ইউজার লগইন

ডিজিটাল পাসপোর্ট: না জানলে Amazing Race; জানলে easy case

আজকে পাসপোর্ট অফিসে গিয়ে আবিষ্কার করলাম, পুরো পদ্ধতিটা আসলে মাত্র সর্বসাকূল্যে ৪৫ মিনিটের। কিন্তু এটা আমরা জেনেছি আজকে ঠেকে ঠেকে। আপনাদের জন্য পদ্ধতিটি তুলে ধরছি যেন আমাদের মতো ঠেকে শিখতে না হয়। ধন্যবাদ আমার বরকে। কারণ আমি লেখার আগেই সে এটাকে চমৎকারভাবে গুছিয়ে ফেলেছে সবার জন্য। আমি সরাসরি ওর গুছানো তথ্যটিকে এখানে তুলে দিলাম।

passport.jpg

সৌজন্য- হা হা চৌ

পোস্টটি ৩২ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


এই সিস্টেম কি আসলেই কার্যকর? আনবিলিভেবল মনে হচ্ছে!

দালালরা কেঁউ-কেঁউ করে নাই?

রুম্পা's picture


বিশ্বাস করেন, এভাবে এতো সহজেই এখন পাসপোর্ট করা সম্ভব। আমার আজকের অভিজ্ঞতা।

মীর's picture


ভালো কথা, হাহা চৌধুরী কিডা? দুলাভাই নাকি Big smile

রুম্পা's picture


যে আপনের দুলাভাই.. Crazy

মীর's picture


নামটাতো সুন্দর দিসেন দুলাভাইয়ের! এইবার একটা ছবি দেন দেখি Wink

রুম্পা's picture


ছবি তো আছেই.. Wink খুঁজে নিন...

মীর's picture


ছবি থাকলে হবে না। ওই পোস্টগুলার একেকটায় আমি কম করে হলেও পাচশ' বার করে গেছি। এখন দুইজনের ক্লোজআপ হাসিওয়ালা ছবি দেন Big smile

রুম্পা's picture


এই কমেন্টের উত্তর একটাই, নগদে আরেক প্রশ্ন "কেনো!!"

নিভৃত স্বপ্নচারী's picture


ধন্যবাদ,
আমার কয়েকদিনের মধ্যেই ওখানে যেতে হবে। আপনার দেয়া পদ্ধতিটি কাজে লাগাব ভাবছি।

১০

রুম্পা's picture


অন্যদেরও জানিয়ে দিন প্লিজ..

১১

রুম্পা's picture


অন্যদেরও জানিয়ে দিন প্লিজ..

১২

একজন মায়াবতী's picture


ধন্যবাদ জানানোর জন্য Smile

১৩

রায়েহাত শুভ's picture


আরে গ্রেট... থ্যাংকু...

অফটপিকঃ- দুলাভাইজান কি জন্মাইয়াই হা হা কইরা হাইসা দিস্লেন? Tongue

১৪

রুম্পা's picture


দুলাভাই হাসিতেই থাকেন (মাশাআল্লাহ), তাই তার নামের শর্ট ফর্ম্ও "হা" "হা".. Laughing out loud

১৫

রাসেল আশরাফ's picture


কাজের পোস্ট। যদিও আমার কোন কাজেই আসবে না। Sad
আচ্ছা পুরাতন পাসপোর্ট ওয়ালারা নতুন পাসপোর্ট নিলে কী পুলিশ ভেরিফিকেশন হবে?

দুলাভাইরে বস্তা খানেক ধন্যবাদ।

১৬

রুম্পা's picture


দুলাভাইকে ধন্যবাদ পৌঁছে দিলাম। Love
নিয়ম অনুযায়ী, নতুন পাসপোর্টের ফরম জমা দেয়া এবং উঠানোর সময় পুরানো পাসপোর্ট দেখাতে হয়। তাই পুলিশ ভেরিফিকেশন হয় না। Big smile
(আমি প্রথম পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে এসেছিল- কিন্তু ঘুষ নেয়নি, ইন দ্যাট কেইস, বলতেই হয়, সবাই খারাপ না।.. Smile )

১৭

রাসেল আশরাফ's picture


আমার ক্ষেত্রেও একই ঘটনা কোন ঘুষ দিতে হয়নি।

১৮

রুম্পা's picture


Applause

১৯

মিশু's picture


রুম্পাকে এবং তাঁর বরকে ধন্যবাদ।
অনলাইন থেকে ফর্ম না হলেও কিন্তু ঘুষ ছাড়াই নতুন পাসপোর্ট করা সম্ভব।

নিজে সরাসরি সব কাজ করুন, এবং যেই এসে হাইকোর্ট দেখাক না কেন, একটু শক্ত কন্ঠে বলবেন শুধু "ভাই, আমি অশিক্ষিত নই, ফরমে যাই লিখা আছে আমি নিজে পড়তে জানি।" দেখবেন শুধু পাসপোর্ট অফিসের দালালরা নয়, সেখানকার কর্মকর্তারাও আপনার কাজ করে দিবে একেবারে নীরবে।

আরেকটা ট্রিক্স শিখিয়ে দেই, যখন পুলিশ ভেরিফিকেশনে আপনার বাসায় পুলিশের কোন সদস্য আসবে তখন যত ছোট নোট তবে সাইজে বড় নোটের সমান এমন কিছু নোট একটা খামে ভরে তাকে দিবেন। এতে করে কম টাকায় খাম বেশী ভারী মনে হবে। অফিসার সাধারণত আপনার সামনে খাম খুলবে না। আমি ঘুষ দেয়ার পক্ষপাতি নই, তবে একেবারেই সৎ অফিসার না হলে যতক্ষণ না আপনি সেই খাম তার হাতে ধরিয়ে দিচ্ছেন ততক্ষণ কিন্তু সে বসেই থাকবে এবং অনর্থক করা বলে যাবে। আজ থেকে ৬ বছর আগে আমি মাত্র ১০টাকার ১০টি নোট দিয়ে কাজ সেরেছিলাম :প। কোন উপায় ছিলনা বলে।

মনে রাখবেন, পাসপোর্ট অফিসের দালালরা শুধু মাত্র তাদেরকেই ঠকাতে পারে যারা নিজেরা সব কিছু পড়ে বুঝতে পারে না। এবং পাসপোর্ট পাওয়াটা আপনার নাগরিক অধিকার। কোন অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে আপনার পাসপোর্ট ইস্যু করতে রাষ্ট্র বাধ্য।

তবে শুধু পাসপোর্ট এবং ভিসা থাকলেই কিন্তু হয়রানীর শেষ নেই। আমাদের বিমানবন্দরগুলোতে যেই ইমিগ্রেশন অফিসারগুলো আছে তাদেরকেও অনেক শুধরাতে হবে। আমাকে প্রথমবার অযথাই ভুয়া ভিসা বলে ১ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। শেষের দিকে আমি রেগে যাবার পরে ছেড়ে দিয়েছে। Sad

২০

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


আপনাকেও ধন্যবাদ। ট্রিক্সটা ভালু Big smile

২১

অতিথি's picture


Smile এখন তো অনলাইনে চেক করে নিতে বললেই হবে

২২

স্বপ্নের ফেরীওয়ালা's picture


দিন বদলাইছে...আজকাল এই সব ট্রিক্স সব সময় কাজ দেয় না। আম্মুর নতুন পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্সের সময় খামে ভরে দিয়েছিলাম। আমার সামনেই খাম খুলে বলে ফেললো, এতে হবে না ভাই, অনেক খরচ করে পোস্টিং নিয়েছি।

~

২৩

তানবীরা's picture


আরেকটা ট্রিক্স শিখিয়ে দেই, যখন পুলিশ ভেরিফিকেশনে আপনার বাসায় পুলিশের কোন সদস্য আসবে তখন যত ছোট নোট তবে সাইজে বড় নোটের সমান এমন কিছু নোট একটা খামে ভরে তাকে দিবেন। এতে করে কম টাকায় খাম বেশী ভারী মনে হবে। অফিসার সাধারণত আপনার সামনে খাম খুলবে না। আমি ঘুষ দেয়ার পক্ষপাতি নই, তবে একেবারেই সৎ অফিসার না হলে যতক্ষণ না আপনি সেই খাম তার হাতে ধরিয়ে দিচ্ছেন ততক্ষণ কিন্তু সে বসেই থাকবে এবং অনর্থক করা বলে যাবে। আজ থেকে ৬ বছর আগে আমি মাত্র ১০টাকার ১০টি নোট দিয়ে কাজ সেরেছিলাম :প। কোন উপায় ছিলনা বলে।

আমি এটা ছাড়াই নিজের - মেয়ের - মেয়ের বাপের নতুন পাসপোর্ট করি। তোমার এই ট্রিক্স ফলো করে

একটু শক্ত কন্ঠে বলবেন শুধু "ভাই, আমি অশিক্ষিত নই, ফরমে যাই লিখা আছে আমি নিজে পড়তে জানি।"

Big smile Big smile

২৪

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


"অনলাইন ফরমের জন্য লাইন ধরতে হয় না" ভাল একটা তথ্য দিলেন। একটা জিনিষ দেখেন, অনলাইন ফরমের জন্য যা যা করতে হবে তা কিন্তু ওরা সোজা রাস্তায় বলে না। আপনার মত একটা গাইডলাইন ওরা চাইলেই পাসপোর্ট অফিসের নোটিস বোর্ডে ঝুলিয়ে দিতে পারে। কিন্তু তা তারা করছে না।

হা হা ধন্যবাদ ভাই

২৫

রুম্পা's picture


হমম... কিছু তথ্য না হয় নিজেরাই নিজেদের দিয়ে দেই।..তাহলেও তো হয়.. Smile

২৬

রন's picture


এত্ত সহজ! তাইলে একটা পাসপোর্ট এইবার বানায়েই ফেলি Big smile

২৭

রুম্পা's picture


হ..করে রাখো.. Cool

২৮

জ্যোতি's picture


প্রথমবার পাসপোর্ট বাবা করে দিয়েছিলেন তাই কিছুই জানি না কি করতে হয়। সেটা হারায়াও ফেলছি। আপনের দেয়া পদ্ধতিটা তো সহজই, দেখি একটা পাসপোর্ট করে রাখা যায় কিনা। পোস্ট প্রিয়তে রাখলাম।

২৯

সাগরিকা দাস's picture


ভাই বিশ্বাস করুন। কি যে উপকার হইছে। যা ভাষায় প্রকাশ করা যাবেনা। আপনারে লম্বা একটি ধন্যবাদ। ধরুণ আগারগাও থেকে ফার্মগেট পর্যন্ত। যদি আপনার কথামতো ঠিকঠাক হয়। তাহলে আরও লম্বা ধন্যবাদ পাবেন। ভালো থাকবেন।

৩০

রুম্পা's picture


ইনশাল্লাহ কাজে দিবে..তাড়াতাড়ি করে ফেলেন.. Smile

৩১

আরাফাত শান্ত's picture


হেটস অফ!

৩২

রুম্পা's picture


Smile

৩৩

shahidur rahman's picture


Wink Thank you for sharing, good job, by the way now tips is change as fast money !!!

৩৪

অতিথি's picture


সব কিছুই বলসে শুধু ১০০০/- টাকা পুলিশ ভেরিফিকেশন এর জন্য লাগবে সেটা বলে নাই

৩৫

Mir Alvee Ahmed's picture


ভাই, আর দুইটা সপ্তাহ আগে জানলেই তো....।

৩৬

Mir Alvee Ahmed's picture


ভাই, কয়টা দিন আগে জানলেই তো......

৩৭

শুভ্রমন's picture


পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ ।
সবই বুঝলাম, কিন্তু

(১)কাগজের ফর্মে "ছবি" এবং "প্রত্যয়নকারী" এর ঘর পুরন করতে হয় , তার জন্য কী ব্যবস্থা নেয়া হয় অনলাইন আবেদনের ক্ষেত্রে ?

(২) অনলাইন ফর্মে "Payment Later" এই অপশনে চেক করলে আমি যদি আগারগাঁও সোনালী ব্যাঙ্ক-এ টাকা জমা দেই, তাহলে তার রশীদ নম্বর লিখতে হবে কোথায় ?
জানালে খুব উপকৃত হব Smile

(১)কাগজের ফর্মে "ছবি" এবং "প্রত্যয়নকারী" এর ঘর পুরন করেছিলাম , তার জন্য কী ব্যবস্থা নেয়া হয় অনলাইন আবেদনের ক্ষেত্রে ?

(২) অনলাইন ফর্মে "Payment Later" এই অপশনে চেক করলে আমি যদি আগারগাঁও সোনালী ব্যাঙ্ক-এ টাকা জমা দেই, তাহলে তার রশীদ নম্বর লিখতে হবে কোথায় ?
জানালে খুব উপকৃত হব Smile

৩৮

অতিথি's picture


vai ordinary pasport er khetre go/noc/pds eishob document chay eigula ki dhoroner documen?

৩৯

|জণারন্যে নিঃসঙ্গ পথিক|'s picture


ধইন্যাপাতা।

৪০

মেসবাহ য়াযাদ's picture


আমার পাসপোর্ট আছে Big smile

৪১

শাহ নাজ's picture


রুম্পাকে ধন্যবাদ Big smile

৪২

আচার্য's picture


আপনার এই পোস্টটি অনেকেরই উপকারে আসবে। আমি চট্টগ্রাম থাকি। অনলাইন আবেদনের ক্ষেত্রে চট্টগ্রামের জন্যও কি একই রকম ব্যবস্থা? যদি জানা থাকে জানালে উপকৃত হব।

৪৩

রুম্পা's picture


এটা আপনাকে নিজে একটু কষ্ট করে জানতে হবে। যেহেতু ঢাকাতেই একাধিক সেন্টার আছে, সেক্ষেত্র আশা করা যায়, চট্টগ্রামের জন্যও ভিন্ন ব্যবস্থা আছে.. Smile
(যেমন, বনানী-বাসীরা কিন্তু ফরম জমা দিচ্ছেন উত্তরায় সংশ্লিষ্ট অফিসে ...)

৪৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

৪৫

মিলন 's picture


নতুন MRP পাসপোর্ট করলে আমার হাতে লেখা পাসপোর্টে যে ভিসা আছে, সেগুলার কি হবে?

৪৬

জাহাঙ্গীর আলম, (জাপান থেকে)'s picture


ভাই, আপনাদের নিয়ম পড়ে আমার শুধু হাঁসি না আরও অনেক কিছুই পাচ্ছে।, আমি আমার স্নাতকোত্তর শেষ করে জাপান আসার জন্য জরুরী পাসপোর্ট করতে ৬০০০ টাকা জমা দিলাম, আমাকে বলা হল আমি এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাব, এক সপ্তাহ পরে যখন পাসপোর্ট অফিস এ গেলাম তারা আমাকে বলল যে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়নায় এখনও, তার কয়েকদিন পরে পুলিশ আমার বাসাতে আসলে আমি যখন কোন টাকা দিচ্ছিলাম না তখন পুলিশ বলে ভাই আপনি স্কলারশিপ নিয়ে জাপানে পড়তে যাচ্ছেন, আমি এতো কষ্ট করে আপনার বাসাতে এসেছি, কিছু দেন, আমি তখন বললাম যে এটাতো আপনাদের দায়িত্ব, তখন উনি বললেন যে আপনার বাসায় আসতে আমার গাড়ির তৈল খরচ হয়েছে, আমি আবার বললাম যে এটাতো আপনাকে সরকার দিবে, তারপরও উনি বললেন যে ভাই আপনি শিক্ষিত তাই কিছু হলেও দেন, অন্য কেউ হলে তো এক হাজার টাকার কম নিতামনা, আপনার যত খুশি দেন, তখন আমি ১০০ টাকা দিলাম, উনি বললেন ভাই এটা কি দিলেন, এতে এখন কিছু পাওয়া যায় নাকি, তারপরে যা দিলাম সেটা আর আপনাদেরকে বললাম না, পড়ে আমি আমার পাসপোর্ট ১ মাস পরে পেয়েছিলাম, পাসপোর্ট অফিস এ যেসব মোবাইল এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে আমি সেগুলোতে অনেকবার কল করেছিলাম কিন্তু কেউ রিসিভ করে নাই।, আর কি বলব আপনাদের, এটাই আমাদের প্রিয় বাংলাদেশ এর চিত্র.

৪৭

রুম্পা's picture


ভাই ও বোনেরা, এটি অনলাইনে ফরম ফিলাপ এবং তার বিধায় প্রাপ্ত সুবিধা সমূহ বর্ণনার একটি উদাহরণ এবং পদ্ধতি দেয়া হয়েছে। পোস্টের কোথাও উল্লেখ নাই- ইহা ফরম পূরণের নিয়মাবলী/ ঘুষ লাগিবে/ ঘুষ লাগিবে না/ পুলিশ ভেরিফিকেশনে আসিবে/ আসিবে না।.. ফরম কিভাবে পূরণ করতে হয়- এটা- কোন ঘরে কি লিখিতে হয়- এটাও লেখা নাই। ফরম-পাঠেই তা বুঝা যায় বলে আমার ধারণা..এমনকী কিকি কাগজ দিতে হবে সেটাও ফরমে উল্লেখিত থাকে.. আমরা আসলে জাতটাই আরাম প্রিয়.. কোনদিন বলে বসবো- কেউ একজন চাবাইয়া দিন আমি কোৎ করিয়া গিলিয়া লইবো.. যদি আমার ভুল হইয়া থাকে ক্ষমাপ্রার্থী..তবে হ্যা, আমি কিন্তু দ্বিতীয়বারের মতো "ঘুষ" ছাড়াই পাসপোর্ট হাতে পাইয়াছি.. Smile

৪৮

টুটুল's picture


আমারে একটা পাসপোর্ট কইরা দেও না Wink ... ভালো কথা বাসায় পৌছাইয়া দিলে কৃতজ্ঞ থাকপো Wink
এত কাজ করতে আইলসামী লাগে Wink

৪৯

রুম্পা's picture


ভাই আপনের স্বাক্ষরটা শিখায় দেন, কোথায় কোন কাগজ পাবো বলে দেন..এরপর মেইলে ছবি পাঠায় দেন..আমি প্রিন্ট করে নিচ্ছি..কোন সমস্যা নাই. Tongue .আর পাসপোর্ট হইলে বাড়িত দিয়ে আসবো.. আর ইয়ে মানে, স্বাক্ষর যখন শিখেই নিবো..একাউন্ট নম্বরটা যদি কইতেন... Tongue

৫০

Curzon's picture


আমি ও একমত।জমা তো ঠিক ই দিলাম বাট আমার পাসসপোরট পাওয়ার কোথা ছিলো ৩১/৭/২০১২ কিনতু পেলামনা। কবে পাবো তাও বলতে পারলোনা। এর এনসার কি???

৫১

অতিথি's picture


৩০০০/৬০০০ টাকার সুবিধা কি থাকল??? যেখানে একদিনেই পাসপোর্ট পাওয়া যাচ্ছে।।!!??

৫২

অতিথি/প্রবাসী জীবন,'s picture


লিঙ্ক টা দেন দয়া করে,খুব ভাল লাগল।আমার দেশ টা কি আসলে ডিজিটাল হচ্ছে?

৫৩

Badhan Dhruba's picture


Smile রূম্পা ও তার বরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি চট্টগ্রাম থাকি। এখানের ব্যপারটা একই হবে আশা করি। দেখা যাক।

৫৪

অতিথি's picture


পুরাতন Passport বদলে MRP করতে কতদিন সময় লাগে? নতুন করে কি পুলিশ ভেরিফিকেশন হবে? কারন আমার হাতে ২০ দিন সময় আছে।

৫৫

milon sultan's picture


ভাই আমি একতা সমস্যা পড়েছি. আমার নাম হল MD.SAHRIAR NAFIZ কিন্তু MD এর পরে (.) দিতে পারছিনা ...একটু বলবেন কেও............খুব সমস্যায় আছি.........

৫৬

অতিথি's picture


I have completed my higher secondary exams this year and don't have the National ID, so is this possible for me to apply for a passport by submitting my "Birth Certificate". I am looking forward to your reply.
And extremely sorry i can't type Bengali, if i could i must have written it in Bengali, coz i love my country and her language.

৫৭

Mohammad Redwan's picture


২য় পাতা তে Payment Information না দিলে পরের পাতা তে জেতে পারতেসিনা। কি করব

৫৮

Maz's picture


the process has changed now. Online applications also need the entry seal. Verification is done on room no. 304 and there is also queue as many people now apply online. after that there is a common queue for getting the serial for taking photo. After that the picture is taken and there the queue is separate for online applicants.
Though the process given in this blog was not helpful but a Million Thanks to the Blogger for atleast letting us know that we can apply online for MRP. Otherwise I would have taken the manual way. Applying online has saved atleast 3 hours of my valuable time.

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রুম্পা's picture

নিজের সম্পর্কে

আমি তো ভালো মানুষ। বেড়াতে, বই পড়তে আর ঘুমাতে পছন্দ করি। আর অন্তত তিন মাস পর পর একদিন একদম একা থাকতে পছন্দ করি।