তিনটি মিষ্টি সিনেমা
মাসুম ভাই বাজেট নিয়ে ব্যস্ত। তাই বলে লোকজন সিনেমা দেখবে না তা তো হয় না তাই না? তাই আজকে আমিই লিখলাম। আজকে তিনটা কোরিয়ান সিনেমা নিয়ে লিখবো। লেখালেখি বেশী পারি না তাই ডাইরেক্ট একশনে গেলাম
১. The Way Home
৭ বছর বয়েসী সাং-উ কে গ্রামে নানীর কাছে রেখে তার মা কাজ খুঁজতে যায়। সাং-উ’র জন্ম এবং বেড়ে উঠা শহরে সে তাই গ্রামের পরিবেশে মেনে নিতে পারে না। সে কারনে সবকিছুতেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এমন কী তার নানীকেও মেনে নিতে পারে না। তার আদর ভালোবাসা উপেক্ষা করতে থাকে। কিন্তু আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে থাকে.........
সিনেমাটা দেখে আমার নিজের দাদীর কথা খুব মনে পড়েছে। গ্রামে গেলে উনি আমাদেরকে গরম পানি ছাড়া গোসল করাতেন না। কত খাবার দাবার রান্না করে খাওয়াতেন। আমরা যে কয়েকদিন থাকতাম সেই কয়দিন ফুপাতো ভাইবোনদের কোন বেইল ছিলো না।
ইউটিউব লিংক
২ Blind
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলো পরে জানা গেলো সে একটি ট্যাক্সী দুর্ঘটনারও শিকার। পুলিশ তদন্ত শুরু করার পর দুইজন সাক্ষী পাওয়া গেলো একজন অন্ধ সু-আহ যে কীনা একসময়ের খুব মেধাবী ছাত্রী ছিলো ন্যাশনাল পুলিশ বিশ্ববিদ্যালয়ের আর আরেকজন গি-সেউব যে কীনা খুব কাছ থেকে দুর্ঘটনাটি ঘটতে দেখেছে। কিন্তু তাদের দুজনের বর্নিত ঘটনা দু রকমের...
সিনেমাটা আমার খুব ভাল লেগেছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। সিনেমাটা গত বছর কিছু পুরষ্কারও জিতেছে।
৩ Daisy
হে-ইউং ৩০ ইউরোর বিনিময়ে পোট্রেট স্কেচ করে নেদারল্যান্ডের একশহরে স্কয়ারে। পেশাদার খুনী পার্ক-ই হে-ইউং য়ের প্রেমে পড়ে কিন্তু মাঝখানে ইন্টারপোল ডিটেক্টিভ জিয়ং-উ এসে ঝামেলা বাধায়। এইটাইপের প্রেম কাহিনী সিনেমাটার আসলে পুরাটা আমি এখনো দেখি নাই। তয় যতটুকু দেখেছি তাতে দারুন বিশেষ করে নায়িকাটা আহা.........
নায়িকা আহা
রাসেল থুককু নায়কও আহা
আহা!!!
তয় সিনেমা তিনটা দেইখেন। দারুন লাগবে।
প্রথম সিনেমাটা তো এক্ষুণি দেখে ফেলতে ইচ্ছা করতেসে।
্দেখে ফেলেন ঝিক ঝিক বাবু।আর দেখে জানান কেমন লেগেছে।
ধন্যবাদ ঝিক ঝিক বাবু। অচিরেই দেখে জানাবো
প্রথম সিনেমাটা খুব ভালো লেগেছে , দ্বিতীয় টা দেখে ফেলবো তাড়াতাড়ি, তৃতীয় টা পুরোটা দেখা শেষ করতে পারিনাই এখনো কেহেরমান টাইপ প্রফেসর এর যন্ত্রনায় ...
প্রথমটা আসলেই অনেক ভাল সিনেমা।
===========
আপনি থাকেন কই? প্রফেসররা কেহেরমান তো জানি শুধু আমাদের এলাকাতেই।
কেহেরমান প্রফেসর এই এলাকার বাইরে আর কই পাবেন, আপনার আশেপাশেই থাকি, জাপানে..
হ রে বইন পুরাই কেহেরমান সবগুলা।
ekdin amio...
আপনিও একদিন কী??
cinema dekpo,tarpor lekpo
শেষের টা আগেও দেখছি...দেখে মন খারাপ লাগছে
কালকে পুরাটা দেখলাম। খারাপ না। তয় এট্টু বেশীই রোমান্টিক আর কী।
হ, শেষেরটা দেখলাম। দারুন রোমান্টিক মুভি।
পুলিশ, আর্টিস্ট আর কিলারের ত্রিভুজ প্রেমের ছবি।
এই বয়সে শেষেরটাই আগে দেখলেন??
বাংলায় ডাবিং করা থাকলে দেখা যেত
বাংলায় ডাবিং ক্যান?
সাবটাইটেল আছে তো।
সিনেমাগুলো দেখি নাই, কাহিনী শুনেতো দেখার ইচ্ছে হইলো।
কিন্তু পয়েন্টের কথা হইলো, এইখানেও
দেখে ফেলেন।ভাল লাগবে।
ঠিক পয়েন্টে হাত দিয়েছেন দেখি
ডেইজি দেখবো কইরাও দেখা হয় নাই। ব্লাইন্ড দেখার ব্যাপক আগ্রহ হইতাছে। প্রথমটাও দেখি নাই।
জীবনে কত কিছু দেখা বাকি। আহারে
ব্লাইন্ডটা দেখেন মাসুম ভাই। ভাল লাগবে।
আমি তো নামাইতে পারি না। ডিভিডি তো পাওয়া যায় না
হোম আর ডেইজি নামালাম
লিঙ্কের জন্য আলাদা
~
ব্লাইন্ড টাও নামান।
শুধুমাত্র ব্লাইন্ড দেখছি। বাকিগুলা দেখে ফেলবো .... থ্যাংকু রাসেল
জটিল না সিনেমাটা???
কুরিয়ান সিনেমা ? বাংলায় ডাব করা নাই ?
না নাই।
বিয়া করতেসেন শুনলাম
হ
আহ্ খুশিতে আমার দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেলো। ভাবীজানের নাক কি চ্যাপ্টা নাকি খাড়া?
কেমনে কই তারে আমি চোখে দেখি নি
চোখে দেখো নাই... মাগার ছবিতো দিছো দেখলাম
যাদের ডায়বেটিক আছে তারা যেন মুভি গুলান দেইখেন না।


আমার নাই আমি দেখুম।
আমারও নাই তাই তো দেইখা ব্লগ লিখলাম
দেখিনাই, পেলে দেখব।
মন্তব্য করুন