ই-বুক বিষয়ক ঘোষণা(আপডেট)
বন্ধুদের বিশেষ অনুরোধে লেখা জমা দেয়ার সময় আগামী ০৯ ই মে পর্যন্ত বর্ধিত করা হলো
==========================================================
জানালার শিক ধরে বৃষ্টি দেখার দিন এলো আবার।
শহরে টিনের বাড়ি নেই, ঝমঝম শব্দ নেই, তবু বৃষ্টি ভালো লাগে।
অফিস ফেরতা ক্লান্ত শরীর, জল কাদায় নাস্তানাবুদ, তবু বৃষ্টির শান্তি।
প্রেমের দিনে ছাতাটা উড়ে যাবে হাওয়ায়, ভিজবো তুমি আমি- সেই বৃষ্টি।
জলডোবা হয়ে বাড়ি ফেরা, সরিষা তেলে মুড়ি মাখিয়ে স্মৃতির ভেলায় ভেসে যাওয়ার বৃষ্টি এসেছে শহরে।
বৃষ্টি কেবল একলা আসে না, সঙ্গে নিয়ে আসে স্মৃতির ঝাঁপি। মনে পড়ে যায় সেই কতকালের পুরনো সব কথা।
আর মনে হয়, এমন দিনে তারে বলা যায়।
এমন দিনেই তো বলা যায়। বলে ফেলুন তাহলে আপনার বৃষ্টিবিলাসের গল্প। বৃষ্টি নিয়ে আনন্দ বেদনার গল্প।
বৃষ্টি নিয়ে গল্প, কবিতা, ছড়া স্মৃতিকথা, রম্য রচনা লিখে পাঠান amrabondhublog@gmail.com ঠিকানায়
নিজের তোলা ছবিও পাঠাতে পারেন
সর্বোচ্চ শব্দসংখ্যা ১০০০
পাঠানোর শেষ তারিখ ০৯ ই মে ২০১১
লেখা পাঠাতে হবে ইউনিকোডে, সোলাইমানলিপি ফন্টে
লেখার সঙ্গে অবশ্যই লেখকের নাম [আমরা বন্ধুর নিক] এবং লেখার শিরোনাম দিতে হবে
সবাইকে ই-পুস্তকের জন্য একটা সুন্দর নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।
ঘোষণা
সময় শেষ হবার আগে পাঠায় দিবো। কথা দিলুম
রাসেলের এই ই-বুকটা যেন এমন একটা ই-বুক হয় যেটা সকলেই সংগ্রহে রাখতে বাধ্য ... আসুন না একটু চেষ্টা করি...
প্রথমে তিনজনের কাছে স্পেশাল রিকোয়েস্ট ...
১......আমাদের প্রিয় কামাল ভাইয়ের জন্য বিষয় হলো "বাংলা সাহিত্যে বর্ষা"... দয়া করে এই বিষয়ে কামাল ভাই লিখবেন কি?
২......আবার প্রিয় মাসুম ভাই লিখলো "বাংলা চলচ্চিত্রে বর্ষা"
........[অবাংলা চলচ্চিত্রে বর্ষাও থাকতে পারে স্পেশাল ক্যাটাগরিতে]
৩......আর আমাদের গানওয়ালা মুরাদ লিখলো "বাংলা গানে বর্ষা"
.........[অবাংলা গানের বর্ষাও থাকতে পারে স্পেশাল ক্যাটাগরিতে। তারপর এই সবগুলো গানের অডিও লিঙ্ক জোগাড় করে হাইপারলিঙ্ক হিসাবে যোগ করে দেওয়া]
প্রয়োজনে যৌথভাবে লেখা সম্ভব এগুলো, ধরা যাক মুরাদ বর্ষার গানের একটা লিস্ট বানাইলো, তারপর পোস্ট দিলো [ব্লগে না দিয়া ফেসবুক গ্রুপেও দিতে পারে]... তারপর অন্য সবাই এখানে ইমপুট দিলো, তাতে সমৃদ্ধ হবে লিস্টটা, তারপর ফাইনাল লেখাটা তৈরি হইলো
এতে হবে কী, ইবুকটা একটা কালেকশনে রাখার মতো ব্যাপার হবে। শত্রুমিত্র সবাই পড়তে বাধ্য হবে। শুধু ব্যক্তিগত বর্ষা স্মৃতিযাপন সবার জন্য আকর্ষনীয় হবে না
ফটো তুলনে ওয়ালাদের জন্য... বৃষ্টি পাইলেই য্যান ক্যামেরা নিয়া ঝাঁপায়া পড়ে... বৃষ্টি বিষয়ক দারুণ একটা ফটো অ্যালবাম করা যায়.... এবির ফটগফুরদের তোলা ছবি দিয়াই প্রচ্ছদ হতে পারে
হাতে পর্যাপ্ত সময় আছে, ফাটাফাটি একটা কিছু বের করা সম্ভব, যদি এখন থেকে সিরিয়াসলি নেয় কয়েকজন
টুটুল ভাইর আইডিয়াটা পছন্দ হৈছে। হোক এমন কিছুই হোক।
একমত
টুটুল্ভাই জিন্দাবাদ... আইডিয়া ভালো হইছে,
টুটুল্ভাই জিন্দাবাদ... আইডিয়া ভালো হইছে,
ঠিকাছে
বৃষ্টি রে নিয়া লিখলে বৃষ্টির বাপে লৌড়ানি দিব
লৌড়ানি খাওয়ার পর এক জায়গায় একটু জিরায় নিয়ে লেখা পাঠাও।
রকস এ বিসমিল!
টুটুলের কমেন্টে একটা বিশাল সাইজের বিয়োগ চিহ্ন প্রদান করলাম।
সবাই লিখবে নিজ নিজ স্মৃতিময় বর্ষা নিয়ে, আর আমি লিখবো বাংলা পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখতে, এইটা কোনো কথা হইলো!? তবে মাসুম ভাই আর বিমার বিষয় দুইটা ঠিক আছে। এই অংশের জন্য লাইক দিলাম।
বস...

আপনাদের তিন জনের জন্য ওই তিনটা টপিকস মাস্ট
এবং
এর বাইরে আপনারা আপনাদের মনের মত বৃষ্টি নিয়ে আপনাদের অন্য যে কোন লেখা দিতে পারেন...
অসুবিধা নেই
আইডিয়া টা ভালো।
ইইইইইবুকের সাফল্য কমনা করছি ।
ছবি পাঠান সাঈদ ভাই।
অনুবাদ দেয়া যাবে?
দেয়া যাবে।পাঠান লেখা তাড়াতাড়ি।
ফটুগ্রাফারদের জন্য বৃষ্টি নিয়া সুন্দর ছবি তুলে দিতে অনুরোধ জানাই...
কয়েকটা সাবজেক্ট দেই...
মেঘলা আকাশের ছবি হতে পারে, ফোরগ্রাউন্ডে একটা গাছ, গাছে একটা পাখি বা ফুল...
বৃষ্টি পড়তেছে, রায়হান ভাইয়ের বাচ্চাটা জানালা দিয়া দেখতেছে, হাত বাড়ায়া বৃষ্টিটা ছুঁইতেছে বা বৃষ্টিতে ভিজতেছে
বৃষ্টি শেষ... একটা পাতা থেকে একফোটা জল এক্ষুণি টুপ করে পড়ার অপেক্ষায়...
এরকম অনেক কিছুই হতে পারে... ছাতা হাতে প্রেমিক প্রেমিকা... বৃষ্টি ভেজা মুরগী... আহ্ বাংলার পথে ঘাটে বৃষ্টির সাবজেক্ট...
ছবি দেন, জম্পেশ একটা অ্যালবাম বানানো যাবে ...
টুটুল ভাইয়ের দেখি বৃষ্টি নিয়া ম্যালা জ্ঞান।

পোস্ট স্টিকি হৈছে
গুড, সবাই তাড়াতাড়ি লেখা পাঠিয়ে দেন...
সবাই তাত্তাড়ি লেখা জমা দেন। নাইলে মাইর দিমু।
বৃষ্টিকে না বলুন
জশনে জুলুছে নজরুল ইসলাম
বৃষ্টি একটা বাজে জিনিস, খালি রাজনীতিবিদদের মতো কাদা ছিটায়
ইহা ভালু না
পরম করুণাময় ভুবনেশ্বরের নিকট তাই বিণীত আবেদন, ষড়ঋতু হইতে বৃষ্টি বাদলা বাদ্দিয়া দিন
শীতকালে আমরা জাম্পার পরিয়া ঘুরিয়া বেড়াইবো
অবশ্য কেবল সিনেমার নায়িকাদের জন্য বিশেষ ব্যবস্থায় বর্ষা রাখিতে পারেন...
[লেখা পাঠাইলাম, এইবার এইটা ছাপায়ে দেন ইবুকে
]
্মেইল করে দেন।কমেন্টের ঘরের লেখা ছাপা হবে না।

কি জে লিখি?
মাইরেরর আনন্দে কাল সারা রাত জাইগ্গা গপ্প লিখে পাঠাই দিছি।
থ্যাঙ্কু মামুন ভাই।
ই-বুকের নাম হতে পারে--
বৃষ্টিবিলাস
রিমঝিম রিমঝিম
সুখধারা
বৃষ্টি ভেজা মন
বৃষ্টিকথা
বৃষ্টিকথন
বৃষ্টির শতকথা
আমি ভাবতেসি কালকে লেখমু বৃষ্টিমুখর রাইতে অথবা বর্ষাকালে আমার কুমারত্ব খোয়ানোর কাহিনী।
এমন গল্প লেখা কি ঠিক হবে?
চিন্তা করা বাদ দিয়ে লিখে ফেলান।

দিলাম পাঠিয়ে অবশেষে-
একটি বর্ষণমুখর রাত্রি এবং নষ্ট কৌমার্যের গল্প
মানুষের আকুল আবেদনে আমি সাড়া না দিয়ে পারি না তাই যারে যা লেখা পাঠায় দিছি ............।।
গান শুনি
বৃষ্টি বিষয়ক গান
হ।

ভাইজান
আমি পাঠাব ২/৩ মে ২০১১ - চলবে ?

আমি অভ্রতে পাঠাব, সোলাইমানলিপি ফন্টে- চলবে ?
এতদিন পর আইসা এইগুলা কি কন গো আফা???

আমি লেখা দিতে চেয়েছিলাম। কিন্তু সময় করতে পারছি না। খারাপ লাগছে খুব। শুভেচ্ছা।
ধুর মিয়া পাঠায় দেন তাড়াতাড়ি।
কোন ওজর-আপত্তি চলতো না।

আজকে এসে মাথার চুল ছিড়লে হবে না রাফি ভাই।
লেখা পাঠান ।

আজই দেখলাম। লিখতে ইচ্ছা করছে কিন্তু সময় বড়ই কম। আফসোস। তবে হাল ছাড়ছি না, দেখা যাক পারি কি না।
রাসেল ভাইয়া কেমিন আছেন?
তারিখ ৭ দিন বাড়াইয়া দিলে কিরম হয়? ইবুক বের করতে তো ম্যালা দিরং আছে... আরো এক মাস প্রায়
তাইলে আমি হুদাই একটা রাত জেগে লিখলাম। সময় বাড়বে জানলে রাত জাগা লাগতো না।
মন্তব্য করুন