ইউজার লগইন

বলেন কি করি!

ব্লগে আমি নতুন। এটা নিয়ে তাই আমার ব্যাপক উত্তেজনা। ভাবছি টুকটাক করে লিখতে থাকবো..কিন্তু সেটার একটা নাম তো দেয়া চাই..! টুকটাক লেখার নাম। গল্প বা অন্য কিছু নয়। কিন্তু ঝামেলা হলো, এই অধমের মাথায় কোন নামই বজ্রপাতের মতো গর্জন করছে না। ওদিকে হাতও নিশপিশ করছে..নজরুল ভাই-এর সাগরেদ বলে কথা..এতো মানুষের সাথে মিশি..কতো ঘটনাই তো জমা হয়..কিছু কিছু শেয়ার করতে পারলে মন্দ হতোনা..আপনারাই উপায় বলে দেন..

প্রথমে নাম মাথায় এলো লাড্ডু। বলা বাহুল্য, লাড্ডু আমার পছন্দের খাদ্যদ্রব্য। সেক্ষেত্রে লাড্ডু নামে যদি রোজ নামচাগুলো লেখা যায় তাহলে খারাপ হয়না। "সন্দেশ'-এর সাথে এক পাতে চালিয়ে দেয়া যেতেই পারে..Wink..হে হে..Smile

এরপর মাথায় এলো, যে নাম, সেটি বড়ই কিরিটিভ (ক্রিয়েটিভ)..আজগুবি+হাবিজাবি= হাবিগুবি অথবা গুবিহাবি। এই নামে নিজেই ভেটো দিলাম। কারণ এসময়ের একটি শ্রোতাপ্রিয় হিন্দী গানের "জুবিজুবি'র সাথে আমার "হাবাগুবি' গুলিয়ে যেতে পারে..

এরপর মাথায় নাম এলো, যেহেতু এই লেখা গুলি চটপট হয়ে যাবে এর নাম দেয়া যেতে পারে,`চটপটি'..আবার সেই খাবারেই ফিলে এলাম..কি আর করা! খেতে পছন্দ করি যে..

মুশকিল হলো, কোন নামই যুৎসই হচ্ছেনা..আচ্ছা "নস্যি" হতে পারে!

আমরা বন্ধুর বন্ধুরা, সাহায্য করেন, আমার পেট ভরতি কথা গুঢ়গুঢ় করছে..বলতে চাই..তার আগে নাম চাই..
..........

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


কৈতাম চাই, এইযে শুনেন.....

এই জাতীয় কিছু কি আপনি ভাবছেন ?
দেখা যাক, বিজ্ঞজনেরা কী বলেন !

বকলম's picture


১। এলোমেলো / এলোমেলো ভাবনারা / এলোমেলো কথামালা
২। ভাবনার বলাকারা...
৩। ব্লগব্লগানী
৪। পেটের কথা ব্লগে
৫। ব্লগরব্লগর
৬। বাকবাকুম / ব্লগ-বাকুম
৭। ইত্যাদি
৮। যাপিত জীবন (ব্যবহৃত হয়েছে মনে হয়)
৯। আবজাব/ হাবিজাবি (কপিরাইটেড, নিজ দায়িত্বে)

শিরোনাম নিয়ে বেশি চিন্তা না করে যা লেখার লিখে ফেলুন। তারপর দেখবেন লেখার ভেতর থেকেই শিরোনাম পেয়ে যাবেন। সো.. হ্যাপি ব্লগিং।

তানবীরা's picture


ভোট ভোটো ভোটোং

শাওন৩৫০৪'s picture


খাইছে, নাম কি নিবেন?

শওকত মাসুম's picture


রুম্পানামা রাখতে পারেন। এইটাই এখন এই ব্লগে লেটেস্ট। Innocent

নুরুজ্জামান মানিক's picture


হ ।

বকলম's picture


উদারাজী'র কপিরাইটেড। "নামা" "পাঙ্গাশ" "লাফালাফি ঝাপাঝাপি" এই সবই কপিরাইটেড। খিয়াল কইরা।

জ্যোতি's picture


৪। পেটের কথা ব্লগে

বকলম's picture


Wink

১০

সাহাদাত উদরাজী's picture


নাম আগে পেলে লিখা সহজ হয়। শুরু করুন, শেষ হবেই।

১১

মানুষ's picture


মুঝে কুছ ক্যাহনা হ্যায়

১২

কাঁকন's picture


অপসংস্কৃতি Wink

১৩

নজরুল ইসলাম's picture


রূপকথার ঝুলি

১৪

পুতুল's picture


লাডডু কিনবা রুপকথার ঝুলি।

১৫

নড়বড়ে's picture


ঘরের কথা পরে জানল কেমনে? Smile

১৬

টুটুল's picture


সিদ্ধান্ত কি হৈল শেষ পর্যন্ত?

১৭

বাতিঘর's picture


রুম্পার কথামালা/ যেমন ইচ্ছে লেখি/ঝরা পাতায় লেখে দিলাম মনের কথাগুলো/...নাম নিয়া আমিও বহুত সমস্যায় থাকি গো বোনডি । তাই একজন ভুক্তভোগী হিসেবে আপনার সমস্যার আশু সমাধান কামনা করছি:)Smile শুভেচ্ছা নিরন্তর ।

১৮

রুম্পা's picture


হে হে..যারা জানেন তাদের জন্য এবং যারা জানেন না তাদের জন্যও, নজরুল ভাই, নুপুর আর আমি, আমরা মোটামুটি একই ঘরের..রূপকথা নামটিও ঐভাবেই আসা..এই নামে আমি বেশ লিখেছি এক সময়..আশা করি আজকের মাঝে একটা নাম ঠিক করে ঝাঁপিয়ে পরবো ইনশাল্লাহ্..সবাইকে ধন্যবাদ..

১৯

মাহবুব সুমন's picture


ভাব্বার ব্যপার

২০

দুষ্ট বালিকা's picture


কোনও গানের নামে নাম দাও আপু্নি! Smile

২১

সোহেল কাজী's picture


সিরিজের নাম সতন্ত্রই হতে হবে এমন কথা নেই।
দিনলিপিও খারাপ না Smile

২২

বোহেমিয়ান's picture


তারপর?!!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রুম্পা's picture

নিজের সম্পর্কে

আমি তো ভালো মানুষ। বেড়াতে, বই পড়তে আর ঘুমাতে পছন্দ করি। আর অন্তত তিন মাস পর পর একদিন একদম একা থাকতে পছন্দ করি।