দাদাভাই শুভ জন্মদিন
আজ আমাদের দাদাভাইয়ের জন্মদিন।এই লোকটা কেন জানি সবার খুব প্রিয়।আমারও খুব প্রিয়।দুইদিনের জ্বরের ঠেলায় মাথায় কিছু আসতেছে না।খালি মাথা ভোঁ ভোঁ করে ঘুরতেছে।তাই আর কিছু লিখতে পারলাম না।
দাদাভাই খুব ভালো থাকুন।এখন যেমন আছেন আজীবন সেইরকমই থাকুন।এই কামনা রইলো।
শুভ জন্মদিন দাদাভাই
কী মসিবত ৫০ শব্দ হয় নাই বলে পোস্ট হচ্ছে না। দিলাম প্রিয় একটা গান লাগিয়ে।
আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জছোনাটা আরো সুন্দর,
সন্ধাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অমলিন স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য ফোটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
সুভেচ্চা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
শুভ জন্মদিন দাদাভাই
ইয়াজিদ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
তার জন্য আজ বিকেলের নাস্তায় রয়েছে সিজলিং লাচ্ছা।
মেসবাহ ভাইকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা। সফলতায় ভরে উঠুক তার ও তার স্ত্রী-পুত্রদের জীবন।

আর ভদ্রলোককে অ..নেকদিন না দেখে না দেখে খুব পেট পুড়াচ্ছে।
যাই দেখি তার কিছু লেখা পইগা আসি।
শুভ জন্মদিন মেজবাহ ভাই।

আর কতদিন বিরতিতে থাকবেন? আমরা আপ্নেরে ভীষন মিস করতেসি।
শুভ জন্মদিন মেজবাহ ভাই
শিশুতোষ মনের বিরলপ্রজ মানুষ মেজবাহ ভাই, তার কোন তুলনা নাই

জন্মদিনে শুভেচ্ছা।
ভাই 'বিরলপ্রজ' মানে কি? বিরল প্রজাতির?
না, শব্দচয়ন দারুণ হৈসে তো!
আপ্নের গল্প পগি না অনেকদিন। কবে সৌভাগ্য হবে লী'পু?
গল্প এগুচ্ছেনা
একটা নিয়ে পড়ে আছি ওইটা দেখি ভোকাট্টা হয়ে কই চলে গেছে
(
হ আমারও একই অবস্থা। নীড হেল্প। sos
লিখতে থাকেন, আমরা আছি কমরেড
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দাদাভাই।
শুভজন্মদিন।
শুভ জন্মদিন,
শুভ জন্মদিন দাদাভাই।
শুভ জন্মদিন মেসবাহ ভাই।
সবাই আপনাকে মিস করছে, তাই আপনাকে আর চুপ করে থাকতে হলো না। এখন ফিরে আসতে হলো। আর জন্মদিন উপলক্ষে আমাদের কেক কোক খাওয়াতে হলো।
মেজবাহ ভাই কৈ? চইলা আসেন। বুড়া হইতে কেমন লাগতাছে এইটা নিয়া পোস্ট দেন
মেজবাহ ভাইয়ের মনে হয় কোম্রে ব্যতা

শুভ জন্মদিন প্রিয় দাদাভাই। অনেকদিন আপনাকে কোথাও দেখি না, মন পুড়ে। আপনে যে কেন বুঝেন না!
ভালো থাকেন, এমনই থাকেন সারাজীবন, তবে রাগটা একটু কমান।
এই কবিতা রাসেলের রচনা!!!!! স্বয়ং রবীন্দ্রনাথ তিনবার মৃত্যু বরন করতেন, ভাগ্যিস মরিয়া তিনি প্রমান করেছেন তিনি মরেছেন।
শুভ জন্মদিন মেজবাহ ভাই
আরো আরো লেখা চাই
রাসেল, কবিতা রচনা অব্যাহত থাকুক
কলির রাসেল ঠাকুর তুমি
মন্তব্য করুন