ইউজার লগইন

এবি ফ্যান্টাসী টুর্ণামেন্ট (আপডেট)

গতকাল ছিলো ফ্যান্টাসী লীগের সবদলের দারুণ সুখের একটা দিন, কারণ, কারো পয়েন্ট মাইনাস হয়নি। একজনও চিলি বা স্লোভাকিয়াকে গণনায় ধরেননি -- চিলি বা স্লোভাকিয়া দল হয়তো এই খবর শুনলে গতকালের পরাজয়ের চেয়ে বেশী কষ্ট পাবে! যাই হোক, সবাই পয়েন্ট পেলেও বিশাল ওলট পালট হয়ে গেছে র‌্যাংকিংয়ে, পর্তুগালের সাথে ব্রাজিলের খেলা দেখে যারা হতাশ হয়ে ব্রাজিলকে ৮ নম্বরে রাখেননি, তারা নিশ্চিত এখন রাগে হাত কামড়াচ্ছেন, যেমন আমি Crazy

এক নম্বরে থাকা লীনা আপার গর্জন আজ খানিকটা স্তিমিত হয়ে এসেছে, তাঁকে ৩ নংয়ে ঠেলে দিয়ে শীর্ষে উঠে এসেছে নাহীদের "এক বলে বাইশজন ক্লাব" (এই ক্লাবের নামটার মধ্যে কেমন মারদাঙ্গা ভাব, এরা চ্যাম্পিয়ন না হয়ে যাবে কই), সমান তালে রাসেল আশরাফের আমবাগান কেসিও উপরে উঠে এসেছে, তবে ৬ নং পছন্দের গোল-ব্যবধানের হিসেবে এই দল আছে ২য় অবস্থানে। রুমন আর রনের দল আরো নেমে গেছে আজ, দুই অংকের ঘরে এখন। কেন এমন হলো এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠনের চিন্তায় আছে কর্তৃপক্ষ। ওদিকে আগের টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন মাসুম ভাইর দল ভয়াবহ "মাসুম বাহিনী"কে খুঁজে পাওয়া যাচ্ছেনা শীর্ষদের ভীরে, ইউএসের পরাজয়ের শক এখনও কাটিয়ে উঠতে পারেনি দলটি। আগের টুর্ণামেন্টের লাড্ডুগুড্ডু জ্বিনি-স্কোয়াডের সাথে সমান পয়েন্ট নিয়ে এক র‌্যাংক উপরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, কেমন ইতালী ইতালী ভাব ;)। আর সেই চিরাচরিত ইন্ডি-বাফড়া পরিষদ, থুক্কু কল্যাণ পরিষদ, শেষ রাতের টানটা এবারও মেরেছে এই দল। ধুম করে ১১ নং থেকে উঠে এসেছে ৪ এ। জনপ্রিয় দল পর্তু স্পোর্টিং আর নজুর্দল এখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারছেনা, দেখা যাক শেষ দিনে কোন চমক আসে কিনা। আর সাহাদাত উদরাজীর এক্সপ্রেস অবশেষে চলা শুরু করলেও, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সময়মতো টার্মিনালে পৌঁছাতে পারবেনা।

আজ পর্তুগাল-স্পেন আর জাপান-প্যারাগুয়ের খেলা। ফ্যান্টাসী লীগের দলগুলোর অনুমানের মধ্যে ঘানা-ইউএষএ ম্যাচের পর স্পেন-পর্তুগাল ম্যাচের ব্যাপারেই ডাইভার্সিটি সবচেয়ে বেশী দেখা গেছে, কাজেই আজকের ম্যাচের ফলাফল হয়তো অনেক হিসেব বদলে দেবে। আবার জাপান-প্যারাগুয়ের ম্যাচ নিয়েও ৫ জন জাপানের পক্ষে বাজী ধরেছেন, তাই আজ শেষরাতে জাপান জিতে গেলে ওস্তাদের মারটা তাদের হাত দিয়েই আসবে বলে মনে হচ্ছে।

অনুমানের ডিস্ট্রিবিউশন:
উরুগুয়ে ১৯ ..... দক্ষিণ কোরিয়া ৩
ঘানা ১১ .......... যুক্তরাস্ট্র ১১
জার্মানী ১৭ ...... ইংল্যান্ড ৫
আর্জেন্টিনা২২ .. মেক্সিকো ০
হল্যান্ড ২২ ...... স্লোভাকিয়া ০
ব্রাজিল ২২ ....... চিলি ০
স্পেন ১৪ ......... পর্তুগাল ৮
প্যারাগুয়ে ১৭ ... জাপান ৫

বিস্তারিত.....
-------------------------------------------------------------------------------------------------------
১. বৃত্তবন্দীর দল: গোল্লাবন্দী কাউয়া কেলাব (৫১ পয়েন্ট)
১। ঘানা (১+১)
২। উরুগুয়ে (২+১)
৩। হল্যান্ড (৩+১)
৪। প্যারাগুয়ে (৪)
৫। আর্জেন্টিনা (৫+২)
৬। জার্মানী (৬+৩)
৭। স্পেন (৭+১)
৮। ব্রাজিল (৮ + ২*৩)

২. রাসেল আশরাফের দল: আমবাগান ক্রীড়া চক্র (৫০ পয়েন্ট)
১।স্পেন (১+১)
২।ঘানা (২+১)
৩।জার্মানি (৩+৩)
৪।প্যারাগুয়ে (৪)
৫।উরুগুয়ে (৫+১)
৬।নেদারল্যান্ডস (৬+১)
৭।ব্রাজিল (৭+৩)
৮।আর্জেন্টিনা (৮+২*২)

৩. বাফড়ার দল: ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদ (৪৮ পয়েন্ট)
১. ইউ এস এ (-১)
২. প্যারাগুয়ে (২)
৩. য়্যুরুগুয়ে (৩+১)
৪. স্পেইন (৪+১)
৫. জার্মানি (৫+৩)
৬. নেদারল্যান্ডস (৬ +১)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাঝিল (৮+২*৩)

৪. লীনাদির দল: বুম বুম লীনা (৪৭ পয়েন্ট)
১)পর্তুগাল (-১)
২)হল্যান্ড (২+১)
৩)ব্রাজিল (৩+৩)
৪) ঘানা (৪+১)
৫)উরুগুয়ে (৫+১)
৬)প্যারাগুয়ে (৬)
৭)জার্মানী (৭+৩)
৮)আর্জেন্টিনা (৮+২*২)

৫. মুক্তবয়ানের দল: দলমু্ক্ত (৪৬ পয়েন্ট)
১. যুক্তরাষ্ট্র (-১)
২. প্যারাগুয়ে (২)
৩. উরুগুয়ে (৩+১)
৪. জার্মানি (৪+৩)
৫. নেদারল্যান্ডস (৫+১)
৬. স্পেন (৬+১)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাজিল (৮+২*৩)
*দেরীতে দল জমা দেয়ার জন্য ২ পয়েন্ট কাটা

৬. স্বপ্নের ফেরিওয়ালার দল: স্বপ্নের জাম্বুরা (৪৬পয়েন্ট)
১। জার্মানী (১+৩)
২। যুক্তরাষ্ট্র (-২)
৩। আর্জেন্টিনা (৩+২)
৪। স্পেন (৪+১)
৫। প্যারাগুয়ে (৫)
৬। উরুগুয়ে (৬+১)
৭। নেদারল্যান্ড (৭+১)
৮। ব্রাজিল (৮+২*৩)

৭. জ্বিবা'র দল: জ্বিনি স্কোয়াড (৪৬ পয়েন্ট)
১। দক্ষিণ কোরিয়া (-১)
২। জার্মানী (২+৩)
৩। ঘানা (৩+১)
৪। স্পেন (৪+১)
৫। ব্রাজিল (৫+৩)
৬। প্যারাগুয়ে (৬)
৭। আর্জেন্টিনা (৭+২)
৮। হল্যান্ড (৮+২*১)

৮. মাসুম ভাইয়ের দল: মাসুম বাহিনী (৪৩ পয়েন্ট)
১. জার্মানি (১+৩)
২. স্পেন (২+১)
৩. যুক্তরাষ্ট্র (-৩)
৪. হল্যান্ড (৪+১)
৫. প্যারাগুয়ে (৫)
৬. উরুগুয়ে (৬+১)
৭. ব্রাজিল (৭+৩)
৮. আর্জেন্টিনা (৮+২*২)

৯. নজরুল ভাইর দল : দ্য গ্রেট নজুর্দল (৪২ পয়েন্ট)
১। জার্মানি (১+৩)
২। প্যারাগুয়ে (২)
৩। হল্যান্ড (৩+১)
৪। যুক্তরাষ্ট্র (-৪)
৫। উরুগুয়ে (৫+১)
৬। স্পেন (৬+১)
৭। আর্জেন্টিনা (৭+২)
৮। ব্রাজিল (৮+২*৩)

১০. মামুন ভাইর দল: BMW 11 (৪১ পয়েন্ট)
১।ঘানা (১+১)
২।উরুগুয়ে (২+১)
৩।ইংল্যান্ড (-৩)
৪।প্যারাগুয়ে (৪)
৫।স্পেন (৫+১)
৬।হল্যান্ড (৬+১)
৭। ব্রাজিল (৭+৩)
৮।আর্জেন্টিনা (৮+২*২)

১১. আপন আধারের দল: আপন আধার (৪১ পয়েন্ট)
১। ঘানা (১+১)
২। জার্মানি (২+৩)
৩। প্যারাগুয়ে (৩)
৪। দক্ষিন কোরিয়া (-৪)
৫। স্পেন (৫+১)
৬। ব্রাজিল (৬+৩)
৭। নেদারল্যান্ডস (৭+১)
৮। আর্জেন্টিনা (৮+২*২)

১২. নড়বড়ের দল : ন্যাড়াদল (৪১ পয়েন্ট)
১। আম্রিকা (-১)
২। জাপান (-২)
৩। জার্মানি (৩+৩)
৪। স্পেন (৪+১)
৫। ব্রাজিল (৫+৩)
৬। উরুগুয়ে (৬+১)
৭। নেদারল্যান্ডস (৭+১)
৮। আর্জেন্টিনা (৮+২*২)
*দেরীতে দল জমা দেয়ার জন্য ২ পয়েন্ট কাটা

১৩. রনের দল: রনস্কিট (৪০ পয়েন্ট)
১। ইংল্যান্ড (-১)
২। পর্তুগাল (-২)
৩। ঘানা (৩+১)
৪। নেদারল্যান্ডস (৪+১)
৫। প্যারাগুয়ে (৫)
৬। উরুগুয়ে (৬+১)
৭। ব্রাজিল (৭+৩)
৮। আর্জেন্টিনা (৮+২*২)

১৪. মীর ভাইর দল: এবি রাইডার্স (৪০ পয়েন্ট)
১. ঘানা (১+১)
২. উরুগুয়ে (২+১)
৩. প্যারাগুয়ে (৩)
৪. পর্তুগাল (-৪)
৫. ব্রাজিল (৫+৩)
৬. আর্জেন্টিনা (৬+২)
৭. জার্মানি (৭+৩)
৮. হল্যান্ড (৮+২*১)

১৫. নাহীদের দল: এক বলে বাইশজন ক্লাব (৩৯ পয়েন্ট)
১/ জাপান (-১)
২/ ঘানা (২+১)
৩/ নেদারল্যান্ড (৩+১)
৪/ পর্তূগাল (-৪)
৫/ উরুগুয়ে (৫+১)
৬/ জার্মানী (৬+৩)
৭/ ব্রাজিল (৭+৩)
৮/ আর্জেন্টিনা (৮+২*২)

১৬. মেহরাবের দল: রিও হেক্ট্রা (৩৯ পয়েন্ট)
১।জার্মানী (১+৩)
২।ঘানা (২ + ১)
৩।প্যারাগুয়ে (৩)
৪।ব্রাজিল (৪+৩)
৫।পর্তুগাল (-৫)
৬।উরুগুয়ে (৬ + ১)
৭।হল্যান্ড (৭+১)
৮।আর্জেন্টিনা (৮+২*২)

১৭. ভাঙা পেন্সিলের দল: ভ্যাঙ্গা বয়জ (৩৮ পয়েন্ট)
১. পর্তুগাল (-১)
২. প্যারাগুয়ে (২)
৩. উরুগুয়ে (৩+১)
৪. ইউ.এস.এ (-৪)
৫. জার্মানি (৫+৩)
৬. নেদারল্যাণ্ডস (৬+১)
৭. ব্রাজিল (৭+৩)
৮. আর্জেন্টিনা (৮+২*২)

১৮. টুটুলদার দল: পর্তু স্পেটিং ক্লাব (PSC) (৩৬ পয়েন্ট)
১. উরুগুয়ে (১+১)
২. ইউএসএ (-২)
৩. জার্মানি (৩+৩)
৪. নেদারল্যান্ডস (৪+১)
৫. জাপান (-৫)
৬. স্পেন (৬+১)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাজিল (৮+২*৩)

১৯. শাওন৩৫০৪এর দল: বিলাই স্পোর্টিং (৩১ পয়েন্ট)
১.দক্ষিন কোরিয়া (-১)
২.জাপান (-২)
৩.স্পেইন (৩+১)
৪.জার্মানি (৪+৩)
৫.ইউ.এস.এ (-৫)
৬.ব্রাজিল (৬+৩)
৭.আর্জেন্টিনা (৭+২)
৮.নেদারল্যান্ডস (৮+২*১)

২০. রুমনের দল: রুমন'স ইলেভেন (২৯ পয়েন্ট)
১. প্যারাগুয়ে (১)
২. হল্যান্ড (২+১)
৩. ইংল্যান্ড (-৩)
৪. ঘানা (৪ + ১)
৫. উরুগুয়ে (৫ + ১)
৬. পর্তুগাল (-৬)
৭. আর্জেন্টিনা (৭+২)
৮. ব্রাজিল (৮+২*৩)

২১. রন্টি চৌধুরীর দল: রন্টি আনলিমিটেড (২৩ পয়েন্ট)
১/ ইংল্যান্ড (-১)
২/ স্পেইন (২+১)
৩/ উরুগুয়ে (৩+১)
৪/ জাপান (-৪)
৫/ নেদারল্যান্ডস (৫+১)
৬/ আর্জেন্টিনা (৬+২)
৭/ ইউএসএ (-৭)
৮/ ব্রাজিল (৮+২*৩)

২২. সাহাদাত উদরাজীর দল: '[আখাউড়া এক্সপ্রেস]*' (১৭ পয়েন্ট)
১। উরুগুয়ে (১+১)
২। অ্যামেরিকা (- ২)
৩। ইংল্যান্ড (-৩)
৪। আর্জেন্টিনা (৪+২)
৫। নেদারল্যান্ড (৫+১)
৬। ব্রাজিল (৬+৩)
৭। প্যারাগুয়ে (৭)
৮। পর্তুগাল (-৮)

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


আবার ভুল করছেন Wink Wink

জ্বিনের বাদশা's picture


খাইছে! কোথায়?

রাসেল আশরাফ's picture


খুজেন তারপর দেখায় দিমু নে। Wink Wink Wink Tongue Tongue Tongue Tongue

(মিডিয়া কভারেজ পাওয়ার বুদ্ধি!!!!!!!!)

জ্বিনের বাদশা's picture


আপনার পজিশন ভুল লিখছি? ... হায় হায়, এবার তো মিডিয়া কাভারেজ সব আপনে নিয়া যাইতেছেন Wink

নজরুল ইসলাম's picture


শালার এই মার্কিন জাতটাই খারাপ। এগো লাইগা আমি ৪ পয়েন্ট খোয়াইলাম। মনডা চাইতাছি একটা আমেরিকান মইয়ারে বিয়া করি

জ্বিনের বাদশা's picture


চান্স পাইলেই খালি ...... Wink

সাহাদাত উদরাজী's picture


বারাক ওবামার মেরিকা আমাকেও ডুবালো! -২ খেলাম!

রাসেল আশরাফ's picture


আলহামদুলিল্লাহ কবুল বলে করে ফেলেন। আইনগত ভাবে ৪টা করা যায়।
আর ইহুদী মারা বড়ই ছওয়াবের কাম। Steve Steve Steve Steve Steve Steve

রন's picture


ইয়েসসসস, ডাইরেক্ট টপে Party

১০

রন's picture


কিছু পরিসংখ্যান দিতেসিঃ

দলাদলির ভিড়ে, ৯ জন টিম ওনার-ই মনে করতেসেন আর্জেন্টিনাই এইবার কাপ নিয়া যাইব Party ৭ জন টিম ওনার মনে করেন ব্রাজিলের-ও ক্ষীন চান্স থাইকা যায় কাপ নেয়ার! আবার ৩ জন এমন আছেন যারা নেদারল্যান্ডসকে ফেভারিট মাইনা সবচেয়ে বেশি ৮ পয়েন্ট দিছেন!

পয়েন্টের ক্রমানুসারে একটা যোগফলঃ

আর্জেন্টিনা - ১৩৮
ব্রাজিল - ১৩৩
নেদারল্যান্ডস - ১০৪

এছাড়াও, উরুগুয়ে-কেও অনেকে শক্তিশালি টিম মানছেন।

১১

জ্বিনের বাদশা's picture


গুড জব ...
এরকম আরো কিছু পয়েন্ট পাইলে যোগ করবেন ...

১২

রন's picture


ঠিক হ্যা!

১৩

নাহীদ Hossain's picture


খেলা জমে উঠছে
রন এর পরিসংখ্যান লাইক্করলাম।

১৪

শাওন৩৫০৪'s picture


আমি শেষ!!!
আম্রিকা গাধা..
দক্ষিন কোরিয়া একটু এরিয়াইজম করলাম, জাপানো একই রকম ডুবাইবো..
আর্জেন্টিনা আর ব্রাজিল ও হারলে ষোলকলা পূর্ণ হয়...

এইসব মাইনাস সিস্টাম বাফড়ার কু বুদ্ধি, আমার মাইনাস সব বাফড়ারে দেওয়া হোক..
মানি না, মানমু না..

১৫

জ্বিনের বাদশা's picture


বাফড়া জিন্দাবাদ ... এবার আর আমি লাড্ডাগুড্ডা না Wink

১৬

রন্টি চৌধুরী's picture


ইউএসএ আমার বারোটা বাজিয়ে দিল। ইউএসএর উপরে কত্তবড় বাজি ধরেছিলাম। ইউএসএ যদি জিতত তাহলে আমার পয়েন্ট হত ১২ Sad

১৭

মীর's picture


এহনো টীম লাইনেই আছে। দেহি আইজকা রাতে কি হয়। আমার টীমের আবার শেষ রাইতে ব্যরাম উঠে, লাফ দিয়া লাফ দিয়া নিচে নামে। তাই আগে থিকা কিছু কমু না।

১৮

রন্টি চৌধুরী's picture


এখন যদি জাপান ও ডুবায় তাহলে শেষ কম্পিটিশন। তা হলে বাদবাকীগুলো মোটামোটি ঠিকই আছে। সবচাইতে রিস্কি স্পেন আর ইংল্যান্ড হারলেও পয়েন্ট হারাবো মাত্র ৩।
আমেরিকার উপরে ৭ পয়েন্টের বাজী ধরা ঠিক হয় নি Sad

১৯

লীনা দিলরুবা's picture


Party Party Party Party Party Party Party Party Party

ইইইইইইইইইইইইই

২০

রাসেল আশরাফ's picture


আসলেই আপনার মাথায় মাল আছে।

সাধে তো আর দেশের পজিশনে নারী।অপজিশনে নারী।তাও আবার ২০ বছর ধরে।

২১

আপন_আধার's picture


লীনাপা'য়তো ফাস্টো গেলোগা Party

২২

রাসেল আশরাফ's picture


আইজ রাইতে তারে আর ধরা যাইবো না।কাইল দেখুম নে।। Crazy Crazy Crazy Crazy Crazy

২৩

আপন_আধার's picture


বাচলাম ........।
পয়েন্ট পেলাস তিন হইসে মনয়...... Laughing out loud......।

২৪

রাসেল আশরাফ's picture


শালা স্কুলে সারাজীবন রোল ছিল ৬।আর এখানে বাজী ধরে সিরিয়াল থাকতেছে সব সময় ৩য়।

২৫

জ্বিনের বাদশা's picture


হা হা হা

২৬

নড়বড়ে's picture


আপ্নের ওই পোস্টে একটা দল নামাইছিলাম, এক্টু দেইখেন ...

২৭

লীনা দিলরুবা's picture


হাহাহাহাহাহা, আগেরবার স্পেন আমার বিজয় কাইড়া নিছে এবার ফাস্ট হবোই Crazy

২৮

নজরুল ইসলাম's picture


জার্মানি জিইতাও তো লাভ কিছু হইলো না Sad

২৯

টুটুল's picture


সব গুলো রাউন্ডে যে সবচাইতে বেশি বিজয়ী হবে
১. তারে এবির ফুটবল বিজীয় ঘোষনা করার দাবি জানাই।
২. ফাইনাল ম্যাচের আগে পোস্ট স্টিকি করা হোক
৩. সেইখানে বিজয়ীর বন্ধুর ছবির একটা স্কেচ রাখা হোক এবং ছবির স্কেচ করার দায়ীত্ব রুবেল শাহ কে দেয়ার অনুরোধ জানানো যেতে পারে।

মডুগো কাছে এইগুলা আমার অনুরোধ

আর কি কি করা যায়? আসেন মডুরে চাইপা ধরি Smile

৩০

জ্বিনের বাদশা's picture


স্কেচের প্রস্তাবনা অতি উত্তম

৩১

লীনা দিলরুবা's picture


মডুর (থুক্কু টুটুল ভাইর) প্রস্তাবনার সাথে সহমত;)
ফাইনালের পরে একটা পার্টির ব্যবস্থ্যা করা হোক Party Party Party Party
ধরেন একটা গালা নাইট (আমার বাসায় হৈতে পারে, যদি আমি বিজয়ী হই) Tongue
নয়তো একটা লম্বা ট্যুর উইথ খাওয়া-দাওয়া
নয়তো হুদাই এরকটা ফুচকা পার্টি

৩২

জ্বিনের বাদশা's picture


কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা রাইখেন Wink

৩৩

লীনা দিলরুবা's picture


কী পাঠামু? আমাদের আড্ডার ছবি Wink ?
কুরিয়ার করার কী দরকার হাতের কাছে ডিজিটাল তরিকা আছে, মেইল কইরা দিমুনে Smile

৩৪

নজরুল ইসলাম's picture


তাইলে কী হইতেছে?

১। জুলাইয়ের ১১ তারিখ রাতে একই সঙ্গে বিশ্বকাপ জিতবে কোনো একটা দল, আর এবির কাপ জিতবে কোনো এক বন্ধু
২। একটা স্টিকি পোস্ট থাকবে, যেখানে দুই কাপ বিজয়ীকে অভিনন্দন জানানো হবে। বিশ্বকাপ বিজয়ীর ছবি তো থাকবেই, আর এবিকাপ বিজয়ীর একটা ক্যারিকেচার আঁকবে রুবেল শাহ [শাহ সাহেব গেলো কই?]
৩। আর ফাইনালের পর একটা গালা নাইট পার্টি হবে। লীনা আপারে চেয়ারম্যান ঘোষণা দিয়া এক্ষুণি গালা নাইট আহ্বায়ক কমিটি বানানো হোক।

৩৫

তানবীরা's picture


বেচারা আমাদের বাদশাহ কি খাটুনিটাই যাচ্ছে তার, সব একা হাতে ম্যানেজ করতে। Tongue

আবারো জানলাম জীবনে

যখন কোন কাজ নাই
বেশি বেশি ফুটবল ভাজো তাই Big smile

৩৬

জ্বিনের বাদশা's picture


ঘরের বস আর অফিসের বসকে যে কত চাপা মেরে ম্যানেজ করতে হচ্ছে! Sad
এর চেয়ে রেগুলার কাজই সোজা;)

৩৭

নজরুল ইসলাম's picture


যে জিততেছে তার পয়েন্টের লগে গোল ব্যাবধান যুক্ত হইতেছে পয়েন্টে। কিন্তু যে হারতেছে তার বেলায় নাই। এইটা ঠিক না। নাইলে ব্যালান্স থাকতেছে না।

৩৮

জ্বিনের বাদশা's picture


হারু পাট্টিগোরে একটু কষ্ট কম দিলাম আর কি! Wink

৩৯

নাহীদ Hossain's picture


হা হা হা ... আমিও আইতাছি। এইবার হাড্ডাহাড্ডি লড়াই।
Party Crown Grade Crazy Crazy

জ্বিনের বাদশা ভাই তো ফাটাফাটি একটা কাজ করতেছেন। আপনারে জ্বিন, পরী সকলের বাদশা বানাইলাম    Wink

৪০

রাসেল আশরাফ's picture


কথা ছিলো ৮ নাম্বার দলের গোল ব্যবধান এর ডাবল পয়েন্ট যোগ হবে।সেটা কই?????????

আর শালার ৩ এর কুফা যে কবে ছাড়বে এক আল্লাহ জানে!!!!!!!!

তয় আজ একটা সুযোগ আছে।!!!!!!!!! Glasses Glasses Glasses Glasses

৪১

জ্বিনের বাদশা's picture


তাইতো!
থ্যাংক্যু থ্যাংক্যু ... বাফড়ার পয়েন্টও কাটতাছি

৪২

রাসেল আশরাফ's picture


বাফড়ার ১ পয়েন্ট বেশি দেয়া হইছে। আবার হিসাব করেন জীন ভাই। Wink Wink Wink Wink Wink

৪৩

জ্বিনের বাদশা's picture


রাসেল আশরাফকে ধন্যবাদ ... কিছু ভুল হইছিলো গণনায় ... ঠিক করে দিলাম

৪৪

সাহাদাত উদরাজী's picture


'[আখাউড়া এক্সপ্রেস]*' (৩ পয়েন্ট) প্লেস - ২২ তম!
নিচের দিকে প্রথম! আমি খুব আনন্দিত!

তবে কিছু না বললে নয়। আমি আসলে কোন খেলা দেখতে পারছি না।
আমার অফিস টাইম সকাল ১১ টা থেকে রাত ৯ টা - এ সময়ের ভিতরের কোন খেলা দেখি নাই।
বাসায় যেতে যেতে রাত ১০টা। খেয়ে দেয়ে টিভির সামনে যাই ১১ টা। আর এ সময় চলে লেডসেডিং, বিদ্যুত নাই, কখন আসে তার ঠিক থাকে না, আমিও জেগে থাকতে পারি না - সকালে ছেলে নিয়ে ৭ টায় স্কুলে যেতে হবে, আমাকে উঠতে হবে সকাল ৬টায়!

এ তে জীবন!!!!!
আমি শেষে থাকবো না তো কে থাকবে!!!!!!!!

৪৫

মেহরাব শাহরিয়ার's picture


ওহহো , নিয়ম কানুন পড়ার সময় পাইনি পুরোটা, ডিরেক্ট টিম দিয়েছি ।

নিয়ম জানা থাকলে আমার সিরিয়ালে হালকা চেইনজ আসত Sad । জিতার আশা নাই আর Sad

৪৬

সাহাদাত উদরাজী's picture


আমিও নিয়ম পড়ি নাই! অংশ গ্রহন বড় কথা এবং চাঞ্চ মারছিলাম! পড়া শুনা না করলে যে পাশ করা যায় না তা বুইড়্যাকালেও বুঝবার পারি নাই!

৪৭

জ্যোতি's picture


কি যে মিস করতেছি!আমার সাপোর্টের সবাই তো জিতলো। কিন্তু এইখানে আমি নাই কেনু?এডমিন এ কাজ করে মাইনসে? ৩ মাসের রিপোর্ট বানাইয়া জমা দিতে হবে! কান্দন আসে। সবাই কত্ত মজা করতাছে! জ্বিনদার পোষ্টের আপডেট মিস করতাছি না অবশ্য।

৪৮

রাসেল আশরাফ's picture


তাইতো কই অফিসে বইসা ফেসবুক,ব্লগ,ম্যাসেঞ্জার ব্যবহার করে কেমনে?এটা একমাত্র এডমিনে কাজ করলেই সম্ভব!!!! Wink Wink

৪৯

জ্যোতি's picture


এই আপনের মত কয়েকজন বদলুক কুনজর দিনে দেখেই কয়দিন ধরে কাজ করতে করতে জীবন তেজপাতা।

৫০

রাসেল আশরাফ's picture


Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy

৫১

মীর's picture


এইবার আট নম্বরে কট না খাইলেই হয়।

তবে উন্নতির স্লথগতির রহস্য এখনো ভেদ করতে পারলাম না। আবার অবনতি হইলে এক লাফে নেমে যাই। ধুরো।

যাউক্গা, জ্বিন ভায়া অসংখ্য অসংখ্য ধইন্যবাদ।

৫২

নড়বড়ে's picture


সামনে জটিল জমবে! মজা পাইতেছি! Smile

জ্বীনভাই অনেক ধন্যবাদ আমার টিমরে নেয়ার জন্য, তয় ২ নাম্বার কাইট্যা নেয়ায় পিছায় পড়লাম Tongue

৫৩

আপন_আধার's picture


আরও আস্টো (৮) পয়েন্ট পাইয়ালাইসি Laughing out loud
আশা করতাছি আজকা রাইতে ৬ পয়েন্ট মাইনাস হইতে পারে Tongue

৫৪

রন's picture


হ! আমিও আমার ৭ পয়েন্ট মাইনাস করতে রাজী আছি!

৫৫

জ্বিনের বাদশা's picture


আপডেটাইলাম

কাউয়া ক্লাবের মালিক মিস্টার বৃত্তবন্দী, আপনি পর্তুগাল-স্পেনের মধ্যে একটিকে রেখে অন্যটির জায়গায় জাপান-প্যারাগুয়ের মধ্যে একটি দলকে বাছাই করুন। তা নাহলে এদের যে হারবে তার জন্য গোল-ব্যবধানও মাইনাস করা হবে ;)।

৫৬

রাসেল আশরাফ's picture


চিন্তায় আছি। Thinking Thinking Thinking Thinking Thinking আজ কি যে করে স্পেন আর প্যারাগুয়ে????????পোলাপাইনগুলা এত কষ্ট করতেছে কিন্তু ফল পাইতেছে না।আরেকটা ব্যাপার আমার দলের নাম ছিলো পদ্মাপাড়ের আমবাগান ক্রীড়া চক্র।পুরা নামটা লিখার অনুরোধ করছি কারন রাজশাহীবাসী এটাকে আবারো এই সরকারের অবহেলার নিদর্শন হিসাবে দেখছে। Glasses Glasses Glasses Glasses Glasses Glasses

৫৭

লীনা দিলরুবা's picture


পিছায়া পড়ছি তো কী হৈছে? আইজকা রাইতেই ফয়সালা হবে বিজয়ের Crazy

৫৮

রায়েহাত শুভ's picture


জ্বিন ভাই, পর্তুগালের যায়গাতে একটু কষ্ট করে প্যারাগুয়ে দেন।
আমি মিস্টেক কৈরা ভুল কৈরালছিলাম...

৫৯

জ্বিনের বাদশা's picture


থ্যাংক্যু ... আপনার মিস্টেক করা ভুল ঠিক করা হইলো Wink

৬০

রন's picture


এক ধাক্কায় এক নাম্বার থেকে ১০ নাম্বার Sad এইখানে যে এম্নে ধাক্কা ধাক্কি করে খেলা লাগবে বুঝতারি না Stare ফাস্ট হয়ার আর চান্স নাই Sad( পরিসংখ্যান বলে প্রথম তিনজনের একজন-এ ফাস্ট হবে Sad(

আর জ্বিন ভাইরে অনেক ধন্যবাদ, ফিফার নিজেরো তো এত কষ্ট করা লাগে নাই এই বিশ্বকাপ আয়োজন করতে!

৬১

জ্বিনের বাদশা's picture


হ, ভাবতেছি এবিফা নামে নতুন একটা এ্যাসোসিয়েশন খুলমু Wink

৬২

রাসেল আশরাফ's picture


Party Party Party হিপ হিপ হুররে!!!!!!!!!!

এবার স্পেন জিতলেই আমার দল চ্যাম্পিয়ন।

৬৩

আপন_আধার's picture


রাসেল আশরাফ ভাই ... মনে হয় আপনে না Laughing out loud
স্পেন জিতলে কাউয়া কেলাব চ্যাম্পিয়ন হইবো, ..... ভালা কইরা খিয়াল করেন ....

৬৪

রাসেল আশরাফ's picture


কাওয়া ক্লাব আইজ আইসা নাম বদলাইছে।এটা মানি না মানবো না। Crazy Crazy Crazy Crazy Crazy Crazy

৬৫

আপন_আধার's picture


এইটা অবশ্য ঠিক কইছেন .... আমিও মানতে পারতাছিনা Tongue

৬৬

রাসেল আশরাফ's picture


কাওয়া ক্লাব কারচুপির আশ্রয় নিছে!!!!!!!!হেরা আজ আইসে নাম চেঞ্জ করছে।এর বিরুদ্ধে জনগন রে নিয়া আন্দোলন গড়ে তোলা হবে। Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy

৬৭

রায়েহাত শুভ's picture


হ কাওয়া কেলাব কার্চুপি কর্ছে। আন্দুলুন আন্দুলুন।

কাওয়া কেলাবের কালো পাক্না, জালায়া দাউ, পুরায়া দাউ...
জাহালু জাহালু, আহাগুন জাহালু...
কালা কাওয়ার পাক্নাতে আগুন জালু একসাতে...

৬৮

ভাঙ্গা পেন্সিল's picture


প্রথম তিনজনেরই ফেভারিট আর্জেন্টিনা Cool

৬৯

নাহীদ Hossain's picture


জাপান, পর্তূগাল আমারে ডুবাইলো রে ............... Frown

৭০

রন's picture


জাপান, পর্তূগাল আমারে ডুবাইলো রে ............... At Wits End Angry

৭১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


fsdfসমান fsdfসমান পয়েন্টে ভিন্ন ভিন্ন স্হান না দিয়ে ediddddfsdfsdfdsfযৌথস্হান দিলে ভাল হয়

~

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.