আন্দোলন চলবেই, জয় আসবেই
রাজাকারের দোসররা আরেকটি কূটনৈতিক চালে সফল হবার পথে। রাজাকারের ফাঁসীর দাবী চাওয়া আন্দোলনে তারা প্রথমেই এমন একজনকে শিকার করেছে যিনি নাস্তিক।এবং নানান ধরনের লেখা তার অনলাইনে আছে। সত্যি যেটা, নিহতের লেখা আমি নিজেও পুরোটা পড়তে পারিনি।পড়ার দরকারও মনে করছি না। কারণ তিনি ব্লগ লেখার জন্য খুন হননি। হলে সেটা বহু আগেই হতেন। তিনি খুন হয়েছেন শাহবাগের আন্দোলনের সাথে জড়িত থাকার জন্য।
মাথা ঠাণ্ডা করে বিষয়টি অনুধাবন করা জরুরি। এতোদিন ধরে যারা শাহবাগের আন্দোলনের সাথে জড়িত তাদের কারো আন্দোলন ধর্মের বিরুদ্ধে নয়। রাজাকারের বিরুদ্ধে। এবং রাজাকারের কোন ধর্ম নেই। রাজাকার গোষ্ঠী এই খুনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ধর্মকে আন্দোলেনর মাঝে এনে আন্দোলনকে প্রতিহত করতে চাইছে। এদের সেই সুযোগ দেয়া চলবে না।
রাজাকারের ফাঁসীর আন্দোলন সকল বাংলাদেশীদের। আমাদের। এখানে ধর্ম মুখ্য নয়।
যারা ভাবছেন, "মুসলমান" রাজীবকে হত্যা করেছে, তাদের অনুরোধ, আপনাদের এটা ভাবাতে সফল হয়েছে রাজাকারবাহিনী। আপনারা এমন ভাববেন না। জবাই-খুন কোন ধর্মের নিয়মে পড়ে না।
যারা ভাবছেন, নাস্তিক খুন হয়েছে- তাদেরকেও ভাবাতে সফল হয়েছে রাজাকার। কারন ধর্মী অনুভূতিতে এদেশের মানুষ আসলে নরম। মনে রাখা দরকার, ভুলে যাবেন না, নাস্তিক বলে তাকে খুন করার অধিকার কোন ধর্ম মানুষকে দেয়নি। এই খুনের বিচার চাইতেই হবে।
আমরা একসাথে আন্দোলন করেছি। আজ থেকে আবার নতুন উদ্যোমে মাঠে নামবো। অনুগ্রহ করে এমন কোন কমেন্ট বা পোস্ট দিবেননা যাতে আমাদের মাঝে বিভেদের সৃষ্টি করে। আমাদের আন্দোলনকে ব্যহত করে।
এই লড়াই দেশের জন্য রাজাকারের বিরুদ্ধে।
এই লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে হবেই।
(এটি কিছুক্ষণ আগে ফেসবুকে দিয়েছি নোট আকারে। এখানে পুনরায় পোস্ট করা কি নিয়মের বাইরে হলো?)
আমরা একসাথে আন্দোলন করেছি। আজ থেকে আবার নতুন উদ্যোমে মাঠে নামবো।
ফেসবুকের সাথে ব্লগের কোন ঝামেলা নাই
জামায়েত শিবির আসলে একটা বিশেষ প্লানে চলছে.… ওদের রুখতে হবে আমাদেরই
ধর্ম আর ধর্ম বিরোধী যে আলোচনা, পোষ্ট, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেসব দেখে স্তব্ধ হয়ে গেছি। শুধু ভাবছি এসব ভাবনা আসে কেমন করে?
একজনের কমেন্ট-এর একাংশ..."নাস্তিকরা শুধু কথা দিয়েই আঘাত করে কিন্তু (তথাকথিত) আস্তিকেরা আঘাতটা করে একদম জানের উপর। "
আস্তিক???!!
এই লড়াই দেশের জন্য, রাজাকারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। জয় হবেই।।
ইনশাআল্লাহ, জয় আমাদের হবেই..
সহমত।
আন্দোলন চলছে অংশগ্রহন চলবে!
জনতার সংগ্রাম চলবে..
এই লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে হবেই।
এর কোন বিকল্প নেই।
বিকল্প নেই।
সহমত
কিন্তু ঝামেলা এটাই। শেষ পর্যন্ত ক্যাচালটা লেগেই গেল..
(
৭১'র পরবর্তী এই একাত্মতা রাজাকারদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। অনেক তো হলো...এবার তোদের শান্তির দিন শেষ। আমি জানি না কতটুকু সফলতা আসবে এই আন্দোলন থেকে তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি, বাঙালির মাঝে একাত্মতাবোধ আজো সমুজ্জ্বল।
মন্তব্য করুন