ইউজার লগইন

তিনটি মিষ্টি সিনেমা

মাসুম ভাই বাজেট নিয়ে ব্যস্ত। তাই বলে লোকজন সিনেমা দেখবে না তা তো হয় না তাই না? তাই আজকে আমিই লিখলাম। আজকে তিনটা কোরিয়ান সিনেমা নিয়ে লিখবো। লেখালেখি বেশী পারি না তাই ডাইরেক্ট একশনে গেলাম

১. The Way Home
৭ বছর বয়েসী সাং-উ কে গ্রামে নানীর কাছে রেখে তার মা কাজ খুঁজতে যায়। সাং-উ’র জন্ম এবং বেড়ে উঠা শহরে সে তাই গ্রামের পরিবেশে মেনে নিতে পারে না। সে কারনে সবকিছুতেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এমন কী তার নানীকেও মেনে নিতে পারে না। তার আদর ভালোবাসা উপেক্ষা করতে থাকে। কিন্তু আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে থাকে.........
সিনেমাটা দেখে আমার নিজের দাদীর কথা খুব মনে পড়েছে। গ্রামে গেলে উনি আমাদেরকে গরম পানি ছাড়া গোসল করাতেন না। কত খাবার দাবার রান্না করে খাওয়াতেন। আমরা যে কয়েকদিন থাকতাম সেই কয়দিন ফুপাতো ভাইবোনদের কোন বেইল ছিলো না।
The-Way-Home-2002-movie-pictures.jpg

ইউটিউব লিংক

২ Blind

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলো পরে জানা গেলো সে একটি ট্যাক্সী দুর্ঘটনারও শিকার। পুলিশ তদন্ত শুরু করার পর দুইজন সাক্ষী পাওয়া গেলো একজন অন্ধ সু-আহ যে কীনা একসময়ের খুব মেধাবী ছাত্রী ছিলো ন্যাশনাল পুলিশ বিশ্ববিদ্যালয়ের আর আরেকজন গি-সেউব যে কীনা খুব কাছ থেকে দুর্ঘটনাটি ঘটতে দেখেছে। কিন্তু তাদের দুজনের বর্নিত ঘটনা দু রকমের...
সিনেমাটা আমার খুব ভাল লেগেছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। সিনেমাটা গত বছর কিছু পুরষ্কারও জিতেছে।

blind.jpg

টরেন্ট ডাউনলোড লিংক

৩ Daisy
হে-ইউং ৩০ ইউরোর বিনিময়ে পোট্রেট স্কেচ করে নেদারল্যান্ডের একশহরে স্কয়ারে। পেশাদার খুনী পার্ক-ই হে-ইউং য়ের প্রেমে পড়ে কিন্তু মাঝখানে ইন্টারপোল ডিটেক্টিভ জিয়ং-উ এসে ঝামেলা বাধায়। এইটাইপের প্রেম কাহিনী সিনেমাটার আসলে পুরাটা আমি এখনো দেখি নাই। তয় যতটুকু দেখেছি তাতে দারুন বিশেষ করে নায়িকাটা আহা.........
daisy.jpg

ইউটিউব লিংক

পোস্টটি ২৫ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


বিশেষ করে নায়িকাটা আহা

নায়িকা আহা
রাসেল থুককু নায়কও আহা Tongue

রাসেল আশরাফ's picture


আহা!!!

তয় সিনেমা তিনটা দেইখেন। দারুন লাগবে।

মীর's picture


প্রথম সিনেমাটা তো এক্ষুণি দেখে ফেলতে ইচ্ছা করতেসে।

রাসেল আশরাফ's picture


্দেখে ফেলেন ঝিক ঝিক বাবু।আর দেখে জানান কেমন লেগেছে।

মীর's picture


ধন্যবাদ ঝিক ঝিক বাবু। অচিরেই দেখে জানাবো Big smile

ফাহমিদা's picture


প্রথম সিনেমাটা খুব ভালো লেগেছে , দ্বিতীয় টা দেখে ফেলবো তাড়াতাড়ি, তৃতীয় টা পুরোটা দেখা শেষ করতে পারিনাই এখনো কেহেরমান টাইপ প্রফেসর এর যন্ত্রনায় ...

রাসেল আশরাফ's picture


প্রথমটা আসলেই অনেক ভাল সিনেমা।
===========
আপনি থাকেন কই? প্রফেসররা কেহেরমান তো জানি শুধু আমাদের এলাকাতেই। Sad

ফাহমিদা's picture


কেহেরমান প্রফেসর এই এলাকার বাইরে আর কই পাবেন, আপনার আশেপাশেই থাকি, জাপানে..

রাসেল আশরাফ's picture


হ রে বইন পুরাই কেহেরমান সবগুলা।

১০

জ্যোতি's picture


ekdin amio...

১১

রাসেল আশরাফ's picture


আপনিও একদিন কী?? Tongue

১২

জ্যোতি's picture


cinema dekpo,tarpor lekpo Smile

১৩

জোনাকি's picture


শেষের টা আগেও দেখছি...দেখে মন খারাপ লাগছে Sad

১৪

রাসেল আশরাফ's picture


কালকে পুরাটা দেখলাম। খারাপ না। তয় এট্টু বেশীই রোমান্টিক আর কী।

১৫

মেসবাহ য়াযাদ's picture


হ, শেষেরটা দেখলাম। দারুন রোমান্টিক মুভি।
পুলিশ, আর্টিস্ট আর কিলারের ত্রিভুজ প্রেমের ছবি।

১৬

রাসেল আশরাফ's picture


এই বয়সে শেষেরটাই আগে দেখলেন?? Tongue

১৭

অনীল's picture


বাংলায় ডাবিং করা থাকলে দেখা যেত Sad

১৮

রাসেল আশরাফ's picture


বাংলায় ডাবিং ক্যান? Wink
সাবটাইটেল আছে তো।

১৯

জেবীন's picture


সিনেমাগুলো দেখি নাই, কাহিনী শুনেতো দেখার ইচ্ছে হইলো।

কিন্তু পয়েন্টের কথা হইলো, এইখানেও

"মিষ্টি"

হুক্কা

২০

রাসেল আশরাফ's picture


দেখে ফেলেন।ভাল লাগবে।

ঠিক পয়েন্টে হাত দিয়েছেন দেখি Tongue

২১

শওকত মাসুম's picture


ডেইজি দেখবো কইরাও দেখা হয় নাই। ব্লাইন্ড দেখার ব্যাপক আগ্রহ হইতাছে। প্রথমটাও দেখি নাই।
জীবনে কত কিছু দেখা বাকি। আহারে

২২

রাসেল আশরাফ's picture


ব্লাইন্ডটা দেখেন মাসুম ভাই। ভাল লাগবে।

২৩

শওকত মাসুম's picture


আমি তো নামাইতে পারি না। ডিভিডি তো পাওয়া যায় না

২৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হোম আর ডেইজি নামালাম Smile

লিঙ্কের জন্য আলাদা ধইন্যা পাতা

~

২৫

রাসেল আশরাফ's picture


ব্লাইন্ড টাও নামান।

২৬

বিষাক্ত মানুষ's picture


শুধুমাত্র ব্লাইন্ড দেখছি। বাকিগুলা দেখে ফেলবো .... থ্যাংকু রাসেল Cool

২৭

রাসেল আশরাফ's picture


জটিল না সিনেমাটা???

২৮

সাঈদ's picture


কুরিয়ান সিনেমা ? বাংলায় ডাব করা নাই ?

২৯

রাসেল আশরাফ's picture


না নাই। Crazy

৩০

মীর's picture


বিয়া করতেসেন শুনলাম চুম্মা

৩১

রাসেল আশরাফ's picture


Fishing

৩২

মীর's picture


আহ্ খুশিতে আমার দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেলো। ভাবীজানের নাক কি চ্যাপ্টা নাকি খাড়া?

৩৩

রাসেল আশরাফ's picture


কেমনে কই তারে আমি চোখে দেখি নি Tongue

৩৪

মেসবাহ য়াযাদ's picture


চোখে দেখো নাই... মাগার ছবিতো দিছো দেখলাম Wink

৩৫

৬ টি তার's picture


যাদের ডায়বেটিক আছে তারা যেন মুভি গুলান দেইখেন না। Devil Devil Devil Devil Tongue Tongue
আমার নাই আমি দেখুম। Tongue Tongue

৩৬

রাসেল আশরাফ's picture


আমারও নাই তাই তো দেইখা ব্লগ লিখলাম Tongue

৩৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দেখিনাই, পেলে দেখব।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রাসেল আশরাফ's picture

নিজের সম্পর্কে

কিছুই জানি না...