সামান্য, প্রি কোয়ার্টারে জিতবে এমন আটটা দলের নাম দিয়ে দিন, জেতার সম্ভাবনার সবচেয়ে কম থেকে বেশী ক্রমে। তারপর বসে বসে পয়েন্ট গুনুন। Wink
এন্ট্রি চলবে আজ উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ শুরু হবার আগ পর্যন্ত।

দুনিয়ার খেলাবাজ, এক হও!!!

এই পর্বের নিয়ম:
১) প্রি কোয়ার্টারে আটটা দল জিতে পরের রাউন্ডে যাবে। আপনার লিস্টে আটটা দলের নাম সম্ভাব্য বিজয়ীদের ক্রমানুসারে দেবেন, দল জিতলে ক্রম অনুযায়ী নাম্বার পাবেন (১ম টুর্ণামেন্টের মতোই ক্রমটা দেবেন বিজয়ীর সম্ভাবনা কম থেকে বেশীর ক্রমে)।

২) আবার দল হারলে উপরের একই নিয়মে পয়েন্ট মাইনাস হবে। (ইন্ডির প্রস্তাবনায় যোগ করা হলো)

৩) প্রথম টুর্ণামেন্টে ড্র হলে অর্ধেক পয়েন্ট আসতো, এবার যেহেতু ড্র নাই, তাই টাইব্রেকারে জিতলেও পুরা পয়েন্টই পাবেন।

৪) তবে কোনরকমে ড্র কইরা টাইব্রেকারে জেতা আর ৪-০ গোলে জেতার একটা পার্থক্য আছে, সেজন্য, এবারের টুর্ণামেন্টে আপনার দল জিতলে সেই দল খেলায় (অতিরিক্ত সময়ও কাউন্ট হবে) যত গোলের ব্যবধানে জিতবে তত পয়েন্ট বোনাস হিসেবে যোগ হবে আপনার জন্য। তবে টাইব্রেকারের ব্যবধান গণনা করা হবেনা, মানে, বোনাস পয়েন্ট যোগ হবেনা। তবে দল হারলে গোল ব্যবধান মাইনাস হবেনা (হারু পাট্টিরে বেশী কষ্ট না দিই Wink)

৫) আপনার লিস্টে যে দলটাকে সবচেয়ে বেশী জয়ের সম্ভাবনায় চিহ্নিত করবেন (মানে ৮ নং ক্রমের দল), তার বেলা গোল ব্যাবধানের ডাবল পয়েন্ট যোগ হবে (ওয়াইল্ড কার্ড টাইপের আর কি!)

নিয়ম আর বাড়াইলামনা, ঝামেলা লাগতে পারে।

যাউকগা, সো,

খেলাবাজ ভাই ও বোনেরা, নেমে পড়ুন দল নিয়ে, জমে উঠুক বিশ্বকাপ!!

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


দিমু দিমু, এনালাইসিস কইরা লই।

প্লাবন's picture


যারা এবির মেম্বার না, তারা অংশ নিতে পারবো?
তাইলে আমি একটা দল দিতে চাই

নজরুল ইসলাম's picture


আজকের খেলার পরই তো আমি নিশ্চয়ই প্রথম টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে চলো যাবো? আশায় আশায় বসে রইলাম।
আর আজকের খেলাটা শেষ হোক, তারপর নজুর্দল ঘোষণা করতেছি। এবার আমি চ্যাম্পিয়ন হবোই হবো। দেইখে নিয়েন। হ...

জ্বিনের বাদশা's picture


গ্রেট! ফাটাইয়া ফালান

বাফড়া's picture


হারলে পয়েন্ট মাইনাস করার সিস্টমন রাখা উচিত... নাইলে রেজাল্ট ম্যানিপুলেট করা যায়.. তবে পয়েন্ট কাউন্ট করা কষ্টকর হয়া যাইব আরকি Sad

নক আউত রাউন্ডে যাওয়া ১৬ টা টীম থিকা ৮ টা বাছতে কইলেন নাকি?

জ্বিনের বাদশা's picture


হ্যাঁ নক আউট রাউন্ডে যাওয়া ১৬টা থেকে আটটা

আপনার প্রস্তাব পছন্দ হইছে ... হারলে পয়েন্ট কাটা (নাইলে একই ম্যাচের দুই দলের নাম দিয়া পয়েন্ট নিশ্চিত করা যাবে)

জ্বিনের বাদশা's picture


উপরের ছবিটা একটা ব্যানারের অংশবিশেষ ... ব্যানারটা কোন মেইল এ্যাড্রেসে পাঠামু?

নজরুল ইসলাম's picture


zogazogএটamrabondhu.com

জ্বিনের বাদশা's picture


ধইন্যাপাতা, Wink বস্

১০

লীনা দিলরুবা's picture


বস বুকিং দিলাম, রাতের খেলা দেখেই লিস্ট দিতাছি।

১১

জ্বিনের বাদশা's picture


সাবাশ!

১২

রাসেল আশরাফ's picture


কাল আমার নতুন টিম নতুন নামে নামবো।

এবার দেখুম নে কে ঠেকায়।সব মামুর বোঠাকে এবার লিয়ে লিবো। Wink Wink Wink Wink Wink

১৩

বাফড়া's picture


এঠা গিল্টি মিয়া মালুম হচ্ছে যে ..। গিল্টি কি নাম চেন্জ করে রাসেলক আশরাফ হয়ে এসেছে নাকি রে? খেক খেক খেক

১৪

লীনা দিলরুবা's picture


বাফড়া মনে হয় ঠিক আন্দাজই করছে Wink

১৫

রাসেল আশরাফ's picture


না গো আফামনি আর দাদা।আমি এর আগে কোন খানেই ছিলাম না।নানা-বাপের দেয়া নাম নিয়া পয়লা আসছি এই খানে।

গিলটি বাবুরে চিনি না।

১৬

রায়েহাত শুভ's picture


সামুর থিরিসেবেন্টিনাইন গিল্টির কতা বোলচো নাকি???

১৭

মীর's picture


বুকিং দিলাম। রাইতে লিস্ট দিমু।

১৮

জ্বিনের বাদশা's picture


কুনু অসুবিধা নাই ... কালকে খেলা শুরুর আগে দিলেই হইবো Wink

১৯

রন's picture


আমিও একটা টিম দিমু এইবার Tongue
টিমের নাম, রনস্কিট Party
আর দল গুলার নাম এত্তু পরে বলতেসি

২০

জ্বিনের বাদশা's picture


গ্রেট!!

২১

মামুন হক's picture


বুকিং দিলাম!

২২

আপন_আধার's picture


একটা দল নামায়ালামু চিন্তা করতাছি Smile

২৩

মুক্ত বয়ান's picture


আমরা যারা প্রথম পর্বে দল দেই নাই, তাদের তো পয়েন্ট কম হবে? আগের পর্বের পয়েন্ট কি হবে?
আর, যে টিমের সম্ভাবনা সবচাইতে বেশি, সেটার নম্বর সবচাইতে বেশি, এইরকমই কি নিয়মটা?
মানে, আমার ১ম পছন্দ ব্রাজিল হইলে, আমার দলের সিরিয়ালে তার নম্বর হবে ৮?

আইজকাই দল নামায়ালামু। Smile

২৪

নড়বড়ে's picture


ইঁট রাইখ্যা গেলাম, পরে ফেরত আসতেছি ...

২৫

সাহাদাত উদরাজী's picture


আমি ও দল নামামু! ও মামু!!

২৬

রায়েহাত শুভ's picture


এই টিম লৈয়াই কি ফাইনাল পর্যন্ত খেল্তারুম?

পৈলা এন্ট্রি কৈরা গ্যালাম...

গোল্লাবন্দী কাউয়া কেলাব

১। ঘানা
২। উরুগুয়ে
৩। হল্যান্ড
৪। পর্তুগাল
৫। আর্জেন্টিনা
৬। জার্মানী
৭। স্পেন
৮। ব্রাজিল

২৭

লীনা দিলরুবা's picture


কাউয়া ফাস্টে দিয়া দিল! গুড গুড।
বুম বুম লীনা টিম Smile

১)পর্তুগাল
২)হল্যান্ড
৩)ব্রাজিল
৪) ঘানা
৫)উরুগুয়ে
৬)প্যারাগুয়ে
৭)জার্মানী
৮)আর্জেন্টিনা

২৮

শাওন৩৫০৪'s picture


১.দক্ষিন কোরিয়া
২.জাপান
৩.স্পেইন
৪.জার্মানি
৫.ইউ.এস.এ
৬.ব্রাজিল
৭.আর্জেন্টিনা
৮.নেদারল্যান্ড....

আল্লাহ ভরসা....... Smile)

২৯

তানবীরা's picture


ফুটবলের ছবির মধ্যে হল্যান্ডের ফুটবল নাই বলে খেল্লাম না >)

পুরস্কার নাই তার আবার খেলা কিসের, সেই জন্যও খেল্লাম না Glasses

৩০

জ্বিনের বাদশা's picture


হায় হায়! আমরা তো একটা দল মিস করলাম ... ব্যানারের পুরাটা তো এখানে আসেনাই ... ডানের অংশে একেবারে টকটকা কমলা বল ছিলো একটা Sad

৩১

মামুন হক's picture


BMW 11

ঘানা
উরুগুয়ে
ইংল্যান্ড
প্যারাগুয়ে
স্পেন
হল্যান্ড
ব্রাজিল
আর্জেন্টিনা

৩২

আপন_আধার's picture


দলের নাম: আপন আধার

১। ঘানা
২। জার্মানি
৩। প্যারাগুয়ে
৪। দক্ষিন কোরিয়া
৫। স্পেন
৬। ব্রাজিল
৭। নেদারল্যান্ডস
৮। আর্জেন্টিনা

আল্লাহ ভরসা

৩৩

আপন_আধার's picture


আমার কি ৪ পয়েন্ট মাইনাস হইয়া গেল ? Sad Crying

৩৪

রন's picture


জ্বিনদা তো এইরম নিয়ম-ই বলসিল Tongue

৩৫

আপন_আধার's picture


খেলুমনা কইলাম Sad

৩৬

রন্টি চৌধুরী's picture


রন্টি আনলিমিটেড টিম দিতেছি

১/ ইংল্যান্ড
২/ স্পেইন
৩/ উরুগুয়ে
৪/ জাপান
৫/ নেদারল্যান্ডস
৬/ আর্জেন্টিনা
৭/ ইউএসএ
৮/ ব্রাজিল

৩৭

টুটুল's picture


পর্তু স্পেটিং ক্লাব (PSC)
১. উরুগুয়ে
২. ইউএসএ
৩. জার্মানি
৪. নেদারল্যান্ডস
৫. জাপান
৬. স্পেন
৭. আর্জেন্টিনা
৮. ব্রাজিল

দিলাম... এইবার চ্যাম্পিয়ান হৈইমুই

৩৮

রাসেল আশরাফ's picture


Party Party Party Party Party Party Party Party পদ্মাপাড়ের আমবাগান ক্রীড়া চক্র

১।স্পেন
২।ঘানা
৩।জার্মানি
৪।প্যারাগুয়ে
৫।উরুগুয়ে
৬।নেদারল্যান্ডস
৭।ব্রাজিল
৮।আর্জেন্টিনা
Party Party Party Party Party

এইবার যেহেতু দল বেশী সুতরাং আপডেট দেয়ার সময় সবার পয়েন্ট টেবিলে দেয়ার অনুরোধ রইলো।

৩৯

রন's picture


রনস্কিট Party Crown

১। ইংল্যান্ড
২। পর্তুগাল
৩। ঘানা
৪। নেদারল্যান্ডস
৫। প্যারাগুয়ে
৬। উরুগুয়ে
৭। ব্রাজিল
৮। আর্জেন্টিনা

দেখা যাক কেম্নে হারায়!

৪০

ভাঙ্গা পেন্সিল's picture


ভ্যাঙ্গা বয়জ

১. পর্তুগাল
২. প্যারাগুয়ে
৩. উরুগুয়ে
৪. ইউ.এস.এ
৫. জার্মানি
৬. নেদারল্যাণ্ডস
৭. ব্রাজিল
৮. আর্জেন্টিনা

৪১

নাহীদ Hossain's picture


আমিও বাদ গিয়া লাভ কি ... একটা দল নামায়া ফালাই ............

এক বলে বাইশজন ক্লাবঃ    Steve Big smile

১/ জাপান
২/ ঘানা
৩/ নেদারল্যান্ড
৪/ পর্তূগাল
৫/ উরুগুয়ে
৬/ জার্মানী
৭/ ব্রাজিল
৮/ আর্জেন্টিনা

আধা জল খাইয়া নামলাম ...... Crazy

৪২

শওকত মাসুম's picture


মাসুম বাহিনী

১. জার্মানি
২. স্পেন
৩. যুক্তরাষ্ট্র
৪. হল্যান্ড
৫. প্যারাগুয়ে
৬. উরুগুয়ে
৭. ব্রাজিল
৮. আর্জেন্টিনা

৪৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


৭. নাম taটা পড়তে পারতেছিনা Big smile D

~

৪৪

শওকত মাসুম's picture


এইখানে আমি দুঙ্গা। খেলার সৌন্দর্য নষ্ট হোক, জিতাটাই বড় কথা। হাত দিয়া বল থামাইয়া হইলেও। এইটা তো কৌশলগত টিম আমার Steve

৪৫

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আজকে প্রথমআলো তে দুঙ্গার বিড়বিড় করে গালি দিয়েও ক্ষমা প্রার্থনাতে তারে নতুন করে চিনলাম...

~

৪৬

স্বপ্নের ফেরীওয়ালা's picture


স্বপ্নের জাম্বুরাঃ

১। জার্মানী
২। যুক্তরাষ্ট্র
৩। আর্জেন্টিনা
৪।স্পেন
৫। প্যারাগুয়ে
৬। উরুগুয়ে
৭। নেদারল্যান্ড
৮। ব্রাজিল

৪৭

মীর's picture


এবি রাইডার্স

১. ঘানা
২. উরুগুয়ে
৩. প্যারাগুয়ে
৪. পর্তুগাল
৫. ব্রাজিল
৬. আর্জেন্টিনা
৭. জার্মানি
৮. হল্যান্ড

৪৮

সাহাদাত উদরাজী's picture


আমার দলের নাম দিলাম -
'[আখাউড়া এক্সপ্রেস]*'

১। উরুগুয়ে
২। অ্যামেরিকা
৩। ইংল্যান্ড
৪। আর্জেন্টিনা
৫। নেদারল্যান্ড
৬। ব্রাজিল
৭। প্যারাগুয়ে
৮। পর্তুগাল

* আখাউড়া আমার শশুরবাড়ী! আমি পর্তুগাল সাপোর্টার।

৪৯

সাহাদাত উদরাজী's picture


যারা এখনো দল দেন নাই, তাদের হেল্প করি। নিচের ছবি দেখে সহজে দল বানান -
ফিফা থেকে নেয়া।
fifa chat.GIF

শুভেচ্ছায়
[আখাউড়া এক্সপ্রেস]

৫০

সাহাদাত উদরাজী's picture


কম্পিউটার এ চার্ট (ছবি) পুরা না দেখা গেলে মাউসের ডান কী চেপে ছবিটা আপনার কম্পিউটার এ জমা করে নিন। (আরো ছোট ছবি দিলে ভাল হত, আমারই ভূল!)

৫১

রাসেল আশরাফ's picture


ভাবীরে ভালবেসে এই নাম দিছেন না ডরে দিছেন?

জানতে চাই???????????

৫২

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা রাসেল আশরাফ, বিবাহের পর এসো।
এ দুটোর কোনটাই নয়। আমার বিবাহের আগে থেকেই আমি আখাউড়া যেতাম। আখাউড়া জংশন তখন নাম করা ছিলো। ঢাকা থেকে ট্রেনে আমাকে শ্রীমঙ্গল যাবার পথে আখাউড়া জংশনে থামতে হত। সেই থেকে জানা!

৫৩

নজরুল ইসলাম's picture


দ্য গ্রেট নজুর্দল

১। জার্মানি
২। প্যারাগুয়ে
৩। হল্যান্ড
৪। যুক্তরাষ্ট্র
৫। উরুগুয়ে
৬। স্পেন
৭। আর্জেন্টিনা
৮। ব্রাজিল

৫৪

নজরুল ইসলাম's picture


উরুগুয়ে জিতছে...
আশাকরি যুক্তরাষ্ট্রও আমার মান ইজ্জত রাখবে...
চিয়ার্স

৫৫

রন's picture


হ, উরুগুয়ে জিতছে! পুরা ৬ পয়েন্ট পামু আশা রাখি, আর একটু পরে ঘানা জিতব! দেইক্কেন Big smile

৫৬

নজরুল ইসলাম's picture


আখাউড়া এক্সপ্রেসেরটা সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে গেছেগা... ঐটা দেইখা কিছু বুঝবেন না, লন নজুর্দলেরটা দেখেন...

world cup.jpg

৫৭

সাহাদাত উদরাজী's picture


নজুর্দলের নজু ভাই,
কি কন! আপনারটা ও তো কাটা গেল!!!!!!!
আমারটা ডাউন লোড করে নিন।
আমারটা ফিফা থেকে নেয়া, ভূল নাই! আপনারটা তে চাঞ্চ আছে, ভূল হতে পারে!!!!!

বলো রে বলো,
আখাউড়া এক্সপ্রেস বলো!

৫৮

নজরুল ইসলাম's picture


আমারটায় ভুল নাই। এটা বাংলায় করা। খেলা দেখানোর সময়ও বাংলায় দেওয়া।
নিচে পুরাটা আবার দিছি, দেখেন

৫৯

নজরুল ইসলাম's picture


ধুর, আগেরটা সাইজে বড় হয়ে গেছে... এই লন ছোট করে দিলাম
world cup_0.jpg

৬০

সাহাদাত উদরাজী's picture


নজুর্দলের নজু ভাই, আরো দেখেন।
আমিও নতুন দিলাম!!!
Picture1.GIF

৬১

নজরুল ইসলাম's picture


আখাউড়া দলের উদরাজী ভাই... আপনেরটায় তো কিছুই পড়া যায় না। এইটা ভূয়া... আমারটা দেখেন কেমন ঝকঝক করতেছে Wink

৬২

জ্বিনের বাদশা's picture


সাবাশ! এবি মেম্বারেরা!!!
জমে গেছে টুর্ণামেন্ট।

সবাইকে একটা অনুরোধ ... অনাকাঙ্খিত ব্যস্ততার কারণে আপডেট নিয়মিত না দিতে পারলে, যিনি সময় পাবেন তিনিই কমেন্টে বা আলাদা পোস্টে আপডেট দিয়ে দেবেন দয়া করে।

হিপ হিপ হুররে!!!!!!!

৬৩

নজরুল ইসলাম's picture


ঠিক আছে, আপনাকে কষ্ট করতে হবে না। আমি প্রতিদিন আপডেট দিবো। কিন্তু আমি যেহেতু অঙ্কে কাঁচা, তাই ভুল করে প্রতিবারই আমি ফার্স্ট হয়ে যেতে পারি। সেগুলোকে দয়া করে কারচুপি হিসেবে দেখবেন না Wink

৬৪

জ্বিনের বাদশা's picture


থ্যাংকস বস্
কোন অসুবিধা নাই, আপনে যেইটা কইবেন সেইটাই সই ... Wink

৬৫

জ্বিনের বাদশা's picture


গতবারের লাড্ডাগুড্ডা "জ্বিনি স্কোয়াড",
স্লোগান: "ঘুরে দাঁড়াবার দৃঢ় প্রত্যয়ে নাক-মুখ-চোয়াল শক্ত হয়ে গেছে"

১। দক্ষিণ কোরিয়া
২। জার্মানী
৩। ঘানা
৪। স্পেন
৫। ব্রাজিল
৬। প্যারাগুয়ে
৭। আর্জেন্টিনা
৮। হল্যান্ড

৬৬

মেহরাব শাহরিয়ার's picture


রিও হেক্ট্রা

১।জার্মানী
২।ঘানা
৩।প্যারাগুয়ে
৪।ব্রাজিল
৫।পর্তুগাল
৬।উরুগুয়ে
৭।হল্যান্ড
৮।আর্জেন্টিনা

৬৭

বাফড়া's picture


১. ইউ এস এ

২. প্যারাগুয়ে

৩. য়্যুরুগুয়ে

৪. স্পেইন

৫. জার্মানি

৬. নেদারল্যান্ডস

৭. আর্জেন্টিনা

৮. ব্রাঝিল

টিমের নাম- ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদ

টিম কো.- ইন্ডি বাফড়া যৌথ ভাবে Smile

টিম ফরমেশন- গোলমুখে জটলা ফরমেশনে খেলবে আমার টিম Smile

টিম ট্যাকটিকস- এই টিমের ট্যাকটিকসের আনডারলাইয়িং থিম হইল " কোপা সামছু"

৬৮

রুমন's picture


রুমন'স ইলেভেন
...............................
১. প্যারাগুয়ে
২. হল্যান্ড
৩. ইংল্যান্ড
৪. ঘানা
৫. উরুগুয়ে
৬. পর্তুগাল
৭. আর্জেন্টিনা
৮. ব্রাজিল

৬৯

নড়বড়ে's picture


আমার ইন্টারনেট চলে গেছিল; তাই সময়মত দল এন্ট্রি করাইতে পারি নাই ... Sad(

এখন দিলেতো কইবেন বই খুইল্যা নকল করছি ... Puzzled

৭০

নড়বড়ে's picture


তাও দিলাম-

১। আম্রিকা
২। জাপান
৩। জার্মানি
৪। স্পেন
৫। ব্রাজিল
৬। উরুগুয়ে
৭। নেদারল্যান্ডস
৮। আর্জেন্টিনা

দলের নামঃ ন্যাড়াদল

৭১

মুক্ত বয়ান's picture


দেরি হওয়ায় যদি গ্রহণযোগ্য নাও হয়, তারপরও একটু চান্স লইলাম.. Wink Wink

"দলমু্ক্ত"
১. যুক্তরাষ্ট্র
২. প্যারাগুয়ে
৩. উরুগুয়ে
৪. জার্মানি
৫. নেদারল্যান্ডস
৬. স্পেন
৭. আর্জেন্টিনা
৮. ব্রাজিল

৭২

জ্বিনের বাদশা's picture


নড়বড়ে আর মুক্তবয়ান, আপনাদের দল দুটোকে নেয়া হচ্ছে ... তবে, দেরী করার জন্য ফাইন হিসেবে ২ পয়েন্ট করে কাটা যাবে Wink

৭৩

নড়বড়ে's picture


Cry

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.