আসেন আড্ডা দেই
আমাদের অজুহাত ম্যাডামের কয়দিন ধরে মন উথাল পাথাল হয়ছে।আর এই জন্য নাকি ভুমিকম্পও হইলো।তাও তার মনের উথাল পাথাল কাটে নাই।প্রতিদিন এরে ওরে খুঁচাখুঁচি করবো পোস্ট দেন আড্ডা দিমু।কিন্তু নিজে যে কবে কলম ধরছে তার হিসাব নাই।
আমাদের কমেন্ট শিল্পীর সেই ১৯৫৩ সাল থেকে পোস্ট দিবেন বলে ওয়েট করায়তেছে।ওয়েট আর শেষ হচ্ছে ্না।কবে যে শেষ হবে আল্লাহ মালুম।
আমার মুরুব্বীরেও কয়দিন দেখি না।বুইড়া কালে পড়াশুনা নিয়া বিরাট বিজি হয়ছে মনে হয়।
আর কথা না ৫০ শব্দ মনে হয় পার হয়ছে।আসেন আড্ডা দেই।
এইটা কুনু পোষ্ট হইলো? মাইনষের গীবত গাইয়া পোষ্ট দেন আর ভূমিকম্প হওয়ার দোষ অন্যের ঘাড়ে দেন!!!! একটা পোষ্ট দিয়াই দিমু?
তবে কলম দিয়া লেইখা হইলে কবেই দিতাম, টাইপ কইরা ভাব আনতে ভাল্লাগে না।
আপ্নে কলমেই লিখেন। আমরা টাইপ কইরা নিব
আপনার দোস্ত কি সত্যই মেঘের দেশে চইলা গেছে? আর দেখি না যে? উনার আমারে খাওনের দাবাত দেয়ার কথা ছিলো।
দোস্ত দোস্ত না রাহা।
সে আছে ভালোই। পড়া এন্ড কাজ নিয়া বিজি মনে হয়। আপনার ক্ষুদে বার্তা তাকে পৌঁছে দেয়া হবে
হ্যারে কম পড়তে কন। জুয়ান কালে এতো পড়লে হাত পা শেষ বয়সে লুলা হয়ে যাবো তো।
আইচ্ছা, লেইখা তুমারে কেমনে পাঠামু? ডুব দিছিলা কই? পোষ্ট দেও না কেন?
ডুব আর দিলাম কই? আমি তো জলে ডুবি ডুবি বলে ডুব দিলাম না সই গো। বাকিদের দেখেন না কেম্নে ডুব দেয়!!
আগে লেখেন তো তারপর বলতিসি
আমার আবার পোস্ট। একজন তো কমেন্ট শিল্পী হইসে। তাই আমি ভাবসি আমি আড্ডা শিল্পী হবো। দেখেন না খালি আড্ডা পোস্টে হাজিরা দেই
এখন থেইকা আড্ডা পোষ্ট বন!!!!!!!!!! না পুষ্ট দেও। আমাদের তো তিনকাল গিয়া এককালে ঠেকছে, তোমরাই তো দিবা। পুলাপাইন মানুষ
পোলা কন কারে!!!
খালি মুখে আড্ডা জমতেছে না, যাই কিছু চা-নাস্তা নিয়া আসি
গীবত কই গাইলাম।
খালেদা ম্যাডামের মতো কথা কন ক্যান?
খালেদা ম্যাডাম লুক ভালু। ফেরেসতার লাহান। দেখেন না, তেলের দাম বাড়ছে আর হরতাল দিয়া দিলো, কত্ত ভালুবাসা!
প্যাদানীটা তো আর নিজে খায় না।ফারুক-মারুকরে খাওয়াতেছে।নিজে খায়লে বুঝতো।হরতাল কত ভালো জিনিস।
আরে ফারুক-মারুক যেই খাক, সমস্যা কিতা? আখেরে এই মাইর ই তো ফল দিবে কাঁঠালের মতো বিশাল সাইজের।
কাঁঠাল আমি খাই না কারন সহ্য হয় না। তাইলে কি আমি শুধু মাইরই খাব কাঁঠাল পাব না।
তাইলে তো আফা মাইর ছাড়া গতি নাই। কুনুদিন কইতে পারবেন না যে, ছাগল না চিনলে লাইসেন্স দেওয়া হপে না।
আম্মা কইছে এই ভরসন্ধ্যাবেলা ব্লগে আড্ডাইলে গুণাহ হপে, যাই, একটু চা-টা খাইয়া আসি।
)
রুমে যাই। ভাত ভাজি খাইতে মন চাইতেছে।রুমে গিয়া ভাত ভাজুম।একটা ডিম ভাজি কইরা তার উপর এট্টু ঘি দিয়া খাসীর ভূনা দিয়া খামু।
খাসির ভুনার সাথে ডিম? রাসেল দেখি বড় বেরসিক!
রসের ডিব্বা রাজশাহীতে রাইখা আসছি।
কার কাছে রেখে আসছো?
দশ হাত গর্ত কইরা আমার লাগানো লেবু গাছের তলে পুঁইতা রেখে আসছি।
আড্ডা কি চলতেছে একনও?
আপ্নেরে দেইখা আবার ফেরত আইলাম আপনে আবার কই গেলেন।
রাফি ভাই, এতদিন কুথায় ছিলেন!!!!!!!!(গানের সুরে হপে। ন্যান্সির একটা গান আছে, শুনে নিয়েন।)
কি আবার !!!!!!!! জুমানার মায়ের কাছে।
আড্ডায় আমি হাজির। খারাপ লাকপেনা মনে হয় খাসির ভূনার সাথে ডিম। তয় সু পরামর্শ হইল খাসিটা কাইল্কা সকালে রুটি দিয়া খাইয়েন।
সুপরামর্শ দিয়ে এই গরীবরে কি অপমান করলেন?
ঘি দিয়া ডিম ভাজি খাইতে মুঞ্চায় কিন্তু মাগার হজম হয় না। তাই বললাম খাসিটা আমার জন্য রাইখা---
খাসি খাই না, গন্ধ লাগে:(
চা-পুরি, পাকোড়া খাইলাম, হিন্দী সিরিয়াল দেখলাম, এখন আইলাম আবার।
আমি একটা বাংলা সিরিয়াল দেখলাম একুশে।পুরাই হিন্দীগুলার নকল।ঠাশ ঠাশ আওয়াজ হয় আবার আহ হা কইয়া মিউজিক বাজে।
আমি একটা হিন্দী দেখলাম, নাম কইতে পারি না, রুমান্টিক, পুলার মামী কথায় কথায় কয় ...."হ্যালো হাই, বাই বাই"
সিরিয়ালটার নাম হিন্দিতে উচ্চারণ করতে পারি না বলে আমি বলি, খুশি। বাংলায় এটার নাম, এই প্রেমের কি নাম দেবো। গত ৬ মাস ধরে আমি হিন্দি সিরিয়াল দেখি। রোজ ৩টা। রাত ১১টা থেকে ১২.৩০ টা পর্যন্ত।
আইজকা আবার আড্ডাবাজি শুরু হইছে? আফসুস
ফিরে আসলাম বিজ্ঞাপণ বিরতির পর থুক্কু খাওন দাওনের পর।
কৈ আড্ডাইন্যা লুগজন সব্বে কৈ?
আমাকে তো চোখে দেখো না, তাই চুপচাপ মজা দেখছি্
কি বলে এইসব? কাইল্কা ভিন্ন ভিন্ন ভাবে দেখ্লাম আর আপনে আইজকা এি কথা কৈতেছেন? পার্লেন এম্মে কৈতে???
দুক্কে দিল-বক্খ হাডি গেলো
এরম দিল টুরকা করা ইমো দিলেন কেন? রশীদাআপারে দিলওয়ালা ইমো দেন, নাইলে আবার ভাগবো।
চা-বিড়ি খাইতে এতোক্ষন লাগে?
বিড়ি আমি খাই না, কাশি আসে।
আইজকা ভার্চুয়াল আড্ডানির ফিলিংস পাইতেছি না পেরাক্টিকাল আড্ডানির ফিলিংসে আছিলাম
চলে আসেন!! কাউরে কইয়েন না আর। ওকিজ??
এখন আমু এখনার বেরৈতে ইচ্ছা হৈতেছে না।
ছিঃ এম্নে করে অবলা নারীটারে অগ্রাহ্য করতে পারলা!
এই জীবন রাইখা আর কি লাপ? জেবীন, আমার জন্য একটা কচু গাছ পাঠাও, কচু গাছে ঝুলতে হপে।
আপনার ওজন কচু গাছ বইতে পারবেনা।আপনে সজিনা গাছে ঝুলেন।
আহারে কতদিন সজিনা খাই না।
তাইলে সজনেগাছ তো নিতে পারবে না ভার। যে হারে খেয়ে .....(মাশাল্লাহ)
ডিম্ ভাজির লগে খাসীর ভুনা কেম্নে ছড়ায়?. আর খালি খানাদানার কথা কেবল.। জনহিতকর বাতচিত কন দেখি কেউ?
"ব্লগটা কেন ঝিমায়,
এটা আসলে কার দায়?"
ওরে এইটা কে? বান্ধবী, আমার কম্পু বেরসিক, কোলাকুলি করার ইমোটা আসে না, মুখেই কইতে হইলো। সব দায় বিরোধী দলের। বিরোধী দল কেডা জানো তো! মডুর বউ
জনহিতকর বাত কৈরা চিত হৈয়া পৈরা যাওনের কি দর্কার? আম্রা ম্যাংগ্রোভ পিপোল ম্যান্গো হয়াই থাকি
কেন তুমার কি পিঠে ব্যাথা নাকি যে চিত হইয়া শুইতে পারবা না?@ বৃত্ত
ক্ষিদার চোটে খাসী গরম করতে পারি নাই।তাই আর খাওয়া হয় নাই।ছবি আপলোড দিতে পারি না ক্যান?
শুভ, আর বদ জেডা কুথায় গেলোওওওওওওওওওওওওওওও!!!!!!!! আমিও না কিন্তু রাগ কইরা যামুগা!!
আড্ডা দেওয়া ভালু না। এর চেয়ে রাইতে রাইতে টক শো দেখা ভাল। প্রস্তুত হন
কুন টিভি? একুশে আর আই হলে আছি।এই দুইটা ফ্রী দেখন যায়? বাকীগুলার দেখার ব্যবস্থা কইরা দেন মাসুম ভাই।
আজকেও আছে নাকি? নাহ, কোন বুটিকের ব্রান্ড এম্বেসেডর হইয়া যান, ফ্রিতে তাদের বিজ্ঞাপন হইবো,সাথে আপ্নেরও উপকার ...
আইজও আছে। রাত ১২টায়। মাছরাঙ্গায়
মাছরাঙ্গা টিভিটারেই দেখি নাই!
আড়াইবছর মাছরাঙ্গা ওয়ালাদের নুন খাইছি টিভিটা দেখার খুব শখ।কিন্তু আফসুস এখনো দেখতে পারলাম না।
রাত জাইগা পরপুরুষ দেখা এমনেই গুণাহ। তারউপর বকবক। এসপ দেখলে কি খাওয়াইবেন তাই কন।
যাই দেইখা আসি
আমাদের এখানে কেন জানি মাছরাঙ্গা চ্যানেলটা নাই।
আমাদের এখানে কেন জানি মাছরাঙ্গা চ্যানেলটা নাই।
আগে বলতেন। ভাইয়ার সাথে দিয়ে দিতাম
যাইগা ভাইসকল। আসলেই ভাল্লাগতেছেনা
মন্তব্য করুন