ইউজার লগইন

এবি ফ্যান্টাসী কাপ আপডেট: শীর্ষে এখনও আখাউড়া এক্সপ্রেস

এবি ফ্যান্টাসী কাপের আরেকদফা আপডেট হলো, ব্রাজিল-আর্জেন্টিনা শকে মোটামুটি সবাই পিছিয়ে পড়লেও সমানের লাইনে দাঁড়ানো কয়েকজনের মধ্যে জমে উঠতে পারে জমজমাট লড়াই। সবকিছু নির্ভর করবে আজকের সেমিফাইনালের ওপর।
আপাততঃ সাহাদাত ভাইয়ের দল আখাউড়া এক্সপ্রেস একই গতিতে ছুটে চলেছে সবাইকে পেছনে ফেলে, মাহবুব সুমন ভাইয়ের দল "আমার দল" কিছুটা পিছিয়ে পড়েছে। প্রথমদিন শীর্ষে থাকা রন্টি আনলিমিটেড আবার খানিকটা উপরে উঠে এসেছে। তবে এ্যাগেইনস্ট অল অডস দলটি একটানে তিন এ চলে এসেছে। দেখা যাক, খেলা শেষমেষ কোথায় গিয়ে দাঁড়ায়?

পুরোদমে চলবে ফ্যান্টাসী কাপ।চোখ রাখুন, স্টে টিউনড!

বিস্তারিত এখানে:

১। সাহাদাত উদরাজী ভাইর দল: '[আখাউড়া এক্সপ্রেস]*' (২৪ পয়েন্ট)
উরুগুয়ে (১) [১+০]
নেদারল্যান্ডস (১) [১+১], ২*[১+১]
জামানী (৭) [৭+২*৪]
স্পেন (১) [১+১]

২। মাহবুব সুমন ভাইর দল: আমার দল (১২পয়েন্ট)
উরুগুয়ে-১ [১+০]
স্পেন-২[২+১]
ব্রাজিল-৩ [-৩ - ১]
জার্মানী-৪[৪+২*৪]

৩। আসিফের দল: এগেইনস্ট অল অডস (৯ পয়েন্ট)
স্পেন (৩) ওয়াইল্ড কার্ড[৩+২*১]
নেদারল্যান্ড (৩) [৩+১], ২*[৩+১]
আর্জেন্টিনা (৩)[-৩-৪]
ঘানা (১) [-১-০]

৪। বৃত্তবন্দীর দল: গোল্লাবন্দী কাউয়া কেলাব (৮পয়েন্ট)
ব্রাজিল (৩) ওয়াইল্ড [-৩-১]
স্পেন (৩)[৩+১]
জার্মানী (২)[২+৪]
উরুগুয়ে (২) [২+০]

৫। মীর ভাইয়ের দল:এবি রাইডার্স (৭পয়েন্ট)
ঘানা (১) [-১-০]
জার্মানী (২)[২+৪]
ব্রাজিল (৩) [-৩-১]
স্পেন (৪)[৪+২*১]

৬। দূরের পাখির দল:পক্ষী ইনক. (৬পয়েন্ট)
ব্রাজিল ৪ [-৪ -১]
জার্মানি ৪ [৪+৪]
স্পেন ১ [১+১]
উরুগুয়ে ১ [১ + ০]
*ওয়াইল্ড কার্ড নাই!

৭। রন্টি চৌধুরীর দল: রন্টি আনলিমিটেড (২ পয়েন্ট)
আর্জেন্টিনা ৬ [-৬ - ৪]
নেদারল্যান্ড ২ [২ +১] , ২*[২+১]
স্পেন ১ [১+১]
উরুগুয়ে ১ [১+০]

৮। স্বপ্নের ফেরীওয়ালার দল: স্বপ্নের জাম্বুরা ( ০পয়েন্ট)
ব্রাজিল ৭ [-৭ - ১]
স্পেন ১[১+১]
জার্মানী ১[১+৪]
উরুগুয়ে ১ [১ + ০]

৮। বাফড়ার দল: ইন্ডি-বাফড়া কল্যাণ পরিষদ (০পয়েন্ট)
ব্রাঝিল - ৭ ( ওয়া-কা) [-৭-১]
স্পেইন - ১[১+১]
জার্মানি - ১[১+৪]
য়্যুরুগুয়ে - ১ [১+০]

১০। রনের দল: রনস্কিট (-২ পয়েন্ট)
আর্জেন্টিনা (৭) [-৭-৪]
উরুগুয়ে (১) [১+০]
স্পেন (১) [১+১]
নেদারল্যান্ডস (১) [১+১], ২*[১+১]

১০। নড়বড়ের দল: ন্যাড়াদলঃ (-২ পয়েন্ট)
আর্জেন্টিনা (৭) [-৭-৪]
নেদারল্যান্ডস (১) [১+১], ২*[১+১]
স্পেন (১)[১+১]
উরুগুয়ে (১) [১+০]

১২। শাওন৩৫০৪এর দল: বিলাই স্পোর্টিং (-৩ পয়েন্ট)
স্পেইন(৪) [৪+২*১]
ব্রাজিল(২) [-২-১]
উরুগুয়ে(১) [১+০]
আর্জেন্টিনা(৩)[-৩-৪]

১৩। মাসুম ভাইয়ের দল:মাসুম বাহিনী (-৮পয়েন্ট)
উরুগুয়ে-১ [১+০]
স্পেন-২[২+১]
ব্রাজিল-৩ [-৩-১]
আর্জেন্টিনা-৪[-৪-৪]

১৩। মামুন ভাইয়ের দল: মামুর্দল (-৮পয়েন্ট)
উরুগুয়ে-১ [১+০]
স্পেন-২[২+১]
ব্রাজিল-৩ [-৩-১]
আর্জেন্টিনা-৪[-৪-৪]

১৫। ভাঙ্গা পেন্সিলের দল: ভ্যাঙ্গা বয়জ (-৮পয়েন্ট)
স্পেইন(১) [১+১]
ব্রাজিল(৩) [-৩ -১]
উরুগুয়ে(২) [২+০]
আর্জেন্টিনা(৪) [-৪-৪]

১৬। রাসেল আশরাফের দল: লালন ফকিরের চর্তুভূজ (-৯পয়েন্ট)
১।ব্রাজিল (৬) [-৬-১]
২।আর্জেন্টিনা(২) [-২-৪]
৩।উরুগুয়ে(১) [১+০]
৪।স্পেন(২)[২+১]

১৭। লীনাদির দল: বুম বুম লীনা টিম (-১০পয়েন্ট)
১) ব্রাজিল (৭) [-৭-১]
২) স্পেন (১) [১+১]
৩) আর্জেন্টিনা (১) [-১-৪]
৪) উরুগুয়ে (১) [১+০]

১৭। নজরুল ভাইয়ের দল: দ্য গ্রেট নজুর্দল (-১০পয়েন্ট)
ব্রাজিল ৭ [-৭ - ১]
আর্জেন্টিনা ১ [-১-৪]
স্পেন ১[১+১]
উরুগুয়ে ১ [১+০]

১৭। টুটুল ভাইর দল: পর্তু স্পোর্টিং (-১০পয়েন্ট)
ব্রাজিল ৭ [-৭-১]
আর্জেন্টিনা ১ [-১-৪]
স্পেন ১[১+১]
উরুগুয়ে ১ [১ + ০]

২০। আপন আধারের দল : আপন আধার (-১০পয়েন্ট)
আর্জেন্টিনা (৬) [-৬-৪]
ব্রাজিল (২) [-২ -১]
স্পেন (১)[১+১]
উরুগুয়ে (১) [১+০]

২১। জ্বিনের বাদশার দল: জ্বিনের গলি স্পোর্টিং ক্লাব (-১৪পয়েন্ট)
ব্রাজিল (৫) [-৫ -১]
আর্জেন্টিনা (৩) [-৩-৪]
উরুগুয়ে (১) [১+০]
প্যারাগুয়ে (১)[-১-১]

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

দুরের পাখি's picture


আমি আসলে ওয়াইল্ড কার্ডের ব্যাপারটা বুঝি নাই । আমি ভাবছিলাম, যে দলের পক্ষে পয়েন্ট সবচে বেশি দিবো সেইটাই ওয়াইল্ড কার্ড বলে বিবেচিত হবে । আমি যেহেতু দুইটা দলের জন্যই চার চার করে পয়েন্ট রাখছিলাম এইজন্য ভাবছিলাম ওয়াইল্ড কার্ডতো হচ্ছে না ।

জ্বিনের বাদশা's picture


নিয়ম পড়েননাই, ধরা খাইছেন Wink
নিয়মে লেখা ছিলো একাধিক দলের জন্য সর্বোচ্চ স্কোর দিলে ওয়াইল্ড কার্ড ঘোষনা করতে হবে, স্যাম্পলেও দেখানো হইছে।

রন's picture


[আখাউড়া এক্সপ্রেস] রে আর ধরাই যাবেনা Sad যেই স্পিড Tongue

জ্বিনের বাদশা's picture


জার্মানী ধরা খাইলে এক্সপ্রেসের তেল ফুরাইয়া যাবে Wink

সাহাদাত উদরাজী's picture


জ্বিনের বাদশা ভাই, আজ জার্মানী জিতবে। আমি নিশ্চিত!

সাহাদাত উদরাজী's picture


জ্বিনের বাদশা ভাই, মাপ কইরা দেন!

সাহাদাত উদরাজী's picture


ডিয়ার রন, স্পেন নিয়া আর্জেন্টাইন পোলাপাইন কি করে বাজী ধরে! স্পেন তো ভাগ্য গুনে প্যারাগুয়ে পার হয়া এসেছে। আসলে আর্জেন্টাইন পোলাপাইন গুলা জার্মানীরে সইতে পারছে না!

সত্য বলা ভাল।

সাহাদাত উদরাজী's picture


ডিয়ার রন, আর্জেন্টাইন পোলাপাইন গুলা জার্মানীরে খাইছে!

ভাঙ্গা পেন্সিল's picture


আখাউড়ার কাছেও মনে হয় একটা অক্টোপাস ছিল Tongue

১০

সাহাদাত উদরাজী's picture


ভাঙ্গা ভাই, আজ অক্টোপাসের কথা মিথ্যা হবে। জার্মানী জিতবে। স্পেনের খেলা ভাল নয়।

১১

সাহাদাত উদরাজী's picture


অক্টোপাসের কথা সত্য হইল!

১২

টুটুল's picture


আশা করছি উদরাজী ভাই জিতলে ল্যাব এইডের ক্যান্টিনে একটা বিশাল পার্টি দিবে Smile

১৩

সাহাদাত উদরাজী's picture


দুলাভাই, ল্যাব এইডের ক্যান্টিনে কেন? শুনেছি আমাদের মেজবাহ নাকি ল্যাব এইডে চাকুরী করে!

১৪

রাসেল আশরাফ's picture


Wink Wink Wink

১৫

রাসেল আশরাফ's picture


আগে প্লাসে ৩য় ছিলাম এখন মাইনাসে ৩য়।ভাবতেই ভাল লাগতেছে।

১৬

মীর's picture


আমি তো আজকেই বিরাট ধরা খাবো। কারণ আমার দুইটা দলের মধ্যে যেকোন একটা আজকে বাদ পড়বে। একদিকে পয়েন্ট যোগ হবে আরেকদিকে বিয়োগ। আবার বাকি যে দুইটা দল (ব্রাজিল ও ঘানা) রাখছি সেগুলো তো আউটই হয়ে গেছে। এর মানে, বিশ্বকাপে এখন যাই ঘটুক না কেন আমার অবনমন সুনিশ্চিত!!!

১৭

মীর's picture


আমার সমস্যার সন্তোষজনক সমাধান চাই। নাইলে কইলাম জ্বি-ফিপা'র বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গসহযোগে আন্দোলনের ডাক দিমু। আল্টিমেটাম আইজকার খেলা শুরুর আগ পর্যন্ত। Crazy

১৮

আসিফ (অতিথি)'s picture


জ্বিনের বাদশা ভাই আপনি আখাউড়া এক্সপ্রেসকে চ্যাম্পিয়ন ঘোষণা দিয়ে দেন। উনাকে ধরা সম্ভব না কারো পক্ষে!!!
সেমিফাইনাল বা ফাইনালে কোনো পয়েন্ট মাইনাস হবে না এই নিয়মটা খেয়াল করি নাই! Sad Sad

১৯

তানবীরা's picture


যারা অরেঞ্জের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষন করেন তাদের সাথে আমরা কিছুই খেলবো না >)

২০

সাহাদাত উদরাজী's picture


বোন তানবীরা, ফাইনালে জার্মানী যাবে।
দেখা হবে.।।
সব সাদা করে দিবে!

২১

ভাঙ্গা পেন্সিল's picture


যেম্নেই হোক, স্পেন উঠুক আর জার্মানি উঠুক...কমলাবানুরা যেন জিততে না পারে Wink

২২

সাহাদাত উদরাজী's picture


বোন তানবীরা, কাপ এবার আপনাদেরই! আমার কথা গুলা মনে নিয়েন না।

২৩

তানবীরা's picture


অবশ্যই মনে নিলাম এবং কোনদিন ভুলবো না Puzzled

ভাঙ্গা পুলাডা এতো শয়তান জানা ছিলো না Crazy

২৪

শাওন৩৫০৪'s picture


ফাইনাল তাইলে লাল আর কমলা? গুড!!

২৫

রন's picture


[আখাউড়া এক্সপ্রেস]
লাইন চ্যুত হইসে
গিয়া পরসে খালে
ব্যাপক মজা লাগতাসে
কারণ সব্বাই ধরা খাইতাসে।

২৬

সাঈদ's picture


একটা ভবিষ্যৎ বানী করি - এবার ফিফা বিশ্বকাপ পাবে হ্ল্যান্ড অথবা স্পেন। Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.