বলেন কি করি!
ব্লগে আমি নতুন। এটা নিয়ে তাই আমার ব্যাপক উত্তেজনা। ভাবছি টুকটাক করে লিখতে থাকবো..কিন্তু সেটার একটা নাম তো দেয়া চাই..! টুকটাক লেখার নাম। গল্প বা অন্য কিছু নয়। কিন্তু ঝামেলা হলো, এই অধমের মাথায় কোন নামই বজ্রপাতের মতো গর্জন করছে না। ওদিকে হাতও নিশপিশ করছে..নজরুল ভাই-এর সাগরেদ বলে কথা..এতো মানুষের সাথে মিশি..কতো ঘটনাই তো জমা হয়..কিছু কিছু শেয়ার করতে পারলে মন্দ হতোনা..আপনারাই উপায় বলে দেন..
প্রথমে নাম মাথায় এলো লাড্ডু। বলা বাহুল্য, লাড্ডু আমার পছন্দের খাদ্যদ্রব্য। সেক্ষেত্রে লাড্ডু নামে যদি রোজ নামচাগুলো লেখা যায় তাহলে খারাপ হয়না। "সন্দেশ'-এর সাথে এক পাতে চালিয়ে দেয়া যেতেই পারে..
..হে হে..
এরপর মাথায় এলো, যে নাম, সেটি বড়ই কিরিটিভ (ক্রিয়েটিভ)..আজগুবি+হাবিজাবি= হাবিগুবি অথবা গুবিহাবি। এই নামে নিজেই ভেটো দিলাম। কারণ এসময়ের একটি শ্রোতাপ্রিয় হিন্দী গানের "জুবিজুবি'র সাথে আমার "হাবাগুবি' গুলিয়ে যেতে পারে..
এরপর মাথায় নাম এলো, যেহেতু এই লেখা গুলি চটপট হয়ে যাবে এর নাম দেয়া যেতে পারে,`চটপটি'..আবার সেই খাবারেই ফিলে এলাম..কি আর করা! খেতে পছন্দ করি যে..
মুশকিল হলো, কোন নামই যুৎসই হচ্ছেনা..আচ্ছা "নস্যি" হতে পারে!
আমরা বন্ধুর বন্ধুরা, সাহায্য করেন, আমার পেট ভরতি কথা গুঢ়গুঢ় করছে..বলতে চাই..তার আগে নাম চাই..
..........





কৈতাম চাই, এইযে শুনেন.....
এই জাতীয় কিছু কি আপনি ভাবছেন ?
দেখা যাক, বিজ্ঞজনেরা কী বলেন !
১। এলোমেলো / এলোমেলো ভাবনারা / এলোমেলো কথামালা
২। ভাবনার বলাকারা...
৩। ব্লগব্লগানী
৪। পেটের কথা ব্লগে
৫। ব্লগরব্লগর
৬। বাকবাকুম / ব্লগ-বাকুম
৭। ইত্যাদি
৮। যাপিত জীবন (ব্যবহৃত হয়েছে মনে হয়)
৯। আবজাব/ হাবিজাবি (কপিরাইটেড, নিজ দায়িত্বে)
শিরোনাম নিয়ে বেশি চিন্তা না করে যা লেখার লিখে ফেলুন। তারপর দেখবেন লেখার ভেতর থেকেই শিরোনাম পেয়ে যাবেন। সো.. হ্যাপি ব্লগিং।
ভোট ভোটো ভোটোং
খাইছে, নাম কি নিবেন?
রুম্পানামা রাখতে পারেন। এইটাই এখন এই ব্লগে লেটেস্ট।
হ ।
উদারাজী'র কপিরাইটেড। "নামা" "পাঙ্গাশ" "লাফালাফি ঝাপাঝাপি" এই সবই কপিরাইটেড। খিয়াল কইরা।
৪। পেটের কথা ব্লগে
নাম আগে পেলে লিখা সহজ হয়। শুরু করুন, শেষ হবেই।
মুঝে কুছ ক্যাহনা হ্যায়
অপসংস্কৃতি
রূপকথার ঝুলি
লাডডু কিনবা রুপকথার ঝুলি।
ঘরের কথা পরে জানল কেমনে?
সিদ্ধান্ত কি হৈল শেষ পর্যন্ত?
রুম্পার কথামালা/ যেমন ইচ্ছে লেখি/ঝরা পাতায় লেখে দিলাম মনের কথাগুলো/...নাম নিয়া আমিও বহুত সমস্যায় থাকি গো বোনডি । তাই একজন ভুক্তভোগী হিসেবে আপনার সমস্যার আশু সমাধান কামনা করছি:)
শুভেচ্ছা নিরন্তর ।
হে হে..যারা জানেন তাদের জন্য এবং যারা জানেন না তাদের জন্যও, নজরুল ভাই, নুপুর আর আমি, আমরা মোটামুটি একই ঘরের..রূপকথা নামটিও ঐভাবেই আসা..এই নামে আমি বেশ লিখেছি এক সময়..আশা করি আজকের মাঝে একটা নাম ঠিক করে ঝাঁপিয়ে পরবো ইনশাল্লাহ্..সবাইকে ধন্যবাদ..
ভাব্বার ব্যপার
কোনও গানের নামে নাম দাও আপু্নি!
সিরিজের নাম সতন্ত্রই হতে হবে এমন কথা নেই।
দিনলিপিও খারাপ না
তারপর?!!!
মন্তব্য করুন