এবিসি ফ্যান্টাসী কাপ, প্রথম লেগ: সদলবলে নাইমা পড়েন
দুঃখিত দেরী হয়ে গেলো বলে।
১.
প্রথম লেগের এন্ট্রি শুরু করলাম।
আপনাকে যা করতে হবে, তা হলো বাংলাদেশ দলের স্কোরকার্ডের সংখ্যাগুলো অনুমান করবেন। ১১ জন খেলোয়াড়ের স্কোর, ব্যাটিং অর্ডার অনুযায়ী, এবং অতিরিক্ত রান।
তারপর মন্তব্যের ঘরে লিখে দেবেন, লম্বালম্বি বা আড়াআড়ি।
যেমন, ৭০, ৮৫, ......, ২৫ -- এভাবে এক লাইনে লিখতে পারেন
অথবা নিচের মতো করেও লিখতে পারেন।
৭০
৮৫
....
২৫
আর অনুমান করতে হবে কালকের ম্যাচে কে জিতবে?
বাংলাদেশ? নাকি, ভারত?
তো দেরী কেন? এক্ষুণি নেমে পড়ুন
২.
এই পোস্টে একই সাথে আগামীকালের খেলা নিয়ে আপনার বিশেষজ্ঞ মতামতও দিতে পারবেন। যেমন কালকের একাদশ কেমন হওয়া উচিত। স্ট্রাটেজী কিরকম হওয়া উচিত। খেলা চলাকালে ভারতীয় খেলোয়াড়দের উপর দুনিয়ার যাবতীয় কুফাবর্ষন, আশরাফুল বা সেরকম কারো গুষ্ঠি উদ্ধার -- সব চলবে।
চালিয়ে যান, কি আছে দুনিয়ায়?
৩.
এন্ট্রি করা দলের লিস্ট: মোট ২১ টা দল (নামের পাশে # চিহ্নওয়ালারা অলরেডী স্কোর জমা দিয়েছেন)
আগামীকাল বাংলাদেশের খেলা শুরু হবার ৩০ মিনিট আগ পর্যন্ত দল ঘোষনা করা যাবে। এরপরও যে কোন সময় ঘোষনা করা যাবে, তবে সেক্ষেত্রে আগে হয়ে যাওয়া বা চলতে থাকা ম্যাচের জন্য পয়েন্ট পাওয়া যাবেনা।
একনজরে এখন পর্যন্ত জমা হওয়া দল:
লীনাদির দল --- লীনা টাইগার্স (#)
মুকুলদা ---- বিচ্ছু একাদশ (#)
টুটুলদা ----- ঋহান স্পোর্টিং ক্লাব ()
রায়হান ভাই -- রায়হান রেঞ্জারস (#)
অরিত্র -------- অরিত্র দ্যা গ্রেট (#)
উদরাজী ভাই --- আখাউড়া ইলেক্ট্রিক (#)
রাফি ---------- রাফি'জ ইলেভেন ()
মীরদা -------- এবি রাইডার্স (#)
আজম --------- বিডি টাইগার্স ()
মাসুম ভাই ------ ওরা ১১ জন+মাসুম ()
ইন্ডি/বাফু -------- ইচ্ছাধারী নাগ-নাগিন টাইগার্স এন্ড কাবস (#)
সুমন ভাই -------- ড্যাডস আর্মি (#)
মুক্ত বয়ান ------- দুর্ধর্ষ একাদশ ()
মাসরুর ------- পাগলা ঘোড়া ()
মামুন ভাই ------ দ্য মাস্টার ব্লাস্টার্স (#)
রাসেল আশরাফ -- বীর টাইগাররা হামলে পড়ো (#)
মেহরাব ---------- আল মুহাররাক (#)
আসিফ ---------- ঢাকা ফাইটার্স ()
নড়বড়ে ---------- ন্যাড়াদল (#)
আপন আঁধার ------ বিডি ইয়াং একাদশ (#)
জ্বিনের বাদশা ---- দ্য ইনভিজিবলস (#)
(পোস্ট দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। অন্যান্য লেগগুলোতে যদি দুদিনের মধ্যে আমি পোস্ট না দিতে পারি তাহলে কেউ একজন ভলান্টিয়ার করলে বিশেষভাবে বাধিত হইবো ;)।)
খেলা শুরুর ঘণ্টা খানেক আগে জানামু। আরো ভাল করে নিয়ম কানুন জেনে নেই। শুভ উদ্ভোধন অনুষ্টানে আমাদের আশ্রাফুল যেভাবে ফোক সম্রাজ্ঞী মমতাজের গানে গলা মিলালো তাতে আমার মনে আশা জমেছে!
আখাউড়া ইলেক্ট্রিক স্কোর
৩৬, ২৬, ২৬, ১৮, ৭৫, ২০, ৮, ১৫, ১২, ৬, ২ এক্সট্রা ১৬ মোট = ২৬০
বাংলাদেশ আজ জিতিবে!
খেলা শুরুর ঘণ্টা খানেক আগে জানামু। আরো ভাল করে নিয়ম কানুন জেনে নেই। শুভ উদ্ভোধন অনুষ্টানে আমাদের আশ্রাফুল যেভাবে ফোক সম্রাজ্ঞী মমতাজের গানে গলা মিলালো তাতে আমার মনে আশা জমেছে!
আপনার সাথে আমরাও আশাবাদী হই
দেরী হয় নি মোটেও। থ্যংকু জ্বিনদা'। দু-একটা স্যম্পল জমা পড়লেই মনে হয় বিষয়টা পুরোপুরি বুঝতে পারবো এবং নিজের এন্ট্রি নিশ্চিত করে ফেলবো।
১
অরিত্র দ্যা গ্রেট
আপনাকে যা করতে হবে, তা হলো বাংলাদেশ দলের স্কোরকার্ডের সংখ্যাগুলো অনুমান করবেন। ১১ জন খেলোয়াড়ের স্কোর, ব্যাটিং অর্ডার অনুযায়ী, এবং অতিরিক্ত রান।
৩১,২৭,৪০,১২,১,০,২১,১০,৩১,৫,৬,২২
২.
আগামী কালের খেলা নিয়ে বিশেষ কিছু বলার নেই। কারন এটা বিশ্বকাপে প্রথম ম্যাচ। তবে আমার মনে হয় এই ম্যাচ বাংলাদেশ নাও জিততে পারে। ভারতের দলের শক্তিমত্তা আর বাংলাদেশ দলের শক্তির মধ্যে ব্যবধান অনেক। আর বিশ্বকাপে ভারতের যেহেতু হারার অভিজ্ঞতা আছে বাংলাদেশের কাছে সেহেতু ভারত তার সর্বৌচ্চ চেষ্টাটা অবশ্যই করবে।
নিজের দেশ বাংলাদেশ বলেই শুধু মাত্র বাংলাদেশ দলের জন্য আমার শুভ কামনা রইলো।
মনে হয় প্লেয়ারের নামসমেত স্কোর দেয়ার উপায় থাকলে ভালো হতো। সঙ্গে কোনো প্লেয়ার রিপ্লেস হলে সে জায়গায় রিপ্লেসমেন্টের নাম ধরে নেয়ার বিধান।
যাক, স্কোরলাইন -১৯,১২,১০৯,৭৩,২৩,৬,৯,৮,০,২৫,১,১৮। মোট রান ৩০৩।
বাংলাদেশ জিতবে।
একমত নামের পাশে স্কোর দিলে ভালো হত । যেমন তামিম- ১২৮ ...
ঠিক, দেতে ভালো লাগতো।
কিন্তু সমস্যা হইলো দুইজননের বেশী বদল হলে কার বদলে কাকে ধরবো সেইটা নিয়া। সেখানে আবার কোন্ কম্বিনেশনে সর্বোচ্চ পয়েন্ট হয় সেইটা বাইর করার যন্ত্রণা
সেজন্য, একসেন্সে ব্যাটিং অর্ডার অনুমান করাও গেমের একটা অংশ হিসাবে রাখলাম
নিজের দেশ বাংলাদেশ বলেই শুধু মাত্র বাংলাদেশ দলের জন্য আমার শুভ কামনা রইলো। (অরিত্রদা)
বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে।বাংলাদেশ জিতবে। (মীর)
বাংলাদেশ জিতবে ।
আমার মতে আজকের একাদশে একটু জুয়া খেলা উচিত। উইকেট ম্যাড়ম্যাড়ে, তাই তিন পেসার নামানো উচিত, সাথে ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য ব্যাটিং স্পেশালিস্ট একজনকে বেশী নিতে হবে।
অর্ডারটা হতে পারে
তামিম
ইমরুল
জুনায়েদ
মুশফিক
সাকিব
রকিবুল
শাহরিয়ার নাফিস
(প্র্যাকটিস ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ না নাফিস কে ভালো করতেছে জানিনা।মাহমুদুল্লাহ ভালো খেললে তাকে রাখা যায়।)
রাজ্জাক
শফিউল
রুবেল
নাজমুল
(এখানে মাশরাফিরে মিস করতেছি)
বিচ্ছু একাদশ
বাংলাদেশ স্কোরলাইন: ৫১, ২২, ৫৬, ২১, ৩৬, ৯, ১৯, ৩৪, ২৩, ১১, ৫, ২। মোট রান: ২৮৯
ফলাফল: বাংলাদেশ জিতবে।
মুকুলের টিমই আমার টিম। শেষ বল পর্যন্ত বলবো বাংলাদেশ জিতবে।
রায়হান রেঞ্জার্স
আজকের সম্ভাব্য দল:
তামিম
ইমরুল
জুনায়েদ
রকিবুল
সাকিব
মুশফিক
মাহমুদুল্লাহ
রাজ্জাক
শফিউল
রুবেল
নাইম/ শুভ
তিন নম্বর পজিশনে সবচেয়ে বেস্ট হত শাহরিয়ার নাফিস থাকলে। মনে হয় না ওকে নামাবে আবাল কর্তারা( দল নির্বাচন করে সম্ভবত কোচ ও ক্যাপ্টেন মিলে)। দুইটা প্র্যাক্টিস ম্যাচের একটায়ও ওকে খেলানো হয় নাই। যদিও লিগে সবচেয়ে বেশি রান করেছে নাফিস। নির্বাচকরা কী পরিমান পন্ডিত বোঝা যায় যে নাফিস নিউজিল্যান্ডের বিপক্ষে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হল আর পরের সিরিজে তাকে বাদ দিল।
আজকের ম্যাচে বাংলাদেশ তেমন কোনো প্রতিদ্বন্দিতা না করেই হারবে। যদি আগে ব্যাট করে তবে সর্বোচ্চ ২৪০ করবে বাংলাদেশ। যদি তামিম বা সাকিব ভালো করে। সেক্ষেত্রে ভারত তিন বা চার উইকেটে করে ফেলবে এই রান। আর ভারত আগে ব্যাট করলে করবে ৩২০। বাংলাদেশ কমপক্ষে ৮০ রানের ব্যাবধানে হারবে।
বাংলাদেশের স্কোর:
৪২
১৭
৫
৩৭
৫৪
৩০
২৫
৫
০
৮
৪
১৩
গুরু, এটা কি কইলেন! আজকের ম্যাচে বাংলাদেশ তেমন কোনো প্রতিদ্বন্দিতা না করেই হারবে।
আসেন বাজী লাগি! আমার মন বলছে, বাংলাদেশ জিতিবে।
ভাইরে মনতো চায় বাংলাদেশ জিতুক। কিন্তু ব্রেইন বলে অন্য কথা। ইন্ডিয়ার মত শক্তিশালি টিমের সাথে জয়ী হতে যেমন দল দরকার বাংলাদেশ তার থেকে অনেক দূরে। পুরা টিমে ওয়ার্লড ক্লাস খেলোয়াড় আছে মাত্র দুই জন। তামিম আর সাকিব। দুইজন প্লেয়ার নিয়া আর কতদূর যাওয়া যায়। তবে অঘটন হতেই পারে।
গুরু, আমি কিন্তুক অঘটন টাকে ঘটনা মনে করছি!
গুরু, দুইটা ভুল চোখে পড়ছে!
১। আশরাফুল কে বাদ দিচ্ছে ক্যান - Tamim Iqbal, Imrul Kayes, Junaid Siddique, Mushfiqur Rahim†, Shakib Al Hasan*, Raqibul Hasan, Naeem Islam, Mahmudullah, Abdur Razzak, Shafiul Islam, Rubel Hossain
২। প্রথম ব্যাটিং নেয়া উচিত ছিল। আমাগো দরকার জিতা! কি করলো রে!
লীনা টাইগার্স
ফলাফল : বাংলাদেশ হারবে
বাংলাদেশ আগে ব্যাট করলে : ২৬১ রান করবে (ভারত ৫ উইকেটে জিতবে)
ভারত আগে ব্যাট করলে : ৩০৫ রান করবে (বাংলাদেশ ১০০ রানে হারবে)
বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ এবং স্কোর:
ক্রমিক: খেলোয়াড় : রান
১: তামিম: ৫৫
২: ইমরুল: ৩৮
৩: জুনায়েদ: ৫১
৪: আশরাফুল : ৯
৫: সাকিব: ৩৫
৬: মুসফিক : ১১
৭: মাহমুদুল্লাহ: ২২
৮:শুভ: ৭
৯: শফিউল: ১৫
১০: রাজ্জাক: ০
১১: রুবেল : ৩
অতিরিক্ত: ১৫
লীনাপা, আপনি বাংলাদেশ দলকে হালকা ভাবে নিচ্ছেন। আমি নিশ্চিত, বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করে জিতে দেখিয়ে দিবে। আজ আশরাফুল তার জীবনের সেরা খেলা খেলবে।
এইখানেতো আমি খেলতে আসছি, সো এইখানে আমি প্রফেশনাল।
আর মনেপ্রাণেতো আমি জয়বাংলা।
বাংলাদেশ জিতুক
সবাই রান করুক
রানের বন্যায়
ঘুঁচে যাবে অন্যায়
বাংলাদেশ পরে ব্যাট করলে যে স্কোর দাঁড়াতে পারে:
ক্রমিক: খেলোয়াড় : রান
১: তামিম: ৪১
২: ইমরুল: ১১
৩: জুনায়েদ: ২৩
৪: আশরাফুল : ৫
৫: সাকিব: ৫১
৬: মুসফিক : ১৯
৭: মাহমুদুল্লাহ: ১৭
৮:শুভ: ১৭
৯: শফিউল: ৫
১০: রাজ্জাক: ০
১১: রুবেল : ৩
অতিরিক্ত: ১৩
আশরাফুল : ৫ মাত্র! ২ বলে! প্রথম বলে ৪, দ্বিতীয় বলে ১, তৃতীয় বলে আউট!
আপনি ধারনাকে স্বাগত জানাই(!)। আমাগো আশরাফুল আজ খেলা দেখাইবো কইলাম! সেঞ্চুরীও মারতে পারে!
আপনার কল্পনা সত্যি হোক। আশাবাদের জয় হোক। আশরাফুল সেঞ্চুরী করুক।
৩৬,৯,১৩,২৬,৪৩,২৯,১৯,৫,১১,৩,৭
এক্সট্রা: ১৬
ভারত জিতবে
ভারত হারিবে
(
৪৪,১২,৬৪,৩৪,৫৯,৪,২২,১১,৭,৪,১
অতিরিক্তঃ ১৫
ভারত জিতবে।

এই গ্রেট আয়োজনটার জন্য জ্বিন ভাই এবং এবিকে অনেক থ্যাঙ্কস
জ্বিন ভাই দেশে বেড়াতে এলে উনার জন্য নিজ হাতে রান্না করিয়া একটা পার্টি দিমু ইরাদা
করিলাম
হ, জ্বিন ভাইরে বিরাট
গুরু, খেলাটা কোথায় দেখবেন! মাঠে না ভাবীর সাথে বসে। আমরা বেইলী রোডে বড় পর্দার ৫৬ ইঞ্ছি স্যামসং ব্যবস্থা করেছি। সাথে থাকবে ফকরুদ্দিনের কাচ্চি! বাংলাদেশ জিতলে আরো কিছু খাব! হারলে কাচ্চি খেয়ে পান চিবাতে চিবাতে বাসায় ফিরব!
অফিসে বস। ৩টা টিভির ব্যাবস্থা করা হইছে। টিভিতেও দেখতে পারি অথবা নেটে।
গুরু, অনেক চেষ্টা করেও বের হতে পারছি না। অর্ধেক অফিসের টিভি/ নেটে দেখে বের হব ভাবছি! আর মাত্র ৩০ মিনিট বাকি!

সাকিবের হাসি বলে আজ আমরা জিতবো। খেলা দেখার সময় মাঝে মাঝে কাপড় চোপড় ঝাঁকি দিয়ে বসবেন!
গুরু, মাফ করে দিয়েন। আমার সব প্রেডিকশন ছিল, প্রথম ব্যাট করবে বাংলাদেশ। চান্স পেয়েও ছাইড্যা দিল! গুরু আফসোস লাগছে!
গুরু আমি আর খেলা দেখতে পারছি না! টিভি ছেড়ে চলে এলাম। কি গালি দিব ভাষা খুঁজে পাচ্ছি না। এত সাধারন হিসাবে কি করে ভুল করে! এটা জেতার খেলা, আমরা জিততে চাই। জিততে না পারলে অন্তত এমন কিছু করবো যাতে খেলা হয় আকষনীয় এবং গড়ে না নূতন কোন রেকর্ড! এই সাধারন কনসেপ্টে থাকলেও তো ব্যাটিং নিতে হয়! ব্যস, কিন্তু ওরা কি করল।
গুরু, মাফ করে দিবেন। যাই।
খাইছেরে!!!
আমিও, জ্বিনদা'কে দিলাম

ইশ্, আজকেই তো দেশে উড়াল দিতে ইচ্ছা করতাছে ... খাওয়াদাওয়ার কথা শুনলে আমার আবার মাথা ঠিক থাকেনা
ড্যাডস আর্মি
ফলাফল : বাংলাদেশ হারবে
বাংলাদেশ আগে ব্যাট করলে : ২০৪ রান করবে (ভারত ৪ উইকেটে জিতবে)
ভারত আগে ব্যাট করলে : ২৮৬ রান করবে (বাংলাদেশ ৭৫ রানে হারবে)
বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ এবং স্কোর:
ক্রমিক: খেলোয়াড় : রান
১: তামিম: ০
২: ইমরুল: ৩২
৩: জুনায়েদ: ৫২
৪: আশরাফুল : ৩
৫: সাকিব: ৬১
৬: মুশফিক : ৯
৭: মাহমুদুল্লাহ:১৮
৮:শুভ: ১২
৯: শফিউল: ০
১০: রাজ্জাক: ০
১১: রুবেল : ৩
অতিরিক্ত: ৭
-------------------
বাংলাদেশ পরে ব্যাট করলে যে স্কোর দাঁড়াতে পারে:
ক্রমিক: খেলোয়াড় : রান
১: তামিম: ২৭
২: ইমরুল: ১১
৩: জুনায়েদ: ৩
৪: আশরাফুল : ৪
৫: সাকিব: ৬১
৬: মুসফিক : ৩১
৭: মাহমুদুল্লাহ: ১৯
৮:শুভ: ১৪
৯: শফিউল: ১৭
১০: রাজ্জাক: ১
১১: রুবেল : ৬
অতিরিক্ত: ৬
তামিম'রে ০ রানে আউট কইরা দিলেন। .... এইটা কোনো কাম করলেন ভাই ????
ঘন্টা দেড়েক আছে এখনো, দল নামায় যাই একটা!
দলের নামঃ ন্যাড়াদল
রানের সিকোয়েন্সঃ
তামিম - ২২
ইমরুল - ১৫
১৪
১৫
৪৫
৩০
২৫
১৫
১০
৫
৫
এক্সট্রাঃ ১৫
জ্বীন ভাই, হিসাবটা কিভাবে হবে? ধরেন আসল স্কোরের প্রতিটা রানের সাথে আমার দেয়া রানের বিয়োগফল কইরা সেই সবগুলার যোগফল?
ভুলে গেছি বলতে, ভারত জিতবে মনে হয়!

হ্যাঁ, আসল ব্যাটিং অর্ডারের অনুযায়ী আপনি স্কোর অনুমান করেছেন -- এই প্রিজাম্পশনে হিসাব করবো
যা করে আল্লাহ'য় ....দিয়া যাই একটা নাম
দলের নাম ঃ বিডি ইয়ং ক্রিকেটার্স
তামিম - ৩৩
ইমরুল - ১৫
জুনায়েদ - ৪০
মুশফিক - ৭
রকিবুল - ২৮
সাকিব - ৬৫
মাহমুদুল্লাহ - ৪২
শুভ - ১০
রাজ্জাক - ১৫
শফিউল - ৭
রুবেল - ০
মোট - ২৬২ ( রেজাল্ট - বাংলাদেশ হারবে ঃ( )
আপন_আধার ভাই, প্রথম ব্যাটিং করে ২৬২ রান করতে পারলে বাংলাদেশ জিতবে!
আমিও চাই আমার প্রেডিকশন ফেইল মারুক
রকিবুল'র রান'টা (২৮) খাপেখাপ মিল্যা গেছে ...\:D/
হায় হায় দেরী কইরা ফেললাম ... তাড়াতাড়ি স্কোর প্রেডিক্ট করি
১০৫,৬৮,৪১,৫২,২৬,১৩,০,০,০,০,০,১৯ (০ ওয়ালারা ব্যাট করবেনা) ...মোট ৩১৬ রান
কে জিতবে? আবার কে? : অবশ্যই বাংলাদেশ!
জ্বিনের বাদশা ভাই, আপনার প্রডিক্সন দেখে মনে বড় জোর পাইলাম! ৩১৬ রান মাত্র!
ভারতীয় দলের বোলার-ফিল্ডারগো কাঁদোকাঁদো চেহারা দেইখা একটু দয়াপরবশ হইবো আর কি ... নাইলে মনে করেন, ৪০০ যাইতো গা
এখন পর্যন্ত স্কোর জমা দিছেন:
উদরাজী ভাই, মীরদা, অরিত্র, মুকুলদা, রায়হান ভাই, লীনা আপা, সুমন ভাই, রাসেল ভাই, মেহরাব, নড়বড়ে, আপন আঁধার, জ্বিনের বাদশা ... বাকীরা তাড়াতাড়ি দিয়া ফেলেন...
কুফা লাগান ঠিক না, কিন্তু টসে জিতে ব্যাটিং নেওয়া উচিত ছিলো
এত সাহস দেখানো ঠিক হয় নাই!
বিশাল তব্দা খাইছি বোলিং করবে শুইনা। বিশ্বাসই করতে পারতেছিলাম না। যাই হোক, ভাল খারাপ দিন আসবেই। সাথে আছি।
টাইগার্স এন কাবস- ৬৫, ১৩, ২৫, ৩৪, ৫৬, ৩৫, ১৫, ৭, ৬, ২, ১৫ েক্সটরা ১০ টোটাল ২৬৩
সরি দেরি হবার জন্য।
প্রথমবারের মত দেরি হওয়ায় হালকা ঝাড়ি দিয়ে ছেড়ে দেয়া হবে বলে আশা করছি
ইন্ডির টোটাল হয় ২৮৩ ... পুরা মিলা গেছে!!! ...যোগে ভুল কইরা মিয়া দাও মারলেন ...
আমার মনে হয়, আর খেলা দেখার দরকার নাই। টসে জিতে যে হালারা বলিং নেয়, এমন একটি ফর্মে থাকা দলের সাথে! ওদের কোপালে না'লত! এত বোকা মানুষরা ক্রিকেট খেলে!
আমি আর জিতার কোন চান্সই দেখছি না! সুযোগ বুঝে টেন্দুল্কার আর শেহেবাগরে নামাইছে! তুলাধুনা করবে আমাদের! আমি বিদায় নিলাম, সবাই আমারে মাফ করে দিবেন। আমার যত প্রেডিকশন ছিল সব উঠায়া নিলাম। আমার সব প্রেডিকশন ছিল, টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করবে! উপওয়ালা টসে জিতায়া দিছিলো, আমাদের গাধা গুলো তা মাটিতে ফেলে দিল!
আফসোস, আফসোস! ইন্ডিয়া ৩ ওভারে ৩২ রান!!!
হায় হায় আমিও দেরী করে ফেললাম। এই নেন স্কোর
৫৭,৯,৩৪,৪৩,৭৫,২৩, ১৮, ২৮, ০,০,০ মোটঃ ২৮৭
বাংলাদেশ জিতবে।
হয় টস নয় খেলা, বাংলাদেশের অন্ততঃ একটাতে জেতার কথা, একটাতে জিতেছে, তাই ভেজে খাই আপাততঃ।
যাক ব্যাটসম্যানরা সবাই ভালো স্কোর দিয়া ওয়ার্ল্ডকাপ শুরু করছে, রানের ধারায় আছে সবাই -- এটাই সান্ত্বনা
বস রেজাল্ট দেন
খুব খারাপ কিন্তু খেলে নাই বাংলাদেশ
সরি আমি টিম দিতারি নাই

কালকে মাঠে যাওয়া নিয়ে ব্যাপক দৌড়ের উপ্রে ছিলাম
নো প্রবলেমো বস্ ...
এই ম্যাচের পয়েন্ট মিস যাইবো আর কি। তবে এবারের নিয়ম এমন যে এক ম্যাচে বিগ দাও মেরে সব পোষাইয়া নেওয়া যাবে। সো নো ওরিজ
রেজাল্ট দেন।
গতকালের ম্যাচের রেজাল্ট:
ফরম্যাট : স্কোর অনুমান + হারজিৎ অনুমান = মোট পয়েন্ট
আখাউড়া ৮২.২ + ০ = ৮২.২
অরিত্র ৭৮.২ + ৫০ = ১২৮.২
এবি রাইডার্স ৮০.০ + ০ = ৮০.০
বিচ্ছু ৭৬.৪ + ০ = ৭৬.৪
রায়হান ভাই ৮৫.৮ + ৫০ = ১৩৫.৮
লীনা টাইগার্স ৮১.২ + ৫০ = ১৩১.২
আলমুহাররাক ৮৫.২ + ৫০ = ১৩৫.২
বীর টাইগার ৮১.৪ + ৫০ = ১৩১.৪
ড্যাডস আর্মি ৬৯.২ + ৫০ = ১১৯.২
ন্যাড়াদল ৭৭.৮ + ৫০ = ১২৭.৮
বিডি ইয়ং ৭২.৬ + ৫০ = ১২২.৬
ইনভিজিবল ৯৮.৬ + ০ = ৯৮.৬
নাগনাগিন ৩৭৩.৮ + ০ = ৩৭৩.৮
মাস্টার ব্লাস্টার্স ৮৫.৬ + ০ = ৮৫.৬
একটা বিশেষ ব্যাপার:
মোট দল একুশটা
গত ম্যাচে স্কোর জমা দেননি সাতটি দল।। । এতে অবশ্য তাদের চ্যাম্পিয়ন হওয়ার পথ বন্ধ হবেনা, একটা ফাটাফাটি অনুমানই খেলার হিসাব নিকাশ পাল্টে দেবে।
তবে পোস্ট দেরীতে দেওয়ার জন্যও এঁদের অনেকে স্কোর জমা দিতে পারেননি। হয়তো। । সেজন্য সব বাজিকরদের মতামত চাচ্ছি। এই সাতটি দলের ব্যাপারে কি করা যায়। অপশন দুটো:
১) প্রথম ম্যাচের জন্য শূণ্য পয়েন্ট।।। (এতে সমস্যা হতে পারে যে এই সাতজন উৎসাহ হারিয়ে ফেলতে পারেন)।
২) টুর্নামেন্ট জমিয়ে রাখার জন্য এই সাত জনকে গত ম্যাচে ১৪ টি দলের মধ্যে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দলটির সমান পয়েন্ট, মানে ৭৬.৪ পয়েন্ট গ্রেস দিয়ে দেয়া। (আমি এইটার পক্ষে)।
মোট একুশজন প্রতিযোগীর (বা মতামত দানকারীর) অর্ধেকের বেশী লোক যে অপশন পছন্দ করবেন, সেটাই গ্রহন করা হবে।
এই সাত টা দলরে হতাশ না কইরা দুধভাত হিসাবে কিছু পয়েন্ট দিয়া দেন।
আমি মনেলয় সেকেন্ডে আছি
২) টুর্নামেন্ট জমিয়ে রাখার জন্য এই সাত জনকে গত ম্যাচে ১৪ টি দলের মধ্যে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দলটির সমান পয়েন্ট, মানে ৭৬.৪ পয়েন্ট গ্রেস দিয়ে দেয়া। (আমি এইটার পক্ষে)।
দিয়ে তাদের এগিয়ে দিন, সময় এখনো বাকী আছে। খেলা চলুক। (নিয়ম কানুন পড়লে ৫০ মার্ক হারাতাম না!
) কি আছে দুনিয়ায়!
আমি যেহেতু বিচার প্রার্থী তাই তাকিয়ে থাকি বিচারকদের দিকে
... যারা সঠিক ভাবে স্কোর দিয়েছেন তাদের মতামত প্রধান্য পাক এটাই কামনা ... কারণ তারাই আপনার নিয়ম মেনে সঠিক ভাবে সঠিক সময়ে দল এবং স্কোর দিয়েছে। আম্রা অজুহাত সহ বিভিন্ন ধরনের হাত দেখাইয়া গেলাম
... এর জন্য কিছুটা পানিশমেন্ট অবশ্যই থাকা উচিত 
নাগনাগিন কেডা? দেখিনাতো?
ওহ বাফাইড়ায়! এতো নাম্বার পাইলো কেম্তে?
বাফড়া যোগে ভুল করছে ...

বাফড়ার আসল টোটাল হইছে ২৮৩ (লিখছে ২৬৩), খাপে খাপ মিলে গেছে ... ২৮৩ বোনাস পাইছে ... কে জিতবে সেইটা প্রেডিক্ট করেনাই, করলে আরো ৫০ পাইতো
ঝড়ে বগ মৈরা তো ধরাছোয়ার বাইরে চইলা গেল
উরেররররররররর ফলাফল আইছে


খেলায় আছি। সব দলের সব সদস্যরে অভিনন্দন
জয়বাংলা
ধন্যবাদ উদরাজী ভাই, রায়হান ভাই ... আর কয়েকজন সাপোর্ট দিলে ১ম লেগে অংশ না নেওয়াদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে
অল্পের জন্য কোনো প্রেডিকশন মিললো না। আফসুস
সাতটা দলরে পয়েন্ট দিয়া দেন।
খেলার আগে কোনোভাবেই নেটে ঢুকতে পারলাম না, মিটিং এর পর মিটিং। তাই স্কোরও দিতে পারি নাই। দিলে সর্বোচ্চ নাম্বার আমিই পেতাম। কিন্তু আফসুস। কিছু ফাও নাম্বার দেওয়া যায় না?
সাত দলেরে পয়েন্ট দিয়া দেওয়া হউক, ব্যাপারনা ......
আমি এক্সট্রা রান দেই নাই......নাইলে আরও পয়েন্ট পাইতাম ...ইশশিরে......
আগেই কইছিলাম, আমি যা অনুমান করি, হয় তার উল্টাটা! আমি আর খেলুম না।
আমি আসলেই প্লেবয় (খেলোয়াড়) না।
নেভার মাইন্...। এক বাড়িতেই দেখবেন অনেক আগাইয়া গেছেন
যেহেতু কেউ আপত্তি করতেছেনা, তাই
আগের ম্যাচ মিস করা সাত দলকে ৭৫ পয়েন্ট (একটু কমই দিলাম) করে গ্রেস দেয়া হলো

সবাই বলেন, সুবহানাল্লাহ
তবে পরের ম্যাচ থেকে আর গ্রেস দেয়া হবেনা। খেলা শুরু হবার দু'দিন আগে পোস্ট দেয়া হবে। যেমন আগামী ম্যাচের (২৫ তারিখ) জন্য পোস্ট দেয়া হবে ২৩ তারিখ (বুধবার) বিকেলে।
আপনি নিশ্চয়ই পুরা হিসাব হাতেকলমে করতেছেন না? হাতে করলে তো খবর হয়ে যাবে। একটা ছোট্ট প্রোগ্রাম লিখা সহজেই করা যায়। চাইলে হেল্প করতে পারি।
প্রোগ্রাম দিয়াই করতেছি।
ইনপুটের সুবিধার জন্য, মানে ঠাস ঠাস ১২ টা সংখ্যা ইনপুট করে রেজাল্ট পেয়ে যাবো -- এই উদ্দেশ্যেই ব্যাটিং অর্ডার অনুযায়ী স্কোর কাউন্টের নিয়ম করছি। যেজন্য বলছি যে অনুমান লেখার সময় খেলোয়াড়ের নাম না লিখতে।
সেজন্য, আপনি যদি অনুমানে সাকিব ৫ নং পজিশনে নামবে ধরেন, আর সে যদি ঐদিন খেলায় ৪ নং পজিশনে নামে, তবে আপনি ৪ নং পজিশনে যে স্কোর অনুমান করেছেন, সেটাকেই সাকিবের স্কোরের সাথে তুলনা করা হবে। নাইলে ভাই নাম আর পজিশন মিলাইয়া স্কোর ইনপুট করতে করতে খবর হয়ে যাবে
বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনার অফারের জন্য। চাইলে আপনি নিজেও যে কোনো লেগের এন্ট্রি পোস্টের দায়িত্ব নিতে পারেন।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ।
আরো বেশী নাম্বার দিতে পারেন, সবাই কাছাকাছি অবস্থানে থাকুক, তাহলে শেষ পর্যন্ত উত্তেজনা থাকবে।
য়িইইইইই-হাআআআআ .. আমি তো টপে আছি দেখা যায়
... সত্যের জয় হবেই এইটা কি আর কইতে হইব

গ্রেস নম্বরের জন্য ধন্যবাদ।
আজকেই দল দিয়ে যাই।
ইএসপিএন ফ্যান্টাসি ক্রিকেটে আজ দল পরিবর্তন করতে পারি নাই। এমনকি দুজন খেলোয়াড় দলে থাকা সত্ত্বেও ক্যাপ্টেন নির্বাচন করতে পারি নাই।
জ্বিনদাকে

মন্তব্য করুন