ইউজার লগইন

আসেন আড্ডা দেই

আমাদের অজুহাত ম্যাডামের কয়দিন ধরে মন উথাল পাথাল হয়ছে।আর এই জন্য নাকি ভুমিকম্পও হইলো।তাও তার মনের উথাল পাথাল কাটে নাই।প্রতিদিন এরে ওরে খুঁচাখুঁচি করবো পোস্ট দেন আড্ডা দিমু।কিন্তু নিজে যে কবে কলম ধরছে তার হিসাব নাই। Crazy Crazy

আমাদের কমেন্ট শিল্পীর সেই ১৯৫৩ সাল থেকে পোস্ট দিবেন বলে ওয়েট করায়তেছে।ওয়েট আর শেষ হচ্ছে ্না।কবে যে শেষ হবে আল্লাহ মালুম।

আমার মুরুব্বীরেও কয়দিন দেখি না।বুইড়া কালে পড়াশুনা নিয়া বিরাট বিজি হয়ছে মনে হয়।

আর কথা না ৫০ শব্দ মনে হয় পার হয়ছে।আসেন আড্ডা দেই।

পোস্টটি ২৭ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


এইটা কুনু পোষ্ট হইলো? মাইনষের গীবত গাইয়া পোষ্ট দেন আর ভূমিকম্প হওয়ার দোষ অন্যের ঘাড়ে দেন!!!! একটা পোষ্ট দিয়াই দিমু?
তবে কলম দিয়া লেইখা হইলে কবেই দিতাম, টাইপ কইরা ভাব আনতে ভাল্লাগে না।

একজন মায়াবতী's picture


আপ্নে কলমেই লিখেন। আমরা টাইপ কইরা নিব Big smile

রাসেল আশরাফ's picture


আপনার দোস্ত কি সত্যই মেঘের দেশে চইলা গেছে? আর দেখি না যে? উনার আমারে খাওনের দাবাত দেয়ার কথা ছিলো।

একজন মায়াবতী's picture


দোস্ত দোস্ত না রাহা।
সে আছে ভালোই। পড়া এন্ড কাজ নিয়া বিজি মনে হয়। আপনার ক্ষুদে বার্তা তাকে পৌঁছে দেয়া হবে Smile

রাসেল আশরাফ's picture


হ্যারে কম পড়তে কন। জুয়ান কালে এতো পড়লে হাত পা শেষ বয়সে লুলা হয়ে যাবো তো।

জ্যোতি's picture


আইচ্ছা, লেইখা তুমারে কেমনে পাঠামু? ডুব দিছিলা কই? পোষ্ট দেও না কেন?

একজন মায়াবতী's picture


ডুব আর দিলাম কই? আমি তো জলে ডুবি ডুবি বলে ডুব দিলাম না সই গো। বাকিদের দেখেন না কেম্নে ডুব দেয়!!

একজন মায়াবতী's picture


আগে লেখেন তো তারপর বলতিসি Laughing out loud
আমার আবার পোস্ট। একজন তো কমেন্ট শিল্পী হইসে। তাই আমি ভাবসি আমি আড্ডা শিল্পী হবো। দেখেন না খালি আড্ডা পোস্টে হাজিরা দেই Wink

জ্যোতি's picture


এখন থেইকা আড্ডা পোষ্ট বন!!!!!!!!!! না পুষ্ট দেও। আমাদের তো তিনকাল গিয়া এককালে ঠেকছে, তোমরাই তো দিবা। পুলাপাইন মানুষ Tongue

১০

একজন মায়াবতী's picture


পোলা কন কারে!!! Shock
খালি মুখে আড্ডা জমতেছে না, যাই কিছু চা-নাস্তা নিয়া আসি Wink

১১

রাসেল আশরাফ's picture


গীবত কই গাইলাম।

খালেদা ম্যাডামের মতো কথা কন ক্যান?

১২

জ্যোতি's picture


খালেদা ম্যাডাম লুক ভালু। ফেরেসতার লাহান। দেখেন না, তেলের দাম বাড়ছে আর হরতাল দিয়া দিলো, কত্ত ভালুবাসা!

১৩

রাসেল আশরাফ's picture


প্যাদানীটা তো আর নিজে খায় না।ফারুক-মারুকরে খাওয়াতেছে।নিজে খায়লে বুঝতো।হরতাল কত ভালো জিনিস।

১৪

জ্যোতি's picture


আরে ফারুক-মারুক যেই খাক, সমস্যা কিতা? আখেরে এই মাইর ই তো ফল দিবে কাঁঠালের মতো বিশাল সাইজের।

১৫

সামছা আকিদা জাহান's picture


কাঁঠাল আমি খাই না কারন সহ্য হয় না। তাইলে কি আমি শুধু মাইরই খাব কাঁঠাল পাব না।

১৬

জ্যোতি's picture


তাইলে তো আফা মাইর ছাড়া গতি নাই। কুনুদিন কইতে পারবেন না যে, ছাগল না চিনলে লাইসেন্স দেওয়া হপে না।

১৭

জ্যোতি's picture


আম্মা কইছে এই ভরসন্ধ্যাবেলা ব্লগে আড্ডাইলে গুণাহ হপে, যাই, একটু চা-টা খাইয়া আসি।

১৮

একজন মায়াবতী's picture


Smile)

১৯

রাসেল আশরাফ's picture


রুমে যাই। ভাত ভাজি খাইতে মন চাইতেছে।রুমে গিয়া ভাত ভাজুম।একটা ডিম ভাজি কইরা তার উপর এট্টু ঘি দিয়া খাসীর ভূনা দিয়া খামু। Smile Smile

২০

রশীদা আফরোজ's picture


খাসির ভুনার সাথে ডিম? রাসেল দেখি বড় বেরসিক!

২১

রাসেল আশরাফ's picture


রসের ডিব্বা রাজশাহীতে রাইখা আসছি।

২২

রশীদা আফরোজ's picture


কার কাছে রেখে আসছো?

২৩

রাসেল আশরাফ's picture


দশ হাত গর্ত কইরা আমার লাগানো লেবু গাছের তলে পুঁইতা রেখে আসছি।

২৪

রাফি's picture


আড্ডা কি চলতেছে একনও?

২৫

রাসেল আশরাফ's picture


আপ্নেরে দেইখা আবার ফেরত আইলাম আপনে আবার কই গেলেন।

২৬

জ্যোতি's picture


রাফি ভাই, এতদিন কুথায় ছিলেন!!!!!!!!(গানের সুরে হপে। ন্যান্সির একটা গান আছে, শুনে নিয়েন।)

২৭

রাসেল আশরাফ's picture


কি আবার !!!!!!!! জুমানার মায়ের কাছে। Tongue Tongue

২৮

সামছা আকিদা জাহান's picture


আড্ডায় আমি হাজির। খারাপ লাকপেনা মনে হয় খাসির ভূনার সাথে ডিম। তয় সু পরামর্শ হইল খাসিটা কাইল্কা সকালে রুটি দিয়া খাইয়েন।

২৯

রাসেল আশরাফ's picture


সুপরামর্শ দিয়ে এই গরীবরে কি অপমান করলেন?

৩০

সামছা আকিদা জাহান's picture


ঘি দিয়া ডিম ভাজি খাইতে মুঞ্চায় কিন্তু মাগার হজম হয় না। তাই বললাম খাসিটা আমার জন্য রাইখা---

৩১

জ্যোতি's picture


খাসি খাই না, গন্ধ লাগে:(
চা-পুরি, পাকোড়া খাইলাম, হিন্দী সিরিয়াল দেখলাম, এখন আইলাম আবার।

৩২

রাসেল আশরাফ's picture


আমি একটা বাংলা সিরিয়াল দেখলাম একুশে।পুরাই হিন্দীগুলার নকল।ঠাশ ঠাশ আওয়াজ হয় আবার আহ হা কইয়া মিউজিক বাজে। Big smile Big smile Big smile

৩৩

জ্যোতি's picture


আমি একটা হিন্দী দেখলাম, নাম কইতে পারি না, রুমান্টিক, পুলার মামী কথায় কথায় কয় ...."হ্যালো হাই, বাই বাই"

৩৪

রশীদা আফরোজ's picture


সিরিয়ালটার নাম হিন্দিতে উচ্চারণ করতে পারি না বলে আমি বলি, খুশি। বাংলায় এটার নাম, এই প্রেমের কি নাম দেবো। গত ৬ মাস ধরে আমি হিন্দি সিরিয়াল দেখি। রোজ ৩টা। রাত ১১টা থেকে ১২.৩০ টা পর্যন্ত।

৩৫

চাঙ্কু's picture


আইজকা আবার আড্ডাবাজি শুরু হইছে? আফসুস

৩৬

রাসেল আশরাফ's picture


ফিরে আসলাম বিজ্ঞাপণ বিরতির পর থুক্কু খাওন দাওনের পর।

৩৭

রায়েহাত শুভ's picture


কৈ আড্ডাইন্যা লুগজন সব্বে কৈ?

৩৮

রশীদা আফরোজ's picture


আমাকে তো চোখে দেখো না, তাই চুপচাপ মজা দেখছি্ Laughing out loud Big smile

৩৯

রায়েহাত শুভ's picture


কি বলে এইসব? কাইল্কা ভিন্ন ভিন্ন ভাবে দেখ্লাম আর আপনে আইজকা এি কথা কৈতেছেন? পার্লেন এম্মে কৈতে???
দুক্কে দিল-বক্খ হাডি গেলো Broken Heart Broken Heart Broken Heart

৪০

জ্যোতি's picture


এরম দিল টুরকা করা ইমো দিলেন কেন? রশীদাআপারে দিলওয়ালা ইমো দেন, নাইলে আবার ভাগবো।

৪১

রাসেল আশরাফ's picture


চা-বিড়ি খাইতে এতোক্ষন লাগে?

৪২

জ্যোতি's picture


বিড়ি আমি খাই না, কাশি আসে।

৪৩

রায়েহাত শুভ's picture


আইজকা ভার্চুয়াল আড্ডানির ফিলিংস পাইতেছি না Sad পেরাক্টিকাল আড্ডানির ফিলিংসে আছিলাম Broken Heart

৪৪

জ্যোতি's picture


চলে আসেন!! কাউরে কইয়েন না আর। ওকিজ??

৪৫

রায়েহাত শুভ's picture


এখন আমু Shock Shock এখনার বেরৈতে ইচ্ছা হৈতেছে না।

৪৬

জেবীন's picture


ছিঃ এম্নে করে অবলা নারীটারে অগ্রাহ্য করতে পারলা! Stare

৪৭

জ্যোতি's picture


এই জীবন রাইখা আর কি লাপ? জেবীন, আমার জন্য একটা কচু গাছ পাঠাও, কচু গাছে ঝুলতে হপে।

৪৮

রাসেল আশরাফ's picture


আপনার ওজন কচু গাছ বইতে পারবেনা।আপনে সজিনা গাছে ঝুলেন। Tongue Tongue

আহারে কতদিন সজিনা খাই না। Sad Sad

৪৯

জ্যোতি's picture


তাইলে সজনেগাছ তো নিতে পারবে না ভার। যে হারে খেয়ে .....(মাশাল্লাহ)

৫০

জেবীন's picture


ডিম্ ভাজির লগে খাসীর ভুনা কেম্নে ছড়ায়?. আর খালি খানাদানার কথা কেবল.। জনহিতকর বাতচিত কন দেখি কেউ?
"ব্লগটা কেন ঝিমায়,
এটা আসলে কার দায়?"

৫১

জ্যোতি's picture


ওরে এইটা কে? বান্ধবী, আমার কম্পু বেরসিক, কোলাকুলি করার ইমোটা আসে না, মুখেই কইতে হইলো। সব দায় বিরোধী দলের। বিরোধী দল কেডা জানো তো! মডুর বউ

৫২

রায়েহাত শুভ's picture


জনহিতকর বাত কৈরা চিত হৈয়া পৈরা যাওনের কি দর্কার? আম্রা ম্যাংগ্রোভ পিপোল ম্যান্গো হয়াই থাকি Sad

৫৩

জেবীন's picture


কেন তুমার কি পিঠে ব্যাথা নাকি যে চিত হইয়া শুইতে পারবা না?@ বৃত্ত Tongue

৫৪

রাসেল আশরাফ's picture


ক্ষিদার চোটে খাসী গরম করতে পারি নাই।তাই আর খাওয়া হয় নাই।ছবি আপলোড দিতে পারি না ক্যান? Crazy Crazy

৫৫

জ্যোতি's picture


শুভ, আর বদ জেডা কুথায় গেলোওওওওওওওওওওওওওওও!!!!!!!! আমিও না কিন্তু রাগ কইরা যামুগা!!

৫৬

শওকত মাসুম's picture


আড্ডা দেওয়া ভালু না। এর চেয়ে রাইতে রাইতে টক শো দেখা ভাল। প্রস্তুত হন Wink

৫৭

রাসেল আশরাফ's picture


কুন টিভি? একুশে আর আই হলে আছি।এই দুইটা ফ্রী দেখন যায়? বাকীগুলার দেখার ব্যবস্থা কইরা দেন মাসুম ভাই।

৫৮

জেবীন's picture


আজকেও আছে নাকি? নাহ, কোন বুটিকের ব্রান্ড এম্বেসেডর হইয়া যান, ফ্রিতে তাদের বিজ্ঞাপন হইবো,সাথে আপ্নেরও উপকার ... Cool

৫৯

শওকত মাসুম's picture


আইজও আছে। রাত ১২টায়। মাছরাঙ্গায় Smile

৬০

জেবীন's picture


মাছরাঙ্গা টিভিটারেই দেখি নাই! Sad

৬১

রাসেল আশরাফ's picture


আড়াইবছর মাছরাঙ্গা ওয়ালাদের নুন খাইছি টিভিটা দেখার খুব শখ।কিন্তু আফসুস এখনো দেখতে পারলাম না।

৬২

জ্যোতি's picture


রাত জাইগা পরপুরুষ দেখা এমনেই গুণাহ। তারউপর বকবক। এসপ দেখলে কি খাওয়াইবেন তাই কন।

৬৩

একজন মায়াবতী's picture


যাই দেইখা আসি Laughing out loud

৬৪

ফিরোজ শাহরিয়ার's picture


আমাদের এখানে কেন জানি মাছরাঙ্গা চ্যানেলটা নাই।

৬৫

তানবীরা's picture


আমাদের এখানে কেন জানি মাছরাঙ্গা চ্যানেলটা নাই।

৬৬

একজন মায়াবতী's picture


আগে বলতেন। ভাইয়ার সাথে দিয়ে দিতাম Tongue

৬৭

রায়েহাত শুভ's picture


যাইগা ভাইসকল। আসলেই ভাল্লাগতেছেনা Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রাসেল আশরাফ's picture

নিজের সম্পর্কে

কিছুই জানি না...