'' এমন দিনে তারে বলা যায় , এমন ঘনঘোর বরিষায়।''
১
সারাদিন এক অদ্ভুদ শব্দের মাঝে আছি। রাতের অন্ধকারেও মনে হয় সেই আওয়াজ শুনছি। অনেকটা প্রিয় লেখক হুমায়ূন আহমেদের ''পোকা'' গল্পের মতো। ঘটনা খুলেই বলি। সামারে এখানে এক অদ্ভুদ পোকা এমন আওয়াজ করে কান ঝালাপালা করে দেয়। উইকিপিডিয়াতে দেখি আবার এদের নিয়ে বিরাট আর্টিকেল দিয়ে রেখেছে। পড়তে গিয়েও ধৈর্য্য হলো না। বদজাত পোকা কোহানকার।
এই টাইপের আরেক ধরনের পোকা ইদানিং মাথা খারাপ করে দিচ্ছে তা হচ্ছে এই ব্লগের লোকজন। ব্লগে কেন লিখি না। পোস্ট দিতে কী হয় এই সব বলে। শান্ত আগে পোস্ট নিয়ে আফসোস করতো এখন কমেন্ট নিয়েও আফসোস শুরু করেছে। তাই ভাবলাম একটা পোস্ট দেই। আবার কবে দেই না দেই তার ঠিক নাই
মিরাং থেকে বুসান এসেছি। এখানে দিনকাল খুব ভালোই কাটছে। লোকজন সব আমার মতোই ভ্যাদাইম্মা। বিকাল হলে সুপার শপের চলন্ত সিঁড়ির নীচে আড্ডা হয়। জুনিয়রগুলোর কী কী করা উচিৎ তা খুব ভালো মতো জ্ঞান দেয়া হয়, উইকেন্ডে এর ওর বাড়িতে দাওয়াত নেয়া হয় সেইখানে কব্জি ডুবিয়ে খেয়ে দেয়ে দল বেধেঁ সাবওয়ের নীচে খাবার হজম করার জন্য হাঁটতে যাওয়া হয়। রাতে আবার অফিস করা লাগে। আমার পোস্ট লেখার সময় কই? মানুষ এইসব কেন বুঝে না কেন কেন কেন?
২
দেখতে দেখতে রোজা শেষ হয়ে এলো। আবারও একটা ঈদ আসছে। একরাশ মন খারাপ বাসা বাধঁবে মনে। বিশেষ করে ঈদের আগে যখন সবাই বাড়ি যাবে সেই সময়। কেন জানি এখনো আমার সেই অনুভুতিটা হয় যেমনটা হতো টংগী থাকাকালীন। কিন্তু যেতে পারছি না এই নিয়ে প্রচন্ড মন খারাপ হয়।
৩
কাল মাসুম ভাইয়ের দেয়া স্ট্যাটাস ধরে একটা সিনেমা দেখলাম। War witch নামের। কংগোর গৃহযুদ্ধ নিয়ে।সিনেমাটা দেখার পর অনেকক্ষন মন খারাপ ছিলো কোমোনোর জন্য। রাতে দেখলাম আরেকটা ছবি বনিকাপুরের ''মাতৃভুমি'' এটাও একটা অদ্ভুত সিনেমা। আজ দেখবো ''লুটেরা'' ''চিটাগং'' আর ''এটোনমেন্ট'' পুরাই সিনেমাটিক দিনকাল পার করছি।
৪
এই কয়েকদিনের প্রচন্ড গরমের পর কাল রাতে বৃষ্টি হয়েছে। কী সুন্দর আবহাওয়া সকাল থেকে। প্রিয় একটা রবীবাবুর গান শুনছি সকাল থেকে।
এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়--
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়॥
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার--
জগতে কেহ যেন নাহি আর॥
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব--
আঁধারে মিশে গেছে আর সব॥
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার॥
ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়--
এমন ঘনঘোর বরিষায়॥
এই গান শুনতে শুনতে বৌয়ের কথা মনে হলো। বেচারা সেই ১৩ ই এপ্রিল থেকে ফাইনাল পরীক্ষা দিচ্ছে আজকে তার প্র্যাক্টিকাল শেষ হবে। এর পরেও বাকী আছে প্রজেক্ট ও তার প্রেজেন্টেশন তা আবার ২ রা সেপ্টেম্বর। আল্লাহ মালুম তার এই সব কবে শেষ হবে আর কবে উনি কোরিয়া আসবে? দোয়া কইরেন আপনারা।
১। ফাকিবাকি পর্ব হয়েছে এটা। বুসানে কবজি ডুবায়ে খানার সময় কিবা সুপারম্যানের নতুন দৌড়ানি ইত্যাদি দিয়েই বড় লেখা দেয়া যায়।
২। ঈদে বাড়ি ফেরার এই তাড়নাটা কোন্দিন ফেস করি নাই আল্লাহর রহমতে
৩। সিনেমা দেখি না ম্যালাদিন, আর মাসুম্ভাই'র এই জীবন বৃথা সিনেমাটা দেখার শখ আছে, আর আছে বিফোর সানরাইজ সিরিজের নতুন মুভিটা দেখার ইচ্ছে।
৪। ঢাকা তো বৃষ্টিতে সয়লাব! আপ্নের মনের কথা জেনেই কাদঁতেছে নাকি! আহা, দোয়া গো, কোরিয়া মিষ্টিময় হোক।
কমেন্ট সব চারকোনা
বিফোর মিডনাইটটা হলে দেখতে চাইছিলাম দুইজনে মিল্লা। কিন্তু সেই কোপাল আর হলো না
বিফোর মিডনাইট সিনেমা দেইখা কাটাইবেন?
রাসেল মাসুম্ভাই'র উত্তর দিয়েন তো জুতসই
সেইরকমই প্ল্যান ছিলো। তা আর হতে দিলো কই নচ্ছার ম্যাডাম আর কালোসাপ গুলো
১। কত কি করার কথা বললেন, মিষ্টির সাথে গুটুর গুটুর করার সময়টুকুর কথা বাদ গেলো ।
২।আমারো খুব মন খারাপ ।
৩। মুভি দেখা শুরু করবো ।
৪।দোয়া করি অপেক্ষার পালা জলদি শেষ হোক । এই অপেক্ষা অনেক যন্ত্রণার । দিনগুলি মিষ্টি হোক ।
একটা কবিতা মনে পড়লো।
দোয়া করি আগস্টে কাতার এয়ারোয়েজে টিকিট পাওয়া যাক
আগস্টে টিকেট পাওয়া যায়নি তাই আবার সামনের বছরের জন্য দোয়া করেন ।
দোয়া রইলো
ছোট ছোট পয়েন্টে সুন্দর তুলে এনেছেন দৈনন্দিন জীবনটাকে। লেখাটা অনেক মায়াকাড়া হইসে রাসেল ভাই।
অ্যাটোনমেন্ট আমার সবসময়ের প্রিয় একটা সিনেমা। লুটেরা সিনেমার নায়িকাটাকে আমার ইদানীং দারুণ লাগে!
ভাবীজানরে আমার সালাম অবশ্যই পৌঁছায় দিবেন। নাহলে খপর আচে
আমি মায়াময় তাই লেখাও হইছে মায়াকাড়া
লুটেরার সিনেমাটোগ্রাফীটা অসাধারণ। সোনাক্ষীও দারুণ।
ভাবীজান ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেও তাকে সালাম পৌছে দেয়া হবে।
লিখছেন তাইলে ব্লগ। গুড। লুটেরায় সোনাক্ষীকে দেখে অবাক হইছি। ধারণা ছিল না, মেয়েটা এতো ভাল অভিনয় করবে।
সিনেমাময় জীবন জিন্দাবাদ
সিনেমাময় জীবন আসলেই জিন্দাবাদ মাসুম ভাই
যুদ্ধ নিয়ে একটা সিনেমা পোস্ট দেন
আমি যে কি বলি? সবতো সবাই বলে দিল। আসলে কিছুই বলতে পারছি না। লেখার সমালোচনা বা আলোচনার যোগ্যতা কোনটাই আমার নাই। তাই অফ গেলাম। তবে ব্লগে লেখা দেখে খুশি হইছি খুব।
অফ গেছেন ভালো কথা। একটা পোস্ট দেন রুনাপা। ম্যালাদিন পোস্ট দেন না
পোকাটা হইলো সিকাডা বা সোজা বাংলায় ঝিঁঝিঁ পোকা। এইটার প্রজাতিটা ভিন্ন। আর ঝিঁঝিঁ পোকার ডাক তো নেশ ধরানো, আপনার কান ঝালাপালা হয় কেন? বুজ্জি, মিস্টি কথা ছাড়া আর কোনো শব্দেই আজকাল কান ঝালাপালা হইয়া যায়
উপরের কমেন্টগুলার দাবী দাওয়া মিলায়ে দিনলিপি আরো বড় করেন মিয়াঁ...
এতো চিল্লায় পোঁকাগুলো সত্যি আমার বিরক্ত লাগে। তাও আবার দিনে রাতে না
অ-নে-ক দিন পর পোষ্ট দিলেন। যাক, তবু তো দিলেন!
ছোট পোষ্ট অনেক ভাল লাগলো। গানটা আমার অনেক প্রিয়।
হ দিছি
গানটা আমারও খুব প্রিয়। মাঝে মাঝেই ফেবুতে শেয়ার দেই
সুন্দর
থ্যাঙ্কু
আপ্নেই আইসা পড়লেই হয়?!
যাইতে চাইলেই কী আর যাওয়া যায় রে পাগলা
জ্বি যায়!
আর ঐখানকার মানুষ কি সব জানি খায় বলে কানে আসে । নাউজুবিল্লা!
ইভেন চায়ে পর্যন্ত মিষ্টি কম হয়!পুরাই ব্যারাছ্যারা অবস্থা! আমাগো দেশ ফালাইয়া মাইনষে থাকে ঐখানে?!
আইয়া পড়েন মায়াময় মিঞাভাই,
মালাই চা খাওয়ামু নে!
এখানকার মানুষ সব ভালো মন্দ খায়। লোকজন হুদায় বাড়ায় বাড়ায় কয়। তয় যেদিন মেঘ করে আর রোদ উঠে সেইদিন সজু খায়। বাকীদিনগুলাতে না খেয়ে থাকে।
এইবার দেশে গেলে তোমার সাথে মালাই চা খামু নে।
বউ নিয়া যাও কুরিয়া তে
আসবে খুব শীঘ্রই কিন্তু ঐ যে তার বছরব্যাপী পরীক্ষা শেষ হচ্ছে না।
একে তো তেতুল,
তার উপর আবার মিষ্টি!
এত নেকাপড়া শিখিয়ে আর কি হপে?!
হুম
এত্তগুলা মুভি দেখার টাইম পাইলে মানুষ পোস্ট করার টাইম কেমনে পায় না?
কোরিয়া যাইতে মন চায়, তয় উত্তর কোরিয়া। একদিন যাব ই।
আপনি অনেক ভাল থাকুন কোরিয়াতে পকা মাকড়ের ডাক শুনে।
আমিও রাতের বেলায় কোলা ব্যাং টাইপের কোন প্রানির ঘ্যান ঘ্যানির চোটে ঘুমাতে পারি না। বন জংলের ধারে থাকলে এমন দশাই হয়।
মন্তব্য করুন